Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Malam90 on April 23, 2021, 06:39:09 PM

Title: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: Malam90 on April 23, 2021, 06:39:09 PM
Usogui Network  বাউন্টিতে জয়েন করুন।
মাত্র ৪ সপ্তাহের বাউন্টি।
দ্রুত জয়েন করুন।
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=206721.0
Title: Re: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: Random203 on April 23, 2021, 08:10:58 PM
Usogui Network বাউন্টি তে পার্টিসিপ্যান্ট লিমিট থাকার কারনে  আমার মতো  অনেকেই জয়েন হতে পারেনি। মাত্র কয়েক মিনিট পরে থ্রেডে ঢুকে দেখি ৭পেজ ওভার হয়ে গেছে।  তাই এতে চান্স পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।  কারণ মেম্বার এবং ফুল মেম্বার মিলে নেবে মাত্র ১০জন।  জয়েন হতে না পারার জন্য খুবই আফসোস আর কষ্ট   লাগতেছে ।                   
Title: Re: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: Malam90 on April 23, 2021, 08:33:03 PM
Usogui Network বাউন্টি তে পার্টিসিপ্যান্ট লিমিট থাকার কারনে  আমার মতো  অনেকেই জয়েন হতে পারেনি। মাত্র কয়েক মিনিট পরে থ্রেডে ঢুকে দেখি ৭পেজ ওভার হয়ে গেছে।  তাই এতে চান্স পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।  কারণ মেম্বার এবং ফুল মেম্বার মিলে নেবে মাত্র ১০জন।  জয়েন হতে না পারার জন্য খুবই আফসোস আর কষ্ট   লাগতেছে ।                   

টুইটারে তো জয়েন করতে পারেন।
আর আপনি তো ফুল মেম্বার না।
তাদের সিগনেচারে মিনিমাম ফুল মেম্বার হতে হবে।
সুতারং বাউন্টিতে জয়েন করার আগে রুলস পড়ে নিবেন ভালো করে তারপর জয়েন করবেন।
Title: Re: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: Dark Knight on April 24, 2021, 06:49:50 PM
হ্যাঁ বাউন্টি প্রজেক্টে জয়েন করেছি। অনেকদিন পর বাউন্টি ডিটেকটিভ সিগনেচার ক্যাম্পেইন সহ বাউন্টি আনলো। এখন আমরা সবাই আশাবাদী যে এই প্রজেক্ট যেন সাকসেসফুল হয়। তবে আফসোসের ব্যাপার হলো একটু দেরিতে জয়েন করার জন্য আমি সিগনেচারে এক্সেপ্টেড হতে পারিনি।
এই বাউন্টি প্রজেক্টে পার্টিসিপেন্ট লিমিট করা।
টুইটারে 350 জন এবং
টেলিগ্রামে 300 জন পার্টিসিপেন্ট। সিগনেচার ক্যাম্পেইনসহ আর্টিকেল, ভিডিও এবং ট্রান্সলেশন ক্যাম্পেইন রয়েছে।
Title: Re: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: ranaprime on April 24, 2021, 07:38:47 PM
হ্যা, অনেক দিন পর ডিটেকটিভ ক্যাম্পেইন সিগনেচার ক্যাম্পেইন আনল। যতদুর জানি এখানে 75000 হাজার টোকেন বাজেট করা হয়েছে টোটাল বাউন্টি ক্যাম্পেইনের জন্য। সেক্ষেত্রে টোকেন যে সবাই বেশি পাবে না তা আগেই জানা গেল। তবে বাজেট কম বা বেশি সেটি কোন বড় ব্যাপার না। আশা করি প্রজেক্টি ভাল হবে।
Title: Re: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: Mrkadir85 on April 24, 2021, 11:20:55 PM
Usogui Network  বাউন্টিতে জয়েন করুন।
মাত্র ৪ সপ্তাহের বাউন্টি।
দ্রুত জয়েন করুন।
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=206721.0


বাউন্টি ডিটেকটিভের এই প্রজেক্টে আমি অলরেডি সিগনেচার ক্যাম্পেইনে পার্টিসিপেট করেছি । তবে টুইটার টেলিগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইনে জয়েন হতে পারেনি ।আশা করছি এই প্রজেক্টটি অনেক ভালো হবে।
Title: Re: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: saidul2105 on April 26, 2021, 06:59:42 PM
আমি অতি দ্রুত জয়েন হওয়ার পরেও সিগনেচার ক্যাম্পেইন থেকে   রেজেক্টেড হয়েছি।   তবে টুইটারে অবশ্য এক্সসেপটেড আছি।  পেমেন্ট যাই হোক না কেনো, প্রজেক্ট টা সাকসেস হোক এটাই চাই।             
Title: Re: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: Niloy on April 27, 2021, 08:04:05 AM
Usogui Network প্রজেক্টৈ জয়েন হতে পেরে আমি খুব আনন্দিত। কারণ এই প্রজেক্টে পার্টিসিপেট সংখ্যা লিমিট করে দেওয়ায় আছে। Usogui Network প্রজেক্টে অনেক পার্টিসিপেট জয়েন হতে পারেনি।যে সকল পার্টিসিপেট  জয়েন হতে পেরেছে তাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি প্রজেক্টেটি অনেক ভাল হবে। প্রজেক্টেটি সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশী এবং এই প্রজেক্টে আমরা যারা কাজ করতেছি তারা ভবিষ্যতে এই  প্রজেক্টেটি থেকে ভালো একটি পেমেন্ট পাবে বলে আশা করি।
Title: Re: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: rashedul426 on April 27, 2021, 08:28:25 AM
বাউন্টির নোটিফিকেশন একটু দেড়িতে পাওয়ার কারনে জয়েন হতে পারিনি। আগেই লিমিট বুক হয়ে ছিল। তবে জয়েন না হতে পেরে খারাপ লাগছে।
Title: Re: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: Fariwala on April 28, 2021, 10:50:27 AM
আমার মনে হচ্ছে বাহনটি টা খুব ভালো ভালো পরিমাণ এর একটি অ্যামাউন্ট এখান থেকে আসা করতেছে আপনাদের কি মতামত যদি একটু জানাতেন ভালো হত আমার মনে হচ্ছে এখান থেকে ভালো পরিমাণের একটা এমন পাওয়া সম্ভব এই বাউন্টি থেকে।
Title: Re: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: Malam90 on April 29, 2021, 12:58:42 PM
১ম সপ্তাহের কাজের লিংক জমা দিয়ে দিন। আজই শেষ দিন জমা দেওয়ার।
জমা দেওয়ার ফর্ম: https://forms.gle/MtoQTVR33RBRnv1z5
Title: Re: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: Malam90 on April 29, 2021, 01:01:24 PM
আমি অতি দ্রুত জয়েন হওয়ার পরেও সিগনেচার ক্যাম্পেইন থেকে   রেজেক্টেড হয়েছি।   তবে টুইটারে অবশ্য এক্সসেপটেড আছি।  পেমেন্ট যাই হোক না কেনো, প্রজেক্ট টা সাকসেস হোক এটাই চাই।             

রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে সেই ১৫-১৬ জন যাদেরকে স্পামার লিস্টে রেখেছে। যে কোন বাউন্টি আসলে আগে চেক করে তাদের বাদ দেয়। সেই তালিকায় যারা থাকবে তাদের সামনে কোন সিগনেচারেও একসেপ্ট করবেনা। যারা ঘন ঘন সিগনেচার চেঞ্জ করে, এতে ম্যানেজারদের সমস্যা হয়।
Title: Re: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: Mrkadir85 on May 01, 2021, 06:11:37 PM
মালাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ।  Usogui Network এই ক্যাম্পেইনে টুইটার টেলিগ্রাম এবং সিগনেচার ক্যাম্পেইনে এক্সসেপটেড আছি। যদিও পার্টিসিপেট লিমিট থাকার কারণে অনেকেই এই ক্যাম্পেইনে এক্সসেপটেড হয়নি।এই ক্যাম্পেইন থেকে আমি ভালো পরিমাণ অ্যামাউন্ট আশা করছি যদি প্রজেক্টি100% সাকসেস করে।
Title: Re: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: Altcoin1998$ on May 05, 2021, 08:47:44 AM
Usogui প্রথমে ভালো মনে হলেও শেষের দিকে এসে মনে হচ্ছে এই প্রজেক্টটি বড় ধরনের স্কাম প্রজেক্ট। আপনারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারেন। আপাতত সিগনেচার অফ করে দিতে পারেন। অহেতুক সিগনেচার করে সময় নষ্ট করবেন না। অনেক ভালো ভালো সিগনেচার ক্যাম্পেইন আছে সেগুলো অ্যাড হয়ে কাজ করতে পারেন।
Title: Re: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: sky20 on May 05, 2021, 07:41:59 PM
Usogui প্রথমে ভালো মনে হলেও শেষের দিকে এসে মনে হচ্ছে এই প্রজেক্টটি বড় ধরনের স্কাম প্রজেক্ট। আপনারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারেন। আপাতত সিগনেচার অফ করে দিতে পারেন। অহেতুক সিগনেচার করে সময় নষ্ট করবেন না। অনেক ভালো ভালো সিগনেচার ক্যাম্পেইন আছে সেগুলো অ্যাড হয়ে কাজ করতে পারেন।
আমার মনে হয় ডিটেকটিভের এটির বিষয়ে একটি ডিসিশন নিতে পারে। যদি মনে করে যে এটি স্ক্যাম তা না হলে টিমের সাথে সরাসরি কথা বলতে পারে। ডিটেকটিভের নিকট থেকে নিউজ পেলে বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হত।
Title: Re: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: Malam90 on May 06, 2021, 05:31:06 AM
Usogui Network শিওর স্কাম। তাদের ওয়েব সাইট ডাউন। যদিও পরে টুইটার ও টেলিগ্রাম রিওপেন করেছে কিন্তু ইনভেস্টরদের ফান্ড সব ক্যাশ আউট করে ফেলেছে। আজকেই হয়তো তারা টেলিগ্রামও বন্ধ করে পালিয়ে যাবে। তাদের ভাব সাব খারাপ দেখে বাউন্টি ডিটেকটিভের ম্যানেজারকে নক দিয়ে জানিয়ে দিয়েছিলাম। পরে তারা ভাবসাব খারাপ দেখে তাদের হাতে থাকা টোকেন দিয়ে দিয়েছে হান্টারদের।
Title: Re: Usogui Network বাউন্টিতে জয়েন করুন ও আপডেট।
Post by: Review Master on May 06, 2021, 01:52:52 PM
Usogui Network শিওর স্কাম। তাদের ওয়েব সাইট ডাউন। যদিও পরে টুইটার ও টেলিগ্রাম রিওপেন করেছে কিন্তু ইনভেস্টরদের ফান্ড সব ক্যাশ আউট করে ফেলেছে। আজকেই হয়তো তারা টেলিগ্রামও বন্ধ করে পালিয়ে যাবে। তাদের ভাব সাব খারাপ দেখে বাউন্টি ডিটেকটিভের ম্যানেজারকে নক দিয়ে জানিয়ে দিয়েছিলাম। পরে তারা ভাবসাব খারাপ দেখে তাদের হাতে থাকা টোকেন দিয়ে দিয়েছে হান্টারদের।

যখনই কোনো প্রজেক্ট Pre-sale এর জন্য একটি এড্রেসে বিএনবি কিংবা ইথিরিয়াম পাঠাতে বলবে, তখনই সেটি স্ক্যাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ ফান্ড উত্তোলনের জন্য অনেক প্লাটফর্ম আছে। আর আমি প্রথম সপ্তাহেই টেলিগ্রামে বলছিলাম যে, এই প্রজেক্টটি স্ক্যাম করতে পারে। আর ওয়েবসাইটি হয়তো ফাইভারে ১০ ডলারে তৈরি করেছিল, কারণ ওয়েবসাইটি ছিল সর্বনিম্ন পর্যায়ের। যাই হোক সবাইকে সতর্ক করার জন্য আপনাকে ধন্যবাদ।