Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Jacksoon99 on May 04, 2021, 05:04:22 PM
-
আসসালামুয়ালাইকুম আমি এই ফর্মে নতুন কিছুদিন যাবত কাজ করছিআমি সিনিয়র ভাইদের কাছ থেকে একটি বিষয় জানতে চাই সেটা হল এক টপিক বারবার রিপ্লে পোস্ট করলে সমস্যা হবে কিনা ? সিনিয়র ভাইদের কাছে অনুরোধ রইলো আমাকে একটু জানাবেন।
-
আপনি যখন একই পোস্টে একাধিক কমেন্ট করবেন তখন তা স্পাম বলে গন্য করা হবে। এর ফলে আপনার আইডি তে সমস্যা হতে পারে। তাই এক পোস্টে বার বার কমেন্ট না করাই ভালো। তবে আপনি যদি কারও মাধ্যমে আপনার জানার বিষয়টা ক্লিয়ার হতে পারেন সেক্ষেত্রে আপনি দু'একটি রিপ্লাই দিতে পারেন। তবে সেটা একাধারে নয়, পোস্টের মাঝখানে অনেকটা সময় নিতে হবে।
আরেকটি কথা, আপনি যে টপিক টা তৈরী করেছেন তা আপনার আগেও আরও একজন তৈরী করেছে। তাই আগে সব পোস্ট ভালো করে দেখুন, তারপর টপিক তৈরী করুন। নিচে অন্য জনের পোস্টটি উল্লেখ করে দিলাম ----
https://www.altcoinstalks.com/index.php?topic=208410.0
-
আসসালামুয়ালাইকুম আমি এই ফর্মে নতুন কিছুদিন যাবত কাজ করছিআমি সিনিয়র ভাইদের কাছ থেকে একটি বিষয় জানতে চাই সেটা হল এক টপিক বারবার রিপ্লে পোস্ট করলে সমস্যা হবে কিনা ? সিনিয়র ভাইদের কাছে অনুরোধ রইলো আমাকে একটু জানাবেন।
একই টপিকে বার বার কমেন্ট করা উচিৎ নয়। এক পোস্টে একের অধিক পোস্ট করলে সেইটা স্পামিং এর সমতুল্য। আর স্পামিং করা এক ধরনের অপরাধ। তাই নিজেকে অপরাধ থেকে বাচাতে এক পোস্টে অধিক কমেন্ট বর্জন করতে হবে ।
-
একটি টপিকে একবার পোস্ট করায় ভালো কিন্তু আপনি তা ছাড়াও যদি কারো পোস্ট পড়ে নতুন কিছু শিখতে পেরেছেন বা কোন কিছু জানার ইচ্ছা আছে তাহলে সেই পোস্ট রিপ্লাই দিতে পারেন। আসলে আপনি যদি লক্ষ্য করেন তাহলে এই ধরনের টপিক আগে খোলা হয়েছে এর রিপ্লাই দেওয়া আছে। এখানে অনেক সিনিয়ার ইউজার রয়েছে যেখানে সবাই মতামত প্রকাশ করেছে সেখানে চাইলে আপনি দেখতে পারেন। এবং প্রত্যেকের পোস্ট ভালো করে পড়তে হবে এবং ফোরামে সময় দিবেন আশা করি বুঝতে পারবেন।
-
এক ট্রপিক যদি বারবার রিপ্লাই দেয় তাহলে আমাদের নানা ধরনের সমস্যা হয়ে থাকে। এক পোস্ট বারবার রিপ্লে দিলে সেটাকে স্পাম বলা হয়। তাই আমি মনে করব আমরা যেন এক পোস্ট বারবার রিপ্লাই না দেয়। এক পোষ্টে বারবার রিপ্লাই দিলে সমস্যা হবে।
-
এখন ট্রাফিক বারবার রিপ্লে দিলে নানা ধরনের সমস্যা হয়। কেননা একই টপিক বারবার রিপ্লে দিলে স্পাম এর সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আমরা যদি পারি তাহলে একই টপিক এর পোস্ট বারবার দেবো না। আমি মনে করব ফোরামে বেশি বেশি সময় দিতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে।
-
আসসালামুয়ালাইকুম আমি এই ফর্মে নতুন কিছুদিন যাবত কাজ করছিআমি সিনিয়র ভাইদের কাছ থেকে একটি বিষয় জানতে চাই সেটা হল এক টপিক বারবার রিপ্লে পোস্ট করলে সমস্যা হবে কিনা ? সিনিয়র ভাইদের কাছে অনুরোধ রইলো আমাকে একটু জানাবেন।
একটি টপিকে একবার পোস্ট কড়াই উত্তম। কারণ একই টপিকে যখন বারবার পোস্ট করা হয় তখন ওই পোস্টকে স্প্যাম হিসেবে ধরে নেয়া হয়। এর কারণে একই টপিকে একটা পোস্ট কড়াই উত্তম। আর আপনার যদি কারো পোস্ট ভালো লেগে থাকে তাহলে সেটা রিপ্লাই দিতে পারবেন তবুও কিছুদিন পরে।
স্প্যাম ও কপি পেস্ট থেকে বিরত থাকুন এই টপিক এর আগে তৈরি হয়েছে। আপনি যে বিষয়ে আজ্ঞত আছেন সে বিষয়ে টপিক তৈরি করুন। তাহলে আপনিও সেগুলো বুঝতে পারবেন আর আপনার অ্যাক্টিভিটি বাড়বে ও টপিক ও তৈরি হবে ধন্যবাদ।
-
এখন ট্রাফিক বারবার রিপ্লে দিলে নানা ধরনের সমস্যা হয়। কেননা একই টপিক বারবার রিপ্লে দিলে স্পাম এর সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আমরা যদি পারি তাহলে একই টপিক এর পোস্ট বারবার দেবো না। এবং আমরা যারা ফোরামে নতুন যারা পোস্ট করতে পারি না তারা সিনিয়র ভাইদের পোস্ট পড়ে ভালো করে জ্ঞান অর্জন করে পোস্ট করা উচিত।
-
আপনি যখন একই পোস্টে একাধিক কমেন্ট করবেন তখন তা স্পাম বলে গন্য করা হবে। এর ফলে আপনার আইডি তে সমস্যা হতে পারে। তাই এক পোস্টে বার বার কমেন্ট না করাই ভালো। তবে আপনি যদি কারও মাধ্যমে আপনার জানার বিষয়টা ক্লিয়ার হতে পারেন সেক্ষেত্রে আপনি দু'একটি রিপ্লাই দিতে পারেন। তবে সেটা একাধারে নয়, পোস্টের মাঝখানে অনেকটা সময় নিতে হবে।
আরেকটি কথা, আপনি যে টপিক টা তৈরী করেছেন তা আপনার আগেও আরও একজন তৈরী করেছে। তাই আগে সব পোস্ট ভালো করে দেখুন, তারপর টপিক তৈরী করুন। নিচে অন্য জনের পোস্টটি উল্লেখ করে দিলাম ----
https://www.altcoinstalks.com/index.php?topic=208410.0
একই টপিকে একটি পোস্ট কড়াই উত্তম। কারণ একই টপিকে যখন বারবার রিপ্লে পোস্ট করা হয় তখন ওই পোস্টকে স্কাম হিসেবে ধরে নেয়া হয়। আর যদি স্প্যাম হিসেবে ধরে নেয়া হয় তবে আপনার আইডি অনেক ক্ষতি হয়ে যাবে। তাই একই টপিকে একটি পোস্ট করা উত্তম।
আপনি ঠিক বলেছেন এর আগেও এই টপিকটি আমি দেখেছি। এক সিনিয়র ভাই টপিক টি তৈরি করেছিল। আমি তার টপিকে রিপ্লাই পোস্ট করেছি। তবুও ধন্যবাদ জানাচ্ছি যে ভালো টপিক তৈরি করেছেন আশা করি আরো নতুন নতুন টপিক তৈরি করবেন তাহলে নতুনদের বুঝতে অনেক সুবিধা হবে।
-
আসসালামুয়ালাইকুম আমি এই ফর্মে নতুন কিছুদিন যাবত কাজ করছিআমি সিনিয়র ভাইদের কাছ থেকে একটি বিষয় জানতে চাই সেটা হল এক টপিক বারবার রিপ্লে পোস্ট করলে সমস্যা হবে কিনা ? সিনিয়র ভাইদের কাছে অনুরোধ রইলো আমাকে একটু জানাবেন।
একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার হতে একই পোস্টে আপনি বারবার রিপ্লে দিতে পারেন। কিন্তু উদ্দেশ্যে ভালো হতে হবে। জানার জন্য। জানার পরও পোস্ট বাড়ানোর উদ্দেশ্যে অযথা বারবার রিপ্লে দেওয়া ঠিক নয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আরো ভালো এবং মানসম্মত কিছু টপিক তৈরী করার চেষ্টা করুন। যা থেকে কেউ না কেউ কিছু না কিছু জানতে পারে।