Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Rony Ahmed on May 19, 2021, 06:10:33 PM

Title: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Rony Ahmed on May 19, 2021, 06:10:33 PM
আমি অভিজ্ঞ কোনো ট্রেডার না। 
তবুও মার্কেট যে পরিমানে ডাম্প করেছে, হিস্টরি করে ফেলেছে। যেখানে  মাইক্রোস্ট্রেটেজি, টেসলা একটি বিটকয়েন ও সেল করে নি। তারপর ও ডাম্প।
যদিও চায়না বিটকয়েন কে ব্যান করেছে।
অভিজ্ঞদের কাছে মতামত চাচ্ছি চায়না বিটকয়েন মার্কেট এর দখলে কতটুকু ভূমিকা রাখে?
বিটকয়েন কি আবার ১৫/২০ হাজারে নামবে?
৩০ হাজারে আজকে নেমে গিয়েছিলো।
যেখানে ৪০ হাজার এ স্ট্রং সাপোর্ট এ ছিলো সেখানে ৩৫ হাজার এর সাপোর্ট ব্রেকডাউন করে ৩০হাজার নাগাদ পৌছে যায়। যদিও এখন একটু রিকভার করেছে। 
বিটিসি কি আগের যায়গায় পৌছাতে পারবে নাকি ২০১৮ সালের মত এবার ও বিশাল দাম কমে যাবে

  ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Triedboy on May 19, 2021, 06:15:56 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট যেভাবে ডাম্পিং হচ্ছে আমার মনে হচ্ছে অবশ্যই 2018 সালের মত হতে পারে। এজন্য আমি মনে করি এখনো যাদের কাছে বিটকয়েন এবং ইথিরিয়াম বা বিনান্স কয়েন রয়েছে তারা সেল দিয়ে USD বানিয়ে রাখুন তাহলে হয়তো কিছুটা হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। মার্কেট অনেকেই এনালাইসিস করে দেখেছে এবং সবাই একই কথা বলেছে যে 2018 সালের মতো ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাম্পিং হতে পারে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Cz Rock on May 19, 2021, 06:24:23 PM
বর্তমান মার্কেট এমন পরিস্থিতিতে আছে যেটা দেখে কোন কিছুই বলা সম্ভব হবে না। মার্কেট কখন কোন দিকে যাবে এখন বলা খুবই কষ্টকর। মার্কেটের এমন করুণ অবস্থা দেখে সবাই হতবাক হয়েছে আছে।আমরা সবাই ভাবছি মার্কেট আবারও মনে হচ্ছে 2018 সালের ভূমিকায় চলে যাবে।ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বেশিরভাগ কয়েনগুলি বিটকয়েন এর উপর নির্ভর করে।যদি বিটকয়েনের দাম বৃদ্ধি পায় তাহলে বাকি সব কয়েন গুলো দাম বৃদ্ধি পেতে থাকে।আর যদি বিটকয়েনের দাম কমতে থাকে তাহলে অন্য সকল কয়েন কমা শুরু করে। মার্কেটের এমন ভয়াবহ পরিস্থিতিতে কেউ কোনো ডিসিশন নিতে পারছে না। মার্কেটের এমন অবস্থা হবে এটা আমি কখনো আশা করিনি।বর্তমানে যারা ট্রেডার ট্রেডিং অবস্থায় ছিল তারা বর্তমানে আমার মনে হচ্ছে অনেকটাই ক্ষতিগ্রস্ত মধ্যে রয়েছে। আমি তাদেরকে সাজেস্ট করবো আরো কিছুদিন ধৈর্য্য সহকারে অপেক্ষা করার জন্য। মার্কেট অবশ্যই তাদের আগের অবস্থানে ফিরে আসবে। আর আমরা সাধারণত জানি ক্রিপ্টোকারেন্সি এর মূল ধর্ম হল মার্কেট আপ ডাউন করা।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Markuri33 on May 19, 2021, 06:35:08 PM
 আমার এক বড় ভাই তিনি বিনান্স কয়েন কিনে হোল্ড করেছিল সে আজ প্রায় 10 হাজার ডলারের মত লস খেয়েছে। সত্যিই দুঃখজনক যে হঠাৎ করে উঠল কারেন্সির মার্কেট এভাবে ধস নামবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর অবস্থা খুবই খারাপ তারপরেও আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেট পুনরায় বৃদ্ধি পাবে। আর যদি কিছু কিছুদিনের মধ্যে বৃদ্ধি না পায় তাহলে হয়তো 2018 সালের মতো ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট হতে পারে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: saidul2105 on May 19, 2021, 06:39:07 PM
 ক্রিপ্টোকারেন্সিতে কখন যে কি হয় সেটা বলা মুশকিল। কিছু দিন আগেও যেখানে সব কয়েনের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছিলো, সেখানে আজ ধস নেমে এসেছে। আর এভাবে যদি ডাম্প করতে থাকে তবে ২০১৮ সালের মতো হতে আর খুব বেশি সময় লাগবে না।                       
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Random203 on May 19, 2021, 07:44:06 PM
এখন প্রায় সকল কয়েনের দামই ডাম্প করতেছে ।  এর কোন সুনির্দিষ্ট দাম নেই।  যে কোন সময় দাম পাম্প করতে পারে এবং যে কোন সময় ডাম্প করতে পারে। এখন যেহেতু দাম কম আছে তাহলে আপনি চাইলে কিছু কয়েনের উপর বিনিয়োগ করে রাখতে পারেন।  এখন বিনিয়োগ করলে ভবিষ্যতে অনেক লাভবান হতে পারবেন বলে আমার বিশ্বাস।                   
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Bashar on May 19, 2021, 10:35:23 PM
আমি অভিজ্ঞ কোনো ট্রেডার না। 
তবুও মার্কেট যে পরিমানে ডাম্প করেছে, হিস্টরি করে ফেলেছে। যেখানে  মাইক্রোস্ট্রেটেজি, টেসলা একটি বিটকয়েন ও সেল করে নি। তারপর ও ডাম্প।
যদিও চায়না বিটকয়েন কে ব্যান করেছে।
অভিজ্ঞদের কাছে মতামত চাচ্ছি চায়না বিটকয়েন মার্কেট এর দখলে কতটুকু ভূমিকা রাখে?
বিটকয়েন কি আবার ১৫/২০ হাজারে নামবে?
৩০ হাজারে আজকে নেমে গিয়েছিলো।
যেখানে ৪০ হাজার এ স্ট্রং সাপোর্ট এ ছিলো সেখানে ৩৫ হাজার এর সাপোর্ট ব্রেকডাউন করে ৩০হাজার নাগাদ পৌছে যায়। যদিও এখন একটু রিকভার করেছে। 
বিটিসি কি আগের যায়গায় পৌছাতে পারবে নাকি ২০১৮ সালের মত এবার ও বিশাল দাম কমে যাবে

  ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন
আমি অল্প কিছুদিন ধরে এই ফোরামে জয়েন হয়েছি আমি মার্কেট সম্পর্কে এত কিছু জানিনা। তবে সিনিয়র ভাইদের কাছ থেকে জানতে পেরেছি যে ক্রিপ্টো মারকেট সবসময় আপডাউন করে। আমার মনে হয় বিটকয়েন কুমার পেছনে অনেক কারণ থাকতে পারে কারণ আমি শুনেছি অনেক কয়েনের মূল্য রাতারাতি বৃদ্ধি পাওয়ার আগে এরকম কমে যায়। তাই আমার মনে হয় চিন্তাভাবনার কোন কারণ নেই। ধন্যবাদ ভাই সুন্দর পোষ্ট করার জন্য।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Casual on May 20, 2021, 03:26:31 AM
অবশ্যই এভাবে ক্রিপ্টোকারেন্সি এর মার্কেট যদি ডাম্পিং হতে থাকে তাহলে 2018 সালের মতো হবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট যদিও সব সময় আপডাউন করে এভাবে কমে যাওয়ার কারণে বোঝা যাচ্ছেনা মার্কেট কোন দিকে যাবে। তারপরেও আর মনে হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেট অবশ্যই ভালো হবে কেউ রিস্ক নিয়ে বিটকয়েন সহ অন্যান্য কয়েন গুলো যদি কিছু কিনে রাখতে পারেন আমি মনে করি অবশ্যই লাভবান হওয়া যাবে। বিটকয়েনের প্রাইস যেহেতু আজকে আবার অনেকটা বৃদ্ধি পেয়েছে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: bmw1 on May 20, 2021, 08:20:58 AM
আমি অভিজ্ঞ কোনো ট্রেডার না। 
তবুও মার্কেট যে পরিমানে ডাম্প করেছে, হিস্টরি করে ফেলেছে। যেখানে  মাইক্রোস্ট্রেটেজি, টেসলা একটি বিটকয়েন ও সেল করে নি। তারপর ও ডাম্প।
যদিও চায়না বিটকয়েন কে ব্যান করেছে।
অভিজ্ঞদের কাছে মতামত চাচ্ছি চায়না বিটকয়েন মার্কেট এর দখলে কতটুকু ভূমিকা রাখে?
বিটকয়েন কি আবার ১৫/২০ হাজারে নামবে?
৩০ হাজারে আজকে নেমে গিয়েছিলো।
যেখানে ৪০ হাজার এ স্ট্রং সাপোর্ট এ ছিলো সেখানে ৩৫ হাজার এর সাপোর্ট ব্রেকডাউন করে ৩০হাজার নাগাদ পৌছে যায়। যদিও এখন একটু রিকভার করেছে। 
বিটিসি কি আগের যায়গায় পৌছাতে পারবে নাকি ২০১৮ সালের মত এবার ও বিশাল দাম কমে যাবে

  ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন
আপনার কথা সঠিক যে বিটকয়েন 2018 সালের মতো ডাম্প হতে পারে। কেননা কিছুদিন যাবত দেখা গেছে বিটকয়েনের দাম রাতারাতি কমে যাচ্ছে কমতে কমতে অবশেষে 30 হাজার ডলারে নেমে এসেছে কিন্তু এখন বর্তমান বিটকয়েন আবার আপ হয়েছে বর্তমান বিটকয়েন এর দাম 39 হাজার ডলার। তাই বিটকয়েন বোধয় 2018 সালের মতো ডাম্প হবে  না।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Shibly on May 20, 2021, 10:24:42 AM
আমি অভিজ্ঞ কোনো ট্রেডার না। 
তবুও মার্কেট যে পরিমানে ডাম্প করেছে, হিস্টরি করে ফেলেছে। যেখানে  মাইক্রোস্ট্রেটেজি, টেসলা একটি বিটকয়েন ও সেল করে নি। তারপর ও ডাম্প।
যদিও চায়না বিটকয়েন কে ব্যান করেছে।
অভিজ্ঞদের কাছে মতামত চাচ্ছি চায়না বিটকয়েন মার্কেট এর দখলে কতটুকু ভূমিকা রাখে?
বিটকয়েন কি আবার ১৫/২০ হাজারে নামবে?
৩০ হাজারে আজকে নেমে গিয়েছিলো।
যেখানে ৪০ হাজার এ স্ট্রং সাপোর্ট এ ছিলো সেখানে ৩৫ হাজার এর সাপোর্ট ব্রেকডাউন করে ৩০হাজার নাগাদ পৌছে যায়। যদিও এখন একটু রিকভার করেছে। 
বিটিসি কি আগের যায়গায় পৌছাতে পারবে নাকি ২০১৮ সালের মত এবার ও বিশাল দাম কমে যাবে

  ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন
আমি নতুন হিসেবে মার্কেট সম্পর্কে এত কিছু বলতে পারছি না তবে আমার মনে হয় মার্কেট এতটা নিচে নামবে না। আবার অবশ্যই মার্কেট টা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।ক্রিপ্টো মার্কেট অবশ্যই আপডাউন করবে এটাই স্বাভাবিক।তবে হতাশার ওরকম কোন কারণ নেই আস্থা রাখুন অবশ্যই মার্কেট আবার ভালো হবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Sumi on May 20, 2021, 12:14:48 PM
আমি অভিজ্ঞ কোনো ট্রেডার না। 
তবুও মার্কেট যে পরিমানে ডাম্প করেছে, হিস্টরি করে ফেলেছে। যেখানে  মাইক্রোস্ট্রেটেজি, টেসলা একটি বিটকয়েন ও সেল করে নি। তারপর ও ডাম্প।
যদিও চায়না বিটকয়েন কে ব্যান করেছে।
অভিজ্ঞদের কাছে মতামত চাচ্ছি চায়না বিটকয়েন মার্কেট এর দখলে কতটুকু ভূমিকা রাখে?
বিটকয়েন কি আবার ১৫/২০ হাজারে নামবে?
৩০ হাজারে আজকে নেমে গিয়েছিলো।
যেখানে ৪০ হাজার এ স্ট্রং সাপোর্ট এ ছিলো সেখানে ৩৫ হাজার এর সাপোর্ট ব্রেকডাউন করে ৩০হাজার নাগাদ পৌছে যায়। যদিও এখন একটু রিকভার করেছে। 
বিটিসি কি আগের যায়গায় পৌছাতে পারবে নাকি ২০১৮ সালের মত এবার ও বিশাল দাম কমে যাবে

  ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন
ক্রিপ্টোকারেন্সি তে উঠান পথন থাকবে এটা স্বাভাবিক কিন্তু মার্কেটের অবস্থা 21 দিনে যে এরকম নিচে নামবে তা কেউ কল্পনাও করতে পারেনি যতটা না পর্যন্ত বিটকয়েন এর মূল্য বৃদ্ধি না পায় ততটা সময় আপনারা একটু অপেক্ষা করুন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তবে চায়না যদি বিটকয়েন কে ব্যান করে তাহলে কি প্রকারের অতটা বেশি ক্ষতি হবে না।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: HeartBit143 on May 20, 2021, 07:12:04 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে যে অবস্থা চলতেছে তাতে করে ২০১৮ সালের অবস্থানে চলে যাওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। ক্রিপ্টো মার্কেট এ যে এভাবে ধস নামতে পারে তা কেউ কল্পনাও করেনি।  তবে আমার মনে হয় আবার কিছু দিনের মধ্যেই ক্রিপ্টো মার্কেট আগের মতো স্বাভাবিক হবে।                                 
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Malam90 on May 21, 2021, 07:13:03 AM
মার্কেট তো প্রায় ৫০-৬০% পর্যন্ত ডাম্প করেছে এবং সেখান থেকে রিকভার করার চেষ্টা করতেছে বর্তমানে আজকে। তবে সামনে বলা যাচ্ছেনা মার্কেট কোন দিকে যাবে। যারা হোল্ড করতেছেন তারা হোল্ড করুন। পেনিক না হয়ে চুপচাপ বসে থাকুন।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: babu10 on May 21, 2021, 07:04:59 PM
মনে হচ্ছে মার্কেটে এখন খারাপ সময় পার হচ্ছে এবং বড় ধরনের ডাউন হবার আভাস পাচ্ছি কয়েনমার্কেটক্যাপ দেখে। আসলে পর পর কয়েকটা খারাপ সংবাদ এসেছে মার্কেটে তাই হয়তো আবার এই ঘটনা। সমস্যা হয় সবাই পেনিক নিয়ে সেল করে হুরুস্থুল ভাবে তাই মার্কেটের সর্বনাশ হয়। এখন অপেক্ষার পালা কি হয় কারণ আমরাতো আর কিছুই করতে পারবোনা শুধু নয়নজুড়ে দেখতে হবে :D
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Fighter on May 22, 2021, 03:38:06 PM
সবাই হয়তো সেটাই সন্দেহ করছে যে মার্কেট আবারও হয়তো 2018 সালের মতো হয়ে যাচ্ছে। মার্কেটে সকল কয়েনের দাম কমে গিয়েছে যার জন্য সবার সন্দেহটা আরো বৃদ্ধি পেয়েছে । ক্রিপ্টোকারেন্সি তে এখন এমন কোনো কয়েন নেই যে যার দাম কমে যায়নি। প্রত্যেকটা কয়েনের দাম প্রায় অর্ধেক পরিমাণ কমে গিয়েছে। যেসব বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন তারা অনেক ক্ষতির মধ্যে পড়ে গিয়েছে। কিন্তু তারা যদি ধৈর্য ধরে থাকে তাহলে এখান থেকেই অনেক কিছু অর্জন করতে পারবে ভবিষ্যতে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Rubel007 on May 22, 2021, 03:50:26 PM
ক্রিপ্টোকারেন্সি একটি ট্রেডিং বিজনেস হলেও এর মধ্যে চলে না না ধরনের হিসাব নিকাশ। আমরা হয়তো ছোট খাট কোন চিন্তা করে থাকি ক্রিপ্টো নিয়ে কিন্তু এখানে  পৃথিবীর বড় বড় বিজনেস ম্যান, পলিটিশিয়ান সহ বিভিন্ন শ্রেনীর মানুষ এখানে বিজনেস করে। তাদের চাওয়া পাওয়াটাও আমাদের থেকে ভিন্ন। এখন  মার্কেট যে পজিশনে আছে আগামিতে কোন দিকে যাবে তা আমরা অনেকটাই আন্দাজ করছি তবে সুনিশ্চিত নয়।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: azmirihaque on May 23, 2021, 03:05:33 AM
প্রকৃতপক্ষে দাম কমা বাড়া মার্কেটের একটি সাধারন অবস্থা। তবে বর্তমানে অসাভাবিকভাবে বিটকয়েনের দাম পড়ে যাচ্ছে। এর কয়েকটি কারন ইতোমধ্যে আমরা লক্ষ করেছি। ভারতে বিটকয়েন নিষিদ্ধের গুজব, ইলন মাস্কের বিটকয়েনের মাধ্যমে গাড়ী বিক্রয় বন্ধ ঘোষনা, চীনে বিটকয়েন নিষিদ্ধ ইত্যাদি। পাশাপাশি একটা কথা মনে রাখা দরকার। মার্কেট যখন খুব দ্রুত বাড়ে, তখন খুব দ্রুত কমারও সম্ভাবনা থাকে। আমরা দেখেছি কত দ্রুত বিটকয়েনের দাম ৩০কে থেকে ৬৫কে উঠেছিল। সুতরাং আবার যে কমে যাবে এটা তারই একটা প্রতিফল হতে পারে। মার্কেটের এই প্রভাব এখন সব কয়েন ও টোকেনর উপর পড়েছে। তবে ২০১৮ সালের মত হবে বলে আমি মনে করি না।  তাই আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আবার মার্কেট ঘুরে দাড়াবে এটাই আশা করছি।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Magepai on May 23, 2021, 05:37:06 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ডাম্পিং করার জন্য সকল ইনভেস্ট অনেক চিন্তায় পড়ে গেছে। কিন্তু অবশ্যই মার্কেট আবারও পাম্পিং করবে আগের অবস্থায় ফিরে যাবে। যদি কেউ ইনভেস্ট করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই এই সময়ে ইনভেস্ট করতে পারেন মার্কেট যদি পূর্বের অবস্থায় ফিরে আসে তাহলে অবশ্যই অনেক অনেক প্রফিট পাবেন। আমার বিশ্বাস এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনো 2018 সালের মতো এতটা ডাম্পিং হবে না।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Salman y90 on May 23, 2021, 03:38:00 PM
হ্যাঁ আমি এখনো সঠিকভাবে বলতে পারবোনা। কারণ এখন মার্কেটের যে অবস্থা। মার্কেটের অবস্থা মোটেই ভালো না। হঠাৎ করে মার্কেট এর দাম ডাম্প হয়ে যাচ্ছে। এভাবে যদি মার্কেট এর দাম ডাম্প হতে থাকে। তাহলে মনে হয় 2018 সালের মতই হবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Mj joy on May 24, 2021, 02:37:40 AM
আমি অভিজ্ঞ কোনো ট্রেডার না। 
তবুও মার্কেট যে পরিমানে ডাম্প করেছে, হিস্টরি করে ফেলেছে। যেখানে  মাইক্রোস্ট্রেটেজি, টেসলা একটি বিটকয়েন ও সেল করে নি। তারপর ও ডাম্প।
যদিও চায়না বিটকয়েন কে ব্যান করেছে।
অভিজ্ঞদের কাছে মতামত চাচ্ছি চায়না বিটকয়েন মার্কেট এর দখলে কতটুকু ভূমিকা রাখে?
বিটকয়েন কি আবার ১৫/২০ হাজারে নামবে?
৩০ হাজারে আজকে নেমে গিয়েছিলো।
যেখানে ৪০ হাজার এ স্ট্রং সাপোর্ট এ ছিলো সেখানে ৩৫ হাজার এর সাপোর্ট ব্রেকডাউন করে ৩০হাজার নাগাদ পৌছে যায়। যদিও এখন একটু রিকভার করেছে। 
বিটিসি কি আগের যায়গায় পৌছাতে পারবে নাকি ২০১৮ সালের মত এবার ও বিশাল দাম কমে যাবে

  ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন
এটা আসলেই ভাবনার বিষয় মার্কেট একেবারেই ডাম্প
 করছে। আমারও মনে তাই হচ্ছে সেই 18 সালে যে মার্কেটের অবস্থা হয়েছিল সেরকম অবস্থায় আবার হতে যাচ্ছে।
কারণ বর্তমানে প্রত্যেকটি কয়েনের মূল্য বহুগুণে রাস পেয়েছে।
তবে এখন যারা ট্রেড করে তারা কয়েন কিনে রাখলে ভবিষ্যতে ভাল প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কারণ যদিও মার্কেট একেবারে করবে না। আমার মনে হয় 2021 সালের শেষের দিকে এসে মার্কেট আবার পাম্প করার সম্ভাবনা রয়েছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Mist Joya on May 24, 2021, 03:29:48 AM
আমি অভিজ্ঞ কোনো ট্রেডার না। 
তবুও মার্কেট যে পরিমানে ডাম্প করেছে, হিস্টরি করে ফেলেছে। যেখানে  মাইক্রোস্ট্রেটেজি, টেসলা একটি বিটকয়েন ও সেল করে নি। তারপর ও ডাম্প।
যদিও চায়না বিটকয়েন কে ব্যান করেছে।
অভিজ্ঞদের কাছে মতামত চাচ্ছি চায়না বিটকয়েন মার্কেট এর দখলে কতটুকু ভূমিকা রাখে?
বিটকয়েন কি আবার ১৫/২০ হাজারে নামবে?
৩০ হাজারে আজকে নেমে গিয়েছিলো।
যেখানে ৪০ হাজার এ স্ট্রং সাপোর্ট এ ছিলো সেখানে ৩৫ হাজার এর সাপোর্ট ব্রেকডাউন করে ৩০হাজার নাগাদ পৌছে যায়। যদিও এখন একটু রিকভার করেছে। 
বিটিসি কি আগের যায়গায় পৌছাতে পারবে নাকি ২০১৮ সালের মত এবার ও বিশাল দাম কমে যাবে

  ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন
মার্কেট বর্তমান একটু কমে গেছে  ঠিক আছে কিন্তু আমার মনে হয় সে 2018 সালের মতো এতো নিচে নামবে না। মার্কেট আপডাউন করবে এটাই স্বাভাবিক। 2020 সালের শেষের দিকে থেকে মার্কেট বহুদিন বৃদ্ধিতেই রয়েছে এখন একটু নিচে নামা টা স্বাভাবিক।তাই আমি বলতে চাই হতাশ হওয়ার কোনো কিছুই নেই অবশ্যই মার্কেট আবার আগের অবস্থায় ফিরে আসবে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Crypto Banglu on May 24, 2021, 07:59:10 AM
আমি অভিজ্ঞ কোনো ট্রেডার না। 
তবুও মার্কেট যে পরিমানে ডাম্প করেছে, হিস্টরি করে ফেলেছে। যেখানে  মাইক্রোস্ট্রেটেজি, টেসলা একটি বিটকয়েন ও সেল করে নি। তারপর ও ডাম্প।
যদিও চায়না বিটকয়েন কে ব্যান করেছে।
অভিজ্ঞদের কাছে মতামত চাচ্ছি চায়না বিটকয়েন মার্কেট এর দখলে কতটুকু ভূমিকা রাখে?
বিটকয়েন কি আবার ১৫/২০ হাজারে নামবে?
৩০ হাজারে আজকে নেমে গিয়েছিলো।
যেখানে ৪০ হাজার এ স্ট্রং সাপোর্ট এ ছিলো সেখানে ৩৫ হাজার এর সাপোর্ট ব্রেকডাউন করে ৩০হাজার নাগাদ পৌছে যায়। যদিও এখন একটু রিকভার করেছে। 
বিটিসি কি আগের যায়গায় পৌছাতে পারবে নাকি ২০১৮ সালের মত এবার ও বিশাল দাম কমে যাবে

  ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন
ভাই ক্রিপ্টো মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না। দিন দিন হতাশার জালে জড়িয়ে যাচ্ছি। অভিজ্ঞতা বেশিদিনের নয় তবুও মনে হচ্ছে মার্কেটের যে পিছুটান শুরু হয়েছে তাতে 2018 সালের সর্বনিম্ন রেকর্ড ভাঙতেও খুব বেশি সময় লাগার কথা নয়। এখন শুধু দেখার অপেক্ষা মার্কেট কোন দিকে যায়৷ তবে আমি মনে করি, এখন বিনিয়োগ করার সঠিক সুযোগ এসেছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: ttcsalam on May 24, 2021, 01:46:27 PM
আমি অভিজ্ঞ কোনো ট্রেডার না। 
তবুও মার্কেট যে পরিমানে ডাম্প করেছে, হিস্টরি করে ফেলেছে। যেখানে  মাইক্রোস্ট্রেটেজি, টেসলা একটি বিটকয়েন ও সেল করে নি। তারপর ও ডাম্প।
যদিও চায়না বিটকয়েন কে ব্যান করেছে।
অভিজ্ঞদের কাছে মতামত চাচ্ছি চায়না বিটকয়েন মার্কেট এর দখলে কতটুকু ভূমিকা রাখে?
বিটকয়েন কি আবার ১৫/২০ হাজারে নামবে?
৩০ হাজারে আজকে নেমে গিয়েছিলো।
যেখানে ৪০ হাজার এ স্ট্রং সাপোর্ট এ ছিলো সেখানে ৩৫ হাজার এর সাপোর্ট ব্রেকডাউন করে ৩০হাজার নাগাদ পৌছে যায়। যদিও এখন একটু রিকভার করেছে। 
বিটিসি কি আগের যায়গায় পৌছাতে পারবে নাকি ২০১৮ সালের মত এবার ও বিশাল দাম কমে যাবে

  ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন
ডাম্প তো করেছে আশা করা হচ্ছে যদি আগামী মাসের মধ্যে যদি মার্কেট পাম্প না হয় তবে মার্কেট উঠতে মিনিমাম 1 বছর সময় লাগবে।তবে বড় বড় বিনিয়োগকারীরা মনে করছেন।আগামী মাস নাগাদ মার্কেট আগের অবস্থানে যাবে ধীরে ধীরে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Tamsialu$$ on May 25, 2021, 01:12:13 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সব সময় আপডাউন করে আসলে হঠাৎ করে এতটা কমে যাবে এজন্য সবাই মনে করেছিল হয়তোবা 2018 সালের মতো ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাম্পিং হবে। কিন্তু এখন মার্কেট আবার ঘুরে দাঁড়িয়েছে এবং বিটকয়েন, ইথিরিয়াম সহ সমস্ত কয়েনের প্রাইস বৃদ্ধি পাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট অবশ্যই ভালো হবে এবং কি আবারও সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে উঠবে। আমার বিশ্বাস এখন অবশ্যই বিটকয়েনের প্রাইস 100k ডলারে হিট করবে খুব অল্প সময়ের মধ্যে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Ricky on May 25, 2021, 11:06:28 AM
ভাই এটাকে এটাকে সৌভাগ্য বসত বলা ঠিক হবে কিনা জানি না। তারপরেও বলছি, আমরা অনেকেই ভেবেছিলাম সেই চিরচেনা ২০১৮ সালের পুনরাবৃত্তি ঘটবে এই ক্রিপ্টো মার্কটে। কিন্তু সৌভাগ্য বসত মার্কেট আবার জীবন ফিরে পেয়েছে। প্রত্যেকটা কয়েন এর দাম বৃদ্ধি পাচ্ছে। প্রার্থনা করবো যেনো মার্কেট আর ডাম্পিং এর দিকে না যায়।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: rashedul426 on May 25, 2021, 03:57:12 PM
ক্রিপ্টো মার্কেট নিয়ে আসলে কোন সঠিক ধারনা করা যায় না। তারপরও মনে হচ্ছে বিটকয়েন ২০১৮ সালের মতো ডাম্প করবে না। চায়না বিট কয়েন ব্যান করলেও টেসলা এখন তার ক্রয়কৃত কয়েন বিক্রি করেনি।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Mosarof on May 25, 2021, 04:16:40 PM
মার্কেট তো প্রায় ৫০-৬০% পর্যন্ত ডাম্প করেছে এবং সেখান থেকে রিকভার করার চেষ্টা করতেছে বর্তমানে আজকে। তবে সামনে বলা যাচ্ছেনা মার্কেট কোন দিকে যাবে। যারা হোল্ড করতেছেন তারা হোল্ড করুন। পেনিক না হয়ে চুপচাপ বসে থাকুন।
ভাই আপনি ঠিকই বলেছেন কিপ্টো মার্কেট সবসময় উঠানামার উপরে থাকে এখন হয়তো ২০১৮ মত ডাম্পিং হয়েছে কিন্তু মার্কেট আগের পরিস্থিতিতে থাকবে এবং বিটকয়েন অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: RSRS on May 26, 2021, 11:25:41 AM
ক্রিপ্টোকারেন্সিতে মার্কেট ওঠানামা করাটা স্বাভাবিক। বিটকয়েনের দাম হঠাৎ কমে যাওয়ায় সবারই একই চিন্তা যে 2018 সালের মতো অবস্থা হতে পারে। কিন্তু মার্কেট সম্বন্ধে নিশ্চিত হয়ে বলা যায়না কি হতে পারে সবাই ধারণা করতে পারে মাত্র। তবে আশা করা জায় যে 2018 সালের মতো এমন করুন অবস্থা হওয়ার সম্ভাবনা নেই। বিটকয়েন আবারো ভালো অবস্থানে পৌঁছাবে এটাই আমাদের কাম্য।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: cryptosp50 on May 26, 2021, 03:48:57 PM
সেরকমটা হওয়ার কোন সম্ভাবনা নেই 2008 এমন মার্কেট নিচে নেমে গিয়েছিল সেখান থেকে উঠে এসেছে কিন্তু এবার কিছুটা দাম করার পরেও মার্কেট আবার উপরের দিকে উঠছে এবং মোটামুটি একটি স্থিতিশীল পর্যায়ে এসে দাঁড়িয়েছে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মার্কেট আবার পাম্প করবে এবং উপরের দিকে উঠবে এবং একটি ভাল অবস্থানে যে স্থিতিশীল হবে
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Milon626 on May 27, 2021, 05:31:55 PM
আমার মনে হয় না যে ক্রিপ্টোমার্কেট আবারও ২০১৮ সালের মতো ডাম্পিং করবে।  যদিও সব কয়েনের দাম অনেক কমে এসেছে, তবে এখন আবার সব কয়েনের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে।  আশা করি আর দাম ডাম্প করবে না।  এখন সব কয়েনের দাম বৃদ্ধি পাবে বলে আমার মনে হচ্ছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Rifan Khan on May 27, 2021, 08:31:25 PM
আমি যতটুকু জানি সেটা হল 2018 সালের মতো কিপটে মার্কেট দাম হবে না। কারণ আমরা জানি যে এখন বর্তমান সময়ে কিপটে মার্কেট সবসময় ওঠানামা করে কখনো ডাম্পিং করে আবার কখনো পাম্পিং করে। সেজন্য আমি মনে করব 2018 সালের মতো হবে না বলে আশা করা যায়।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: ranaprime on May 27, 2021, 09:53:43 PM
আমরা সবাই জানি যে ক্রিপ্টোতে সবকিছুই সম্ভব। বিটকয়েনের প্রাইস বিগত দিনের চার্ট গুলো দেখলে এটা স্বাভাবিক মনে হয় যে বিটকয়েন যে কোন সময় অনেক নিচে নেমে যেতে পারে। তবে আমি ব্যেক্তিগতভাবে মনে করি যে বিটকয়েন আর কখনই 20000 ডলারের নিচে আসবে না। কারন এখন বাজারে অনেক ইনভেস্টর এসেছে যারা 2017 বা 2018 সালে ছিল না এবং আগামিতে ইনভেস্টরের সংখ্যা আরও বেশি হবে। 
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: AIam333 on May 28, 2021, 09:27:12 PM
আমরা সবাই জানি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাম্পিং হচ্ছে। কিন্তু 2018 সালের মত মার্কেট ডাম্পিং হবে না। আজ দুদিন ধরে দেখছি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্পিং হচ্ছেন। তাই তাই আমার মনে হয় 2018 সালের মতো ডাম্প হবে না।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Sr boy on May 30, 2021, 03:02:02 AM
মার্কেট সম্বন্ধে নিশ্চিত হয়ে বলা যায়না কি হতে পারে সবাই ধারণা করতে পারে মাত্র। কিছুটা ডাম্প করার পরেও মার্কেট আবার উপরের দিকে উঠছে এবং মোটামুটি একটি স্থিতিশীল পর্যায়ে এসে দাঁড়িয়েছে ।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Goldlife on May 30, 2021, 04:54:41 AM
পাম্পিং এবং ডাম্পিং ক্রিপ্টোকারেন্সি জগতে থাকবে এটা স্বাভাবিক কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যদি বিটকয়েন 30 হাজারের নিচে নেমে আসে তাহলে 20,000 এর মধ্যে হয়ে যাবে অনেকদিন পর্যন্ত থাকবে এটি আবার যদি আসতে আসতে বেড়ে বেড়ে যদি 50 হাজারের উপরে পৌঁছে যায় তারপরে কিন্তু এক লাখ ডলারের উপরে চলে যাবে বিটকয়েন এটা সুনিশ্চিত।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: AIam333 on June 03, 2021, 08:52:49 AM
আমরা অনেকেই হয়তো মনে করেছিলাম যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট 2018 সালের মতো ডাম্পিং হবে। কিন্তু 2018 সালের মতো এটা ডাম্পিং হয় নাই।আজ 05 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে কিপটে কারেন্সি মার্কেট পাম্পের দিকে যাচ্ছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Zero0 on June 03, 2021, 09:39:09 AM
মার্কেটের দ্রুত অবনতি দেখে আমরা অনেকেই ভেবে নিয়েছিলাম যে মার্কেট আবার সেই চিরচেনা ২০১৮ সালের মতো ডাম্পিং করবে কিন্তু সে রকমটা হয় নি। মার্কেট আবার আশার আলো দেখিয়েছে। মার্কেট আবার পাম্প করতে শুরু করে দিয়েছে। আশা করছি মার্কেট যতই ডাম্পিং করুক না কেনো ২০১৮ সালের মতো এতোটা ডাম্পিং আর করবে না।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: ranaprime on June 03, 2021, 12:02:52 PM
যদিও অনেক অভিজ্ঞ লোকেরা বলছে যে ক্রিপ্টো মার্কেট আবার ডাম্পিং করে আগের অবস্থায় যাবে। তবে এটি নিয়ে আমার দ্বিমত আছে। আমি মনে করি আগে যেমন ইনভেস্টর ছিল মার্কেটে তার চেয়ে অনেক বেশি গুনে ইনভেস্টর ক্রিপ্টোতে এসেছে। তাই আমি মনে করি আগের অবস্থানে যাওয়া খুবই কঠিন।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: AIam333 on June 03, 2021, 04:26:36 PM
এখন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি  মার্কেটে যারা অভিজ্ঞ লোকেরা বলছেন যে কী প্রকার কিপটে মার্কেট আবার ডাম্পিং হবে। সত্যিই কি ক্রিপ্টোকারেন্সি মার্কেট 2018 সালের মতো ডাম্পিং হবে। এ ব্যাপারে আপনারা কি বলেন।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: ttcsalam on June 03, 2021, 04:38:36 PM
আমি অভিজ্ঞ কোনো ট্রেডার না। 
তবুও মার্কেট যে পরিমানে ডাম্প করেছে, হিস্টরি করে ফেলেছে। যেখানে  মাইক্রোস্ট্রেটেজি, টেসলা একটি বিটকয়েন ও সেল করে নি। তারপর ও ডাম্প।
যদিও চায়না বিটকয়েন কে ব্যান করেছে।
অভিজ্ঞদের কাছে মতামত চাচ্ছি চায়না বিটকয়েন মার্কেট এর দখলে কতটুকু ভূমিকা রাখে?
বিটকয়েন কি আবার ১৫/২০ হাজারে নামবে?
৩০ হাজারে আজকে নেমে গিয়েছিলো।
যেখানে ৪০ হাজার এ স্ট্রং সাপোর্ট এ ছিলো সেখানে ৩৫ হাজার এর সাপোর্ট ব্রেকডাউন করে ৩০হাজার নাগাদ পৌছে যায়। যদিও এখন একটু রিকভার করেছে। 
বিটিসি কি আগের যায়গায় পৌছাতে পারবে নাকি ২০১৮ সালের মত এবার ও বিশাল দাম কমে যাবে

  ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন
অনেক বেশি ডাম্প করলো এখান থেকে নতুন দের শিক্ষা নেওয়া ছাড়া আর কিছু করার নাই। মার্কেট মুলত বড় বড় ট্রেডার বা গ্যামলার রা নিয়ন্ত্রন করে থাকে সে জন্য আমাদের সচেতন ভাবে ট্রেড করতে হবে নইলে লসে পড়তে হবে।এবং শিক্ষা নিতে হবে নতুন নতুন অভিজ্ঞতা থেকে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Logitech50 on June 05, 2021, 05:57:28 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দামের কথা সঠিকভাবে করা যায় না। কারণ সবসময় ডাম্পিং এবং পাম্পিং হচ্ছে যার কারণে সঠিক ভাবে বলা যায় না। তবে ভবিষ্যতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Sabiha14 on June 05, 2021, 08:02:31 AM
কিছু দিন আগে যে হারে মার্কেট ডাম্প শুরু হয়েছিলো তাতে মনে হয়েছিল যে ক্রিপ্টো মার্কেট ২০১৮ সালের মতো ডাম্প করবে।  কিন্তু এখন আবার সব কয়েনের দাম মোটামুটি পাম্প শুরু হয়েছে।  এখন মনে হচ্ছে যে ২০১৮ সালের মতো আর ক্রিপ্টো মার্কেট ডাম্প করবে না।                 
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Jaya60 on June 07, 2021, 05:26:47 AM
আমি বিশ্বাস করি যত সময় আসবে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ততটাই উন্নত হবে।কারণ সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যত সময় যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার ততটাই বৃদ্ধি পাচ্ছে। মানুষ এখন সবাই ডিজিটাল কারেন্সি বিশ্বাস করছে এজন্য সারা পৃথিবীর মধ্যে সমস্ত ধনী ব্যক্তি যারা রয়েছে তারা প্রত্যেকেই প্রচুর পরিমাণ ইনভেস্ট করছে। এজন্য আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনোই 2018 সালের মতো হবে না।
Title: Re: ক্রিপ্টো মার্কেট কি সেই চিরচেনা ২০১৮ এর মত ডাম্প করবে?
Post by: Suma Islam on June 07, 2021, 08:04:01 AM
ক্রিপ্টো মার্কেট আবার 2018 সালে অবস্থায় ফিরে যাবে মনে হয়। বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থান খুবই খারাপ ।  কিন্তু সময়ের সাথে ভালো অবস্থায় ফিরে যাবে মার্কেট।