Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: mr.Robot on May 22, 2021, 06:49:29 AM

Title: মার্কেট নিয়ে পূর্ব অবিজ্ঞতা এবং মতামত প্রকাশ।
Post by: mr.Robot on May 22, 2021, 06:49:29 AM
আমি জানি এখানে অনেকে আছেন যারা 2017, 2018 থেকে ক্ৰিপ্ট নিয়ে কাজ করছেন অথবা ক্ৰিপ্ট এর সাথে কাজ করেছেন। তাই তাদের এর আগেই একবার মার্কেট এর বড় ধরনের উথন পথন দেখা হয়ে গেছে, তাই আজকে আসুন দেখি, সবাই সবার মতাত প্রকাশ করুন, কে কি বুঝলেন এই মার্কেট থেকে, মার্কেট কাকে কেমন শিক্ষা দিলো। কি মনে হয় বর্তমান মার্কেট নিয়ে?
Title: Re: মার্কেট নিয়ে পূর্ব অবিজ্ঞতা এবং মতামত প্রকাশ।
Post by: Random203 on May 22, 2021, 08:27:03 AM
 যদিও খুব বেশি দিন হয়নি আমি ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত হয়েছি, তবুও এই অল্প সময়ের মধ্যেই আমি এখান থেকে অনেক কিছুই শিক্ষা পেয়েছি।  আসলে এই ক্রিপ্টো মার্কেট যে কোন সময় যে কোন দিকে মোড় নিতে পারে।  কখনো দামের পাম্প হচ্ছে, আবার কখনো বা ডাম্প করছে। আসলে এখানে সুনির্দিষ্ট করে কেউ কোন মন্তব্য করতে পারে না।                         
Title: Re: মার্কেট নিয়ে পূর্ব অবিজ্ঞতা এবং মতামত প্রকাশ।
Post by: mr.Robot on May 22, 2021, 10:51:12 AM
যদিও খুব বেশি দিন হয়নি আমি ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত হয়েছি, তবুও এই অল্প সময়ের মধ্যেই আমি এখান থেকে অনেক কিছুই শিক্ষা পেয়েছি।  আসলে এই ক্রিপ্টো মার্কেট যে কোন সময় যে কোন দিকে মোড় নিতে পারে।  কখনো দামের পাম্প হচ্ছে, আবার কখনো বা ডাম্প করছে। আসলে এখানে সুনির্দিষ্ট করে কেউ কোন মন্তব্য করতে পারে না।                       
দামের পরিবর্তন এর প্রধান কারণ হলো এইটা কেউ নিয়ন্ত্রণ করতেছে না, যার কারণে কেউ এইটার জন্য নির্দিষ্ট কোন মূল্য নির্ধারণ করতে পারবে না। তবে দামের নিম্নমুখী পরিবর্তন এর প্রধান কারণ হলো নেগেটি নিউজ গুলো, যেগুলো মার্কেটে পেনিকের সৃষ্টি করে।
Title: Re: মার্কেট নিয়ে পূর্ব অবিজ্ঞতা এবং মতামত প্রকাশ।
Post by: Crypto Banglu on May 22, 2021, 01:26:14 PM
আমি জানি এখানে অনেকে আছেন যারা 2017, 2018 থেকে ক্ৰিপ্ট নিয়ে কাজ করছেন অথবা ক্ৰিপ্ট এর সাথে কাজ করেছেন। তাই তাদের এর আগেই একবার মার্কেট এর বড় ধরনের উথন পথন দেখা হয়ে গেছে, তাই আজকে আসুন দেখি, সবাই সবার মতাত প্রকাশ করুন, কে কি বুঝলেন এই মার্কেট থেকে, মার্কেট কাকে কেমন শিক্ষা দিলো। কি মনে হয় বর্তমান মার্কেট নিয়ে?
ক্রিপ্টোতে এসেছি বেশ কিছু দিন হলো। কিন্তু এতো বড় অভিজ্ঞতা নেই। ২০১৭, ২০১৮ সালের ধ্বস দেখিনি কিন্তু ২০২০ সালের শেষ দিকে মার্কেটকে উন্নতি হতে দেখেছি। এই প্রথম এতো বড় ধ্বস নিজে দেখলাম। বিনিয়োগে অনেকটা লসে রয়েছি। যাই হোক লস হলেও কিছুটা বাস্তব অভিজ্ঞতা অর্জিত হলো। ভবিষ্যতে এই তিক্ত অভিজ্ঞতা একটু হলেও কাজে লাগবে।  আশা করছি একটু দেড়ি হলেও মার্কেট আবার উন্নতির পথেই হাটবে।
Title: Re: মার্কেট নিয়ে পূর্ব অবিজ্ঞতা এবং মতামত প্রকাশ।
Post by: Rubel007 on May 22, 2021, 05:55:18 PM
আমাদের অনেকেই বলে আসছিলো যে মার্কেট বড় ধরনের ডাম্প করবে। অনুমান করেছিলাম যে আগামি বছরে এটি ঘটতে পারে কিন্তু হঠাৎ করে যে এমন ডাম্প হবে তা কল্পনাও করিনি। বিগত বছর গুলো এনালাইসিস করে এমনটিই ধারনা করেছিল বেশির ভাগ ক্রিপ্টো ট্রেডাররা।
Title: Re: মার্কেট নিয়ে পূর্ব অবিজ্ঞতা এবং মতামত প্রকাশ।
Post by: Magepai on May 23, 2021, 05:53:22 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট 2017 সালে সর্বোচ্চ ছিল ওই সময়ের মধ্যে তারপরে 2018 সালে মার্কেটে খারাপ হতে থাকে। তারপরে আবার 2020 সালের শেষের দিকে এসে মার্কেট ভালো হতে থাকে এবং পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়।বিটকয়েনের প্রাইস 62 হাজার ডলার অতিক্রম করে এবং ইথিরিয়াম এর প্রাইস 4000 ডলার অতিক্রম করে এবং সেই সাথে সাথে অন্য সমস্ত কয়েন গুলো রয়েছে প্রত্যেকের প্রাইস এভাবেই বৃদ্ধি পায়। কিন্তু বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাম্পিং হচ্ছে বিদায় এই নয় যে 2018 সালের মতো হবে মার্কেট অবশ্যই কিছু দিনের মধ্যেই আবার ও বৃদ্ধি পাবে।
Title: Re: মার্কেট নিয়ে পূর্ব অবিজ্ঞতা এবং মতামত প্রকাশ।
Post by: Mj joy on May 24, 2021, 02:50:29 AM
আমি জানি এখানে অনেকে আছেন যারা 2017, 2018 থেকে ক্ৰিপ্ট নিয়ে কাজ করছেন অথবা ক্ৰিপ্ট এর সাথে কাজ করেছেন। তাই তাদের এর আগেই একবার মার্কেট এর বড় ধরনের উথন পথন দেখা হয়ে গেছে, তাই আজকে আসুন দেখি, সবাই সবার মতাত প্রকাশ করুন, কে কি বুঝলেন এই মার্কেট থেকে, মার্কেট কাকে কেমন শিক্ষা দিলো। কি মনে হয় বর্তমান মার্কেট নিয়ে?
আমি যদিও খুব বেশি দিন ধরে ক্রিপ্টো জগতে আসতে পারিনি। তারপরও বলতে চাই 2018 সালে মার্কেটের যে অবস্থা হয়েছিল বর্তমান অবস্থা দেখে আমার মনে হচ্ছে সেই 2018 সালের কথা। আমার মনে হচ্ছে মার্কেট আস্তে আস্তে সেই রূপ ধারণ করতে চলছে। তবে এ বিষয়ে আমার চাইতে যারা পুরনো 17 কিংবা 18 সাল থেকে আজ অবধি কাজ করে যাচ্ছে তারা অনেক বেশি জানাশোনা এবং অনেক বেশি বলতে পারবেন।
Title: Re: মার্কেট নিয়ে পূর্ব অবিজ্ঞতা এবং মতামত প্রকাশ।
Post by: Bashar on May 24, 2021, 03:01:41 AM
আমি জানি এখানে অনেকে আছেন যারা 2017, 2018 থেকে ক্ৰিপ্ট নিয়ে কাজ করছেন অথবা ক্ৰিপ্ট এর সাথে কাজ করেছেন। তাই তাদের এর আগেই একবার মার্কেট এর বড় ধরনের উথন পথন দেখা হয়ে গেছে, তাই আজকে আসুন দেখি, সবাই সবার মতাত প্রকাশ করুন, কে কি বুঝলেন এই মার্কেট থেকে, মার্কেট কাকে কেমন শিক্ষা দিলো। কি মনে হয় বর্তমান মার্কেট নিয়ে?
আমি মার্কেট সম্পর্কে এত কিছু জানি না।কারণ আমি মার্কেটে খুব বেশিদিন ধরে আসিনি অল্প কিছুদিন ধরে ফোরামে কাজ করে যাচ্ছি। তবে আমার মনে হয় মার্কেট সেই 2018 সালের ঐরকম এত খারাপ হওয়ার সম্ভাবনা নেই। কারণ সিনিয়র ভাইদের কাছ থেকে শুনেছি যে 2018 সালে মার্কেটের অনেক খারাপ অবস্থা হয়েছিল। আর আমার মনে হয় খুব বেশিদিন মার্কেটের অবস্থা এরকম থাকবে না।
Title: Re: মার্কেট নিয়ে পূর্ব অবিজ্ঞতা এবং মতামত প্রকাশ।
Post by: Tamsialu$$ on May 25, 2021, 01:17:03 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সব সময় আপডাউন করে তার মানে এই নয় যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট বর্তমানে 2018 সালের মতো হবে। বিটকয়েন প্রাইস হঠাৎ করে অর্ধেকহয়ে যাওয়ার জন্য এটা ধারণা করা হয়েছে যে মার্কেট হয়তোবা 2018 সালের মতো হয়ে যাবে। এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেট উঠে দাঁড়িয়েছে এবং মার্কেট অবশ্যই ভালো হবে। এখন আবার বিটকয়েন প্রাইস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মার্কেটের অবস্থা সম্পূর্ণই ভালো হচ্ছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট অবশ্যই অনেক পাম্পিং করবে।
Title: Re: মার্কেট নিয়ে পূর্ব অবিজ্ঞতা এবং মতামত প্রকাশ।
Post by: Mistroy on June 07, 2021, 06:10:46 AM
ক্রিপ্টোকারেন্সি বাজারে আসছি অল্প কিছুদিন হলো। ক্রিপ্টো মার্কেট সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই বললেই চলে। তবে এই কয়দিনে যা বুঝতে পারলাম  ক্রিপ্টো বাজারে কোন মুদ্রার দাম এক জায়গায় থেমে থাকে না সব সময় উঠানামা করে। আগে থেকে বলা যাবে না কোন মুদ্রার দাম বাড়বে বা কমে যাবে। ক্রিপ্টোকারেন্সি বাজার নির্দিষ্ট কেউ পরিচালনা করে না তাই  ক্রিপ্টো মার্কেট সম্পর্কে আগে থেকে কোন কিছুই বলা যাবে না। ক্রিপ্টো বাজার তার নিজস্ব গতিতে চলে।
Title: Re: মার্কেট নিয়ে পূর্ব অবিজ্ঞতা এবং মতামত প্রকাশ।
Post by: Suma Islam on June 07, 2021, 07:58:03 AM
মার্কেট সম্পর্কে আমার বেশি ধারণা নেই । কারন আমি এই মার্কেটে আল্প কিছু দিন ধরে কাজ করছি ‌‌। নিজে নিজে মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করছি । কিন্তু জানতে পারছি না । এই বিষয়ে আমার ও সাহায্য লাগবে
Title: Re: মার্কেট নিয়ে পূর্ব অবিজ্ঞতা এবং মতামত প্রকাশ।
Post by: Rifan Khan on June 15, 2021, 04:33:13 PM
আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় উঠানামা করে। এটি কখনোই স্থির হয়ে বসে থাকে না। এটি সব সময় নড়াচড়া করে। এখন বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ভালো অবস্থানে যাচ্ছে। কিন্তু দু-তিন দিন আগে আমরা দেখেছি ক্রিপ্টোকারেন্সি মার্কেট একদম ডাম্পিং এর দিকে চলে গেছিল। এখন সেটি পুনরায় বৃদ্ধি পেয়ে আবার পাম্পিং হচ্ছে। আমার মনে হয় এখন বর্তমান মার্কেট অনেক ভালো হবে।
Title: Re: মার্কেট নিয়ে পূর্ব অবিজ্ঞতা এবং মতামত প্রকাশ।
Post by: Mental on June 16, 2021, 11:00:26 AM
মার্কেট এক সময় ডাম্পিং হয় আবার আরেক সময় পাম্পিং হয় এটা স্বাভাবিক বিষয় কিন্তু এর পুরোটাই হচ্ছে মার্কেট ক্যাপ এর ম্যানেজার দের ওপর নির্ভর করেন তারা যদি মার্কেট পাম্পিং করে দেয় তাহলে পাম্পিং হয় যদি ডাম্পিং করে দেয় তাহলে ডাম্পিং হয় আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি কয়েন গুলো একদম জুয়ার বোর্ড এর মত কেউ কেউ এখান থেকে লাল হয়ে যায় আবার কেউ কেউ একদম ধংস হয়ে যায়। সেই জন্য আপনাকে বুঝতে হবে যে মার্কেট কোন দিকে যাচ্ছে সেটা দেখে আপনাকে বিজনেস করতে হবে। তাহলে আপনি ক্রিপ্টোকারেন্সি থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন।