Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on May 09, 2021, 06:03:04 PM

Title: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: babu10 on May 09, 2021, 06:03:04 PM
আমার মাথায় কয়েকদিন যাবৎ এই কথাটা ঘুরপাক খাচ্ছে তাই এখানে আলোচনার জন্য শেয়ার করলাম।

যদি সত্যি বিটকয়েন লেনদেনের কারনে আইন শৃংখলা বাহিনী ধরাধরি করত তবে আমার মনে হচ্ছে ফোরামের একাউন্ট ধরে সহজেই অনেককেই গ্রেফতার করতে পারত কারণ ফোরামে একটা একাউন্ট খুললে সহজেই বিভিন্ন্ জনের বিস্তারিত তথ্য পাওয়া যায় আর যেহেতু অনেককেই গ্রেফতার করছে সেহেতু তারা নিশ্চই ফোরামের খবর পেয়েছে এতদিনে। আমার মনে হচ্ছে শুধুমাত্র যারা জালিয়াতির আশ্রয় নিয়েছে এবং যাদের নামে সুনিদ্দিষ্ট অভিযোগ আছে একমাত্র তাদেরকেই গ্রেফতার করছে।

আপনাদের মতামত আশাকরছি।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: Review Master on May 09, 2021, 07:40:20 PM
আমার মনে হচ্ছে শুধুমাত্র যারা জালিয়াতির আশ্রয় নিয়েছে এবং যাদের নামে সুনিদ্দিষ্ট অভিযোগ আছে একমাত্র তাদেরকেই গ্রেফতার করছে।

আপনাদের মতামত আশাকরছি।

প্রথমেই বলবো যে, এখানে ভাবার কারণ কিছুই নেই। কারণ সকল নিউজ মিডিয়া প্রত্যেকটি বিষয়কে এমনভাবে সাধারণ জনগণের সামনে উপস্থাপন করে যে ছয়কে (৬) নয় (৯) বানায় ফেলে। তাই এসব দেখে চিন্তার কোনো কারণ নেই এবং সরকার শুধুই তাদেরকে ধরতেছে যারা জালিয়াতি কিংবা অবৈধ কাজে বিটকয়নকে ব্যবহার করতেছে এবং কালকেই আমি পূর্বের একটি পোষ্টে বিষয়টি বলেছি: https://www.altcoinstalks.com/index.php?topic=209041.msg1167882#msg1167882

আর বাংলাদেশি একজন ইউটুবার এটি নিয়ে ইতিমধ্যে ভিডিও তৈরি করেছে, তাই সকলে বিষয়টির ভালো ধারণা নিতে দেখতে পারেন।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: Casual on May 10, 2021, 11:17:51 AM
আসলে তো কিছুদিন আগে দেখতে পেলাম সুমন নামে এবং আরো কিছু দল তার পুরাতন বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে নাকি তারা বিটকয়েনের লেনদেন করে এবং তাদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ ডলার লেনদেন করা হয়েছে সে কারণে নাকি তাদের সিআইডি সংস্থা তাদের বের করে গ্রেফতার করেছে। আসলে আমাদের বাংলাদেশ এ কখনো ক্রিপ্টোকারেন্সি নিয়ে সেরকম ভাবে চিন্তা ভাবনাই করছে না সরকার।কিন্তু আমার যেটা মনে হয় যারা বাউন্টি হান্টার তাদের হয়তো কোন প্রবলেম হবেনা কিন্তু যারা বায়ার হয়তো তাদের এই প্রবলেমটা হতে পারে। অতএব একটু হাইট থেকে কাজ করে যেতে হবে।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: Mj joy on May 10, 2021, 01:27:50 PM
আমার মাথায় কয়েকদিন যাবৎ এই কথাটা ঘুরপাক খাচ্ছে তাই এখানে আলোচনার জন্য শেয়ার করলাম।

যদি সত্যি বিটকয়েন লেনদেনের কারনে আইন শৃংখলা বাহিনী ধরাধরি করত তবে আমার মনে হচ্ছে ফোরামের একাউন্ট ধরে সহজেই অনেককেই গ্রেফতার করতে পারত কারণ ফোরামে একটা একাউন্ট খুললে সহজেই বিভিন্ন্ জনের বিস্তারিত তথ্য পাওয়া যায় আর যেহেতু অনেককেই গ্রেফতার করছে সেহেতু তারা নিশ্চই ফোরামের খবর পেয়েছে এতদিনে। আমার মনে হচ্ছে শুধুমাত্র যারা জালিয়াতির আশ্রয় নিয়েছে এবং যাদের নামে সুনিদ্দিষ্ট অভিযোগ আছে একমাত্র তাদেরকেই গ্রেফতার করছে।

আপনাদের মতামত আশাকরছি।
আমার সেটাই মনে হয় যারা বিটকয়েন লেনদেন করে সকলকে ধরা হচ্ছে না। যারা বিটকয়েন লেনদেন নিয়ে ছলচাতুরি এবং জালিয়াতি করে শুধু তাদেরকে ধরা হচ্ছে। তবে এ বিষয় নিয়ে অত চিন্তা করার কোনো কারণ নেই বলে আমি মনে করি কারণ যারা ছোটখাটো বাউন্টি করে থাকেন তাদের কোনো প্রবলেম নেই। আর একটা বিষয় আমার মনে হয় সরকার অতটা মাথা নাড়া দিচ্ছে না এই ক্রিপ্টো জগত নিয়ে। কারণ হচ্ছে এ পর্যন্ত বিটকয়েন লেনদেনকারী বহু লোককে ধরা হয়েছে আমাদের বাংলাদেশ কিন্তু ছোটখাটো বাউন্টি করার কাউকে ধরা হয়নি । সরকার চাইলে অবশ্যই সমস্ত লোককে ধরতে পারতো কিন্তু তা তিনি করেননি এ থেকে বোঝা যায় যে আমাদের মত ছোট দের কোন সমস্যা হবে না।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: mr.Robot on May 10, 2021, 02:01:20 PM
আমার মাথায় কয়েকদিন যাবৎ এই কথাটা ঘুরপাক খাচ্ছে তাই এখানে আলোচনার জন্য শেয়ার করলাম।

যদি সত্যি বিটকয়েন লেনদেনের কারনে আইন শৃংখলা বাহিনী ধরাধরি করত তবে আমার মনে হচ্ছে ফোরামের একাউন্ট ধরে সহজেই অনেককেই গ্রেফতার করতে পারত কারণ ফোরামে একটা একাউন্ট খুললে সহজেই বিভিন্ন্ জনের বিস্তারিত তথ্য পাওয়া যায় আর যেহেতু অনেককেই গ্রেফতার করছে সেহেতু তারা নিশ্চই ফোরামের খবর পেয়েছে এতদিনে। আমার মনে হচ্ছে শুধুমাত্র যারা জালিয়াতির আশ্রয় নিয়েছে এবং যাদের নামে সুনিদ্দিষ্ট অভিযোগ আছে একমাত্র তাদেরকেই গ্রেফতার করছে।

আপনাদের মতামত আশাকরছি।
বর্তমানে আমরা যেসকল খবর শুনতে পাচ্ছি বিটকয়েন লেনদেন নিয়ে গ্রেফতার হওয়ার এইগুলা আসলে ভিত্তিহীন এবং নিউজ মাধ্যম গুলো এই সকল খবরকে ইচ্ছা করে এমন ভাবে উপস্থাপন করতেছেন। আপনে হেডলাইন দেখে আতঙ্কিত না হয়ে ভিতরে ঢুকে পড়ে দেখলে দেখবেন আসলে ঘটনা অন্য। হয়তো ওই লোক কোনো জালিয়াতি এর সাথে জড়িত ছিলো অথবা মানুষকে পাসাচ্ছে টাকা কামানোর জন্য। তাই বলবো এইসকল খবর দেখার সাথে সাথে পেনিক না হয় আগে বিষয় তা ঠান্ডা মাথায় দেখুন এবং বুঝার চেষ্টা করুন।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: babu10 on May 10, 2021, 04:11:47 PM
@Review Master, ইউটিউব এর ছেলেটা অনেক টেলেন্ট আমি আগে তার ভিডিও দেখিনী ধন্যবাদ আপনাকে লিংক শেয়ার করার জন্য বিশেষকরে এনএফটি এর যেই ভিডিওটা করেছে সেটা অসাধারণ। আমার মনে হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে এর মতো আরো অনেক টেলেন্ট কাজ করতেছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে। যাইহোক ছেলেটা যা বলল আমও তার সাথে একমত তাই কেউ জালিয়াতি না করে শুধু সঠিকভাবে কাজ করে যান তাহলে সমস্যা হবেনা।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: Malam90 on May 10, 2021, 05:07:54 PM
ভিডিওটা আমি এখানে শেয়ার করেছেন তা দেখিনি। তবে আজ সকালে ইউটিউব দেখতেছিলাম তখন আসলো। খুবই ভালো বিশ্লেষণ করেছেন উনি। আমাদের কর্তৃপক্ষ কতটা অদক্ষ হলে তারা এগুলো  এড়িয়ে যায়, সংবাদ মাধ্যমগুলোও কতটা অজ্ঞ হলে এটা সারা বিশ্বে অবৈধ বলতে পারে তা আমার অবাক লাগে। কর্তৃপক্ষ আশা করি অনতিবিলম্বে ফ্রিল্যাঞ্চারদের জন্য হলেও বৈধ পথের ব্যবস্থা করে দিবেন।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: Azharul on May 10, 2021, 05:52:39 PM
জি ভাই, আপনি খুবই সুন্দর একটা মন্তব্য করেছেন।যেটা আমিও অনেক দিন ধরে বিষয়টা নিয়ে চিন্তিত।কারণ আমরা যারা ফোরামে কাজ করছি তাদের অনেকেই হয়তো আমার মত চিন্তিত।তাই আমি আপনার সঙ্গে একমত পোষণ করে বলতে চাই যে,অনেক জালিয়াতি চক্র আছে যারা এইসব নিয়ে প্রতারণা করে আসছে আমার মনে হয় পুলিশ তাদের আটক করেছে।আমরা যারা ফোরামে কাজ করছি তারা সবাই ছোট খাটো পর্যায়ের।তাই আমি মনে করি ভবিষ্যতে এটি নিয়ে খুব বেশি সমস্যা হবে না। তারপরও আমি ফোরামের সকল ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষন করে বলতে চাই আমরা সবাই যেনো সতর্ক হয়ে এবং ফোরামের সকল নিয়ম মেনে চলতে পারি তাহলে আমরা কোনো সমস্যার সম্মুখীন হব না।তারপরও আমি বিষয়টা নিয়ে সিনিয়র ভাইদের মতামত আশা করছি।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: Papusha20 on May 11, 2021, 04:26:32 AM
আসলে সঠিক কথা বলতে এটাই যে বিটকয়েন নিয়ে যদি কেউ বেশি বাড়াবাড়ি করে তাহলে তার পরিনতি ভয়াবহ হবে। কিছুদিন আগে কয়েক জন লোক কে পুলিশের হাতে আটক করা হয়েছে। তাদের অপরাধ ছিল তারা বর্তমানে ক্রিপ্টোকারেন্সি টাকা দিয়ে বাড়ি গাড়ি শপিং মল ও ওয়ালেট বিটকয়েন সহ ধরা পড়েছে। বিট কয়নে এর টাকা দিয়ে সব কিছু করেছে। তাঁর ধরা পড়ার কারণ হলো বাংলাদেশে বিটকয়েন হলো অবৈধ।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: Random203 on May 11, 2021, 07:43:00 AM
আমার মনে হয় আমাদের মতো যারা ছোটখাটো বাউন্টি হান্টার আছে বা ট্রেডিং এর সাথে জড়িত আছে তাদের কে  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মুখীন হতে হবে না।  আসলে যারা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত আছে বা অতিরিক্ত বাড়াবাড়ি করে থাকে তাদের ক্ষেত্রে সমস্যা হয়।                       
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: Magepai on May 12, 2021, 05:13:01 AM
আসলে বিটকয়েন নিয়ে যে ধরাধরি করছে এটা কোন গুজব নয় এটা আসলে সত্যি ঘটনা। যারাই বিটকয়েন চালাচ্ছে অবশ্যই আমি মনে করি সতর্কতার সাথে কাজ করা উচিত। বেশ কিছুদিন আগে কিন্তু ঢাকা থেকে কয়েকজন লোককে গ্রেফতার করেছে। কিন্তু অনেকেরই ধারণা তারা বিটকয়েন নিয়ে অবৈধ লেনদেন করেছে যে কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আবার শুনলাম বিটকয়েনের মাধ্যমে জুয়া খেলছে এধরনের কথা শোনা যাচ্ছে এটা কতটুকু সত্য সেটা জানিনা কিন্তু আমি একটা ফেসবুক লিংক থেকে দেখেছি। অতএব অবশ্যই একটু সতর্কতার সাথে কাজ করাটাই উত্তম হবে।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: Malam90 on May 12, 2021, 05:24:13 AM
মূলত যাদের আটক করতেছে তারা চিটার বাটপার ফ্রড টাইপের লোক। আপাতত তাদের দিয়ে শুরু করেছে। যারা চুনোপুটি তাদের এখনো গ্রেফতার করেনি। বাউন্টি হান্টাররা তো ছোট খাটো লোক। তবে কোন গ্যাং টান দিলে তাদের সাথে যাদের লেনদেন হয়েছে তাদের নাম চলে আসবে তখন তাদেরর গ্রেফতারের আওতায় পড়তে হতে পারে। তাই সাবধান থাকতে হবে।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: salukhe on May 12, 2021, 06:36:45 AM
আমাদের মত ছোট খাটো বাউন্টি হান্টারদের ধরবে না। কেন দেখা যাচ্ছে যে আমরা এই ফোরামে কাজের লোকের মত কাজ করে ফোরাম থেকে কিছু পাই। আমরা কোন খারাপ কাজ করে কোন কিছু করতেছি না। তবে এটা বলা যায় যে বিটকয়েন যেহেতু বাংলাদেশের বৈধতা নেই। সে তো আমরা সব সময় কাজ সাবধানে করব জানি বাইরে কোন জায়গায় জানাজানি না হয়। বিটকয়েন বাংলাদেশে বৈধতা না থাকার কারণে সকলকে সতর্কতার সাথে ফোরামের কাজ করে যেতে হবে।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: saidul2105 on May 12, 2021, 06:00:46 PM
কথায় আছে "সতর্কের মার নেই "।  যেহেতু আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ, তাই আমাদের সতর্কতার সঙ্গে কাজ করে যাওয়াটাই উত্তম। আমাদের দেশে অনেক সময়ই অনেক ক্রিপ্টো রিলেটেডদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পরার কথা শোনা যায়, যা শতভাগ সত্যি।  আসলে তারা হলো ক্রিপ্টোতে রাঘব বোয়াল, তারা হয়তো মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত আছে, যার কারণে তাদের এই অবস্থা।  তবে আমাদেরও উচিৎ সাবধানে, গোপনে কাজ করা৷                                       
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: Mayajal on May 12, 2021, 06:36:23 PM
আসলে ভাই যদি কেউ একেবারে কম লেনদেন করে তাহলে আইনের ব্যবস্থা এত তাড়াতাড়ি আসে না। যখন অতিরিক্ত মাত্রা হয়ে যায় তখন আইনের ব্যবস্থা চলে আসে। কিছুদিন আগে কিছু লোক ধরেছে তারা শপিংমল তারপর বাড়ি গাড়ি ইত্যাদি জিনিসপাতি সবই বিটকয়েনের টাকা দিয়ে কিনেছে। যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: Milon626 on May 13, 2021, 04:47:39 AM
যা ঘটে, তাই তো রটে।
আমাদের দেশে বিটকয়েন লেনদেন করা যদিও একেবারেই অবৈধ, তবুও আমরা চুপিসারে, গোপনে বিটকয়েন লেনদেন করে থাকি। আমাদের এই অল্প লেনদেন নিয়ে আমার মনে হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন মাথাব্যাথা নেই।  তবে যারা কোটি কোটি টাকা লেনদেন করে থাকে তাদের ক্ষেত্রে আইনি ঝামেলা অবশ্যই আছে। তাছাড়া যারা জনসম্মুখে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করে থাকে, ফলাও ভাবে প্রচার করে থাকে যে সে ক্রিপ্টোকারেন্সির সাথ যুক্ত আছে, তাদের ক্ষেত্রে সমস্যা অবশ্যই হবে।
তাই সবাইকে সাবধানে কাজ করতে হবে।                                       
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: Rifan Khan on May 15, 2021, 06:15:52 PM
আমি এই ফার্মে নতুন দয়া করে আমাকে ক্ষমা করবেন। কারণ আমি একা তো ভালো বুঝিনা। তবে আমার আমি যেটুকু বুঝি সেটা হল বিটকয়েন লেনদেনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ধরাধরি করছে থাকেন তাহলে আমাকে একটু বলবেন কারন আমার খুব দরকার।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: Markuri33 on May 26, 2021, 02:02:47 AM
আইন-শৃঙ্খলা বাহিনী যে ধরাধরি করছে এটা কিন্তু সঠিক কথা। সমস্ত বিষয়গুলি আমি পেপারে দেখেছি এবং কি তারা বিটকয়েনের অবৈধ লেনদেন করেছে। আমি কিন্তু এ পর্যন্ত শুনিনি একজন বাউন্টি হান্টার কে তার আগে তার করেছে। তারপরেও আমি মনে করি যারা বাউন্টি হান্টার রয়েছেন অবশ্যই একটু সতর্কতার সাথে কাজ করবেন তাহলে কোন প্রবলেম হবেনা। আমি মনে করি বাউন্টি হান্টারদের কোন সমস্যা হবে না কারণ তাদের ট্রানজেকশন দেখলে আইন-শৃঙ্খলা বাহিনী কিছুই করতে পারবেনা।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: RSRS on May 26, 2021, 05:35:09 AM
আপনি অনেক মূল্যবান একটি তথ্য তুলে ধরেছেন। বিষয়টা নিয়ে আমি অনেক কনফিউজড ছিলাম কিন্তু বর্তমানে এই ফোরামে অনেক বেশি ইউজার। আমার দেখা মতে এমন কোন ঘটনা হয়নি। যদি আইন শৃঙ্খলা বাহিনী ধরাধরি করতো তাহলে অনেক ঘটনা দেখা যেত। কিন্তু এমন হয়নি শুধু আজেবাজে খবর ছড়িয়েছে। তাই আমার মনে হয় এসব ভিত্তিহীন।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: Salman y90 on May 26, 2021, 07:34:04 AM
আপনি মূল্যবান একটি বিষয় তুলে ধরেছেন। তাই এটা কোন ব্যাপার না। আমাদের ফোরামে কিছু কিছু  ইউজাররা রয়েছে যারা শুধু আজেবাজে তথ্যগুলো ধরে নিয়ে বসে থাকে। এটা ভিত্তিহীন।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: Triedboy on May 27, 2021, 06:06:26 PM
আমি যতদূর সম্ভব জানি তারা বিটকয়েনের অবৈধ লেনদেন করেছে। এবং কি মাঝেমধ্যে আমরানিউজ এর পাতা খুললেই দেখতে পাই অনেক বিটকয়েনের ইউজারকে তারা গ্রেপ্তার করেছে। কিন্তু আসলে ঘেঁটে দেখলে বোঝা যায় তারা আসলে বিটকয়েনের অবৈধ লেনদেন করেছে সে জন্যই আইন-শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করেছে। কিন্তু কখনোই একজন বাউন্টি হান্টার দের গ্রেপ্তার করেনি এরকম নিউজ কিন্তু আমরা কখনই শুনতে পাইনি। যেহেতু বাংলাদেশে বিটকয়েনের লেনদেন অবৈধ অতএব বাউন্টি হান্টার হওয়া সত্বেও সতর্কতার সাথে কাজ করতে হবে।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: HeartBit143 on May 27, 2021, 08:29:34 PM
বিটকয়েন লেনদেনের খবর যদি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যায় তবে অবশ্যই কিছুটা হেনস্তা হতে হবেই।  যেহেতু আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি একেবারে অবৈধ সেহেতু আমাদের অনেক সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে।  নাহলে আমাদের অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে।                           
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: ranaprime on May 27, 2021, 10:06:07 PM
আমরা যারা এটি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি তারা সাধারনত এই বিষয়টি একটু হলেও চিন্তিত হই। একটি কথা হল যে ফোরামের আইডি দেখে আপনার পারসোনাল ইনফরমেশন নেওয়ার কোন সুযোগ নেই আমি মনে করি। কারন এখানে ইনফরশেন থাকে শুধু মাত্র এডমিনের কাছে। বিশেষ করে যারা কে ওয়াই সি করে থাকে তাদের। তবে আমার মনে হয় যে আইন শৃংখলা বাহিনি তাদেরই ধরছে যারা বড় ধরনের কোন ক্রাইম করছে। যেমন প্রতারনা। আপনি একজনের কাছে ডিল করলেন কিন্তু পড়ে সেই ডিল অনুযায়ী কাজ করলেন না ফলে ঐ লোকটি যদি থানায় মামলা করে তাহলে আইন শৃংখলা বাহিনী সেগুলো নিয়ে অবশ্যই গবেষণা করবে এবং সেই অপরাধী কে সনাক্ত করবে এটাই স্বাভাবিক ব্যাপার।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: AIam333 on May 28, 2021, 05:40:01 PM
আমি সত্যিই জানি না। আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তুমি কাজ করি তাদের একটু চিন্তিত হওয়া উচিত আছে। আমরা অনেকেই ফোরামের তথ্যবহুল ইনফরমেশন নেওয়ার সুযোগ নেই বলে আমি মনে করি। আসলে ভাই আমি এ ব্যাপারে কিছু জানি না।
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: bmw1 on May 28, 2021, 08:41:54 PM
আমি সত্যিই জানি না। আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তুমি কাজ করি তাদের একটু চিন্তিত হওয়া উচিত আছে। আমরা অনেকেই ফোরামের তথ্যবহুল ইনফরমেশন নেওয়ার সুযোগ নেই বলে আমি মনে করি। আসলে ভাই আমি এ ব্যাপারে কিছু জানি না।
ভাই আপনি যেটা জানেন না সে সম্পর্কে কোন কমেন্ট করবেন না কেননা এটা স্প্যাম বলে গণ্য করা হবে। ওপরের কমেন্ট গুলো পড়ে পড়ে আপনি নিজের মত করে কমেন্ট করেন তাহলে আপনার কমেন্টি তথ্যবহুল হবে
Title: Re: আসলেই কি বিটকয়েন লেনদেনের জন্য আইন শৃংখলা বাহিনী ধরাধরি করছে!!!!!
Post by: Madmax789 on November 15, 2022, 09:13:59 PM
জি ভাই, আপনি খুবই সুন্দর একটা মন্তব্য করেছেন।যেটা আমিও অনেক দিন ধরে বিষয়টা নিয়ে চিন্তিত। যে ধরাধরি করছে এটা কোন গুজব নয় এটা আসলে সত্যি ঘটনা। যারাই বিটকয়েন চালাচ্ছে অবশ্যই আমি মনে করি সতর্কতার সাথে কাজ করা উচিত।