Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: HeartBit143 on April 21, 2021, 05:36:10 AM

Title: মালাম ভাই, বাবু ভাই সহ সকল সিনিয়র ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি
Post by: HeartBit143 on April 21, 2021, 05:36:10 AM
আমাদের ফোরামে অনেক ইউজার আছে যারা মনে করে যে শুধু পোস্ট করলেই হয়তো র‍্যাংক আপ করে এগিয়ে যাওয়া যায়।  তারা হয়তো জানেনা যে র‍্যাংক আপ করার জন্য সময়েরও একটা ব্যাপার আছে।  কিছু ইউজার আছে যারা আইডি করার এক সপ্তাহের মধ্যে ১৩০টা পোস্ট করে বাকি তিন সপ্তাহ আইডি বসিয়ে রাখে। কারণ তারা অনেকেই জানে না যে এক মাস না হলে ফুল মেম্বার হওয়া সম্ভব নয়।  আমার মনে হয় যদি তারা আদৌ জানতো যে ৩০ দিনের আগে ফুল মেম্বার হওয়া যায় না তাহলে তারা হয়তো প্রতি দিন সর্বোচ্চ ৫-৭ টা করে পোস্ট করতো।
ফোরামে আমি এক্টিভিটি নিয়ে অনেক গুলো পোস্ট খুজে পেয়েছি।  কিন্তু র‍্যাংক আপের জন্য সময় উল্লেখিত  কোন  পোস্ট খুজে পাইনি। তাই যদি কোন ভাই সময়+এক্টিভিটি নিয়ে একটি পূর্ণাঙ্গ পোস্ট দিতেন তাহলে হয়তো অনেকেই ঝড়ের বেগে পোস্ট করাটা কমিয়ে দেবে।  কারণ সময় + এক্টিভিটি জানা থাকলে প্রতিদিন এভারেজ কতো গুলো পোস্ট হয় সেটা দেখে সে ঐ পরিমান পোস্টই করতে পারবে।

আমি নিজেও বিষয়টা জানিনা, তাই তথ্যটা তুলে ধরতে পারলাম না।  তবে আশা করি অভিজ্ঞরা তাদের মতামত অবশ্যই জানাবেন।
                                                                             
Title: Re: মালাম ভাই, বাবু ভাই সহ সকল সিনিয়র ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি
Post by: Cleanerbd on April 21, 2021, 07:22:27 AM
আমি নিজেও বিষয়টা জানিনা, তাই তথ্যটা তুলে ধরতে পারলাম না।  তবে আশা করি অভিজ্ঞরা তাদের মতামত অবশ্যই জানাবেন।
                                                                           
আপনি যেহেতু জানেন না, সেহেতু আমি আপনাকে বিস্তারিত বলছি। আপনি ফোরামে রাংক আপ করার জন্য  পোস্ট করতে পারেন। ফোরামে পোস্ট করার জন্য কোনো লিমিটেশন নেই। আপনি যদি পোস্ট না করেন তাহলে কিন্তু আপনি রাংক অর্জন করতে পারবেন না। আপনি দিনে যত খুশি তত পোস্ট করতে পারবেন, কিন্তু কথা হলো যে আপনার পোস্টের কোয়ালিটি ভালো হতে হবে। আপনার পোস্ট কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে সেটি আপনার জন্য  ক্ষতিকর হতে পারে
Title: Re: মালাম ভাই, বাবু ভাই সহ সকল সিনিয়র ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি
Post by: Dark Knight on April 21, 2021, 03:32:24 PM
ভাই এই বিষয়গুলো নিয়ে আমাদের আগে অনেকগুলো টপিক তৈরি করা হয়েছিল। কিন্তু আপনি হয়তো সেগুলো ভালো করে লক্ষ্য করেননি। আপনি যেহেতু জুনিয়র তাই আপনাকে অবশ্যই সিনিয়রদের পোষ্টগুলো লক্ষ করা উচিত কিছু শেখার জন্য। আমি আবারো রেঙ্ক আপ এবং সময় নিয়ে বিস্তারিত আলোচনা করছি।

১। প্রথমত বেবি স্টেপ পাঁচটা পোস্টে হয়।
২। জুনিয়র মেম্বার হতে পোস্ট লাগে 46 টি।
৩। মেম্বার হতে সময় লাগে 15 দিন এবং পোস্ট 90 টি।
৪। ফুল মেম্বার হতে পোস্ট লাগে 136 টির এবং সময় একমাস।
৫। সিনিয়র মেম্বার হতে পোস্ট করতে হয় 312 টি এবং সময় দুই মাস।
৬। হিরো মেম্বার হতে সময় লাগে তিন মাস এবং পোস্ট 700 টি করতে হয়।
৭। 5000 পোস্ট করলে মিথিক্যাল মেম্বার হওয়া যায়।
৮। আপনি যদি 10 হাজার পোস্ট করতে পারেন তাহলে আপনি       পাদওয়ান রেঙ্ক অর্জন করতে পারবেন। আশা করি যাদের এই বিষয়ে জ্ঞান কম আছে তারা কিছুটা হলেও শিখতে পারবে এ সম্পর্কে।
Title: Re: মালাম ভাই, বাবু ভাই সহ সকল সিনিয়র ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি
Post by: babu10 on April 21, 2021, 04:39:14 PM
@Dark Knight ধন্যবাদ আপনি আবার বিষয়গুলি সুন্দরভাবে বুঝিয়ে ‍দিয়েছেন যদিও এই বিষয়ে বিস্তারিত আলাপ হয়েছে অনেক আগেই। তাই আমি আর লিংঙ্কগুলো দিলামনা। আশাকরি যেই ভাই জানতে চেয়েছেন উনি পুরাপুরি বুঝতে পারছেন তারপরও কিছু না বুঝলে জানাতে পারেন এবং সহযোগীতা সবসময় থাকবে।
Title: Re: মালাম ভাই, বাবু ভাই সহ সকল সিনিয়র ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি
Post by: Malam90 on April 21, 2021, 05:35:20 PM
ভাই, নতুনদের  (https://www.altcoinstalks.com/index.php?board=205.0) সেকশনে গিয়ে দেখেন সেখানে আমার র‌্যাংক একটিভিটি নিয়ে পোস্ট আছে।
এছাড়া পিন পোস্ট করা আছে দেখেন অলটকয়েন্সটকে বিভিন্ন র‌্যাংকের জন্য প্রয়োজনীয় একটিভিটি (http://)।
কিভাবে র‌্যাংক বাড়াবেন এবং পোস্ট করবেন প্যানাল্টি ছাড়াই [গাইড] (https://www.altcoinstalks.com/index.php?topic=198942.0)।

এরকম আরো অনেক প্রয়োজনীয় টপিক আছে। নতুন অবস্থায় সেগুলো আগে পড়বেন। যে বিষয়ে টপিক করা আছে, পিন করে দেওয়া আছে সে বিষয়ে পরবর্তীতে আর কেউ টপিক তৈরি করবেন না একই বিষয় জানতে চেয়ে।

যদি কেউ এমনটা করেন যে টপিক পিন করা আছে তারপরেও না পড়ে সেই বিষয়ে জানতে চেয়ে টপিক তৈরি করেন তাহলে তাকে ওয়ার্নিং দেওয়া হবে। সকলের সচেতন হতে হবে। নতুনদের বেশি বেশি টপিক পড়তে হবে। না পড়েই যদি একই বিষয়ে বারবার জানতে চান তাহলে সময়ের অপচয় ছাড়া কিছু না।