Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: bmw1 on May 26, 2021, 04:01:45 PM
-
ট্রানসলেশন ক্যাম্পিং এ হোয়াইট পেপার, ওয়েবসাইট ইত্যাদি ট্রানসলেশন যদি গুগল ট্রান্সলেশন করা হয় তাহলে কি একসেপ্ট হবে
অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
-
রুলস পড়েন। সেখানে লেখাই থাকে গুগল ট্রান্সলেশন ব্যবহার করা যাবেনা। ব্যবহারকারীকে অবশ্যই মাতৃভাষি হতে হবে। গুগল ট্রান্সলেশন কোথাও একসেপ্ট হবেনা। আর এই প্রশ্নগুলো করার আগে রুলস পড়া উচিৎ ছিলো। প্রশ্নগুলো কেমন জানি বেসিক প্রশ্ন হয়ে গেলো যা নতুনরা করলে মানায়।
-
রুলস পড়েন। সেখানে লেখাই থাকে গুগল ট্রান্সলেশন ব্যবহার করা যাবেনা। ব্যবহারকারীকে অবশ্যই মাতৃভাষি হতে হবে। গুগল ট্রান্সলেশন কোথাও একসেপ্ট হবেনা। আর এই প্রশ্নগুলো করার আগে রুলস পড়া উচিৎ ছিলো। প্রশ্নগুলো কেমন জানি বেসিক প্রশ্ন হয়ে গেলো যা নতুনরা করলে মানায়।
আপনার কথাটা সঠিক। প্রশ্নটা করা হয়ছে আমার ট্রান্সলেশন সম্পর্কে কোনো ধারণা ছিল না। আপনার কমেন্ট পরে বুঝতে পারলাম এবং জানতে পারলাম কিভাবে ট্রান্সলেশণ ক্যাম্পইন করতে হয় এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
-
ট্রানসলেশন ক্যাম্পিং এ হোয়াইট পেপার, ওয়েবসাইট ইত্যাদি ট্রানসলেশন যদি গুগল ট্রান্সলেশন করা হয় তাহলে কি একসেপ্ট হবে
অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
ভাই গুগল যদি ট্রাসলেশান করে দেয় তাহলে আপনি আর কি ট্রানসলেশন করলেন এটা একটা সাধারণ ব্যাপার। তাছাড়া সবাই জানে গুগল ঠিকমত ট্রান্সলেশন করে দেয়না তাই আপনি যদি গুগল থেকে ট্রান্সলেশন করে দেন তাহলে ওখানে তথ্যে ভূল থাকবে নিঃসন্দেহে তাই এটা কখনো কেউ গ্রহণ করবেনা। তবে আপনি গুগল ট্রন্সলেশন থেকে সাহায্য নিয়ে নিজের ভাষায় ঠিকঠাক করে লিখতে পারেন আশাকরি সমস্যা হবেনা।
-
আপনি যেখান থেকে গুগোল ট্রানসলেশন করবেন। সেখানে আপনার নিজের মাতৃভাষা আর প্রয়োজন হবে। তাই আমি মনে করবো আপনি গুগল ট্রান্সলেশন করলে একসেপ্ট নাও করতে পারেন।
-
হ্যাঁ ভাই আপনি যে প্রশ্নটা সম্পর্কে জানতে চেয়েছেন। আপনি যদি গুগোল ট্রানসলেশন করেন তাহলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ গুগোল ট্রানসলেশন সবসময় সঠিক হয় না অনেক ভুল তথ্য প্রদান করে থাকে যার কারণে আপনি কষ্ট করে করলেন কিন্তু But accept হলো না। তাই আমার মতে গুগোল ট্রানসলেশন না করাটাই উত্তম।
-
ট্রানসলেশন ক্যাম্পিং এ হোয়াইট পেপার, ওয়েবসাইট ইত্যাদি ট্রানসলেশন যদি গুগল ট্রান্সলেশন করা হয় তাহলে কি একসেপ্ট হবে
অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
ভাই গুগল যদি ট্রাসলেশান করে দেয় তাহলে আপনি আর কি ট্রানসলেশন করলেন এটা একটা সাধারণ ব্যাপার। তাছাড়া সবাই জানে গুগল ঠিকমত ট্রান্সলেশন করে দেয়না তাই আপনি যদি গুগল থেকে ট্রান্সলেশন করে দেন তাহলে ওখানে তথ্যে ভূল থাকবে নিঃসন্দেহে তাই এটা কখনো কেউ গ্রহণ করবেনা। তবে আপনি গুগল ট্রন্সলেশন থেকে সাহায্য নিয়ে নিজের ভাষায় ঠিকঠাক করে লিখতে পারেন আশাকরি সমস্যা হবেনা।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ট্রানসলেশন ক্যাম্পিং এর রুলস অনেকবার পড়েছি কিন্তু তারপরও বুঝতে পারিনি কিভাবে ট্রান্সলেশন ক্যাম্পেইন করতে হয়। মালাম ভাইয়ের কমেন্ট পড়ে বুঝতে পারলাম গুগোল ট্রান্সলেশন করলে ট্রানসলেশন ক্যাম্পেইন একসেপ্ট হবে না। তারপর আপনার কমেন্ট টা পড়ে আরো ক্লিয়ার হয়ে গেলাম যে গুগোল ট্রানসলেশন অনেক ভুল আনসার দিয়ে থাকে সেগুলো মডিফাই করে নিতে পারলে একসেপ্ট করতে পারে। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
-
যেহেতু @Malam90 সকলের জন্য ভালো করে বুঝাই দিয়েছে, তাই @bmw1 আপনার এই পোষ্টটি লক করুন, যেন নতুন ব্যবহারকারীরা এখানে স্পামিং না করে। আর সকলের উচিত কোনো ধরনের সহজ পন্থা ব্যবহার না করার, কারণ এতে আপনাদের ক্যারিয়ারে লম্বা সময়ের জন্য প্রভাব পড়তে পারে। ;)