Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Goldlife on May 19, 2021, 02:35:01 PM

Title: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Goldlife on May 19, 2021, 02:35:01 PM
ক্রিপ্টোকারেন্সি জগতের যতগুলো কয়েন আছে সব গুলো কয়েনের প্রাইস কিন্তু ফুরফুর করে নিচের দিকে নেমে যাচ্ছে এর পেছনের কারণগুলো কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারতেছে না । বুঝতেছিনা আরেকটু পর যদি আমি বিনান্স অ্যাপটি ওপেন করি তাহলে আমার 500 ডলার লস হয়ে যেত আরো এমনিতেই 250 ডলারের মত লস হয়ে গেছে। তাই আপনাদেরকে বলব যারা যারা এক্সচেঞ্জে ডলার রেখেছেন তারা অতি তাড়াতাড়ি ডলারগুলো ইউএসডিটি তে কনভার্ট করে রাখেন মার্কেট কিন্তু অনেককে নিচের দিকে নামতে শুরু করেছে এতে করে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে  পড়বেন।

বিশেষ করে আমি এই ফোরামের  অভিজ্ঞ ভাইদের কে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই অবনতির সময়ে কি কোন টোকেন কি আমরা কিনে হোল্ড করে রাখতে পারব কিনা এতে করে কি রকম লাভ হবে নাকি ক্ষতি হবে সেই ব্যাপারে যদি কেউ জেনে থাকেন তাহলে জানাবেন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Md.Nurnobe3483 on May 19, 2021, 03:27:46 PM
ক্রিপ্টোকারেন্সি জগতের যতগুলো কয়েন আছে সব গুলো কয়েনের প্রাইস কিন্তু ফুরফুর করে নিচের দিকে নেমে যাচ্ছে এর পেছনের কারণগুলো কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারতেছে না । বুঝতেছিনা আরেকটু পর যদি আমি বিনান্স অ্যাপটি ওপেন করি তাহলে আমার 500 ডলার লস হয়ে যেত আরো এমনিতেই 250 ডলারের মত লস হয়ে গেছে। তাই আপনাদেরকে বলব যারা যারা এক্সচেঞ্জে ডলার রেখেছেন তারা অতি তাড়াতাড়ি ডলারগুলো ইউএসডিটি তে কনভার্ট করে রাখেন মার্কেট কিন্তু অনেককে নিচের দিকে নামতে শুরু করেছে এতে করে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে  পড়বেন।

বিশেষ করে আমি এই ফোরামের  অভিজ্ঞ ভাইদের কে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই অবনতির সময়ে কি কোন টোকেন কি আমরা কিনে হোল্ড করে রাখতে পারব কিনা এতে করে কি রকম লাভ হবে নাকি ক্ষতি হবে সেই ব্যাপারে যদি কেউ জেনে থাকেন তাহলে জানাবেন।
আপনি ঠিক বলেছেন হঠাৎ কেন বিটকয়েন সহ সকল কয়েনের দাম কেন এত নিচের দিকে যাচ্ছে। এর পিছনে কি কোন কারণ রয়েছে। আমার মনে হয় এর পেছনে কিছু কারণ রয়েছে। যেগুলো আমরা সঠিক জানতে পারতেছি না। বর্তমানে বিটকয়েনের দাম প্রায় 35 হাজার ডলার এ উপস্থিত রয়েছে। বিটকয়েনের দাম যদি এরকম কমতে থাকে তাহলে সকল কয়েনের দাম কমতে থাকবে। এরকম কমতে থাকলে আমাদের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হবে। বিটকয়েনের দাম কি কমবে? এ বিষয়ে যদি কেউ সঠিক জানতে পারেন তাহলে একটু আলোচনা করবেন তাহলে আমাদের অনেক উপকার হবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Malam90 on May 19, 2021, 03:58:31 PM
এখান থেকে ১০ দিন আগেই মার্কেট থেকে যারা প্রফিটে ছিলো তাদের ক্যাশ করা উচিৎ ছিলো। আমি নিজেও নতুন প্রজেক্টে বিনিয়োগ করেছি। সেখানে লসে আছি+মার্কেটের করুণ দশায় সর্বশান্ত হওয়ার উপক্রম। এখন আর বেক করার সুযোগ নেই। তবে প্যানিক না হয়ে চুপচাপ বসে থাকুন। কেনার জন্য উপদেশ দিতে পারছিনা। মার্কেট কোন দিকে মুভ করে বলা যাচ্ছেনা। যদি আরো কমে তাহলে লসে যাইবেন। তবে একটু স্থিতিশীল হলে এন্ট্রি নিতে পারেন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Laxmi Sharma on May 19, 2021, 04:36:00 PM
মার্কেটের এই অবনতি তে আমিও অনেকটা লসে রয়েছি। বুঝতেই পাটলাম না হঠাৎ বিটকয়েন সহ প্রত্যেকটা ক্রিপ্টোর দাম ডাম্প করতে শুরু করেলো। মালাম ভাই ঠিক বলেছেন মার্কেটের গতিবিধি লক্ষ করে আমাদের আরো এক সপ্তাহ আগে ডলার গুলো USDT তে কনভার্ট করা উচিত ছিলো। আসুলে ক্রিপ্টো মার্কেটের এটাই আসল রুপ কখনও দারুন প্রফিট এনে দিবে আবার কখনও দারুন লসে ফেলবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Irfan12@ on May 19, 2021, 05:35:59 PM
ক্রিপ্টোকারেন্সি জগতের যতগুলো কয়েন আছে সব গুলো কয়েনের প্রাইস কিন্তু ফুরফুর করে নিচের দিকে নেমে যাচ্ছে এর পেছনের কারণগুলো কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারতেছে না । বুঝতেছিনা আরেকটু পর যদি আমি বিনান্স অ্যাপটি ওপেন করি তাহলে আমার 500 ডলার লস হয়ে যেত আরো এমনিতেই 250 ডলারের মত লস হয়ে গেছে। তাই আপনাদেরকে বলব যারা যারা এক্সচেঞ্জে ডলার রেখেছেন তারা অতি তাড়াতাড়ি ডলারগুলো ইউএসডিটি তে কনভার্ট করে রাখেন মার্কেট কিন্তু অনেককে নিচের দিকে নামতে শুরু করেছে এতে করে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে  পড়বেন।

বিশেষ করে আমি এই ফোরামের  অভিজ্ঞ ভাইদের কে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই অবনতির সময়ে কি কোন টোকেন কি আমরা কিনে হোল্ড করে রাখতে পারব কিনা এতে করে কি রকম লাভ হবে নাকি ক্ষতি হবে সেই ব্যাপারে যদি কেউ জেনে থাকেন তাহলে জানাবেন।
আমি আগে এই বিষয়টি জানতাম না যে মার্কেট এর অবস্থা এতটা খারাপ হতে পারে। বর্তমানে আমি প্রায় 300 ডলার ক্ষতির সম্মুখীন হয়েছি। আমি কিছু টোকন কিনে রেখেছিলাম যা বর্তমানে 50% নিম্নমুখী। এখনো আমার কিনে রাখা টোকেন গুলো সেল করে দেই নাই। জানিনা আরো কতটা মার্কেট ডাম্পিং করবে। আমার মত হয়তো অনেকেরই একই অবস্থা। মার্কেট কি আবারও পাম্পিং করতে পারে নাকি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: babu10 on May 19, 2021, 05:38:34 PM
এই জন্যই এই মার্কেটে কোনদিনও সবকিছু নিয়ে বিনিয়োগ করতে নাই তাহলে আজকে রাজা আগামীকাল ফকির হবার সম্ভাবনা থাকবে। তবে আমি এবার তেমন কোন ইনভেস্টমেন্ট এ যাইনি কারন বিশ্বাস ছিল মার্কেট যেইহারে উঠেছে সেইহারে পতন হবার সম্ভাবনা বেশী তাই যেইকোন সময় ধরা খাবার সম্ভাবনা। তবে যারা ইতোমধ্যে বড় ইনভেস্ট করে ফেলেছেন তারা অপেক্ষা করুন সুদিন আসবে হয়তো শীঘ্র।দেখা যাক কিহয়।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Maxtel on May 19, 2021, 05:41:41 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এতটা ডাম্পিং হবে তা হয়তো কেউ ধারনাই করতে পারেনি। যেখানে দুদিন আগেও মার্কেটে বিভিন্ন কয়েনের দাম অনেকটা ভালো অবস্থানে ছিল সেখান থেকে হঠাৎ করে  দাম আকাশ থেকে যেন একেবারে মাটিতে লুটিয়ে পড়ছে। যেখানে দুদিন আগে বিটকয়েন ইথেরিয়াম BNB ইত্যাদি কয়েনের দাম যথাক্রমে 48 হাজার ডলার প্রায় 4 হাজার ডলার এবং 600 ডলারের কাছাকাছি অবস্থান করছিল কিন্তু হঠাৎ করে আজকে কয়েন গুলোর দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে ।এ কারণে যারা  কয়েকদিন আগে তাদের হোল্ড কৃত কয়েন গুলো মার্কেটে ছেড়ে দেয়নি তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে ।যে ক্ষতি কোনভাবেই পুষিয়ে নেবার নয়। মার্কেট এখনো কোন দিকে যাবে না এখানেই স্থির থাকবে তা বলা কঠিন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Malam90 on May 19, 2021, 05:56:13 PM
মার্কেটে রিওমার বা গুজব ছড়িয়ে বড় বড় তিমিরা (গেমলাররা) দাম কমিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে যেখানে সাধারণ বিনিয়োগকারীরা আটকা পড়ে। আর তারা ফায়দা লুটে নেয়।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Cz Rock on May 19, 2021, 05:58:59 PM
মার্কেট কখন কোন দিকে যায় সেটা বলা যায় না। কিন্তু বর্তমানে মার্কেটের এমন করুণ অবস্থা দেখে আমি হতবাক। মার্কেট এতটা নিচে নামবে এটা আমি কখনো আশা করিনি। মার্কেটের এমন দুর্বলতা কি জন্য সেটা আমি জানিনা। বিটকয়েনের দাম কমার সাথে সাথে বাকি সব কয়েন গুলোর দাম কমে যায়। এমন সময়ে এন্ট্রি নেওয়া খুবই বিপদজনক। কারণ মার্কেটের মুভমেন্ট কি হতে পারে সেটা বলা খুবই মুশকিল। আপনি আর কিছুদিন ধৈর্য্য সহকারে অপেক্ষা করুন । দেখুন মার্কেটের অবস্থা কোন পর্যায়ে চলে যায়। তারপর আপনি এন্ট্রি নিতে পারেন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Triedboy on May 19, 2021, 06:13:02 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট এত তাড়াতাড়ি এত নিচে নেমে যাবে তা কখনোই কল্পনা করিনি।সবার ধারণা ছিল যে বিটকয়েনের প্রাইজ যেভাবে বৃদ্ধি পাচ্ছে অবশ্যই 80 হাজার ডলার হয়ে যাবে বিটকয়েন প্রাইস এবং সেই সাথে অন্য সমস্ত কয়েন গুলির প্রাইস প্রচুর পাম্প করবে। আসলে জারা হোল্ড করে রেখেছিল কয়েকদিন আগে তারা যদি  USD করে রাখত তাহলে হয়তো কিছুটা হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যেত।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Goldlife on May 19, 2021, 06:36:33 PM
মার্কেটে রিওমার বা গুজব ছড়িয়ে বড় বড় তিমিরা (গেমলাররা) দাম কমিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে যেখানে সাধারণ বিনিয়োগকারীরা আটকা পড়ে। আর তারা ফায়দা লুটে নেয়।

+1 রইল

একদম ঠিক কথা বলেছেন আপনি বড় বড় রাঘোব বোয়ালরা তাদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে মার্কেটের অবস্থা নিয়ে তারা খেলে এবং ছোট ছোট বিনিয়োগকারীরা সেখানে ক্ষতির সম্মুখীন হয়।
এটা একটা বড় ধরনের গেম বলা চলে বলতে গেলে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Markuri33 on May 20, 2021, 01:38:38 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেখা যায় সব সময় কিছুটা আপডাউন করে। কিন্তু কিপ্ত কারেন্সির মার্কেট এভাবে হঠাৎ করে যে এতটা ডাম্পিং হবে সেটা কখনোই কল্পনা কারো ছিল না। আসলে দেখা যায় সকল বড় বড় ইনভেস্টর যারা রয়েছে তারা অনেক আগেই সেল দিয়ে দিয়েছি এবং কি যখনই দেখা যায় কিসের মার্কেট একেবারেই ডাউন হয় তারপরে তারা কিনে রাখে আমি মনে করি তারা পুনরায় সকল কয়েন কিনে রাখার জন্য মার্কেট ডাম্পিং করে। এবং যখনই তাদের কেনা শেষ হয় তখনই তারা আবারো পাম্পিং করে। এরকম ঘটনা আমি অনেক দেখেছি দেখেছি যত পজেটিভ সাইড শোনা যাবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তথ্য নেগেটিভ যত নেগেটিভ সাইট শোনা যাবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ততো প্রজেটিভ সাইট।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: bmw1 on May 20, 2021, 08:34:42 AM
ক্রিপ্টোকারেন্সি জগতের যতগুলো কয়েন আছে সব গুলো কয়েনের প্রাইস কিন্তু ফুরফুর করে নিচের দিকে নেমে যাচ্ছে এর পেছনের কারণগুলো কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারতেছে না । বুঝতেছিনা আরেকটু পর যদি আমি বিনান্স অ্যাপটি ওপেন করি তাহলে আমার 500 ডলার লস হয়ে যেত আরো এমনিতেই 250 ডলারের মত লস হয়ে গেছে। তাই আপনাদেরকে বলব যারা যারা এক্সচেঞ্জে ডলার রেখেছেন তারা অতি তাড়াতাড়ি ডলারগুলো ইউএসডিটি তে কনভার্ট করে রাখেন মার্কেট কিন্তু অনেককে নিচের দিকে নামতে শুরু করেছে এতে করে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে  পড়বেন।

বিশেষ করে আমি এই ফোরামের  অভিজ্ঞ ভাইদের কে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই অবনতির সময়ে কি কোন টোকেন কি আমরা কিনে হোল্ড করে রাখতে পারব কিনা এতে করে কি রকম লাভ হবে নাকি ক্ষতি হবে সেই ব্যাপারে যদি কেউ জেনে থাকেন তাহলে জানাবেন।
ভাই আপনি ঠিকই বলেছেন ক্রিপ্টোকারেন্সি সব টোকেন এর দাম অনেক দ্রুত কমে যাচ্ছে আপনার ইনফর্মেশন মত যদি USDT তে এক্সচেঞ্জ করে রাখা যায় তাহলে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে কিন্তু এখন করে  মনে হয় কোন লাভ হবে না । কেননা যে ক্ষতিটা হয়েছে সেটার থেকে বের হয়ে যাওয়া সম্ভব নয়।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Fariwala on May 20, 2021, 09:09:45 AM
অসাধারন একটি পোস্ট করেছেন আমার মনে হচ্ছে কারণ ছাড়া এই পোস্টটি পড়ে তাদের কয়েনগুলো কনভার্ট করে ইউএসডি রতে দেখেছেন তারা কিছুটা হলেও সেভ হয়ে আছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি বুঝতে পারিনি হঠাৎ করে মার্কেটের এরকম করুণ পরিস্থিতি হবে সেটা আমার নোলেজে ছিল না তাই আমি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি অনেক খুশিতে আছি জানিনা মার্কেট ভালো হবে কিনা কিন্তু কিছু করার নেই এ অবস্থাতে এখন থাকতে হবে কারণ অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি দেখি ভবিষ্যতে মার্কেট ভালো হয় কিনা ভালো হলে তো আমার চালান ফিরে আসবে তা না হলে যা হওয়ার তা তো হবেই।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Sumi on May 20, 2021, 09:51:20 AM
নতুন হিসেবে যেটা বুঝি সেটা হলো বর্তমান সময়ে মার্কেটের যে রকম অবস্থা হয়েছে সেটা খুব মর্মান্তিক একটি ঘটনা ঘটে কেউ বুঝতে পারল না যে মার্কেট এতটা নিচে নামতে পারবে এক দিনের মধ্যে মার্কেট এতটা ডাউন হবে আজ পর্যন্ত মনে হয় এটাই প্রথম তবে আমি বলব যাদের ক্ষতি হয়েছে তারা অবশ্য অবশ্যই ক্ষতি না মনে করে কিছুদিন অপেক্ষা করুন অল্প কিছুদিনের মধ্যেই হয়তো আপনারা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন মার্কেট অবস্থা অবশ্যই ভালো হবে সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ক্ষতি পূরণ আপনারা অবশ্যই পাবেন এবং লাভবান হতে পারবেন ইনশাল্লাহ সকলকে ভাল থাকবেন
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Shibly on May 20, 2021, 10:22:36 AM
ক্রিপ্টোকারেন্সি জগতের যতগুলো কয়েন আছে সব গুলো কয়েনের প্রাইস কিন্তু ফুরফুর করে নিচের দিকে নেমে যাচ্ছে এর পেছনের কারণগুলো কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারতেছে না । বুঝতেছিনা আরেকটু পর যদি আমি বিনান্স অ্যাপটি ওপেন করি তাহলে আমার 500 ডলার লস হয়ে যেত আরো এমনিতেই 250 ডলারের মত লস হয়ে গেছে। তাই আপনাদেরকে বলব যারা যারা এক্সচেঞ্জে ডলার রেখেছেন তারা অতি তাড়াতাড়ি ডলারগুলো ইউএসডিটি তে কনভার্ট করে রাখেন মার্কেট কিন্তু অনেককে নিচের দিকে নামতে শুরু করেছে এতে করে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে  পড়বেন।

বিশেষ করে আমি এই ফোরামের  অভিজ্ঞ ভাইদের কে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই অবনতির সময়ে কি কোন টোকেন কি আমরা কিনে হোল্ড করে রাখতে পারব কিনা এতে করে কি রকম লাভ হবে নাকি ক্ষতি হবে সেই ব্যাপারে যদি কেউ জেনে থাকেন তাহলে জানাবেন।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য। আমি নতুন হিসেবে মার্কেট সম্পর্কে অর্থ ধারণা আমার নেই।তবে বর্তমানে আসলে বাজারে এসব কয়েনের মূল্য টা একটু রাস পাচ্ছে।তবে আমার মনে হয় মার্কেটে এরকম থাকবে না আবার বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ আছে ক্রিপ্টোকারেন্সি এ রকমই।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য আশা করি মাঝে মাঝে এরকম মন্তব্য করলে আমরা নতুন যারা আছি অনেক উপকার হবে আমাদের।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Random203 on May 20, 2021, 05:00:14 PM
ক্রিপ্টো মার্কেট এ পাম্পিং ডাম্পিং থাকবে এটাই স্বাভাবিক,  তবে এতোটা ডাম্পিং করবে সেটা কেউ ভেবে উঠতে পারেনি। এখন যে হারে মার্কেট৷ ডাম্প করতেছে তাতে মনে হচ্ছে ২০১৮ সালের মতোই হয় কি না!  তবে যারা বড় ধরনের বিনিয়োগ করে ফেলেছেন তাদের বলবো আপনারা দয়া করে সব হোল্ডে রাখেন।  সামনে মার্কেট আবারও ভালো হবে।  মার্কেট ভালো অবস্থানে যাওয়া পর্যন্ত অবশ্যই সবাইকে   ধৈর্য্য ধরে থাকতে হবে।  ধৈর্য্য ধরা ছাড়া আর কোন উপায় নেই।                                     
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Jaya60 on May 23, 2021, 09:41:33 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সব সময় আপডাউন করে কখনোই স্থির অবস্থা মার্কেট থাকে না। কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট হঠাৎ করে ৫০% এর অধিক কমে গিয়েছে এজন্য সবাই ধারণা করছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট 2018 সালের মতো হতে পারে। এজন্য যারা ক্রিপ্টোকারেন্সি মধ্যে ইনভেস্ট করেছিল তাদের অনেক ক্ষতি হয়েছে। এই জন্য যে আপনারা কম দামে সব কিছু বিক্রি করে দেবেন তা নয় কিছুদিন ধৈর্য্য ধরুন অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্পিং করবে। দেখা যাবে বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পেলেই অন্য সমস্ত কয়েনের প্রাইস আবারো বাড়তে আরম্ভ করবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: saidul2105 on May 27, 2021, 07:47:05 PM
ক্রিপ্টো মার্কেট সদা পরিবর্তনশীল।  এখানে কখনো কখনো মার্কেট পাম্প করে আবার কখনো কখনো মার্কেট ডাম্প করে।  এর পাম্পিং ডাম্পিং এর পেছনে কোন সুনির্দিষ্ট কারণ খুজে পাওয়া অনেক কঠিন বেপার। এখানে বিনিয়োগ এর পরিমান বৃদ্ধি পেলে কয়েনের দাম বাড়তে থাকে আবার বিনিয়োগ এর পরিমান কমতে থাকলে কয়েনের দামও কমতে থাকে।                               
Title: Re: ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এরকম করুন পরিস্থিতির পেছনের কারণগুলো কি?
Post by: Rifan Khan on May 27, 2021, 08:22:19 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখন কি হয় তা বলা যায় না। এটি সবসময় উঠানামা করে। আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা দেখে ভেবেছিলাম যে 2018 সালের মতই হবে। কিন্তু তা হয়নি সেই জন্য আমাদের অনেক ভালো হয়েছে। এভাবেই যেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দাম বৃদ্ধি পেতে থাকে।