Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Sumi on May 20, 2021, 09:48:52 AM
-
অল্প কিছুদিন হলো এই ফোরামে প্রবেশ করেছে জেনেছি অনেক কিছুই সিনিয়র ভাইদের পোস্ট পড়েছি বুঝেছি।
কিন্তু এখন পর্যন্ত অনেক কিছু জানতে পারেনি আস্তে আস্তে সব জানব ইনশাআল্লাহ তবে জানার আগ্রহটা খুব বেশি তাই আপনাদেরকে আমি প্রশ্ন করতেছি যে ইথেরিয়াম প্ল্যাটফর্ম এর প্রতিষ্ঠাতা কে এটি কত সালে প্রতিষ্ঠিত হয় । এবং যে এই ইথেরিয়াম প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছে তার নাম এবং ছবি যদি কেউ দয়া করে এখানে দিতে পারতেন তাহলে আমার মত সবাই জানতে পারতো ।
ধন্যবাদ সকলকে ভাল থাকবেন আশা করছি সবার সাপোর্ট পাবো ইনশাআল্লাহ।
-
যে কোন লিস্টেড কয়েনের তথ্য জানতে হলে কয়েনমার্কেটক্যাপে গিয়ে জানুন।
যেমন ইথারিয়ামের তথ্য জানতে ইথারিয়াম সিলেক্ট করুন।
https://coinmarketcap.com/currencies/ethereum/
এখানে ওয়েবসাই, সোস্যাল মিডিয়া লিংক, প্রতিষ্টাতা সহ অনেক তথ্য আছে।
চেষ্টা করুন জানার জন্য। গুগলে সার্চ করা শিখুন।
এই যুগে মানুষ প্রশ্ন মানুষকে না করে গুগলকে করলে সাথে সাথে উত্তর দিয়ে দেয়।
-
আপনি অনেক সুন্দর টপিক আমাদের মাঝে শেয়ার করছেন। এভাবে যদি আপনি ভালো ভালো টপিক আমাদের মাঝে পোস্ট করেন তাহলে আমরা নতুনরা অনেক কিছু জানতে পারবো এবং বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারব। আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
আমি আপনার বেশ কয়েকটি পোষ্ট খেয়াল করলাম সব একই রকমের লেখা যেটা টপিকের সাথে কোন মিল নেই। এই টপিকটি তো বলা হয়েছে ইথেরিয়াম প্লাটফর্ম এর প্রতিষ্ঠাতা কে?
আপনি এই টপিকের উত্তর যদি জানা থাকে তাহলে একটু শেয়ার করবেন এখানে আপনি উপরে যে আলোচনা করে করেছেন সেটা কি যুক্তিসঙ্গত হয়েছে। যাই বলুন টপিকটির সাথে একটু মিল রেখে বলবেন যে আলোচনা পড়ে বুঝতে সহজ হয় এবং কিছু শেখা যায়।
ইথেরিয়ামের প্লাটফর্ম এর প্রতিষ্ঠাতা হচ্ছে Vitalik Buterin
-
আপনি অনেক সুন্দর টপিক আমাদের মাঝে শেয়ার করছেন। এভাবে যদি আপনি ভালো ভালো টপিক আমাদের মাঝে পোস্ট করেন তাহলে আমরা নতুনরা অনেক কিছু জানতে পারবো এবং বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারব। আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
আমি আপনার বেশ কয়েকটি পোষ্ট খেয়াল করলাম সব একই রকমের লেখা যেটা টপিকের সাথে কোন মিল নেই। এই টপিকটি তো বলা হয়েছে ইথেরিয়াম প্লাটফর্ম এর প্রতিষ্ঠাতা কে?
আপনি এই টপিকের উত্তর যদি জানা থাকে তাহলে একটু শেয়ার করবেন এখানে আপনি উপরে যে আলোচনা করে করেছেন সেটা কি যুক্তিসঙ্গত হয়েছে। যাই বলুন টপিকটির সাথে একটু মিল রেখে বলবেন যে আলোচনা পড়ে বুঝতে সহজ হয় এবং কিছু শেখা যায়।
ইথেরিয়ামের প্লাটফর্ম এর প্রতিষ্ঠাতা হচ্ছে Vitalik Buterin
আমিও তার প্রফাইলে গিয়ে দেখলাম তিনি একই পোস্ট কপি করে হুবহু সকল ধরনের টপিকে গিয়ে পোস্ট করতে আছেন। আসলে তিনি একধরনের স্পামার তার পোস্টে রিপোর্ট করা উচিত। অলরেডি তিনি ৩ টা নেগেটিভ কারমা পেয়েছেন। তিনি যে ধরনের স্পাম করে যাচ্ছেন তাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আমাদের বাংলা লোকাল মডারেটর ভাইয়েরা বর্তমানে এক্টিব নাই। আমি তাদের এক্টিব হওয়ার অনুরোধ করি, তারা এক্টিব হলে এই ধরনের স্পামার দের উপযুক্ত শাস্তি দিবে।
-
আপনি জানতে চাচ্ছেন ইথারিয়ামের প্রতিষ্ঠাতা কে? এসব বিষয়ে আপনি এখানে না জানতে চেয়ে আপনি গুগলে এ সার্চ করলে সবকিছু জানতে পারবেন। এতে অনেকটাই সহজ হয়ে যাবে। এছাড়া আপনি যদি না বুঝে থাকেন তাহলে আরো একটি সহজ মাধ্যম রয়েছে সেটা নাম হচ্ছে Chatgpt এর মাধ্যমে চাইলেও আপনি কিছু জানতে পারবেন। আমি আশা করব আপনি এখন বুঝতে পেরেছেন।
-
অল্প কিছুদিন হলো এই ফোরামে প্রবেশ করেছে জেনেছি অনেক কিছুই সিনিয়র ভাইদের পোস্ট পড়েছি বুঝেছি।
কিন্তু এখন পর্যন্ত অনেক কিছু জানতে পারেনি আস্তে আস্তে সব জানব ইনশাআল্লাহ তবে জানার আগ্রহটা খুব বেশি তাই আপনাদেরকে আমি প্রশ্ন করতেছি যে ইথেরিয়াম প্ল্যাটফর্ম এর প্রতিষ্ঠাতা কে এটি কত সালে প্রতিষ্ঠিত হয় । এবং যে এই ইথেরিয়াম প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছে তার নাম এবং ছবি যদি কেউ দয়া করে এখানে দিতে পারতেন তাহলে আমার মত সবাই জানতে পারতো ।
ধন্যবাদ সকলকে ভাল থাকবেন আশা করছি সবার সাপোর্ট পাবো ইনশাআল্লাহ।
ভাইয়া আপনি এ ধরনের পোস্ট এখানে না করে। আপনি যদি google এ গিয়ে সার্চ করেন তাহলে সুন্দরভাবে জানতে পারবেন। অযথা এখানে এ সব পোস্ট করে নিজের মূল্যবান সময় গুলো নষ্ট করবেন না। আপনি এমন কিছু টপিক নিয়ে কথা বলুন যেটা অনেক গুরুত্বপূর্ণ এবং সবারই কাজে দিবে।