Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Goldlife on May 05, 2021, 07:20:52 PM

Title: আসছে বিটকয়েনের দিন
Post by: Goldlife on May 05, 2021, 07:20:52 PM



একটি বিলাসবহুল বাড়ি কেনার জন্য দীর্ঘদিনের স্বপ্ন ছিল নরওয়ের নাগরিক ক্রিস্টোফার কোচের। অদ্ভুত এক উপায়ে তাঁর স্বপ্ন সফল হয়েছে। মাত্র ২৪ মার্কিন ডলার বিনিয়োগে স্বপ্ন সফল হয়েছে কোচের। ২৯ বছর বয়সী প্রকৌশলী ক্রিস্টোফার কোচ চার বছর আগে কিনেছিলেন ২৪ ডলার মূল্যের পাঁচ হাজার বিটকয়েন৷ সেই ১৪ ডলার মূল্যের বিটকয়েনের দাম গত চার বছরে বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ নব্বই হাজার ডলারে। কিন্তু কী এই বিটকয়েন? স্বাধীন গ্রাহক থেকে গ্রাহকের মধ্যে অনলাইন লেনদেনের ডিজিটাল মাধ্যম এটি। ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রটোকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রার নাম বিটকয়েন। এ ভারচুয়াল মুদ্রা লেনদেনের জন্য কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে না।
ভাগ্যবান ক্রিস্টোফার কোচ জানিয়েছেন, ২০০৯ সালে নেহাত শখের বশেই তিনি ২৪ মার্কিন ডলার খরচ করে কিনেছিলেন বিটকয়েন। এরপর তিনি এর কথা ভুলেই গিয়েছিলেন। কিছুদিন আগে হঠাত্ বিটকয়েনের দাম বেড়েছে শুনে পুরোনো এ সম্পত্তির কথা মনে আসে তাঁর। কিন্তু চার বছর আগের পুরোনো পাসওয়ার্ড ভুলে গিয়েছিলেন তিনি। পুরো এক দিন চেষ্টার পর যখন তিনি পাসওয়ার্ড মনে করেন, তখন তিনি যেন আঙুল ফুলে কলাগাছ।
দ্রুত জনপ্রিয় হচ্ছে বিটকয়েন

বিটকয়েনের প্রচলন এখন বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত বাড়ছে। সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে তিন তরুণ উদ্যোক্তা গত মঙ্গলবার বিটকয়েনে লেনদেন করার সুবিধাযুক্ত প্রথম এটিএম বুথ চালু করেছেন। বাজারবিশ্লেষকেরা বলছেন, বিটকয়েনভিত্তিক স্বয়ংক্রিয় গণনাযন্ত্র (এটিএম) স্থাপনের ফলে লেনদেনে নতুন মাত্রা যুক্ত হলো।

ধারণা করা হচ্ছে, মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে এটি বিটকয়েনকে আরও এগিয়ে নিয়ে যাবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে জার্মানি এ বছর বিটকয়েনকে ব্যক্তিগত মুদ্রা বা ‘প্রাইভেট কারেন্সি’  হিসেবে ঘোষণা করেছে। সান ফ্রান্সিসকো, বার্লিন ও আর্জেন্টিনায় ব্যাপক সমাদৃত এখন বিটকয়েন। অনলাইন কোম্পানিগুলোও এখন ভারচুয়াল মুদ্রা ব্যবহারের কাজ শুরু করছে। মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসা ও অন্যান্য বেআইনি ব্যবহার ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার সরকার বিটকয়েনের গ্রাহকদের নিবন্ধনের আওতায় আনার চিন্তাভাবনাও করছে।


More info!
https://www.google.com/amp/s/www.prothomalo.com/amp/story/education/science-tech/%25E0%25A6%2586%25E0%25A6%25B8%25E0%25A6%259B%25E0%25A7%2587-%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%259F%25E0%25A6%2595%25E0%25A7%259F%25E0%25A7%2587%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25A6%25E0%25A6%25BF%25E0%25A6%25A8