Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Md.Nurnobe3483 on May 01, 2021, 06:05:50 AM

Title: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Md.Nurnobe3483 on May 01, 2021, 06:05:50 AM
আমি ফোরামে বেশ কিছুদিন ধরে কাজ করে যাচ্ছি কিন্তু এ পর্যন্ত সঠিক জানতে পারিনি যে একই টপিকে ভারে ভারে পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। আমি দেখলাম কিছু মেম্বার রয়েছে তারা একই টপিকে বারবার পোস্ট করে যাচ্ছে এবং একই পোস্ট বারবার করছে। আমার একটু জানার ছিল যে একই টপিকে বারবার পোস্ট করার সমস্যা গুলো কি কি? সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি আপনারা এই বিষয়ে একটু আলোচনা করবেন ধন্যবাদ।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Angel julian on May 01, 2021, 06:14:00 AM
আসসালামুয়ালাইকুম একই টপিক বার বার পোস্ট করলে সমস্যার সম্মুখীন হতে হবে কি এই বিষয়ে আমার তেমন কোন ধারণা নেই। এ ফর মে কিছুদিন হলো কাজ করে দিছি আমি কেবল ফুল মেম্বার হয়েছি। কিছুদিন ধরে একই পোস্ট বারবার করেছি তাতে কি কোন রকম সমস্যা হবে এ বিষয়ে আমাকে জানতে হবে। নিজের লক্ষ্য করেছে যে কিছু মেম্বার আছে তারা নিজেও একই পোস্ট বারবার করেছে। সকল সিনিয়র বড় ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাকে দয়া করে জানাবেন প্লিজ প্লিজ।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Markuri33 on May 01, 2021, 09:31:07 AM
একই টপিকে অবশ্যই বারবার পোস্ট করা যাবে না। আপনি সর্বোচ্চ একটি টপিকে দুটি পোস্ট করতে পারেন। আপনি যদি একই টপিকে বারবার একই ধরনের পোস্ট করেন তাহলে কিন্তু সেই পোস্ট স্প্যাম হিসেবে ধরে নেওয়া হবে। আপনি যদি না বুঝেন তাহলে সিনিয়ার ইউজারদের পোস্টগুলো পড়ে ধারণা নিতে পারেন। অনেকেই রয়েছে যারা শুধু অ্যাক্টিভিটি বৃদ্ধি করার জন্য একই টপিকে বারবার পোস্ট করছে। অতএব একটি টপিকে বারবার পোস্ট না করাটাই ভালো হবে যেহেতু আমাদের ফোরামে প্রচুর পরিমাণ টপিক রয়েছে। সেখানে গিয়ে আপনি পোস্ট করুন অযথাই একটি টপিকে বারবার পোস্ট না করে।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Asad72 on May 01, 2021, 10:13:18 AM
 একই টপিকে অবশ্যই বারবার পোস্ট করা যাবে না। আপনি সর্বোচ্চ একটা টপিকে দুটি পোস্ট করতে পারবেন। আপনি যদি টপিকে বারবার একই ধরনের পোস্ট করেন তাহলে কিন্তু সেই পোস্ট স্প‍্যাম হিসেবে ধরে নেওয়া হবে। আপনি যদি না বোঝেন তাহলে সিনিয়ার ইউজারদের পোস্টগুলো পরে ভালো পাবে ধারণা দিতে পারবেন। অনেকেই রয়েছে যারা শুধু আ‍্যাক্টিভিটি বৃদ্ধি করার জন্য একই টপিকে বারবার পোস্ট করছে। এতএব একটি টপিকে বারবার পোস্ট না করাটাই অনেক ভালো হবে। যেহেতু আমাদের ফোরামে প্রচুর পরিমাণ টপিক রয়েছে। সেখানে গিয়ে আপনি পোস্ট করুন অযথাই একটি টপিকে বারবার পোস্ট না করাই ভালো হয়। সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই বিষয়গুলো একটু আলোচনা করবেন।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Malam90 on May 01, 2021, 10:25:42 AM
একই টপিকে ১ বার কমেন্ট করাই উত্তম। তবে যদি কেউ আপনার কমেন্টের রিপ্লাই দেয় তখন তার রিপ্লাই দিতে পারবেন। এটা বিটকয়েনটকের নিয়ম। এখানেও একই নিয়ম। তবে আমরা মডারেটররা সাধারনত ছাড় দেই যাতে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন। তবে কয়েকদিন পরপর কারো কমেন্টের রিপ্লাই দিতে পারেন। স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন। নিজের আইডিকে সুরক্ষিত রাখুন।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: raisajahan on May 01, 2021, 11:15:36 AM
একই টপিকে বার বার পোস্ট করা যাবে না তাহলে সেটা স্পার্ম হিসাবে গন্য করা হবে কারন একটি টপিক নিয়ে আপনি একবারই আলোচনা করতে পারেন। আপনি যত টুকু জানেন কোন টপিকের উপর ততটুকু আলোচনা করবেন আর আপনি একাধিক বার পোস্ট করতে গেলে বারবারই একই বিষয় উঠে আসবে আর সেটা স্পার্ম হিসাবে গন্য হবে। আপনার জানা থাকা প্রয়োজন ফোরামে একই বিষয় বার বার পোস্ট করা টাই হল স্পার্ম। সুতরাং আমরা সবাই স্পার্ম করা থেকে বিরত থাকি একই লেখা বার বার পোস্ট না করি।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Casual on May 01, 2021, 11:34:23 AM
একই টপিকে একবার পোস্ট দেওয়াটাই উত্তম। কিন্তু আপনি একি তবে কারো পোস্ট যদি আপনার ভাল লাগে বা তার কাছ থেকে কিছু জানতে পেরেছেন তাহলে সেই পোস্ট এর রিপ্লাই দিতে পারেন। কিন্তু মেম্বার হওয়ার পরেও অনেক কিছু জানতে পেরেছি আপনার পোস্টটি ভাল লাগে এ ধরনের পোস্ট থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এ ধরনের পোস্ট করলে কিন্তু স্পাম ধরা হবে অতএব একটা টপিকে একটি করে পোস্ট দেওয়ায় বেটার হবে।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Jacksoon99 on May 01, 2021, 11:35:53 AM
আসসালামুয়ালাইকুম আমি ফর্মে নতুন কিছুদিন যাবত কাজ করে আসছি। আমি আগে জানতাম না এক টপিক বারবার পোস্ট করলে সমস্যা হবে কিন্তু আমি এক টপিক বারবার এখন পর্যন্ত পোস্ট করিনি। আমাকে জানিয়ে সতর্ক করার জন্য অনেক ধন্যবাদ।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Rifan Khan on May 01, 2021, 01:24:08 PM
আমার মতে একটি টপিক বারবার পোস্ট করা যাবে না। কারণ আমরা যদি একটি টপিক বারবার পোস্ট করি তাহলে আমাদের স্পাম করে দেবে। সো আমাদের একই ট্রপিক বারবার পোস্ট করা যাবে না। তাহলে তো অনেক সমস্যা সম্মুখীন হতে হবে।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Md.Nurnobe3483 on May 01, 2021, 02:14:14 PM
একই টপিকে ১ বার কমেন্ট করাই উত্তম। তবে যদি কেউ আপনার কমেন্টের রিপ্লাই দেয় তখন তার রিপ্লাই দিতে পারবেন। এটা বিটকয়েনটকের নিয়ম। এখানেও একই নিয়ম। তবে আমরা মডারেটররা সাধারনত ছাড় দেই যাতে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন। তবে কয়েকদিন পরপর কারো কমেন্টের রিপ্লাই দিতে পারেন। স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন। নিজের আইডিকে সুরক্ষিত রাখুন।
অনেক ধন্যবাদ সিনিয়র ভাই আপনাকে আমি এবার সঠিকভাবে জানতে পেরেছি যে একই টপিকে একটাই কমেন্টস করা উত্তম। আর আমার ভালোলাগার কমেন্ট কয়েকদিন পর রিপ্লাই দিতে পারব। এটা জেনে আমি অনেক উপকৃত হয়েছি। আশাকরি সিনিয়র ভাইরা এভাবে আমাদের প্রতিযদি সহনশীল হবো, তাহলে আমরা সতেজ ও সচেতন ভাবে ফোরামে কাজ করতে পারব।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Milon626 on May 01, 2021, 06:47:40 PM
আপনি ফোরামে যে সকল পোস্ট দিয়ে থাকেন তাতে সচরাচর অনেকেই কমেন্ট করে থাকে।  আপনার সেই কমেন্ট গুলো থেকে যদি কোন কমেন্ট ভালো লেগে থাকে বা কোন কমেন্ট থেকে যদি আপনি আপনার কাঙ্খিত উত্তর পেয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনি তার কমেন্টের রিপ্লাই দিতে পারেন।  তবে আপনি আপনার পোস্ট বাড়ানোর উদ্দেশ্যে একাধিক বার একই পোস্টের রিপ্লাই দিতে পারবেন না।  আর যদি বার বার রিপ্লাই দেন তবে তা স্পাম বলে গন্য হবে। তাই কোন প্রকার স্পামিং বা কপি পেস্ট থেকে বিরত থাকুন।                                         
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Nusrat on May 01, 2021, 07:09:10 PM
আমি ফোরামে বেশ কিছুদিন ধরে কাজ করে যাচ্ছি কিন্তু এ পর্যন্ত সঠিক জানতে পারিনি যে একই টপিকে ভারে ভারে পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। আমি দেখলাম কিছু মেম্বার রয়েছে তারা একই টপিকে বারবার পোস্ট করে যাচ্ছে এবং একই পোস্ট বারবার করছে। আমার একটু জানার ছিল যে একই টপিকে বারবার পোস্ট করার সমস্যা গুলো কি কি? সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি আপনারা এই বিষয়ে একটু আলোচনা করবেন ধন্যবাদ।
একই টপিকে বারবার পোস্ট করা নিষেধ করা হয়েছে । কারণ একই টপিকে বারবার পোস্ট করা এটা স্কাম করা হবে। আপনার যদি পোস্ট সম্পর্কে ধারণা না থেকে থাকে তাহলে সিনিয়রদের পোস্টগুলো ফলো করুন এবং কি সিনিয়র ভাইদের পোস্ট গুলো ভালোভাবে পড়বেন তাহলে সেখান থেকে অবশ্যই আপনার কিছুটা ধারণা আসবে শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য একই টপিকে পোস্ট করা যাবে না।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Maxtel on May 01, 2021, 07:10:25 PM
যেহেতু আমাদের ফোরামে প্রচুর পরিমাণে টপিক রয়েছে। তাই কেন আপনি একই টপিকে বারবার পোস্ট করবেন। যদি আপনি একই টপিকে বারবার পোস্ট করেন তাহলে আপনার পোস্টগুলো একই ধরনের হবে। পোষ্ট গুলো যদি একই ধরনের হয় তবে তা স্পামিং বলে গণ্য হবে। তাই যখন পোস্ট করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে ষ কোন টপিকে জেনো দুটির অধিক পোস্ট না হয়। তাই আপনি  স্পামিং থেকে দূরে থাকুন এবং ফোরামকে সুন্দর রাখতে মডারেটরদের সহযোগিতা করুন।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: saidul2105 on May 01, 2021, 07:34:46 PM
একই টপিকে ১ বার কমেন্ট করাই উত্তম। তবে যদি কেউ আপনার কমেন্টের রিপ্লাই দেয় তখন তার রিপ্লাই দিতে পারবেন। এটা বিটকয়েনটকের নিয়ম। এখানেও একই নিয়ম। তবে আমরা মডারেটররা সাধারনত ছাড় দেই যাতে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন। তবে কয়েকদিন পরপর কারো কমেন্টের রিপ্লাই দিতে পারেন। স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন। নিজের আইডিকে সুরক্ষিত রাখুন।
ভাই একটি পোস্ট এ একটি কমেন্ট করাই উত্তম, তবে সেক্ষেত্রে মূল পোস্ট ক্রিয়েটর তার প্রশ্নের উত্তর পেলে সেক্ষেত্রে দু'একটা কমেন্ট করতে পারবেন এটা ঠিক আছে।  কিন্তু ইদানীং আমাদের লোকাল বোর্ডে অল্প কিছু সংখ্যক নতুন   ইউজার আছে যারা একই পোস্টে একাধিক বার কমেন্ট করে থাকে এবং দু'একটা কমেন্ট পরপরই তাদের কমেন্ট চোখে পড়ে।
অনুগ্রহ পূর্বক এই বিষয়টা একটু দেখবেন।  তারা অল্প দিনের মধ্যেই উরাধুরা পোস্ট করে তাদের র‍্যাংক আপ করে নিচ্ছে এই ধরনের স্পাম করে করে।                                     
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: President on May 01, 2021, 07:43:57 PM
আমি এই ফোরামে বেশ কিছুদিন হল কাজ করছি কিন্তু এই পর্যন্ত জানতে পারিনি যে একই টপিক বারে বারে করলে কি সমস্যা সম্মুখীন হতে হবে। আমি কিছু মেম্বার দেখেছি যারা একই টপিক বারবার তৈরি করছেন এবং একই টপিক পোস্ট করছেন। একই টপিক বারে বারে পোস্ট করলে কি রকম সমস্যা হতে পারে এটাই আমি জানতে চেয়েছি প্লিজ এই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করবেন ধন্যবাদ।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Random203 on May 02, 2021, 03:41:16 AM
একই পোস্টে বার বার কমেন্ট করা একেবারেই ঠিক নয়। এক পোস্টে বার বার কমেন্ট করা এক ধরনের স্পামিং।  ক্রিপ্টোকারেন্সি তে স্পামিং করা অনেক বড় অপরাধ। এর জন্য আপনি স্ট্রাইক পেতে পারেন। তাই সব সময় চেষ্টা করবেন এক পোস্টে একাধিক কমেন্ট না করার। এটা আপনার জন্যই ভালো।                           
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Fighter on May 02, 2021, 10:24:58 AM
একই টপিকে একবার পোস্ট কড়াই উত্তম। আপনি যদি পোস্ট করতে চান তাহলে নতুন নতুন টপিক তৈরি করে সেখানে পোস্ট বা কমেন্ট করতে পারেন। একই টপিকে বারবার কমেন্ট করলে সেটা স্পামিং হয়ে যায়। পোষ্ট এমন ভাবে করতে হবে যাতে মূল বিষয়বস্তু পোস্ট এর মধ্যে থাকে।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Dilshan on May 02, 2021, 10:57:43 AM
বারবার একই টপিকে পোস্ট করে গেলে ওটা স্পাম হিসেবে ধরে নেওয়া হয়। আর ক্রিপ্টো ওয়ার্ল্ড স্পামিং করা অনেক বড় অপরাধ মূলক কাজ। তাই আমাদের উচিৎ একটা টপিকে কমপক্ষে দুটি করে পোস্ট করা। এটাই আমাদের জন্য ভালো। বেশি লোভ করলে হয়তো এর জন্য আমাদের ধরা খেতে হতে হব। 
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Rothi roy on May 02, 2021, 02:06:50 PM
একই টপিকে বারবার পোস্ট করা যাবে না। এতে আপনার পোস্ট গুলো কে স্পাম হিসেবে ধরা হবে। তবে পোস্টে কেউ রিপ্লে করলে আপনি তার উত্তর দিতে পারবেন। আমার জানামতে একই টপিকে আপনি দুইবার পোস্ট করতে পারবেন।
আমরা সবাই ফোরামের নিয়ম মেনে চলবো এতে আমরা কোন সমস্যার সম্মুখীন হব না।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: babu10 on May 02, 2021, 03:47:19 PM
আমার মনে হয় এই বিষয়ে আর কমেন্টস না করাই উত্তম কারণ একই কথা বারবার সবাই বলতেছেন তাছাড়া একই টপিকে বারবার পোষ্টতো করা যায়না কমেন্টস করা যায় যাইহোক একটা টপিকের উপর আসলে বারবার কমেন্টস করারও কিছু থাকেনা যদি জ্ঞানগর্ভ আলোচনা হয়। আমরাতো বারবার অন্যের কথাগুলোই এদিকওদিক করে লিখি তাই কেউ যদি একবার প্রশ্নের উত্তর দিয়ে দেয় তবে পরে যদি আরো কারো বিশেষ জ্ঞান থাকে সেই বিষয়ে তবেই কমেন্টস করা উচিত।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Malam90 on May 02, 2021, 04:23:42 PM
একই টপিকে ১ বার কমেন্ট করাই উত্তম। তবে যদি কেউ আপনার কমেন্টের রিপ্লাই দেয় তখন তার রিপ্লাই দিতে পারবেন। এটা বিটকয়েনটকের নিয়ম। এখানেও একই নিয়ম। তবে আমরা মডারেটররা সাধারনত ছাড় দেই যাতে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন। তবে কয়েকদিন পরপর কারো কমেন্টের রিপ্লাই দিতে পারেন। স্পাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন। নিজের আইডিকে সুরক্ষিত রাখুন।
ভাই একটি পোস্ট এ একটি কমেন্ট করাই উত্তম, তবে সেক্ষেত্রে মূল পোস্ট ক্রিয়েটর তার প্রশ্নের উত্তর পেলে সেক্ষেত্রে দু'একটা কমেন্ট করতে পারবেন এটা ঠিক আছে।  কিন্তু ইদানীং আমাদের লোকাল বোর্ডে অল্প কিছু সংখ্যক নতুন   ইউজার আছে যারা একই পোস্টে একাধিক বার কমেন্ট করে থাকে এবং দু'একটা কমেন্ট পরপরই তাদের কমেন্ট চোখে পড়ে।
অনুগ্রহ পূর্বক এই বিষয়টা একটু দেখবেন।  তারা অল্প দিনের মধ্যেই উরাধুরা পোস্ট করে তাদের র‍্যাংক আপ করে নিচ্ছে এই ধরনের স্পাম করে করে।                                     

কোন সমস্যা বা অসঙ্গতি দেখতে পেলে Report to  Moderator বাটনে ক্লিক করে কি কারণে মনে হচ্ছে ঠিক নয় সেটা লিখে মডারেটরের কাছে রিপোর্ট করুন। মডারেটরগন দেখে সেটার ব্যবস্থা নিবেন। হা এটা সত্য কথা। কিন্তু ব্যপারটা এমন হয়ে গেছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা।

আমার মনে হয় অধিকাংশ বাংরাদেশীরাই (কিছু ভালো ভালো ইউজারও আছে) স্পামার, তারা দেখুন গ্লোবাল সেকশনে গিয়ে কিরকম স্পাম করতেছে। যেখানে যে পোস্ট পাচ্ছে গুগলে তা নিয়ে হুবহু পোস্ট করতেছে ফোরামে। বিরক্তিকর। সব বিরক্তিকরাই বাংলাদেশী। এসব রিপোর্ট যখন আমাদের কাছে আসে তখন আপনিতেই মাথা নত হয়, কিছু বলতে পারিনা। মানুষ দুএকটা ক্রিপ্টো নিউজ পেলে সেটা শেয়ার করে আর এরা গুগলে গিয়ে যে সাইটে যা পায় তা নিয়ে পোস্ট করে। এসব স্পামারাই এখন বাংলাদেশীদের প্রধান শত্রু। তাই এদের পথ না ধরে নিজেরা সচেতন হউন নতুবা শাস্তি অপেক্ষা করতেছে।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Farhana on May 02, 2021, 07:22:50 PM
একই টপিকে বার বার পোস্ট করা যাবে না তাহলে সেটা স্পার্ম হিসাবে গন্য করা হবে কারন একটি টপিক নিয়ে আপনি একবারই আলোচনা করতে পারেন। আপনি যত টুকু জানেন কোন টপিকের উপর ততটুকু আলোচনা করবেন আর আপনি একাধিক বার পোস্ট করতে গেলে বারবারই একই বিষয় উঠে আসবে আর সেটা স্পার্ম হিসাবে গন্য হবে। আপনার জানা থাকা প্রয়োজন ফোরামে একই বিষয় বার বার পোস্ট করা টাই হল স্পার্ম। সুতরাং আমরা সবাই স্পার্ম করা থেকে বিরত থাকি একই লেখা বার বার পোস্ট না করি।

অনবদ্য উপস্থাপনা প্রিয় সিনিয়র মেম্বর রাইসাজাহান , আপনি এই টপিকের  উত্তরটি অনেক সাবলীল্ভাবে  উপস্থাপনা করেছেন, আশা করি আপনাদের মত সিনিয়রদের কাছ থেকে এমন অনেক কিছু শিখব, শেখার শেষ নেই প্রতিনিয়িত আপনাদের কাছ থেকে শিখতেছি আরো আশাবাদী।কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আপনারা আমাদের সামনের পথ চলার পাথেয়। তবে আমি একটা জিনিস খেয়েল করেছি যে নতুন কোন মেম্বর এসে পিনপোস্ট বা পুরান টপিকগুলো পড়েনা, না পড়েই প্রশ্ন করে বসে। আমি মনে করে তারা এগুলা পড়ে আসলে জানার অনেক প্রশ্ন কমে যাবে।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: NANCY on May 03, 2021, 04:33:05 AM
আপনি অনেক সুন্দর একটি টপিক আমাদের মাঝে তুলে ধরেছেন। তবে আমার মনে হয় একই টপিকে বারবার পোস্ট করলে সেটা স্পাম হিসেবে গণ্য করা হয়। তাই আমরা একই টপিকে বারবার কমেন্ট না করি। ফোরামের আইন শৃঙ্খলা মেনে আমরা এই ফোরামে কাজ করব।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Rifan Khan on May 03, 2021, 06:33:36 AM
আমরা যদি টপিকস বারবার ব্যবহার করি। তাহলে আমাদের নানা সমস্যা হতে পারে। আমরা নানা সমস্যার সম্মুখীন হববা জড়িত হতে পারি। তাই আমি মনে করব আপনারা একই টপিক বারবার পোস্ট করবেন না।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Riddi on May 03, 2021, 06:59:59 AM
সাধারণত ফোরামে নিয়ম অনুসারে একই টপিকে একবার পোস্ট করা ভালো। তবে আপনার কোন পোষ্টে যদি রিপ্লে বা কমেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। তবে একই টপিকে  অধিক বার যদি পোস্ট করেন তাহলে আপনাকে স্প্যাম হিসেবে গণ্য করা হবে। তাই একই টপিকে একের অধিক বার পোস্ট না দেওয়াই ভালো‌। এধরনের শুধুমাত্র অ্যাক্টিভিটি বৃদ্ধি করার জন্য একই পোস্ট বারবার পোস্ট দেওয়া এবং কপি পেস্ট করা হলে তাহলে তার বিরুদ্ধে মডারেটর সাহেব শাস্তি মূলক ব্যবস্থা নিতে বাধ্য হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত শুধুমাত্র অ্যাক্টিভিটি  বৃদ্ধি করার জন্য এই টপিকে বারবার পোস্ট থেকে বিরত থাকব। সিনিয়র ভাইদের পোস্টগুলো ভাল ভাবে পড়বো তারপর সেই পোষ্টের রিপ্লে করব।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Azharul on May 07, 2021, 07:08:52 AM
আমরা অনেক সময় দেখে আসছি যে বর্তমান সময়ে আমাদের অনেক ভাইয়েরা একই টপিক বার বার করে থাকেন।যেটাকে আমরা স্পার্ম হিসাবে বিবেচনা করে থাকি।কেননা আমরা যদি একই টপিক বার বার করে থাকি,তবে সেই বিষয়গুলো বার বার সামনে চলে আসবে।যা আমাদের ফোরামের জন্য খুবই দুঃখজনক ব্যাপার হবে।তাই আমাদের উচিত হবে ফোরামের সকল নিয়ম অনুযায়ী কাজ করতে হবে।তাছাড়া আমরা অনেক ভাইদের কপি পেস্ট করা থেকে বিরত থাকার আহ্বান ও শুনেছি।তবে আমি মনে করি এই বিষয়ে সচেতন হয়ে কাজ করতে হবে।তবে আমরা সবাই অবশ্যই ফোরামের সকল সুনাম ধরে রাখতে পারবো এবং সহজে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Mj joy on May 07, 2021, 09:39:08 AM
আমি ফোরামে বেশ কিছুদিন ধরে কাজ করে যাচ্ছি কিন্তু এ পর্যন্ত সঠিক জানতে পারিনি যে একই টপিকে ভারে ভারে পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। আমি দেখলাম কিছু মেম্বার রয়েছে তারা একই টপিকে বারবার পোস্ট করে যাচ্ছে এবং একই পোস্ট বারবার করছে। আমার একটু জানার ছিল যে একই টপিকে বারবার পোস্ট করার সমস্যা গুলো কি কি? সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি আপনারা এই বিষয়ে একটু আলোচনা করবেন ধন্যবাদ।
ভাই সারাদিনে কতগুলো পোস্ট করার নিয়ম এ বিষয়ে অনেক টপিকস তৈরি করা আছে।আমার মনে হয় সেগুলো ভালো ভাবে পড়লে আপনার এই ধরনের জানার ভাষা জানা থাকতো না দয়াকরে সিনিয়র ভাইদের এবং মডারেটর বা এদের পোস্টগুলো ভালোভাবে পড়বেন সেখান থেকে বোঝার চেষ্টা করবেন তাহলে আপনার আর কোন কিছুই অজানা থাকবে না। একই পোস্টে বারবার পোস্ট করলে সেটা স্পামিং হয় আর ফোরামে স্পামিং নিষিদ্ধ সারা দিনে তিন থেকে পাঁচ টি পোস্ট করা যাবে এর বেশি করলে স্পামিং হবে তাই অবশ্যই আপনি ফোরামের নিয়ম মেনে কাজ করবেন।

ধন্যবাদ।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Crypto_Somrat on May 07, 2021, 11:15:30 AM
আমি ফোরামে বেশ কিছুদিন ধরে কাজ করে যাচ্ছি কিন্তু এ পর্যন্ত সঠিক জানতে পারিনি যে একই টপিকে ভারে ভারে পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। আমি দেখলাম কিছু মেম্বার রয়েছে তারা একই টপিকে বারবার পোস্ট করে যাচ্ছে এবং একই পোস্ট বারবার করছে। আমার একটু জানার ছিল যে একই টপিকে বারবার পোস্ট করার সমস্যা গুলো কি কি? সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি আপনারা এই বিষয়ে একটু আলোচনা করবেন ধন্যবাদ।
ফোরামে পোস্ট করার মতো পর্যাপ্ত পরিমাণে টপিক রয়েছে৷ তাহলে কেনো আপনি একই টপিকে বার বার পোস্ট করতে যাবেন। আপনি যদি একই টপিক এ বার বার পোস্ট করেন তাহলে সেটা, একদিকে দেখতেও খারাপ দেখাবে অন্য দিকে স্পামিং এর মতো জঘন্য অপরাধ এর সমতুল্য হবে। তাই একই টপিকে কখনোই বার বার পোস্ট করা উচিৎ নয়। আপনার মনের প্রশ্নের সাথে কোনো টপিক এর মিল খুজে না পান তাহলে আপনি সেটা জানার জন্য নতুন টপিক তৈরি করুন। আমি মনে করি, এতোদিনে এই ফোরামে সব প্রশ্নের উত্তর জমা হয়ে গেছে। আপনি ফোরামে মনোযোগ দিলেই মনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Cleanerbd on May 07, 2021, 12:54:24 PM
আমি ফোরামে বেশ কিছুদিন ধরে কাজ করে যাচ্ছি কিন্তু এ পর্যন্ত সঠিক জানতে পারিনি যে একই টপিকে ভারে ভারে পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। আমি দেখলাম কিছু মেম্বার রয়েছে তারা একই টপিকে বারবার পোস্ট করে যাচ্ছে এবং একই পোস্ট বারবার করছে। আমার একটু জানার ছিল যে একই টপিকে বারবার পোস্ট করার সমস্যা গুলো কি কি? সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি আপনারা এই বিষয়ে একটু আলোচনা করবেন ধন্যবাদ।
একই টপিকে আমরা বারবার কমেন্ট করতে পারবো। তবে বারবার কমেন্ট করার কিছু রুলস রয়েছে৷ আপনি কারো কমেন্টে মেনশন করতে পারবেন এবং সে যদি আপনাকে মেনশন করে তাহলে আপনি আবার কমেন্ট করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেনো একই  কমেন্ট যেনো বারবার না করেন। তবে অবশ্যই আপনার কমেন্ট গুনগুত হতে হবে।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Herry on May 07, 2021, 05:17:54 PM
একই টপিকে বারবার পোস্ট করলে আপনাকে সীট পোস্টার এভাবে ধরা হবে। স্ক্যামার হিসেবে ধরতে পারে। তাই একই টপিকে বারবার পোস্ট না করে অন্যদের পোস্ট গুলো ভালভাবে পড়ুন এবং কোন বিষয়ে জানার থাকলে প্রশ্ন করুন। নতুন নতুন টপিক তৈরি করুন এতে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। আর যদি বারবার পোস্ট করেন তাহলে আপনার আইডির সমস্যা হবে।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: SobujAkash#8 on May 08, 2021, 09:42:58 AM
হ্যাঁ ভাই আপনার পোস্টটি অনেক মূল্যবান কারণ একই টপিকে বারবার পোস্ট করা উচিত নয় কারণ ফোরামে কিছু নির্দিষ্ট নিয়ম আছে সেগুলো মেন্টেন না করে ফোরামে শুধু পোস্ট করলেই কি হলো ভালো হলো না খারাপ হলো সেটা বিচার করা উচিত। আর একই টপিকে বারবার পোস্ট করলে সেটা Scamb হয়ে যাবে।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Sr boy on May 08, 2021, 10:11:48 AM
আপনারা কেউ একটা পিক বারবার পোস্ট করবেন না। আপনারা যদি এখন ট্রাফিক বারবার পোস্ট করেন তাহলে আপনারা নানা সমস্যায় পড়তে পারেন। তাই আমার জানামতে আপনার একটা পিক দেওয়া পোস্ট করবেন না এতে বিপরীত হতে পারে।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Em00n01 on May 09, 2021, 09:54:40 PM
হা, আপনি রুসল ফলো না করে বারবার করলে এটাকে স্প্যাম হিসেবে দেখবে। যার কারণে মডারেটররা চাইলে নেগেটিভ কারমা দিতে পারে। এমনকি আপনার আইডি ব্যানের আওতায় ও আসতে পারে। তাই সতর্কতা অবলম্বন করা উচিত।
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: HeartBit143 on May 10, 2021, 09:12:09 AM
এক টপিকে বার বার কমেন্ট করলে সেটা স্পাম হিসেবে ধরে নেওয়া হতে পারে৷ এক টপিকে বার বার কমেন্ট না করাই উত্তম। তবে আপনি যে কমেন্টে আপনার মনের কোণে জমে থাকা প্রশ্নের উত্তর পাবেন সে কমেন্টের রিপ্লাই দিতে পারেন।           
Title: Re: একই টপিকে বার বার পোস্ট করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
Post by: Magepai on May 12, 2021, 05:18:04 AM
প্রথমত যে ফোরামে আসবে ফোরামের সম্পূর্ণ রুলস গুলো আগে শেখা উচিত। এবং যে ভাই নতুন একজন ইউজারকে ফোরামে নিয়ে আসবে অবশ্যই তাকে ফোরামের সম্পন্ন রুলস বলে দেওয়া উচিত। তাহলে অবশ্যই স্পামিং অনেক কমে আসবে এবং দেখা যায় একই ধরনের পোস্ট একজন ইউজার বারবার করে যাচ্ছে। একটার টপিকে একটা করে রিপ্লাই দেওয়াটাই ভালো এবং কী অন্যকোন ইউজারদের পোস্টে আপনি কুয়েট করে পোস্ট দিতে পারেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেক নতুন ইউজার এসে একই কথা বারবার বলে যাচ্ছ আমি মনে করি অবশ্যই আপনারা ফোরামে সময় দিন অল্প অল্প পোস্ট করুন এবং সিনিয়ার ইউজারদের পোস্টগুলো সব সময় ফলো করুন আশা করি অবশ্যই বুঝতে পারবেন।