Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: AIam333 on May 28, 2021, 05:54:15 PM
-
কার কার কোন ওয়ালেট পছন্দ দয়া করে বলবেন। কারণ কে কোন অনেক ব্যবহার করেন তাতো জানিনা। তাই আপনারা দয়া করে বলবেন।
-
ফোরামে পছন্দের ওয়ালেট সম্পর্কে অনেক গুলো পুরনো পোস্ট রয়েছে এবং সম্ভবত পিন পোস্টও রয়েছে। তাই আপনি সেগুলো থেকে এই উত্তরটি পেয়ে যেতে পারতেন। এই ধরনের লো-কোয়ালিটির পোস্ট না করাটাই উত্তম।
-
আমার পছন্দের শীর্ষ স্থানে ট্রাস্ট ওয়ালেট এবং মাই ইথার ওয়ালেট (মিউ) রয়েছে। ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করা অন্যান্য ওয়ালেটের থেকে অনেক সহজ এবং নিরাপদ। তাছাড়া এখানে প্রায় সকল টোকেন ও কয়েন সাপোর্ট করে থাকে। অন্যদিকে ইথেরিয়াম নেটওয়ার্ক এর জন্য মাই ইথার ওয়ালেটের ব্যবহার খুবই উপযোগী।
-
ভাই আমার কাছে তিনটা ওয়ালেট সবচেয়ে পছন্দ সেগুলো হলো
১. ট্রাস্ট ওয়ালেট
২. মাই ইথার ওয়ালেট
৩. মেটামাস্ক
আমি এই তিনটা পলিটি সবচেয়ে বেশি পছন্দ করি এবং যেকোনো অনেক বাউন্টিতে কাজ করতে চাইলে এই তিনটা ওয়ালেট থেকে যেকোনো লিংক বের করা যায়। তাছাড়া ট্রাস্ট ওয়ালেট হল মাল্টি একাউন্ট, ট্রাস্ট ওয়ালেট এর মধ্য অন্যান্য ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করে যে কোন কাজ করা যায় যেমনঃ সেন্ড, রিসিভ
অন্যদিকে মেটামাস্ক একই
তাই আমি এই তিনটা ওয়ালেট সবচেয়ে বেশি পছন্দ করি।
-
আমার কাছে ট্রাস্ট ওয়ালেট একটু বেশি পছন্দ। এই ফোরামে একজন নতুন ইউজার। তাই আমার জানামতে ট্রাস্ট ওয়ালেট অনেক ভালো। তাই কোনো সিনিয়র ভাইদের কাছ থেকে আমরা জানতে পারি। এটাই মনে হয়।
-
কার কার কোন ওয়ালেট পছন্দ দয়া করে বলবেন। কারণ কে কোন অনেক ব্যবহার করেন তাতো জানিনা। তাই আপনারা দয়া করে বলবেন।
মাইইথারওয়ালেট, মেটামাস্ক ও ট্রাস্টওয়ালেট। এই তিনটা খুবই জনপ্রিয় বর্তমানে। আমি ৩ টাই ব্যবহার করি। তবে বর্তমানে মেটামাস্ক ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে বিশেষ করে ডেফি প্রজেক্টে লেনদেন করার জন্য সোয়াপগুলোতে।
-
ক্রিপ্টোকারেন্সিতে অনেকেই অনেক ধরনের ওয়ালেট ব্যবহার করে থাকে। তবে আমার কাছে ট্রাস্ট ওয়ালেট পছন্দনীয় কেননা এই ওয়ালেটে সকল ধরনের টোকেন সাপোর্ট করে থাকে। এর সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো। ব্যবহার করাও অনেক সহজ। তাই আমি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর এই ব্যাপারে সিনিয়র ভাইদের পোস্ট দেয়া আছে সেখানে লক্ষ করলে সব বুঝতে পারবেন।
-
আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ ওয়ালেট হলো ট্রাস্ট ওয়ালেট। কারণ ট্রাস্ট ওয়ালেট থেকে সকল কয়েন এড করা যায় এমন একটি সম্পূর্ণ ওয়ালেট ব্যবহার করে সুবিধা বেশি পাওয়া।
-
আমার সবচেয়ে পছন্দের ওয়ালেট হল ট্রাস্ট ওয়ালেট। এখন প্রায় অধিকাংশ মানুষই এই ওয়ালেট ব্যবহার করে। ট্রাস্ট ওয়ালেট এ সব কিছুই সাপোর্ট করে। এই ওয়ালেট এর সিকিউরিটি অবস্থা খুবই শক্তিশালী এবং নিরাপদ যার জন্য সবাই এখন এই ওয়ালেট ব্যবহার করে।
-
আমার পছন্দের ওয়ালেট গুলোর মধ্য তিনটে অন্যতম।
১/ ট্রাস্ট ওয়ালেট
২/ মেটামাস্ক
৩/ মাই ইথার ওয়ালেট
বাউন্টি করার কাজে সবচেয়ে বেস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেট। এ ওয়ালেটের বিনান্স স্মার্ট চেইন ও ইথিরিয়াম ওয়ালেট এড্রেস একই।তাই নির্ভয়ে কাজ করা যায়।
-
আমার প্রিয় ওয়ালেট হচ্ছে ট্রাস্ট ওয়ালেট মাই ইথার ওয়ালেট। বাউন্টি করতে গেলে সবচেয়ে বেস্ট ওয়ালেট হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। কিন্তু অন্যের ওয়ালেট সম্পর্কে জেনে আপনি কি করবেন। আপনার যদি কোন প্রবলেম থাকে তাহলে আপনি প্রবলেম টি লিখে বলবেন আশা করি আমরা এখানে অনেকেই আছি এবং আরো অনেক সিনিয়র ভাইয়েরাও আছেন তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে।
-
আমার কাছে পছন্দের শীর্ষ স্থানে রয়েছে ট্রাস্ট ওয়ালেট। তবে অনেক ক্ষেত্রেই আমি মাই ইথার ওয়ালেট এবং মেটামাস্কও ব্যবহার করে থাকি। আমার কাছে এই তিনটি ওয়ালেটই অনেক প্রিয়। শুধু আমার কাছেই নয়, আমার মনে হয় সবারই এই তিনটি ওয়ালেট পছন্দ।
-
আমার পছন্দের শীর্ষ স্থানে ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করা অন্যান্য ওয়ালেটের থেকে অনেক সহজ এবং নিরাপদ। তাছাড়া এখানে প্রায় সকল টোকেন ও কয়েন সাপোর্ট করে থাকে তাই আমার মতে ট্রাস্ট ওয়ালেট ই সেরা ও আমার পছন্দের।
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যতগুলো ওয়ালেট রয়েছে এরমধ্যে ইথেরিয়াম ভলেট ও trust ওয়ালেট অন্যতম। এদের মধ্যে trust ওয়ালেট আমার কাছে সবচেয়ে ফেভারিট। কারণ এখানে প্রায় সকল সুযোগ-সুবিধা রয়েছে এমনকি Eth20 ওয়ালেট কানেক্ট করা যায়। ট্রাস্ট ওয়ালেটের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
-
কার কার কোন ওয়ালেট পছন্দ দয়া করে বলবেন। কারণ কে কোন অনেক ব্যবহার করেন তাতো জানিনা। তাই আপনারা দয়া করে বলবেন।
মাইইথারওয়ালেট, মেটামাস্ক ও ট্রাস্টওয়ালেট। এই তিনটা খুবই জনপ্রিয় বর্তমানে। আমি ৩ টাই ব্যবহার করি। তবে বর্তমানে মেটামাস্ক ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে বিশেষ করে ডেফি প্রজেক্টে লেনদেন করার জন্য সোয়াপগুলোতে।
আমার কাছে জনপিয় অনেল হলো মাইইথার অলেট এটা আমি প্রথম থেকে ব্যাবহার করতাছি তার জন্য আমি এই অলেট কে অনেক বালো বাসি তার জন্য আমি মাইইথার অলেট ব্যাবহার করি আমি আর কোন অলেট ব্যাবহার করি নাই তার জন্য অন্য কোন অলেট এর দারোনা আমার নাই
-
আমি ক্রিপ্টোকারেন্সি তবে এসে আমি প্রথমত কয়েনবেস ওয়ালেট ব্যবহার করেছিলাম।কিন্তু তার কিছুদিন পর আমার এই ওয়ালেটে অনেক প্রবলেম হল। তারপর আমি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে শুরু করলাম। এখন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে আমি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করে অনেক ভালো লাগছে।আপনিও ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে পারেন। আমার কাছে এখন ট্রাস্ট ওয়ালেট অনেক পছন্দের একটি ওয়ালেট।
-
ক্রিপ্টোকারেন্সিতে মেটামাস্ক ওয়ালেট, মাইইথার ওয়ালেট,ট্রাস্ট ওয়ালেট এই তিনটি ওয়ালেট ক্রিপ্টোকারেন্সি তে বর্তমানে খুবই জনপ্রিয়। তবে আমার কাছে সবচেয়ে পছন্দনিয় ওয়ালেট হলো ট্রাস্ট ওয়ালেট। আবার অনেক ক্ষেত্রে মেটামাস্ক ওয়ালেট, মাইইথার ওয়ালেট ও ব্যবহার করে থাকি। আমার কাছে এই তিনটি ওয়ালেটই অনেক জনপ্রিয়।
-
আমার পছন্দের শীর্ষস্থানে আছে ট্রাস্ট ওয়ালেট এবং মাই ইথার অলেট। এরমধ্যে সবচাইতে ট্রান্সলেট এর ব্যবহার অনেক নিরাপদ ও সহজ। বাউন্টিতে কাজ করার জন্য বেস্ট ওয়ালেট হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। যার জন্য সবাই এখন এই অলেট ব্যবহার করে থাকেন।
-
আমার একেক কারণে একেক ওয়ালেট পছন্দ। একেক কয়েনের জন্য একেক ওয়ালেট ব্যবহার করাই শ্রেয় বলে আমি মনে করি। তবে আপনি যখন সব কিছু একত্র করে চিন্তা করবেন তখন আমি মনে করি ট্রাস্ট ওয়ালেটই বেস্ট। নতুনদের এই ওয়ালেট টা অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে।
-
কাজ করার ক্ষেত্রে একেকজনের একেক ওয়ালেট পছন্দ। তবে আশা করা যায় ট্রাস্ট ওয়ালেট ভালো,যার সিকিউরিটি গার্ড অনেক বেশি
-
Trust Wallet has written in my destiny that I could not have come this far without them. I used to work on alert coins a long time ago but my ID is banded. Then I opened a new ID. Now I want to work again. Thank you toilet
-
Trust Wallet has written in my destiny that I could not have come this far without them. I used to work on alert coins a long time ago but my ID is banded. Then I opened a new ID. Now I want to work again. Thank you toilet
বাংলা পোস্টে ইংরেজি লিখবেন না। এখানে যারা এসেছে সবাই ইংরেজি জানে। সুতারং ইংরেজি যেখানে যে ভাষায় পোস্ট আছে সেখানে সেই ভাষায় কমেন্ট করুন। কপি পেস্ট করা থেকে বিরত থাকুন। ইতিমধ্যে দেখছি আপনার প্লাগরিজম স্ট্রাইক চলে আসছে।
-
কার কার কোন ওয়ালেট পছন্দ দয়া করে বলবেন। কারণ কে কোন অনেক ব্যবহার করেন তাতো জানিনা। তাই আপনারা দয়া করে বলবেন।
ট্রাস্ট ,মিউ এবং মেটামাস্ক মানিব্যাগ ঠিকানা আমার অত্যন্ত পছন্দ এরমধ্যে সবচেয়ে বেশি পছন্দ ট্রাস্ট মানিব্যাগ ঠিকানা
-
আমি এই ফোরামের নতুন একজন সদস্য আপনাদের পোস্টের মাধ্যমে অনেক কিছুই শিখতে ও বুঝতে পারতেছি। আপনারা যদি মূল্যবান টপিক গুলো তুলে ধরেন তাহলে আমাদের জন্য বুঝতে অনেকটা সহজ হবে। তাই প্রয়োজনীয় মূল্যবান টপিক গুলো যদি তুলে ধরেন তাহলে খুব সহজেই আমরা সবকিছু বুঝতে পারব ধন্যবাদ।
-
আমি হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার করতে সবচেয়ে বেশি পছন্দ। তবে মোবাইল লাইট গুলোর মধ্যে ট্রান্সলেট ব্যবহার করি। অন্যান্য ওয়ালেট গুলো ব্যবহার করিনা। কারণে এক সময় আমি মাই ইথার ওয়ালেট ব্যবহার করতাম। তবে আমার একটি মাই ইথার ওয়ালেট হাইজ্যাক হওয়ার পরে আমি এটি ব্যবহার করিনা। সে দিক থেকে বিবেচনা করলে হার্ডওয়্যারও অনেকগুলো অনেক সুরক্ষিত। তবে এক্সচেঞ্জ ওয়ালেট গুলো আরো বেশি সুরক্ষিত যদি কেওয়াইসি করা থাকে।
-
কার কার কোন ওয়ালেট পছন্দ দয়া করে বলবেন। কারণ কে কোন অনেক ব্যবহার করেন তাতো জানিনা। তাই আপনারা দয়া করে বলবেন।
আমার পছন্দের শীর্ষ স্থানে ট্রাস্ট ওয়ালেট এবং মাই ইথার ওয়ালেট (মিউ) রয়েছে। ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করা অন্যান্য ওয়ালেটের থেকে অনেক সহজ এবং নিরাপদ। তাছাড়া এখানে প্রায় সকল টোকেন ও কয়েন সাপোর্ট করে থাকে। অন্যদিকে ইথেরিয়াম নেটওয়ার্ক এর জন্য মাই ইথার ওয়ালেটের ব্যবহার খুবই উপযোগী।
-
কার কার কোন ওয়ালেট পছন্দ দয়া করে বলবেন। কারণ কে কোন অনেক ব্যবহার করেন তাতো জানিনা। তাই আপনারা দয়া করে বলবেন।
[/quoteআমার কাছে ট্রাস্ট ওয়ালেট একটু বেশি পছন্দ। এই ফোরামে একজন নতুন ইউজার। তাই আমার জানামতে ট্রাস্ট ওয়ালেট অনেক ভালো। তাই কোনো সিনিয়র ভাইদের কাছ থেকে আমরা জানতে পারি। এটাই মনে হয়।
-
আমার অভিজ্ঞতা থেকে এখন পর্যন্ত আমি যতগুলো ক্রিপ্টো ওয়ালেট দেখেছি তার মধ্যে আমার কাছে অন্যতম সেরা ওয়ালেট মনে হয়েছে ট্রাস্ট ওয়ালেট কে। কারণ আমরা সকলেই জানি ট্রাস্ট ওয়ালেটের সিকিউরিটি সিস্টেম অন্যান্য ওয়ালেটের তুলনায় অনেক আধুনিক এবং ভালো। তাই আপনি যদি আমার পছন্দের ওয়ালেট এর কথা জানতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে ট্রাস্ট ওয়ালেট এর কথা বলব।
-
ক্রিপ্টোকারেন্সি তে কাজ করার জন্য সকল বাউন্টি হান্টাররা বিভিন্ন ধরনের ওয়ালেট ব্যবহার করে থাকে। তারমধ্যে আমি যে ওয়ালেট ব্যবহার করি সেটা হল ট্রাস্ট ওয়ালেট।
এটা একটি মাল্টি চেইন ওয়ালেট। যেখানে সব প্লাটফর্মে ঢোকেন সাপোর্ট করে। এখন অধিকাংশ লোকজন এই ওয়ালেট ব্যবহার করে থাকে সুযোগ সুবিধা বেশি থাকার কারণ।
-
ক্রিপ্টোকারেন্সি তে কাজ করার জন্য ওয়ালেট এর গুরুত্ব সবচেয়ে বেশি বলে আমি মনে করি। কারন কোন একটি বাউন্টি প্রজেক্টে যুক্ত হওয়ার জন্য আপনাকে অবশ্যই ওয়ালেট এড্রেস দিতে হয়।
তবে মানুষ বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ব্যবহার করে থাকে। কেউ মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, মাই ইথার ওয়ালেট ব্যবহার করে থাকে।
-
ক্রিপ্টোকারেন্সি তে অনেক দিন যাবত কাজ করছি অনেক আগে মাই ইথেরিয়াম ওয়ালেট ব্যবহার করছি। কিন্তু বর্তমানে এখন ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতেছি। তবে ট্রাস্ট ওয়ালেট খুবই ভালো এবং নিরাপদ হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কম। একবার লগইন করলে আর দ্বিতীয়বার লগইন করার প্রয়োজন হয় না এদিক দিয়ে অনেক সুবিধা এবং এখান থেকে যেকোন ধরনের এড্রেস বের করা যায়।
-
আমার সবচেয়ে বেশি পছন্দ হলো ট্রাস্ট ওয়ালেট। কারণ অতীতে ইথেরিয়াম ওয়ালেট ব্যবহার করে আসছি। কিন্তু ইথেরিয়াম ওয়ালেট হ্যাক হয় বেশি নিরাপদ কম। কিন্তু তুলনামূলকভাবে ট্রাস্ট ওয়ালেট সবচেয়ে ব্যবহার করে আরামদায়ক। সিকিউরিটি বেশি থাকার কারণে ওয়ালেট এর ভূমিকা অনেক বেশি।
-
ক্রিপ্টোকারেন্সি তে অনেক রকমের ওয়ালেট রয়েছে একজন ইউজার ভিন্ন ভিন্ন অর্থ ব্যবহার করে। আমি সর্বতম মাই ইথার ওয়ালেট ব্যবহার করেছি কিন্তু এই ওয়ালেট আমার কাছে সিকিউরিটি সম্পন্ন মনে হয়নি। এজন্য আমি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। আপনি এখান থেকে প্রায় সমস্ত ওয়ালেট দিতে পারবেন বাউন্টি করতে যেটা প্রয়োজন হবে। এবং সবচাইতে সিকিউরিটি সম্পন্ন এই ওয়ালেট টি।
-
ক্রিপ্টোকারেন্সি তে যখন থেকে কাজ করছি ঠিক তখন থেকেই Trust wallet ব্যবহার করতে শুরু করেছি। আমি সিনিয়ার ইউজার দের কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম তারাও আমাকে এই ওয়ালেট ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছিল। আমি নিজেও গেটে দেখেছি এটি হচ্ছে সবথেকে সিকিউরিটি সম্পন্ন ওয়ালেট। এক হয়ে যাওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে কিন্তু তা ছাড়া বাকি ওয়ালেট গুলোতে মাঝে মাঝে হ্যাক হয়ে যাওয়ার কথা শুনেছি।
-
বর্তমানে ট্রাস্ট ওয়ালেট, মাই ইথার ওয়ালেট, এবং মেটা মাক্স ওয়ালেট অনেক জনপ্রিয়। কিন্তু আমি সবথেকে ট্রাস্ট ওয়ালেট কে বেশি প্রাধান্য দেই। কেননা ট্রাস্ট ওয়ালেটে লেনদেন করে অনেক সুবিধা পাওয়া যায়। এবং এই টাস্ট ওয়ালেটের সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো।
-
ক্রিপ্টোকারেন্সি তে সবাই কিন্তু এক ধরনের ওয়ালেট ব্যবহার করেনা। আমার পছন্দের ওয়ালেট হলো ট্রাস্ট ওয়ালেট। যেটা আমি সর্বদা ব্যবহার করে থাকি।
-
আমার সবথেকে পছন্দের ওয়ালেট হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। কিন্তু এর আগে আমি ব্যবহার করেছি আমি মিউ ওয়ালেট আমার কাছে এই দুটি অল এটি খুবই ভালো। কারণ এই দুটি ওয়ালেট এর সুযোগ সুবিধা অনেক ভালো এবং ব্যাকআপ কে খুব স্ট্রং হ্যাক হয়ে যাওয়া সম্ভবনা একদমই নেই। বর্তমানে যে সকল বাউন্টি হান্টার রয়েছে তাদের মধ্যে শতকরা 95% ইউজার এই দুটি ওয়ালেট ব্যবহার করে।
-
আমি যখন ক্রিপ্টোকারেন্সি নতুন আসি তখন থেকেই আমি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট গুলোর মধ্যে ট্রাস্ট ওয়ালেট আমার কাছে খুবই পছন্দনীয়। ট্রাস্ট ওয়ালেট হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কারণ এই ওয়ালেটের সিকিউরিটি সিস্টেম অনেক উন্নত। আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি থেকে যতগুলো ইউজার হয়েছে তার মধ্যে অধিকাংশ ইউজার ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করে। এটি একটি জনপ্রিয় ওয়ালেট
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবচেয়ে জনপ্রিয় ওয়ালেট হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। এই ওয়ালেটে রয়েছে অনেক সুযোগ সুবিধা। এই ওয়ালেটে রয়েছে অনেক সুন্দর নিরাপত্তা। যা হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম। তাই আমার কাছে ট্রাস্ট ওয়ালেট হচ্ছে জনপ্রিয় ওয়ালেট।
-
আমি ফর্মে নতুন তবে আমার কাছে দুইটা ওয়ালেট সবচেয়ে পছন্দ সেগুলো হলো
১. ট্রাস্ট ওয়ালেট
২. মাই ইথার ওয়ালেট
ফোরামে পছন্দের ওয়ালেট সম্পর্কে অনেক গুলো পুরনো পোস্ট রয়েছে এবং সম্ভবত পিন পোস্টও রয়েছে। তাই আপনি সেগুলো থেকে এই উত্তরটি পেয়ে যেতে পারতেন
-
আমারকাছে সবচেয়ে পছন্দের ওয়ালেট হচ্ছে ট্রস্ট ওয়ালেট এবং বিটগেট ওয়ালেট। এই দুই ওয়ালেটই ট্রান্জজেকসন এবং সোয়াপ করা একদম ইজি এবং সব টোকেন সহজেই এড করা যায়। আরেকটি মেজর ওয়ালেট হলো মেটামাক্স সেটি দিয়ে আপনি খুব সহজেই কোন সাইট থেকে আপনার ওয়ালটটি কানেক্ট করে নিতে পারবেন সো মেটামাক্সও সেরা ওয়ালেট।
-
আমার সব থেকে পছন্দের ওয়ালেট হচ্ছে trust wallet এটাই আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়। কারণ অন্যান্য ওয়ালেট থেকে এই ওয়ালেটে অনেক স্ট্রং এবং সিকিউরিটি গার্ড রয়েছে। তাই আমার কাছে পছন্দের ওয়ালেট Trust wallet ।
-
আমার কাছে সব থেকে পছন্দের ওয়ালেট হচ্ছে trust wallet এটা আমার কাছে সব থেকে বেস্ট ওয়াললেট মনে হয়।আমার কাছে এই ওয়াললেট অনেক ভালো লাগে এখন আপনাদের সবার কাছে কেমন লাগে সেটা বলতে পারলাম না। তাই আমি বলবো যে আমার কাছে সব থেকে trust wallet ভালো লাগে।
-
আমার পছন্দের ওয়ালেট হচ্ছে Trust wallet. অন্যান্য যেসব ওয়ালেট রয়েছে। সেগুলোর মধ্যে এটি বেস্ট এবং অনেক শক্তিশালী। এখানে আপনার সিকিউরিটি গার্ড রয়েছে সম্পূর্ণ সুরক্ষিত আপনি এই ওয়ালেট ব্যবহার করতে পারবেন।আর আপনার trust wallet এর private key গুলো নিজের কাছে ভালো ভাবে রাখতে হবে। আমি মনে করবো আপনি যদি trust wallet ব্যবহার করেন। তাহলে আপনি নিরাপদ এ ব্যবহার করতে পারেন ।