Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Md.Nurnobe3483 on May 05, 2021, 07:09:52 AM
-
আমি প্রথমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের বাংলা ফোরামের মডারেটর দুজন সিনিয়র ভাইকে। আশা করি আপনারা ভালো আছেন। ফোরামের সিনিয়র ভাইদের নিয়ে আমার কিছু কথা ছিল আশা করি আপনারা বুঝতে পারবেন।প্রথমে আমি এক সিনিয়র ভাইয়ের পোস্ট আপনাদের মাঝে তুলে ধরছি।
Angel julian নামে এক সিনিয়র ভাই পোস্ট করছে।
1. মার্কেট কি তার আপনি গতিতে চলছে নাকি বড় গেমলার/বিনিযোগকারীদের হাতে চলে গেছে?
মার্কেট কি তার আপনি গতিতে চলছে নাকি বড় গেমলার বিনিযোগকারীদের হাতে চলে গেছে। এই বিষয়ে আমার তেমন কোন ধারণা নেই। ফর্মে নতুন কাজ করিতেছি। এ ফার্মের বিভিন্ন বিষয়ের রুলস আছে সেই বিষয়ে আমার তেমন কোন ধারণা নেই। তো সকল সিনিয়র মেম্বার এবং বড় ভাইদের কাছে অনুরোধ যে আমাকে এই বিষয়টি সম্পর্কে জানিয়ে যাবেন দয়া করে প্লিজ।
2.তিন মাস আগের টপিক আমি কিভাবে চিনবো?
আসসালামু আলাইকুম। আমি সকল সিনিয়র বড় ভাইদের কাছে সাহায্য চাচ্ছি যে তিন মাস আগে টপিক আমি কিভাবে চিনবো। বিষয়ে আমার তেমন কোন ধারণা নেই। এই বিষয়ে আমার জানার খুব ইচ্ছা। সিনিয়র বড় ভাইদের কাছে অনুরোধ যে আমাকে তিন মাসের আগের টপিক আমি কিভাবে চিনবো এই বিষয়টা জানিয়ে যাবেন।
সিনিয়র মেম্বার হওয়া সত্ত্বেও যদি এরকম পোস্ট করে যায় তাহলে ফোরামের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। 7-8 দিন আগে লক্ষ্য করেছি তার অ্যাক্টিভিটি ছিল প্রায় 70-75 এর কাছে। কিন্তু আমি এখন লক্ষ্য করে দেখছি তার একটিভিটি প্রায় 200 কাছে। তারা শুধু আইডির বয়সের অপেক্ষায় থেকে এক সপ্তাহে ফুল মেম্বার হয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না আনা হয় তাহলে কিন্তু সবাই আইডির বয়স বাড়িয়ে এক সপ্তাহের মধ্যে সিনিয়র মেম্বার হয়ে যাবে।আমি কি বুঝাতে চাচ্ছি সিনিয়র ভাইরা এ বিষয়ে আশা করি বুঝেছেন ধন্যবাদ।
-
আমি প্রথমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের বাংলা ফোরামের মডারেটর দুজন সিনিয়র ভাইকে। আশা করি আপনারা ভালো আছেন। ফোরামের সিনিয়র ভাইদের নিয়ে আমার কিছু কথা ছিল আশা করি আপনারা বুঝতে পারবেন।প্রথমে আমি এক সিনিয়র ভাইয়ের পোস্ট আপনাদের মাঝে তুলে ধরছি।
Angel julian নামে এক সিনিয়র ভাই পোস্ট করছে।
1. মার্কেট কি তার আপনি গতিতে চলছে নাকি বড় গেমলার/বিনিযোগকারীদের হাতে চলে গেছে?
মার্কেট কি তার আপনি গতিতে চলছে নাকি বড় গেমলার বিনিযোগকারীদের হাতে চলে গেছে। এই বিষয়ে আমার তেমন কোন ধারণা নেই। ফর্মে নতুন কাজ করিতেছি। এ ফার্মের বিভিন্ন বিষয়ের রুলস আছে সেই বিষয়ে আমার তেমন কোন ধারণা নেই। তো সকল সিনিয়র মেম্বার এবং বড় ভাইদের কাছে অনুরোধ যে আমাকে এই বিষয়টি সম্পর্কে জানিয়ে যাবেন দয়া করে প্লিজ।
2.তিন মাস আগের টপিক আমি কিভাবে চিনবো?
আসসালামু আলাইকুম। আমি সকল সিনিয়র বড় ভাইদের কাছে সাহায্য চাচ্ছি যে তিন মাস আগে টপিক আমি কিভাবে চিনবো। বিষয়ে আমার তেমন কোন ধারণা নেই। এই বিষয়ে আমার জানার খুব ইচ্ছা। সিনিয়র বড় ভাইদের কাছে অনুরোধ যে আমাকে তিন মাসের আগের টপিক আমি কিভাবে চিনবো এই বিষয়টা জানিয়ে যাবেন।
সিনিয়র মেম্বার হওয়া সত্ত্বেও যদি এরকম পোস্ট করে যায় তাহলে ফোরামের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। 7-8 দিন আগে লক্ষ্য করেছি তার অ্যাক্টিভিটি ছিল প্রায় 70-75 এর কাছে। কিন্তু আমি এখন লক্ষ্য করে দেখছি তার একটিভিটি প্রায় 200 কাছে। তারা শুধু আইডির বয়সের অপেক্ষায় থেকে এক সপ্তাহে ফুল মেম্বার হয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না আনা হয় তাহলে কিন্তু সবাই আইডির বয়স বাড়িয়ে এক সপ্তাহের মধ্যে সিনিয়র মেম্বার হয়ে যাবে।আমি কি বুঝাতে চাচ্ছি সিনিয়র ভাইরা এ বিষয়ে আশা করি বুঝেছেন ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ভাই আমি আপনার কথার সাথে একমত পোষণ করছি কারণ অ্যাঙ্গেল জুলিয়ান নামে সিনিয়র ভাই ফর্মে সিনিয়র হাওয়া সত্বেও তিনি অনেক ভুল করে যাচ্ছে। কিছুদিন আগে এক সিনিয়র ভাই একটি পোস্ট করছিলো সে পোস্টে অ্যাঙ্গেল জুলিয়ান নামে সিনিয়র ভাই সেই পোস্টে চার পাঁচটা রিপ্লাই পোস্ট করছিল একই কথা। শুধু তাই নয় তিনি আরো অনেক ভুল করেছে। তাই বলতে চাই সে ফুল মেম্বার হওয়া সত্ত্বেও ফর্মে এত ভুল করবে কেন আমরা চাইনা যে এক মেম্বার এর জন্য আমাদের বাংলা ফর্মের দুর্নাম হোক। তাই বাংলা ফর্মের মডারেটরদের অনুরোধ করে বলছি এই সিনিয়র ভাইকে ওয়ানিং দিয়ে সাবধান করা হোক।
-
আপনারা যে বিষয়গুলো বলেছেন সে বিষয়ে আমি অবগত। তাদের আগেও ওয়ার্নিং দেওয়া হয়েছে। চুড়ান্ত ওয়ার্নিং পাবে যখন তাদের স্পামের মাত্রা মডারেটরদের কাছে অসহ্য মনে হবে। তাদেরকে কিছুটা ছাড় দিয়েছি ভালো হওয়ার জন্য। আশা করি তারা শুধরাবেন। এছাড়া দ্রুত র্যাংক আপ করেও তো তাদের কোন নিস্তার নেই। গ্লোবাল সেকশনে গিয়ে স্পাম করলেও রিপোর্ট আমার কাছে আসবে। ফোরামের যে কোন সেকশনে স্পাম করলে বা রুলস ভঙ্গ করলে গ্লোবাল মডারেটরের কাছে সব রিপোর্ট আসে।
-
সিনিয়র মেম্বার হওয়া সত্ত্বেও যদি এরকম পোস্ট করে যায় তাহলে ফোরামের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। 7-8 দিন আগে লক্ষ্য করেছি তার অ্যাক্টিভিটি ছিল প্রায় 70-75 এর কাছে। কিন্তু আমি এখন লক্ষ্য করে দেখছি তার একটিভিটি প্রায় 200 কাছে। তারা শুধু আইডির বয়সের অপেক্ষায় থেকে এক সপ্তাহে ফুল মেম্বার হয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না আনা হয় তাহলে কিন্তু সবাই আইডির বয়স বাড়িয়ে এক সপ্তাহের মধ্যে সিনিয়র মেম্বার হয়ে যাবে।আমি কি বুঝাতে চাচ্ছি সিনিয়র ভাইরা এ বিষয়ে আশা করি বুঝেছেন ধন্যবাদ।
এটি কিছুই নাহ। আমার এই ফোরামে যোগদানের পর এমনও কিছু পুরাতন আইডিকে দেখেছি, যারা এক সপ্তাহে সিনিয়র মেম্বার হয়েছে , কেউ যদি এমন করে মেম্বারশিপ বৃদ্ধি করে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যখন দেখি যে, ওইসব ব্যবহারকারীরা গ্লোবাল সেকশনে যেয়ে ভালো পোস্ট করার চেষ্টা করে নাহ, বরং একই ধরনের পোষ্ট কিছুদিন পর পর রিপ্লাই করে। যেটা মোটেও কাম্য নয় এবং বাংলাদেশিদের মর্যাদাও কিছুটা কমে যাচ্ছে। তাই সকলের উচিত একটু সময় দিয়ে ভালো করে পড়ুন এবং সেই টপিকগুলোতে রিপ্লাই করা।
-
বর্তমানে বেশিরভাগ ইউজাররা তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য শুধু পোস্ট করে। তারা ঝড়ের গতিতে পোস্ট করে দ্রুত আইডির rank বৃদ্ধি করে। এতে সেইসব ইউজারদের পোষ্টের মান বা কোয়ালিটি কোনটি ভাল থাকে না এবং কি তারা গ্লোবাল সেকশন এ গিয়ে একই কাজ করে।
সত্যি এই সব মেম্বারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
-
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বর্তমানে ফোরামে এলোমেলো অগোছালো পোস্ট দেখা যাচ্ছে। এতে করে ফোরামের মান কমে যাচ্ছে। তাই আমার মনে হয় মডারেটরদের এগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করা খুবই জরুরী।
-
আপনি যে বিষয়টা তুলে ধরেছেন সেটি চূড়ান্ত বাস্তব। আমাদের বাংলা লোকাল বোর্ডে এখন অল্প কিছু অসাধু ইউজার আছে যারা সব সময় নিজেদের আইডি এর র্যাংক আপ নিয়ে চিন্তা করে থাকে এবং আজেবাজে পোস্ট করে থাকে। তারা সব সময় একই ধরনের পোস্ট ঘুরিয়ে ফিরিয়ে দিতেই থাকে। তাদের এখনই শুধরে যাওয়া উচিৎ। তা নাহলে তারা যখন গ্লোবাল সেকশনে পোস্ট করবে তখন তারা অনেক সমস্যার সম্মুখীন হতে পারে।