Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: raisajahan on April 20, 2021, 10:01:32 AM

Title: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: raisajahan on April 20, 2021, 10:01:32 AM
বর্তমান সময়ে সমগ্র ক্রিপ্টো কারেন্সি মার্কেট এ ধ্বসের ছায়া বিরাজ করছে। যেদিকে তাকাই শুধু লাল চিহ্নের ছড়াছড়ি। উদ্ধ গতির এই মার্কেট এ হঠাৎ কি এমন হল যে সব কারেন্সির আগে লাল দাগ। ক্রিপ্টো কারেন্সি মার্কেট থেকে কি বড় বড় বিনিয়োগকারীরা বেরিয়ে আচ্ছে নাকি ট্রেডাররা চালাকি করছে। সবার মতামত জানাবেন
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Angel julian on April 20, 2021, 10:06:00 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এরকম কিসের জন্য খারাপ অবস্থা হচ্ছে আমি বুঝতে পারতেছি না আসলে আমি এই ফর্মে নতুন কাজ করতেছি। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম ছিল একসময় 63 হাজার ডলারের মতো আর এখন বিটকয়েন এর দাম 50 ডলারের মত এত দাম কমে যাওয়ার কারণে আমি বুঝতে পারতেছি না তাই সকল সিনিয়র বড় ভাইদের কাছে অনুরোধ কেন এত দাম কমে গেল এবং সবকিছুই নিম্নমানের চলে যাচ্ছে কেন এটি আমার জানার খুব ইচ্ছা দয়া করে আমাকে জানিয়ে যাবেন।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Goldlife on April 20, 2021, 10:07:54 AM
বর্তমান সময়ে সমগ্র ক্রিপ্টো কারেন্সি মার্কেট এ ধ্বসের ছায়া বিরাজ করছে। যেদিকে তাকাই শুধু লাল চিহ্নের ছড়াছড়ি। উদ্ধ গতির এই মার্কেট এ হঠাৎ কি এমন হল যে সব কারেন্সির আগে লাল দাগ। ক্রিপ্টো কারেন্সি মার্কেট থেকে কি বড় বড় বিনিয়োগকারীরা বেরিয়ে আচ্ছে নাকি ট্রেডাররা চালাকি করছে। সবার মতামত জানাবেন

ক্রিপ্টোকারেন্সি তে সাধারণত উঠান পথন থাকে সেই উথান পতন কে মোকাবেলা করে আমাদের কিন্তু থ্রেডিং করতে হয় এবং ট্রেডিং করে কিন্তু প্রফিট অর্জন করতে হয় সেটা সবারই জানা আমি বলব যে মার্কেটের অবস্থা রাতারাতি হার যে হারে কমতে শুরু করেছে এতে করে কিন্তু আমরা যারা ছোট তারা আছে তারা কিন্তু খুব হতাশার মধ্য দিয়ে তাদের সময় যাচ্ছে আমার অনেক লস এর মধ্যে পড়ে আছি বর্তমানে আমি হঠাৎ করেই এর উপকার আছে মার্কেটগুলোর প্রাইস কিন্তু অনেক কমে গেছে এজন্য আমি অনেক লস এর ভেতরে আছি লোকসানের ভিতরে আছি আমার মত কিন্তু অনেকেই কিন্তু লোকসানের মধ্যে রয়েছে। তাই আমি সবাইকে সাজেস্ট করব যে হতাশ হওয়ার কোনো কারণ নেই মার্কেটের অবস্থা এখন খারাপ যাচ্ছে কিন্তু এটা বেশিদিন থাকবে না আমার মনে হচ্ছে খুব অল্পসময়ের মধ্যেই আবার পাম্পিং করবে কিন্তু কাছে তখন কিন্তু আপনারা আপনাদের প্রফিট কিন্তু পেয়ে যাবেন তাই ধৈর্য ধরুন এবং হোল্ড করুণার আমি বলবো এই সময় যদি আপনারা কিছু টোকেন কিন্তু হোল্ড করে রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্য অবশ্যই প্রফেট পাবেন আমি মনে করি
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Azharul on April 20, 2021, 12:59:15 PM
হাঁ ভাইয়া আপনি ভীষন সুন্দর একটা টপিক তৈরি করেছেন।তবে আমি নিশ্চিত করে বলতে পারবো না যে কোন কারণে সমগ্র ক্রিপ্টো মার্কেট এ আজ ধ্বস এর ছায়া।আমার মনে হয় ক্রিপ্টো জগৎ অনেকটাই ওঠা নামার উপর নির্ভর করে।তাই বর্তমান সময়ে যেহেতু মার্কেট টি একটু ডাউন হয়ে গেছে।তাই আমি মনে করি এটি ও মার্কেট ধ্বস এর একটি কারণ হতে পারে।আবার অনেক সময় ট্রেডার যারা আছে তারা ও বিভিন্ন কলা কৌশল অবলম্বন করতে পারে।তাই আমি নিশ্চিত করে বলতে পারবো না যে বর্তমান সময়ে মার্কেট ধ্বস এর মূল কারণ হতে পারে কোনটা।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: babu10 on April 20, 2021, 04:52:54 PM
আমি এখনি এত টেনশন করার কোন বিষয় আছে বলে মনে করিনা কারন এর চেয়েও বেশী লাল জীবনে অনেকবার দেখেছি তাই এখনো আগের চেয়ে মার্কেট অনেক ভালো অবস্থানে আছে বলে মনে করি। তবে আমি মনে করি এটা মার্কেট কারেকশানের অংশ যেটা সবসময় ই হয়ে থাকে এবং সবদিকে ভালো খবর ছাড়া কোন খারাপ খবরেতো পাইনি। তাই সবাই আপনা কাজ করে যান মার্কেট এর কিছুই হবেনা।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Triedboy on April 20, 2021, 06:18:43 PM
বর্তমান সময়ে সমগ্র ক্রিপ্টো কারেন্সি মার্কেট এ ধ্বসের ছায়া বিরাজ করছে। যেদিকে তাকাই শুধু লাল চিহ্নের ছড়াছড়ি। উদ্ধ গতির এই মার্কেট এ হঠাৎ কি এমন হল যে সব কারেন্সির আগে লাল দাগ। ক্রিপ্টো কারেন্সি মার্কেট থেকে কি বড় বড় বিনিয়োগকারীরা বেরিয়ে আচ্ছে নাকি ট্রেডাররা চালাকি করছে। সবার মতামত জানাবেন

ক্রিপ্টোকারেন্সি তে সাধারণত উঠান পথন থাকে সেই উথান পতন কে মোকাবেলা করে আমাদের কিন্তু থ্রেডিং করতে হয় এবং ট্রেডিং করে কিন্তু প্রফিট অর্জন করতে হয় সেটা সবারই জানা আমি বলব যে মার্কেটের অবস্থা রাতারাতি হার যে হারে কমতে শুরু করেছে এতে করে কিন্তু আমরা যারা ছোট তারা আছে তারা কিন্তু খুব হতাশার মধ্য দিয়ে তাদের সময় যাচ্ছে আমার অনেক লস এর মধ্যে পড়ে আছি বর্তমানে আমি হঠাৎ করেই এর উপকার আছে মার্কেটগুলোর প্রাইস কিন্তু অনেক কমে গেছে এজন্য আমি অনেক লস এর ভেতরে আছি লোকসানের ভিতরে আছি আমার মত কিন্তু অনেকেই কিন্তু লোকসানের মধ্যে রয়েছে। তাই আমি সবাইকে সাজেস্ট করব যে হতাশ হওয়ার কোনো কারণ নেই মার্কেটের অবস্থা এখন খারাপ যাচ্ছে কিন্তু এটা বেশিদিন থাকবে না আমার মনে হচ্ছে খুব অল্পসময়ের মধ্যেই আবার পাম্পিং করবে কিন্তু কাছে তখন কিন্তু আপনারা আপনাদের প্রফিট কিন্তু পেয়ে যাবেন তাই ধৈর্য ধরুন এবং হোল্ড করুণার আমি বলবো এই সময় যদি আপনারা কিছু টোকেন কিন্তু হোল্ড করে রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্য অবশ্যই প্রফেট পাবেন আমি মনে করি
আপনার পোষ্টের মধ্যে অনেকগুলো বানান ভুল রয়েছে দয়া করে সেগুলো ঠিক করুন। আসলে পোষ্ট বড় করলেই যে ভালো হবে সেটা কিন্তু নয়। মোট কথা হল আপনি যাই লিখুন না কেন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সঠিক তথ্য বা নতুন কোন বিষয় নিয়ে লিখলে সেটা বেটার হবে। পোস্ট ছোট হোক কিন্তু মোট কথা হচ্ছে পোস্ট তথ্যবহুল হতে হবে।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Triedboy on April 20, 2021, 06:23:15 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট এরকম যে কোন সময় হতে পারে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনোই স্থির অবস্থায় থাকে না। মার্কেট আমি মনে করি পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসবে। বর্তমানে দেখলাম আমেরিকাতে বেশকিছু পুরাতন কোম্পানিগুলো বিটকয়েন কে সাপোর্ট করছে। এজন্য আমি মনে করি হয়তো বা কিছু দিনের মধ্যেই মার্কেট আবারো ভালো হবে।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: raisajahan on April 20, 2021, 06:41:53 PM
আমি এখনি এত টেনশন করার কোন বিষয় আছে বলে মনে করিনা কারন এর চেয়েও বেশী লাল জীবনে অনেকবার দেখেছি তাই এখনো আগের চেয়ে মার্কেট অনেক ভালো অবস্থানে আছে বলে মনে করি। তবে আমি মনে করি এটা মার্কেট কারেকশানের অংশ যেটা সবসময় ই হয়ে থাকে এবং সবদিকে ভালো খবর ছাড়া কোন খারাপ খবরেতো পাইনি। তাই সবাই আপনা কাজ করে যান মার্কেট এর কিছুই হবেনা।
আপনি খুব ভাল কথা বলেছেন কারন মার্কেটে লাল চিহ্ন আসলে আমরা সকলেই খুব বেশি উদগ্রীব হয়ে থাকি যেটা মোটেও সমচিন নয়। তবে মার্কেটে ট্রেড করতে হলে বুঝেশুনে করতে হবে তা নাহলে লস এ পরে হতাস হয়ে পরতে হবে।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Milon626 on April 20, 2021, 06:58:32 PM
ক্রিপ্টো মার্কেট সদা পরিবর্তনশীল।  এখানে প্রতিটি মূহুর্তে পরিবর্তন আসে।  তবে সম্প্রতি সময়ে প্রায় সকল কয়েনের দামই অনেক কমে গেছে।  ধরে নিতে পারেন এটি মার্কেট কারেকশানের একটি অংশ।  এ নিয়ে চিন্তার কিছু নেই। একটু ধৈর্য্য ধরুন,  আমার মনে হয়  আবারও আমরা সকল কয়েনের দাম বৃদ্ধি দেখতে পাবো খুব শীগ্রই।                               
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: raisajahan on April 20, 2021, 07:08:34 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট এরকম যে কোন সময় হতে পারে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনোই স্থির অবস্থায় থাকে না। মার্কেট আমি মনে করি পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসবে। বর্তমানে দেখলাম আমেরিকাতে বেশকিছু পুরাতন কোম্পানিগুলো বিটকয়েন কে সাপোর্ট করছে। এজন্য আমি মনে করি হয়তো বা কিছু দিনের মধ্যেই মার্কেট আবারো ভালো হবে।
হ্যা, ভাই আপনি সঠিক বলেছেন কারন আমি গত ইংরেজী ২০১৬ সাল থেকে  ক্রিপ্টো কারেন্সি মার্কেট এ ট্রেড করছি তাই আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই মার্কেট কখনই স্থির ছিলনা ভবিষ্যতে স্থির থাকবে বলে আমি মনে করি না। তবে যখন হঠাৎ করে মার্কেট ডাউন হয়ে যায় তখন হটাৎ করে বুকে একটা ধাক্কা খায়। তাই আমাদেরকে যেনে বুঝে ট্রেড করতে হবে তাহলে মার্কেট লাল হলেও আমাদের বুক কাপবেনা।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Random203 on April 21, 2021, 12:29:45 AM
ক্রিপ্টো মার্কেট সব সময় উঠা নামা করে থাকে।  কখনোই ক্রিপ্টো মার্কেট স্থিতিশীল থাকেনি, আর কোন দিন স্থিতিশীল থাকবেও না।   মার্কেট কারেকশনের জন্য এখন বিভিন্ন কয়েনের দাম কিছুটা কমের দিকে, তবে এটা বেশী দিন স্থায়ী হবে না।  খুব শীগ্রই আবার মার্কেট স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।  এখানে ভয় পাবার কিছু নেই।                               
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: HeartBit143 on April 21, 2021, 05:12:54 AM
২০২০ সালের শেষের দিক থেকে ক্রিপ্টো মার্কেট অনেক পাম্প করেছে। প্রতিটি কয়েনের দামই আশাতিরিক্ত হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার কয়েনের দাম কিছুটা ডাম্প করেছে।  আমি মনে করি এটি মার্কেট কারেকশন এর জন্য হচ্ছে।  কিছু দিনের মধ্যেই আবারও ক্রিপ্টোতে সব কয়েনের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।                                   
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Nusrat on April 21, 2021, 09:24:57 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট একটু খারাপের দিকে বলে আপনারা কেউ হতাশ হবেন না। আসলে মার্কেটিং বাজার ওঠানামা করবে এটা কিন্তু স্বাভাবিক বর্তমান একটু ক্রিপ্টোকারেন্সি বাজার নিচের দিকে। এ নিয়ে কেউ টেনশন করবেন না । ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর বাজার আবারো উপরের দিকে উঠবে। বিশ্বে অনেকগুলো কোম্পানি রয়েছে যারা বিটকয়েন কে সাপোর্ট করতেছে। ক্রিপ্টোকারেন্সি কয়েন গুলো কোম্পানির সাপোর্ট করলে আমাদের আর চিন্তা ভাবনা করতে হবে না। অবশ্যই ক্রিপ্টো মার্কেটের বাজার উপরের দিকে উঠবে।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: saidul2105 on April 21, 2021, 09:46:11 AM
ভাই এই হুট  করে সকল কয়েনের দাম কমে যাওয়াটা মার্কেট কারেকশন এর একটা অংশ।  তবে এটা নিয়ে এতো শঙ্কায় পরে যাওয়ার মতো কিছু হয়নি।  ধৈর্য্য ধরুন, মার্কেট আবারো ভালো অবস্থানে চলে আসবে অল্প কিছু দিনের মধ্যেই।                     
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Rothi roy on April 22, 2021, 08:14:55 AM
সিনিয়র ভাই আপনি অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন। কিন্তু ক্রিপ্টো মার্কেট মুহুর্তের মধ্যে পরিবর্তন হয়ে যেতে পারে তাই এত টেনশনের কিছু নেই।
2021 সালের শুরুটা মার্কেট খুব ভালোভাবে করেছিল। বর্তমানে পরিস্থিতি খারাপ হলেও আমার মনে হয় খুব তাড়াতাড়ি ক্রিপ্টো মার্কেট তার আগের রূপে ফিরে আসবে।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: raisajahan on April 22, 2021, 03:41:40 PM
আমি এখনি এত টেনশন করার কোন বিষয় আছে বলে মনে করিনা কারন এর চেয়েও বেশী লাল জীবনে অনেকবার দেখেছি তাই এখনো আগের চেয়ে মার্কেট অনেক ভালো অবস্থানে আছে বলে মনে করি। তবে আমি মনে করি এটা মার্কেট কারেকশানের অংশ যেটা সবসময় ই হয়ে থাকে এবং সবদিকে ভালো খবর ছাড়া কোন খারাপ খবরেতো পাইনি। তাই সবাই আপনা কাজ করে যান মার্কেট এর কিছুই হবেনা।
আপনার কথায় আমি একমাত তবে এটা বলতে চাই যে ক্রিপ্টো কারেন্সি মার্কেট যে কোন সময় যে কোন দিকে মুভ করতে পারে আর এই বিষয় টা আমাদের সকলের জানা থাকা প্রয়োজন  তা না হলে আমরা ভয় পেয়ে যাব। তাই ছোট ছোট ধ্বস দেখে আমরা ভয় পাবনা আর এই বিষয় টা মাথায় নিয়ে আমরা ক্রিপ্টো কারেন্সি মার্কেট এ বিনিয়োগ করব।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: raisajahan on April 22, 2021, 04:35:38 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট এরকম যে কোন সময় হতে পারে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনোই স্থির অবস্থায় থাকে না। মার্কেট আমি মনে করি পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসবে। বর্তমানে দেখলাম আমেরিকাতে বেশকিছু পুরাতন কোম্পানিগুলো বিটকয়েন কে সাপোর্ট করছে। এজন্য আমি মনে করি হয়তো বা কিছু দিনের মধ্যেই মার্কেট আবারো ভালো হবে।
হ্যা, ভাই আপনি ঠিক বলেছেন আমার ও তাই মনে হয় বিটকয়েন এর দাম পুনরায় আবার বৃদ্ধি পাবে এবং ভাল মত বৃদ্ধি পাবে। তাই বর্তমানে পরিস্থিতি একটু খারাপ হলেও আমার মনে হয় খুব তাড়াতাড়ি ক্রিপ্টো মার্কেট তার আগের রূপে ফিরে আসবে।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Rafiq on April 22, 2021, 05:34:38 PM
ভাই এটাকে  মার্কেটের ধস বলা ঠিক হবে না। এটা ক্রিপ্টো মার্কেটের স্বাভাবিক প্রক্রিয়া , এটাকে বাজার সংশোধন বলা যায়। বেশকিছুদিন যাবত সামগ্রিকভাবে মার্কেট শুধু পাম্পই হচ্ছে, পাম্পের পর দামের সংশোধন হবেই, এটাই স্বাভাবিক বিষয়। সংশোধন মুহুর্ত বাজারে এন্টি নেয়ার সুযোগ সৃষ্টি হয়। বাজার ডাম্পের সময় কখনো হতাশ হবেন না, কিছু পরিমান ডলার জমা রাখবেন,  ডাম্পের সময় পছন্দ মতো মুদ্রায় বিনিয়োগ করবেন, দাম বাড়লে বিক্র করে মুনাফা নিবেন। ।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Farhana on April 22, 2021, 06:08:47 PM
ক্রিপ্টো কারেন্সি মার্কেট মানেই হল দরদাম ওঠা নামার স্থান তাই আমি মনে করি এটা স্বাভাবিক এবং আপনার এমন একটি সুন্দর টপিক তৈরির বিষয় টাও স্বাভাবিক কারন মার্কেটের প্রতিটা জায়গায় লাল দাগ দেখা যাচ্ছে । তবে আমি মনে করি এটা হতাশ হওয়ার কিছু নয়। সবচেয়ে বড় বিষয় হল মার্কেটে ট্রেড করতে হলে বুঝে শুনে করতে হবে, যারা ট্রেডিং এ অনেক অভিজ্ঞ তারা কিন্তু এই অসময়েও বুঝে শুনে বিনিয়োগ করছে । অতএব বুঝতে পারলে এটা স্বাভাবিক ব্যাপার।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Cadaver20 on April 22, 2021, 06:34:23 PM
একদিন মার্কেট লাল হয়েছে বলে ক্রিপ্টো কারেন্সি মার্কেট ধ্বসে পড়ছে এমনটা বলা যায় না। আপনি ইথারিয়ামের দিকে তাকান +৬ সবুজ সিগনাল শুধু তাই না ইথারিয়াম প্রথমবারের মত ২৬০০ ডলার পার করেছে আজ। বিটকয়েন ৫৫০০০ ডলারে উঠার পর আবার কমে ৩৮০০০ ডলার হয়েছিল। এরপর আবার দাম বেড়ে ৬০০০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Dark Knight on April 23, 2021, 02:06:35 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় একরকম থাকে না ওঠানামা করে। মার্কেটে কয়েনের প্রাইস কিছুদিন আগেও অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছিল কিন্তু এখন তা কমতে শুরু করেছে। মার্কেটের বাজার দর ওঠানামা করবে এটাই ক্রিপ্টোকারেন্সি নিয়ম। অল্প কিছুতেই হতাশ হওয়া যাবে না। এখন মার্কেটে কয়েনের দাম কমছে হয়তো আবারও মার্কেট এ কয়েনের দাম বৃদ্ধি পেয়ে মার্কেট পুনরায় নিজের অবস্থানে ফিরে যাবে। তবে বিটকয়েনের দাম কমলেও ইথেরিয়াম কিন্তু সঠিক অবস্থানে রয়েছে।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Angel julian on April 23, 2021, 11:34:52 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কেন আজ ধ্বংসের ছায়া। কেন এত সমস্যা হচ্ছে। আমি লক্ষ্য করছি যে আস্তে আস্তে বিটকয়েনের দাম কমে যাচ্ছে অর্থাৎ নিম্নমানের চলে যাচ্ছে কেন এই সমস্যা কিসের জন্য হচ্ছে। আমার এসব বিষয়ে জানার কৌতূহল জেগেছে। প্রায় সকল সিনিয়র বড় ভাইদের কাছে অনুরোধ করছি যে আমাকে জানিয়ে যাবেন কারণ আমি এই ফর্মে নতুন আমার অনেক বিষয়ে জানার আছে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে দয়া করে আমাকে জানিয়ে যাবেন যে একটু কারেন্সি মার্কেটে কেন এত খারাপ অবস্থা।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: monmoynatt on April 23, 2021, 12:12:23 PM
ওঠা নামা এই মার্কেটের চিরাচরিত নিয়ম। ক্রিপ্টোকারেন্সি সৃষ্টি লগ্ন থেকেই এমনটি হয়ে আসছে। তাই আমি মনেকরি এটা নিয়ে খুব দূরচিন্ত হওয়ার প্রয়োজন নাই। এখন মার্কেট ডাউন আবার এটা আপ হয়ে যাবে।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Riddi on April 23, 2021, 01:03:35 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনো স্থির থাকেনা। ক্রিপ্টো কারেন্সি মার্কেট সবসময় উঠানামা করে থাকে। তবে হঠাৎ করে ক্রিপ্টো কারেন্সি মার্কেট এই অবস্থা যে প্রায় সব কয়েনের দাম কমে গেছে। কিন্তু কেন হঠাৎ করে দীপ্ত কৃষি মার্কেটের সবগুলো কয়েনের মূল্য নেমে যাওয়ার কারণ কি এটা এখন পর্যন্ত বিস্তারিতভাবে জানতে পারিনি। তবে ক্রিপ্টোকারেন্সি  এই হঠাৎ বাজার নেমে যাওয়াতে হতাশ হওয়ার কিছু নেই। আমি মনে করি,ক্রিপ্টোকারেন্সি মার্কেট  আবার ভালো অবস্থানে ফিরে আসবে শুধুমাত্র সময়ের অপেক্ষা।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Heron on April 24, 2021, 05:06:47 AM
বর্তমান সময়ে সমগ্র ক্রিপ্টো কারেন্সি মার্কেট এ ধ্বসের ছায়া বিরাজ করছে। যেদিকে তাকাই শুধু লাল চিহ্নের ছড়াছড়ি। উদ্ধ গতির এই মার্কেট এ হঠাৎ কি এমন হল যে সব কারেন্সির আগে লাল দাগ। ক্রিপ্টো কারেন্সি মার্কেট থেকে কি বড় বড় বিনিয়োগকারীরা বেরিয়ে আচ্ছে নাকি ট্রেডাররা চালাকি করছে। সবার মতামত জানাবেন
আপনি ঠিক বলেছেন বর্তমান সময়ে মার্কেট পর্যবেক্ষণ করতে গেলেই দেখতে পাওয়া যায় প্রত্যেকটা কয়েন এর পাশে লাল চিহ্ন অর্থাৎ প্রত্যেকটি কয়েন এর প্রাইস ডাম্প করেছে। আসলে হঠাৎ করে মার্কেট এভাবে ডাম্প করতে থাকবে এটা আমাদের কারো ধারণাই ছিল না তাই আমরা এতটা অবাক হচ্ছি। এর পেছনে আসলে সঠিক কারণ কি সেটা বলা মুশকিল। আশা করছি মার্কেট আবার খুব দ্রুতই তার আসল রূপ চলে আসতে সক্ষম হবে।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Magepai on April 24, 2021, 11:47:10 AM
আসলে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক কমতে শুরু করেছে।  আমি কিছুটা শুনেছি যে আমেরিকাতে নাকি সরকার এই ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জন্য ব্যাট চেয়েছে যে কারণে ক্রিপ্টোকারেন্সি বাজার অনেকটা কমে গিয়েছে। কিন্তু আমার বিশ্বাস ক্রিপ্টোকারেন্সি মার্কেট অবশ্যই আবারো বাড়বে। আমরা দেখতে পাব যখনি বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাবে ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট আবারো পূর্বের অবস্থায় ফিরে আসবে ইনশাল্লাহ।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Angel julian on April 24, 2021, 11:57:08 AM
আসসালামুয়ালাইকুম ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আজ ধ্বংসের ছায়ায় খুবই বেশি। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দেখা যায় হঠাৎ করে দাম নিচে নেমে আবার হঠাৎ করে দাম উপরে উঠে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটু কারেন্সি মার্কেটে বিটকয়েন এর প্রাইস শুধু নিম্নমানের চলে যাচ্ছে। এই রকম অবস্থা বিটকয়েন প্রাইস এর। শুনেছি যে আমেরিকার সরকার নাকি ক্রিপ্টোকারেন্সি জন্য ব্যাট চেয়েছে। আমি মনে করি যে আস্তে আস্তে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম আবার উপরে চলে যাবে। বিটকয়েন আবার তার পূর্বের অবস্থায় ফিরে যাবে ইনশাআল্লাহ আমি মনে করি।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Rifan Khan on May 04, 2021, 08:42:20 AM
যে কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটিং ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছি। ক্রিপ্টোকারেন্সি মার্কেট হঠাৎ করে নিচে নেমে গেছে। আমি মনে করব চোখে মার্কেট আবার পাম্প করবে।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি মার্কেটে কেন আজ ধ্বসের ছায়া?
Post by: Madmax789 on November 17, 2022, 03:01:00 PM
9 নভেম্বর, বিটকয়েনের দাম নতুন বার্ষিক সর্বনিম্ন $16,661-এ নেমে আসে, যা 2020 সালের নভেম্বরের পর থেকে দেখা যায়নি মূল্যকে সেই স্তরে ফিরিয়ে আনে যখন ষাঁড়ের বাজারটি BTC কে সর্বকালের সর্বোচ্চ $69,400-এ পৌঁছে দেয়।