Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Crypto Banglu on May 12, 2021, 07:31:45 AM

Title: HOTBIT Exchanger হ্যাকারের কবল থেকে মুক্ত।
Post by: Crypto Banglu on May 12, 2021, 07:31:45 AM
আমরা সবাই জানি যে, HOTBIT Exchange হ্যাক হয়ে গিয়েছিলো। আমাদের যাদের একাউন্টে ব্যালেন্স ছিলো, তারা অনেক টেনশনে ছিলাম। ধন্যবাদ HOTBIT কর্তৃপক্ষকে। HOTBIT Exchanger আবার ওপেন করে দেওয়া হয়েছে।  আমি ধন্যবাদ জানাই এজন্য যে, আমার Asset সুরক্ষিত রয়েছে। আমি এতোদিন অনেক টেনশনে ছিলাম। যাই হোক, (Thanks God).
একটু রিকভারি করা হয়েছে। আরো কিছু features যুক্ত করা হয়েছে। পাসওয়ার্ড চেন্জ করে নিতে বলা হচ্ছে, সবাই পাসওয়ার্ড চেন্জ করে নিন। দেখুন আপনার Asset ও নিরাপদ রয়েছে কিনা.?

আমি মনে করি, এখন হয়তো আমরা নিরাপদে এই HOTBIT Exchanger ব্যাবহার করতে পারবো। আপনি এখন কতোটা নিরাপদ মনে করছেন এই Exchange..?
Title: Re: HOTBIT Exchanger হ্যাকারের কবল থেকে মুক্ত।
Post by: Papusha20 on May 12, 2021, 07:53:47 AM
হ্যাঁ ভাই আপনি অনেক সুন্দর একটি পোস্ট দিয়েছেন এর আগে ও অনন্য এক্সচেঞ্জ হ্যাক হওয়ার কথা শুনেছি। কিন্তু মাঝখানে অনেকদিন এক্সচেঞ্জ হ্যাক হওয়ার কথা শুনিনি কিন্তু আপনার এ পোস্ট করে আমি অনেকদিন পর শুনতে পেলাম এক্সচেঞ্জ হ্যাক এর কথা। তবে হ্যাক এর হাত থেকে মুক্তি পেয়েছে এটাই সবচেয়ে বড় ব্যাপার। কারন একটি এক্সচেঞ্জ যদি হ্যাক হয়ে যায় তাহলে বিশাল লোকসানের মুখে পড়ে যায়। তবে তাদের উচিত আরো উন্নত মানের সিকিউরিটি ব্যবহার করে তাহলে তারা Hotbit Exchange নিরাপদ রাখতে পারবে।
Title: Re: HOTBIT Exchanger হ্যাকারের কবল থেকে মুক্ত।
Post by: Malam90 on May 12, 2021, 08:09:55 AM
হ্যাকের কারণে গত ১০ দিনের মত বন্ধ ছিলো। গতকাল থেকে খুলে দিয়েছে কিন্তু আমি ঢুকতে পারছিনা। আমার সামান্য ব্যালাঞ্চ ছিলো। লগইন কাজ করছে না। অনেকবার ট্রাই করলাম কাজ হয়না। দেখি কখন ঠিক হয়।
Title: Re: HOTBIT Exchanger হ্যাকারের কবল থেকে মুক্ত।
Post by: Crypto Banglu on May 13, 2021, 03:59:02 AM
হ্যাকের কারণে গত ১০ দিনের মত বন্ধ ছিলো। গতকাল থেকে খুলে দিয়েছে কিন্তু আমি ঢুকতে পারছিনা। আমার সামান্য ব্যালাঞ্চ ছিলো। লগইন কাজ করছে না। অনেকবার ট্রাই করলাম কাজ হয়না। দেখি কখন ঠিক হয়।
ভাই আমার একাউন্ট লগইন করতেও খুব সমস্যা হচ্ছিলো। যাই হোক পরবর্তী তে লগইন হয়েছে। পাসওয়ার্ড চেন্জ করতে বলা হলো সেটাও করে নিয়েছি৷ কিন্তু উইথড্র দিয়ে দেখলাম হয় না।
Forbid Withdraw করে রাখা হয়েছে।
উইথড্র নিষিদ্ধ করে রাখা হয়েছে। জানি না, কতো দিনে উইথড্র সিস্টেম টা ওপেন করা হবে। আশা করি, খুব দ্রুতই তারা সব সমস্যা সমাধান করার চেষ্টা করবে এবং সক্ষমও হবে।
Title: Re: HOTBIT Exchanger হ্যাকারের কবল থেকে মুক্ত।
Post by: Crypto Banglu on May 13, 2021, 07:53:54 AM
হ্যাঁ ভাই আপনি অনেক সুন্দর একটি পোস্ট দিয়েছেন এর আগে ও অনন্য এক্সচেঞ্জ হ্যাক হওয়ার কথা শুনেছি। কিন্তু মাঝখানে অনেকদিন এক্সচেঞ্জ হ্যাক হওয়ার কথা শুনিনি কিন্তু আপনার এ পোস্ট করে আমি অনেকদিন পর শুনতে পেলাম এক্সচেঞ্জ হ্যাক এর কথা। তবে হ্যাক এর হাত থেকে মুক্তি পেয়েছে এটাই সবচেয়ে বড় ব্যাপার। কারন একটি এক্সচেঞ্জ যদি হ্যাক হয়ে যায় তাহলে বিশাল লোকসানের মুখে পড়ে যায়। তবে তাদের উচিত আরো উন্নত মানের সিকিউরিটি ব্যবহার করে তাহলে তারা Hotbit Exchange নিরাপদ রাখতে পারবে।
ভাই বাস্তবতা হলো, ( নিউটনের সুত্রের মতো ) প্রযুক্তি যতোই উন্নত হচ্ছে, সিকিউরিটি ব্যাবস্থারও যতো উন্নতি হচ্ছে, ঠিক সমান তালে হ্যাকারদেরও নতুন নতুন পদ্ধতি বের হচ্ছে সেটাও প্রযুক্তির উন্নয়ন এর সাথে সম্পর্কিত। হ্যাকাররা সব সময় আপনার আমার সম্পদ লুটে নেওয়ার জন্য যেকোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত। বিনান্স এর মতো প্লাটফর্ম হ্যাক হওয়ার গল্পও আমরা অনেকেই শুনেছি। তবে আমি মনে করি, টিম ম্যানেজমেন্ট যদি সবসময় এলার্ট থাকেন তাহলে হ্যাক হওয়ার ঝুকি অনেকটাই এড়ানো সম্ভব। প্রার্থনা করবো, আমরা সবাই যেনো হ্যাকার এর কবল থেকে সবসময় মুক্ত থাকতে পারি।
Title: Re: HOTBIT Exchanger হ্যাকারের কবল থেকে মুক্ত।
Post by: Review Master on May 13, 2021, 09:06:03 PM
Forbid Withdraw করে রাখা হয়েছে।
উইথড্র নিষিদ্ধ করে রাখা হয়েছে। জানি না, কতো দিনে উইথড্র সিস্টেম টা ওপেন করা হবে। আশা করি, খুব দ্রুতই তারা সব সমস্যা সমাধান করার চেষ্টা করবে এবং সক্ষমও হবে।

এটি মূলত সুরক্ষার জন্য করা হয়েছে, কারণ হ্যাকার হয়তো আবার অ্যাটাক করে উইথড্র  করার চেষ্টা করতে পারে। তাই এক্সচেঞ্জের কর্তৃপক্ষ সকলে সময় দিয়েছে যে, কারো কোনো ফান্ড একাউন্ট ভুল দেখাচ্ছে কিনা এবং কারো ফান্ড কম থাকলে তারা যেন এক্সচেঞ্জের সার্পোট টিমের সংঙ্গে যোগোযোগ করে। এভাবে সকলের সমস্যা যখন সমাধান করা হয়ে যাবে, তখন উইথড্র চালু করা হবে। আর মনে হয়, সকলের ফান্ড/অর্থ এই এক্সচেঞ্জে আর না রাখা । কেবল শুধুমাত্র সেই টোকেন/কয়েন রাখা যেটি আপনারা ট্রেড কিংবা বিক্রির উদ্দেশ্য সেইখানে ডিপোজিট করেছেন।  :)
Title: Re: HOTBIT Exchanger হ্যাকারের কবল থেকে মুক্ত।
Post by: RSRS on May 14, 2021, 03:38:36 PM
আপনি অনেক সুন্দর একটা টপিক তুলে ধরেছেন। এর আগেও এরকম ঘটনা শুনেছি। হ্যাকারদের কাজ হচ্ছে অন্যের সম্পদ লুটে নেওয়া তাই হট বিট এক্সচেঞ্জ যত ভালো মানের সিকিউরিটি ব্যবহার করবে আমাদের জন্য ততই ভালো। আশাকরি হট বিট এক্সচেঞ্জ আরো ভালো মানের সিকিউরিটি ব্যবহার করে সবার সম্পদ নিরাপদ রাখবে।
Title: Re: HOTBIT Exchanger হ্যাকারের কবল থেকে মুক্ত।
Post by: babu10 on May 14, 2021, 04:09:58 PM
আমিতো জানতাম ই না হটবিট এক্সচেঞ্জ হ্যাক হয়েছিলো পরে যখন জানতে পারলাম তখন টিম হ্যাকের কবল থেকে মুক্ত করে ফেলেছে। আমি জানতাম ই না কত ডলার ছিল তবে বেশী ছিলনা এটা জানতাম কারন যা ছিল সব আগেই সাবার করে দিয়েছিলাম। এখন দেখি ৭০ডলার আছে তাই বুঝা যাচ্ছে একাউন্ট এর কোন সমস্যা হয়নি। যাইহোক বুঝা যাচ্ছে টিম শক্তিশালী আছে আর হ্যাকিং এখন নিত্যনৈমিত্তিক ঘটনা তাই আমার মতে সবাই হ্যাডওয়ার ওয়ালেট এ টোকেন বা ডলার রাখা উচিত তাহলে আর কোন টেনশান থাকেনা।