Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on April 18, 2021, 08:23:25 PM

Title: দীর্ঘমেয়াদি হোল্ড করার জন্য Swipe (SXP) হতে পারে সোনায় সোহাগা।
Post by: Lutera94 on April 18, 2021, 08:23:25 PM
গত বছর থেকেই ক্রিপ্টোতে ভালো সময় যাচ্ছে, অনেকেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ভালো কিছু করে ফেলেছে। উদাহরণসরুপ বলা যেতে পারে, বিএনবি, পুলকাডট ও চেইনলিংক এর কথা। যা খুব দ্রুততার সাথে দাম বেড়েছে। এসব কয়েন যারা শুরু থেকে কিনেছে তারা আজ সফল। তাই খাটি সোনা চিনতে হলে বিস্তর গবেষণা করা লাগে। এই মুহুর্তে আমার কাছে SXP কয়েনটি অনেক ভালো মনে হচ্ছে, ইহা বাইন্যান্স এর একটি প্রজেক্ট। তাই আশা করা যায় ভবিষ্যতে SXP এর দাম অনেক দুরে যাবে। SXP এর বর্তমান মুল্য ৪ ডলারের কম আছে। এই কয়েন নিয়ে আপনার মতামত জানাতে পারেন ।
Title: Re: দীর্ঘমেয়াদি হোল্ড করার জন্য Swipe (SXP) হতে পারে সোনায় সোহাগা।
Post by: Jaya60 on April 19, 2021, 02:50:57 AM
SXP এটি খুব ভালো মানের একটি কয়েন।অবশ্যই যারা দীর্ঘমেয়াদি হিসেবে হোল্ড করে রাখতে পারবে তারা ভবিষ্যতে অবশ্যই অনেক সফলতা পাবে। হোম যদিও দেখি আমরা এর প্রাইস কম রয়েছে কিন্তু হঠাৎ করেই এর প্রাইস একসময় অনেক পাম্পিং করবে। তাই যদি কেউ দীর্ঘমেয়াদি হিসেবে হোল্ড করতে চান তাহলে অবশ্যই swipe (SXP) এই কয়েনটি হোল্ড করতে পারেন।
Title: Re: দীর্ঘমেয়াদি হোল্ড করার জন্য Swipe (SXP) হতে পারে সোনায় সোহাগা।
Post by: Rothi roy on April 19, 2021, 08:57:00 AM
হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, গত বছরের শেষ দিক থেকে ক্রিপ্টো মার্কেটের অবস্থা ভীষণ ভালো। অনেকেই নিজেদের কাছে বিভিন্ন কয়েন বা টোকেন হোল্ড করে রেখে অনেক লাভবান হয়েছে। আর SXP বাইনান্স এর একটি প্রজেক্ট।SXP খুব ভালো মানের একটি কয়েন। ভবিষ্যতে এর দাম আরো বাড়বে বলে মনে করি।
Title: Re: দীর্ঘমেয়াদি হোল্ড করার জন্য Swipe (SXP) হতে পারে সোনায় সোহাগা।
Post by: Azharul on April 19, 2021, 09:37:32 AM
হাঁ ভাই, আমার জানা মতে SXP খুব ভালো মানের একটি কয়েন হিসাবে ক্রিপ্টো জগতে আবির্ভাব হবে।বর্তমান সময়ে এর দাম ৪ ডলারের মধ্যে থাকলেও আমরা আশা করি ভবিষ্যতে এটি খুব ভালো অবস্থানে যাবে।তাই আমাদের মত অনেকে আছেন যারা SXP কয়েন টি ভবিষ্যতের জন্য হোল্ড করে রাখার সিদ্ধান্ত নিয়েছে,আমি মনে করি কোনো এক সময় এর দাম অনেক বেশি হবে।তাই আমার দৃষ্টিকোন থেকে বলবো যে SXP কয়েন টি হোল্ড করা সঠিক হবে।
Title: Re: দীর্ঘমেয়াদি হোল্ড করার জন্য Swipe (SXP) হতে পারে সোনায় সোহাগা।
Post by: Rafiq on April 19, 2021, 10:48:52 AM
আমি বেশ কিছুদিন যাবত SXP কয়েন পর্যবেক্ষণ করতেছি। সত্যিই SXP একট সম্ভবনাময় কয়েন। এটি বাইন্যান্স এর  প্রজেক্ট হওয়ায় এর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশী। যে কোন মুহুর্তে এটি পাম্প হতে পারে। খুব শীঘ্রই আমার SXP তে বিনিয়োগের ইচ্ছা আছে। দীর্ঘ মেয়াদে SXP হোল্ড রাখতে পারলে ভালো লাভের আশা করা যায়।
Title: Re: দীর্ঘমেয়াদি হোল্ড করার জন্য Swipe (SXP) হতে পারে সোনায় সোহাগা।
Post by: Random203 on April 20, 2021, 03:19:42 AM
SXP নিঃসন্দেহে অনেক ভালো মানের একটি কয়েন যার ভবিষ্যৎ অনেক সম্ভাবনাময়।  যদিও এখন SXP এর দাম অনেকটা কম অর্থাৎ এর দাম আমাদের হাতের নাগালের মধ্যেই আছে। তাই আমরা চাইলেই এখন SXP তে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে রাখতে পারি।  এতে করে ভবিষ্যতে অনেক লাভবান হওয়ার সম্ভাবনা আছে।                         
Title: Re: দীর্ঘমেয়াদি হোল্ড করার জন্য Swipe (SXP) হতে পারে সোনায় সোহাগা।
Post by: Sumi on April 20, 2021, 09:48:33 AM
গত বছর থেকেই ক্রিপ্টোতে ভালো সময় যাচ্ছে, অনেকেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ভালো কিছু করে ফেলেছে। উদাহরণসরুপ বলা যেতে পারে, বিএনবি, পুলকাডট ও চেইনলিংক এর কথা। যা খুব দ্রুততার সাথে দাম বেড়েছে। এসব কয়েন যারা শুরু থেকে কিনেছে তারা আজ সফল। তাই খাটি সোনা চিনতে হলে বিস্তর গবেষণা করা লাগে। এই মুহুর্তে আমার কাছে SXP কয়েনটি অনেক ভালো মনে হচ্ছে, ইহা বাইন্যান্স এর একটি প্রজেক্ট। তাই আশা করা যায় ভবিষ্যতে SXP এর দাম অনেক দুরে যাবে। SXP এর বর্তমান মুল্য ৪ ডলারের কম আছে। এই কয়েন নিয়ে আপনার মতামত জানাতে পারেন ।

বর্তমান এই পরিস্থিতির মধ্যে কিন্তু সব ঢোকেনি কিন্তু কিনলে কিন্তু বিপদের সম্ভাবনা কিন্তু বেশি কারণ বর্তমান সময়ে সবকিছুর প্রাইস কিন্তু কমতে শুরু করেছে মার্কেটের অবস্থা এখন সঠিকভাবে কেউ বলতে পারবে না তাই আমি আমি বলব যে আপনি যদি এই দোকানগুলো হোল্ড করতে চান তাহলে অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে হোল্ড করবেন এবং বুঝে শুনে করবেন মার্কেটের অনেক কিন্তু ডাম্পিং হয়েছেন তবে যদি আপনি রিস্ক নিয়ে টেকেন আউট করতে পারেন এখন তাহলে কিন্তু মার্কেটের অবস্থা যদি ভালোর দিকে আসে তখন কিন্তু প্রচুর পরিমানের প্রফিট করতে পারবেন এখান থেকে ধন্যবাদ
Title: Re: দীর্ঘমেয়াদি হোল্ড করার জন্য Swipe (SXP) হতে পারে সোনায় সোহাগা।
Post by: HeartBit143 on April 20, 2021, 11:23:00 AM
ক্রিপ্টো মার্কেটে SXP খুব ভালো একটা কয়েন।  এই কয়েনের দাম এখন অনেক কম আছে।  ফলে ইচ্ছা করলে আমরা সবাই এটি কিনে হোল্ড করে রাখতে পারি।  আমার বিশ্বাস ভবিষ্যতে এই কয়েনের দাম অনেক বেড়ে যাবে।  আর যদি আমরা কিনে হোল্ড করে রাখতে পারি তবে সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে অনেক লাভবান হতে পারবো।