Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Logitech50 on June 07, 2021, 12:25:09 PM

Title: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Logitech50 on June 07, 2021, 12:25:09 PM
ইথেরিয়াম কয়েন এর দাম 4000 ডলার পর্যন্ত হয়েছিল। সেখান থেকে দাম একটু কমেছে ইথেরিয়াম কয়েনের দাম কম বেশি হবে এটা স্বাভাবিক। তাই পরবর্তী টার্গেট হবে পাঁচ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Triedboy on June 07, 2021, 12:29:16 PM
ইথেরিয়াম প্রায় সর্বোচ্চ 4k ডলার অতিক্রম করেছিল। বিটকয়েনের প্রাইসকমে আসার কারণে ইথিরিয়াম এর প্রাইস কমে গিয়েছে তার পরেও বিটকয়েন এর তুলনায় সেরকমভাবে কমে যায়নি। বর্তমানে অনেক ইনভেস্টর এবং কি যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে এনালাইসিস করতে পারে তারা সবাই মনে করছে ইথেরিয়াম প্রাইস 5k ছাড়িয়ে যাবে। ইথেরিয়াম প্রাইস কিন্তু বর্তমানে বৃদ্ধির উপরে রয়েছে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: AIam333 on June 07, 2021, 01:03:33 PM
ইথারিয়াম কয়েনের দাম সর্বোচ্চ রেকর্ড করেছিল 4 হাজার ডলার। এখন বর্তমানে সেটি আস্তে আস্তে কমতে কমতে অনেক নিচের দিকে চলে গেছে। কিন্তু আমার মনে হয় আবার এটি 4 হাজার ডলার ছেড়ে যেতে পারে। এটা বলে আমার মনে হয়।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Salman y90 on June 07, 2021, 01:18:20 PM
আমরা সবাই জানি যে ইথারিয়াম কয়েন চার হাজার ডলার এর কাছাকাছি স্পর্শ করেছিল। কিন্তু এখন বর্তমান সময়ে এটি অনেক কমে গেছে। ইথারিয়াম কোয়েন টি অনেক ডাম্পিং এর দিকে যাচ্ছে। আমার মতে এটি আবার পাম্পিং হয়ে চার হাজার ডলার ছাড়িয়ে যাবে। এইটুকু ধৈর্য আপনারা ধরতে পারেন বা রাখতে পারেন।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Acifix on June 07, 2021, 02:10:43 PM
ইথারিয়াম কিপ্টকারেন্সি মার্কেট জগতে 4 হাজার ডলার স্পর্শ করেছিল। কিন্তু এখন বর্তমান সময়ে এটি কমতে কমতে অনেক ডাম্পিং হচ্ছে। ইথারিয়াম কয়েন কিপ্ট কারেন্সি মার্কেটে দ্বিতীয় নাম্বার স্থানে রয়েছেন। এই কয়েনটি মার্কেটে অনেক জনপ্রিয় একটি কয়েন। ইথারিয়াম কয়েনের বিনিয়োগকারীরা খুবই আগ্রহী এই কয়েন এর জন্য। ইথারিয়াম কয়েন পরবর্তীতে যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ডাম্পিং হয় তাহলে চার হাজার ডলার ছেড়ে যেতে পারে। কারণ এটি 4 হাজার ডলার স্পর্শ করেছিল। তাহলে অবশ্যই এটি যদি পাম্পিং এর দিকে যদি যায় চার হাজার ডলারের উপরে যেতে পারে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Mrkadir85 on June 07, 2021, 04:27:23 PM
ইথেরিয়াম ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দ্বিতীয় পপুলার কয়েন। কিছুদিন আগে ইথেরিয়াম চার হাজার ডলার অতিক্রম করেছিল কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম কমে আসায় ইথেরিয়াম এর দাম অনেকটাই কমে গেছে। তবে মার্কেটে ইথিরিয়ামের দাম কমার আনুপাতিক হার বিটকয়েনের দাম কমার হারের চেয়ে অনেক কম। মনে করে মার্কেট একটু পরিবর্তন হলে ইথেরিয়াম তার পরবর্তী টার্গেট 5000 ডলার অতিক্রম করবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: HeartBit143 on June 07, 2021, 05:07:14 PM
ক্রিপ্টো মার্কেট এ যতো গুলো কয়েন আছে তার মধ্যে ইথেরিয়াম অন্যতম । এই কয়েনটি জনপ্রিয়তা এবং দামের দিক থেকে  দ্বিতীয় অবস্থানে রয়েছে। যদিও কিছু দিন আগে ইথেরিয়ামের দাম অনেক কমে গিয়েছিল, কিন্তু এখন আবার দাম পাম্প হচ্ছে।  আশা করি এই পাম্প অব্যাহত থাকবে এবং ইথেরিয়ামের দাম ৫০০০$ ছাড়িয়ে যাবে।                                     
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Samu500 on June 08, 2021, 06:20:54 PM
Eth এর ভবিষ্যৎ অনেক ভালো আমরা এটাকে ১০k পর্যন্ত দেখতে পারি মার্কেট আগের অবস্থানে আসলে বর্তমানে মার্কেটে ডাউন ট্রেন্ড চলেছে তবে আগামী ২-৩ বছরের এটির প্রাইস আগাবে আমরা যদি ২০১৮-২০১৯ দেখি তাহলে ২০০-৫০০$ প্রাইস ছিলো কিন্তু ২০২১ এসে তা ৪০০০ স্পর্শ করেছে। আশা করছি এটির ভবিষ্যৎ অনেক ভালো।                   
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Milon626 on June 08, 2021, 07:00:11 PM
ইথেরিয়াম অনেক জনপ্রিয় একটি কয়েন। ইথেরিয়ামের দাম কিছু দিন আগে অনেক বেশি ছিলো।  তখন মনে হয়েছিল যে ইথেরিয়াম হয়তোবা ১০০০০$ স্পর্শ করবে।  কিন্তু তখন ইথেরিয়াম আর পাম্প করেনি, অনেক ডাম্প করেছে।  আর তার ফলে ইথেরিয়ামের দাম একেবারে অর্ধেকে নেমে এসেছিলো।  কিন্তু এখন আবার ইথেরিয়ামের দাম পাম্প করতেছে। আমার মনে হয় যদি সিচুয়েশন ভালো থাকে তবে ইথেরিয়াম ৫০০০$ পার করে যাবে।                                         
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Random203 on June 08, 2021, 08:17:45 PM
ইথেরিয়াম ২০২১ সাএ অনেক পাম্প করেছিলো।  ইথেরিয়ামের দাম প্রায় ৫০০০$ হয়েছিলো। কিন্তু মাঝখানে আবার সব কয়েনের দাম একেবারে কমে এসেছে।  তাই এখন সময় হলো বিনিয়োগ করা। এখন বিনিয়োগ করে রাখতে পারলে ভবিষ্যতে অনেক লাভবান হওয়া সম্ভব।                           
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Terrasin on June 09, 2021, 10:25:18 AM
গত এক মাস আগে ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার ক্রস করেছিল। সেখান থেকে ইথেরিয়াম কয়েনের দাম কমে 2432 ডলারে এসেছে। তবে সব কয়েন এর দাম কমে পুনরায় আবার বৃদ্ধি পাওয়ার জন্য। তবে ভবিষ্যতে ইথিরিয়াম কয়েনের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Ricky on June 10, 2021, 06:53:27 AM
ইথেরিয়াম কয়েন এর দাম 4000 ডলার পর্যন্ত হয়েছিল। সেখান থেকে দাম একটু কমেছে ইথেরিয়াম কয়েনের দাম কম বেশি হবে এটা স্বাভাবিক। তাই পরবর্তী টার্গেট হবে পাঁচ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
হ্যা, আমার জানামতে এটাই ইথেরিয়াম এর সর্বোচ্চ রেকর্ড। বিটকয়েন এর দাম যে অনুপাতে ডাম্প করেছে ইথেরিয়াম এর দামও ঠিক সে অনুপাতেই ডাম্প করেছে। তাহলে আমরা এটা আবশ্যই আশা করতে পারি যে, মার্কেট যখন ভালো হবে, বিটকয়েনর দাম যখন বৃদ্ধি পাবে ইথেরিয়াম এর দামও বৃদ্ধি পেতে শুরু করবে। তবে আমার মনে হয় এবার ইথেরিয়াম হোল্ডারদের একটু দীর্ঘদিনই অপেক্ষা করতে হতে পারে প্রফিট তুলে নেওয়ার জন্য। দুই -তিন মাস আগেও যারা বিনিয়োগ করেছিলেন।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: abir khan on June 10, 2021, 12:10:45 PM
আমরা সবাই জানি যে কিছুদিন আগে ইথেরিয়াম চার হাজার ডলারের উপরে ছিল। এবং কি একটি নতুন রেকর্ড করেছিল। তারপর হঠাৎ করে মার্কেটের অবস্থা খারাপ হওয়ার কারণে ইথেরিয়াম এর দাম অনেকটাই কমেছে। আমি মনে করি যে ইথেরিয়াম এই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করতে পারবে  ভবিষ্যতে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: SobujAkash#8 on June 10, 2021, 03:53:05 PM
আমরা সবাই জানি কিছুদিন আগে ইথিরিয়াম অনেকটাই বেড়ে গিয়েছিল চার হাজার ডলার স্পর্শ করেছিল। কিন্তু এখন বর্তমানে ইথেরিয়াম এর দাম অনেকটা কমে এসেছে। কিন্তু ধীরে ধীরে ইথেরিয়াম এটা আবার বৃদ্ধি পাবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: bmw1 on June 10, 2021, 06:50:36 PM
আপনি বলেছেন ইথেরিয়াম খুব দ্রুতই 4 হাজার ডলার অতিক্রম করেছিল এটা ঠিক কিন্তু ইথিরিয়াম চার হাজার ডলার স্পর্শ করার পরপরই আবার ডাউন হয়ে গেছিল। ক্রিপ্টোকারেন্সি মধ্যে সবচেয়ে জনপ্রিয় কয়েন হচ্ছে বিটকয়েন। যদি লক্ষ্য করে দেখা যায় বিটকয়েনের দাম বাড়লে অন্যসব কয়েনের দাম বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ যখন বিটকয়েনের দাম 60 হাজার ডলার স্পর্শ করছিল তখনই ইথেরিয়াম 4000 ডলার স্পর্শ করছে । তাই আবার দেখা গিয়েছিল বিটকয়েন এর দাম 40 হাজার ডলারে নেমে এসেছিল তখন ইথিরিয়াম ছিল 3200 ডলার। ডলারের দাম সব সময় আপডাউন করে এটা সত্ত্বেও বলা যেতে পারে যদি বিটকয়েনের দাম বাড়ে তাহলে অবশ্যই ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাবে এবং ইথিরিয়াম আবারো চার হাজার ডলার স্পর্শ করতে পারে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Bma on June 10, 2021, 08:24:15 PM
আমার মনে হয় ইথেরিয়াম 5000 ডলার অতিক্রম করবে। কারণ ইথেরিয়াম প্রত্যেকটা মানুষের পছন্দের একটি কয়েন যে কয়েন হোল্ড করলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই বেশি। যদিও ইথেরিয়াম এর উপরে আরেকটি কয়েন রয়েছে সেটা হল বিটকয়েন। কিন্তু ইথিরিয়াম পাম্পিং হয় অনেক বেশি ডাম্পিং হয় অনেক কম তাই আমাদের চিন্তা করাটা স্বাভাবিক যে 5000 ডলার অতিক্রম করবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Rifan Khan on June 14, 2021, 03:07:26 AM
আমরা কিছুদিন আগে দেখেছি ইথারিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল। কিন্তু আমরা আজ কয়েকদিন ধরে দেখছি যে ইথারিয়াম কয়েনের দাম নিচের দিকে ডাম্পিং হচ্ছে। আমি মনে করি যে আর কিছুদিন পর আমরা দেখতে পাবো যে ইথার ই আম কয়েনের দাম কিপ্ট কারেন্সি মার্কেটে 5000 ডলার স্পর্শ হবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Mj joy on June 14, 2021, 06:14:38 PM
ইথেরিয়াম কয়েন এর দাম 4000 ডলার পর্যন্ত হয়েছিল। সেখান থেকে দাম একটু কমেছে ইথেরিয়াম কয়েনের দাম কম বেশি হবে এটা স্বাভাবিক। তাই পরবর্তী টার্গেট হবে পাঁচ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
আমার মনে হয় এত নিশ্চিতভাবে মার্কেট সম্পর্কে ধারণা দেওয়া ঠিক নয়। কারণ ক্রিপ্টো মার্কেট কখন কোন দিকে গড়ায় সেটা বলা সম্ভব। তবে আপনি যে ইথেরিয়াম এর কথাটা তুলে ধরেছেন আমার মনে হয় ইথেরিয়াম এর প্রাইস টা 5000 কে ছাড়িয়ে যেতে অনেকটা সময়ের ব্যাপার। আমি নিশ্চিতভাবে বলতে পারছিনা একটু সম্ভব না হয় 2021 সালের শেষের দিকে সব টোকেন এর মূল্য অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Rifan Khan on June 15, 2021, 03:52:05 AM
হ্যাঁ আমরা কিছুদিন আগে দেখেছি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইথারিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল। কিন্তু এখন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এটি 4 হাজার ডলার থেকে নীচে নামতে নামতে অনেক ডাম্পিং হয়েছে।ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইথেরিয়াম এর দাম 4 হাজার ডলারের উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: RSRS on June 15, 2021, 11:23:41 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বিটকয়েনের পাশাপাশি ইথেরিয়াম কয়েনের দাম ও অনেক বৃদ্ধি পেয়েছিল। তবে এখন দাম অনেকটা কমে গেছে।মনে হয় আবারো তার চার হাজার ডলার অতিক্রম করে নতুন রেকর্ড গড়বে। কারণ ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম এর ভূমিকা অনেক বেশি ‌
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Mental on June 16, 2021, 10:43:32 AM
অবশ্যই 5000 ডলার অতিক্রম করবে কারণ ইথেরিয়াম হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় একটি কয়েন। ইথেরিয়াম এর উপরে রয়েছে বিটকয়েন আর বিটকয়েনের পরেই রয়েছে ইথেরিয়াম তাই ইথেরিয়াম ধীরে ধীরে চাঁদে যাবে এটা ভাবা স্বাভাবিক একটি বিষয়।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Diknel on August 02, 2021, 03:26:08 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আরেকটি জনপ্রিয় করেন হলো ইথারিয়াম। বর্তমানে ইথারিয়াম ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দ্বিতীয় স্থান দখল করে আছে। কিছুদিন আগে ইথারিয়াম কয়েনের দাম 40 হাজার ডলার স্পর্শ করেছিল। কিন্তু বর্তমানে এই কয়েনের দাম কমে অর্ধেক হয়েছে। বর্তমানে ক্রিপ্টো মার্কেটে সব কয়েনের দাম কমে গেছে ‌। তবে আমার মনে হয়, ইথারিয়াম এর দাম আবারো বৃদ্ধি পেয়ে 4 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Imran88 on November 04, 2021, 11:00:56 AM
হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি দ্বিতীয় জনপ্রিয় কয়েন ইথেরিয়াম এর বর্তমান মূল্য 4 হাজার 500 ডলারের উপরে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Tepona on November 04, 2021, 01:05:36 PM
ইথারিয়াম কয়েনটি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। বিটকয়েনের পরের অবস্থানে রয়েছে ইথিরিয়াম এর অবস্থান। কিছুদিন আগেও ইথারিয়াম এর দাম অনেকটাই কম ছিল। কিন্তু বর্তমানে এই জনপ্রিয় মুদ্রার দাম চার হাজার ডলারের উপরে। ভবিষ্যতে জনপ্রিয় মুদ্রা ইথারিয়াম এর দাম আরো বৃদ্ধি পাবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Magepai on November 04, 2021, 01:18:10 PM
ইথেরিয়াম প্রাইস বর্তমানে 4.5k হাজারের উপরে রয়েছে। ইথেরিয়াম প্রাইস এখন যেভাবে বৃদ্ধি পাচ্ছে অবশ্যই অল্প কিছুদিনের মধ্যে 5000 ডলার ছাড়িয়ে যাবে। এজন্য যদি কেউ ইথেরিয়াম মধ্যে ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। ক্রিপ্টোকারেন্সি মধ্যে ইথেরিয়াম এর অবস্থান দ্বিতীয়তে এবং ক্রিপ্টোকারেন্সি মধ্যে সবথেকে পুরাতন কয়েন হচ্ছে এটি। অবশ্যই ইথেরিয়াম প্রাইস 2021 সালের মধ্যে 5000 ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Kangaro45 on November 04, 2021, 02:44:49 PM
ইথেরিয়াম কয়েনের দাম অনেক আগেই 4 হাজার ডলার অতিক্রম করেছে। গত কয়েকদিন আগে ইথেরিয়াম প্রায় 5000 ডলার স্পর্শ করেছিল। যদিও বর্তমানে দাম কিছুটা হ্রাস পেয়েছে। বর্তমানে ইথেরিয়ামের দাম 4 হাজার 500 ডলার এর উপরে রয়েছে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Centus on November 04, 2021, 02:45:00 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আরেকটি জনপ্রিয় কয়েন হচ্ছে ইথারিয়াম। বিটকয়েন এর পরের অবস্থানে রয়েছে ইথারিয়াম এর অবস্থান। ইথারিয়াম এর দাম কিছু দিন আগেও অনেকটাই কম ছিল। কিন্তু বর্তমানে ইথারিয়াম এর দাম আগের তুলনায় অনেকটাই ভালো। বর্তমানে ইথারিয়াম এর দাম চার হাজার ডলার অতিক্রম করেছে ‌। ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আশা করি।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল বর্তমানে ফ্যামিলি পিকচার
Post by: Rds3b on November 04, 2021, 03:13:01 PM
ইথিরিয়াম অ্যাক্টিগুট প্ল্যাটফর্ম একটি জনপ্রিয় মুদ্রা। ক্রিপ্টোকারেন্সি বাজারে তাদের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে 2021 সালে এসে চার হাজার ডলার পার করেছিলো। বর্তমানে ইথারের মূল্য অনেক ভালো অবস্থানে আছে। ইথার এর মূল্য বর্তমানে 4200 ডলার। সবাই ধারণা করছে যে 2021 সালের ভিতরে 5000 ডলার পার করবে। ক্রিপ্টোকারেন্সি তে ইথার এর অবস্থান দ্বিতীয়। এই মুদ্রা কি ভবিষ্যৎ অনেক ভালো।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: EKRA13 on November 09, 2021, 05:47:10 PM
ইথেরিয়াম বর্তমানে দ্বিতীয় জনপ্রিয় কয়েন। ইট্রিয়াম এর দামও একটু থেমে থেমে বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগে ইথেরিয়াম তার জীবনের সর্বোচ্চ রেকর্ড তৈরি করেছে। আবারো নতুন রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে যেহেতু ইথিরিয়াম এর সর্বোচ্চ দাম 5000 ডলার স্পর্শ করেছিল এবং বর্তমানে মার্কেট পুনরায় পাম্পিং হচ্ছে তাই খুব শীঘ্রই ইথেরিয়াম তার নতুন রেকর্ড তৈরি করার জন্য রানিং শুরু করবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Casual on November 09, 2021, 10:26:36 PM
যতই বিট কয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে সেই সাথে সাথে ইথিরিয়াম প্রাইজের ও উন্নতি লক্ষ্য করতে পারছি আমরা ‌। বর্তমানে অবস্থাতে যেভাবে ইথিরিয়াম প্রাইস এর উন্নতি হচ্ছে অবশ্যই হয়তো বা কয়েক সপ্তাহের মধ্যে ইথিরিয়াম প্রাইস 5000 ডলার ছাড়িয়ে যাবে। শুধু পাঁচ হাজার ডলার ছাড়িয়ে যাবে যে তাই নয় 2021 সালের মধ্যে 6 হাজার ডলার এ হিট করতে পারে ‌। যেহেতু ক্রিপ্টোকারেন্সি এর মধ্যে জনপ্রিয়তার দ্বিতীয় অবস্থানে এই ইথিরিয়াম কয়েনটি।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: JISAN on November 10, 2021, 03:52:10 AM
  ইথিরিয়াম এখন জন প্রিয় একটা কয়েন এই কয়েন টার দাম শুদু বেরেই চলছে। ইথিরিয়াম এর বর্তমান দাম ৪৭০০ ডলার এর উপরে আর মনে হয় নতুন বছর শুরু হতেই ইথিরিয়াম ৫০০০ডলার এর উপরে উঠে জাবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Rds3b on November 10, 2021, 04:54:41 PM
বর্তমানে ইথেরিয়াম  গুড পজিশনে আছে। ক্রিপ্টোকারেন্সি তে যার অবস্থান দ্বিতীয় এবং এখানে সবথেকে বেশি ইনভেস্ট হয়ে থাকে। বর্তমানে ইথার এর মূল্য 4800 ডলার। বর্তমানে ইথার যে হারে পাম্পিং শুরু করেছে তাতে মনে হচ্ছে যে অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার লক্ষে। সবাই ধারণা করছে যে 2021 সালের ভিতরেই আট হাজার ডলার পার করবে ইথিরিয়াম। ইথেরিয়াম একটি ভার্চুয়াল মুদ্রা।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Meta on November 12, 2021, 06:26:16 PM
ইথেরিয়াম কয়েন এর দাম 4000 ডলার পর্যন্ত হয়েছিল। সেখান থেকে দাম একটু কমেছে ইথেরিয়াম কয়েনের দাম কম বেশি হবে এটা স্বাভাবিক। তাই পরবর্তী টার্গেট হবে পাঁচ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
হ্যাঁ এখন বর্তমানে ইথেরিয়াম কয়েনের দাম চার হাজার ডলারের উপরে রয়েছে। এই কয়েন আগের সব রেকর্ড ভেঙে 2021 সালের নতুন রেকর্ড তৈরি করেছে। আমরা সকলে আশা করতে পারি ইথিরিয়াম ভবিষ্যতে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে এবং দাম বৃদ্ধি পাবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Rds3b on November 16, 2021, 02:02:47 AM
ক্রিপ্টোকারেন্সি তে ইথার এর মূল্য অনেক বেশি। ইথেরিয়াম একটি পুরাতন মুদ্রা এবং ক্রিপ্টোকারেন্সি তে যার অবস্থান দ্বিতীয়। ইথেরিয়াম আস্তে আস্তে যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হচ্ছে যে অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে। ইথার এর বর্তমান মূল্য 4700 ডলার। এই হারে বৃদ্ধি পেলে 2021 সালের ভিতরেই এর মূল্য গিয়ে দাঁড়াবে 5000 ডলার। সবাই ধারণা করছে যে 2022 সালের ভিতরেই এর মূল্য হবে 10000 ডলার। এই হারে বৃদ্ধি পেতে থাকলে ইথার এর মূল্য অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Spyroo on November 16, 2021, 04:05:12 AM
ইথেরিয়াম কয়েন এর দাম 4000 ডলার পর্যন্ত হয়েছিল। সেখান থেকে দাম একটু কমেছে ইথেরিয়াম কয়েনের দাম কম বেশি হবে এটা স্বাভাবিক। তাই পরবর্তী টার্গেট হবে পাঁচ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
হ্যাঁ ইথেরিয়াম কয়েনের দাম বর্তমানে চার হাজার ডলারের উপরে রয়েছে। এখান থেকে ইথেরিয়াম হয়তো খুব শীঘ্রই 5000 ডলার স্পর্শ করবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Triple333 on November 17, 2021, 04:49:28 PM
ভাই এ তেরা মেরা মধ্যে 4 হাজার ডলার নয় 5 হাজার ডলার অতিক্রম করেছিল। বর্তমানে দাম কিছুটা কমলেও তা চার হাজার ডলারের অনেক উপরে রয়েছে। এবং ইথেরিয়াম বিটকয়েনের মতো  নতুন নতুন রেকর্ড তৈরি করছে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Nusrat on November 17, 2021, 06:11:51 PM
ক্রিপ্টোকারেন্সি জগতে বিটকয়েনের এর পরেই রয়েছে ইথেরিয়াম। ক্রিপ্টোকারেন্সি জগতে এই দুটি কয়েন খুব জনপ্রিয়তা অর্জন করেছে। ইথেরিয়াম 4k অতিক্রম করেছিল কিন্তু বর্তমানে ইথিরিয়াম এর দাম একটু কমে গেছে এটা অস্বাভাবিক কিছুই নয় বাজার অনুযায়ী কয়েনের দাম কমবে বাড়বে এটাই স্বাভাবিক তবে এগুলো কমে গেলে ইনভেস্ট দের জন্য ভালো একটি সুযোগ বলা যেতে পারে। কেননা এসব কয়েন এর দাম কমে গেলেও পরবর্তীতে এর দাম আরো বাড়বে। ইথেরিয়াম 5k তে অবস্থান রাখবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Azharul on January 01, 2022, 09:33:02 AM
আমরা জানি যে ক্রিপ্টো কারেন্সী জগতে খুবই জনপ্রিয় একটি ডিজিটাল মুদ্রা হলো ইথেরিয়াম। বিটকয়েনের পরেই এটি তার স্থান দখল করে নিয়েছে। তবে আমরা লক্ষ করেছি যে ইথেরিয়াম এর দাম 4 হাজার ডলার স্পর্শ করেছে। কিন্তু দুঃখের বিষয় হল বর্তমান সময়ে এর অবস্থা একটু নিচের দিকে নেমে গেসে। তাই আমরা মনে করছি যে খুব তাড়াতাড়ি তার আগের অবস্থানে ফিরে আসবে এবং আবারও ইথেরিয়াম 4 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Papusha20 on February 02, 2022, 04:03:34 AM
বর্তমানে এখন ইথিরিয়াম কয়েনের দাম 2775 ডলার। ইথেরিয়াম কয়েনের দাম 2021 সালে ব্যাপক পাম্পিং করেছিল প্রায় পাঁচ হাজার ডলার পর্যন্ত হতে যাচ্ছিল কিন্তু 2022 সালের জানুয়ারিতে ইথিরিয়াম কয়েনের দাম 2233 ডলারে চলে আসে। পৃথিলা মোবাইলের দাম ভবিষ্যতে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Cinno3 on February 17, 2022, 05:49:09 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আরেকটি জনপ্রিয় কয়েন হলো ইথারিয়াম। বিটকয়েনের পরের অবস্থানে রয়েছে ইথারিয়াম এর অবস্থান। কিছুদিন আগে ইথারিয়াম কয়েনের দাম বেড়ে চার হাজার ডলার স্পর্শ করেছিল। কিন্তু বর্তমানে একটু নিম্নগতির দিকে রয়েছে। কিন্তু এই জনপ্রিয় কয়েন ইথেরিয়াম আবারো দাম বেড়ে চার হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Piku on February 19, 2022, 10:09:15 AM
ইথেরিয়াম এর দাম পাঁচ হাজার ডলারে স্পর্শ করেছিল। পরবর্তীতে ইথেরিয়াম এর দাম বিটকয়েনের সাথে তাল মিলিয়ে কমতে থাকে। এবং সে তুলনায় বর্তমানে অনেক কম। ভবিষ্যতে ইথেরিয়াম এর দাম 10 থেকে 20 হাজার ডলারে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। বিভিন্ন বিশেষজ্ঞগণ ধারণা করেন আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ইথেরিয়াম এর দাম 20 থেকে 30 হাজার ডলারে পৌঁছে যাবে। আমিও মনে করি এটা সম্ভব। কারণ প্রতিনিয়ত ক্রিপ্টোকারেন্সি বাজারে নতুন লোক যুক্ত হচ্ছে এবং তারা বিভিন্ন উচ্চপর্যায়ের  কয়েনের উপর বিনিয়োগ বৃদ্ধি করে তোলে। যেহেতু শেয়ার মার্কেটের মত দাম উত্থান পতন হয়, সেহেতু সব সম্ভব।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Bitrab on February 21, 2022, 10:14:18 AM
ইথেরিয়ায় এর অনেকগুলো ডেভলপমেন্ট রয়েছে। এবং অনেক বেশি দাম বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। 10000 ডলার স্পর্শ করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে লেনদেনের জন্য ট্রানজেকশন ফি বেশি। তাই অনেক ব্যবহারকারী এটি লেনদেন প্রত্যাহার করে। সুতরাং বর্তমানে এটি জনপ্রিয় কিন্তু লেনদেনের মাত্রা অনেক কম। ভবিষ্যতে লেনদেনের মাত্রা অনেক বেশি বৃদ্ধি পাবে। নতুন করে যদি ইথেরিয়াম পুড়িয়ে ফেলা হয় তাহলে দাম অনেক বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। বিটকয়েন দাম বৃদ্ধির সাথে ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাবে।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Perfect540 on February 22, 2022, 06:04:41 AM
ইথেরিয়াম কয়েনের দাম সর্বোচ্চ 2021 সালে $4,891 উঠেছিল। তবে তারপর থেকে বর্তমানে কিছুটা কমে যেতে শুরু করে। এবং এখন 28০০ ডলারের কাছাকাছি অবস্থান করতেছে। তবে আশা করা যায় ভবিষ্যতে এটি 6 থেকে 7 হাজার ডলারে পৌঁছে যাবে। তবে বেশিরভাগ বিশ্লেষকেরা মনে করেন যে ইথেরিয়াম এর দাম 10 থেকে 20 হাজার ডলারে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাই যাদের কাছে ইথেরিয়াম আছে তাদেরকে হোল্ড করা উচিত।
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Madmax789 on June 07, 2022, 06:57:31 PM
ক্রিপ্টোকারেন্সি মূল ধর্ম হল মার্কেট পাম্প করা ইথেরিয়াম  দাম কিছুদিন আগে 40 হাজার ডলার ছিল কিন্তু বর্তমান মার্কেট অনেক নিম্ন  পর্যায়ে চলে এসেছে আশা করা যায় কিছুদিনের ভেতর মার্কেট আবার উচ্চপর্যায়ে মূল্য হ্রাস বৃদ্ধি করবে
Title: Re: ইথেরিয়াম কয়েনের দাম 4 হাজার ডলার স্পর্শ করেছিল
Post by: Diknel on July 21, 2022, 04:23:36 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইথারিয়াম এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েনের পরের অবস্থানেই এই ইথারিয়াম এর অবস্থান। কিপ্টো কারেন্সি মার্কেটে ইথারিয়াম এর অবস্থান দ্বিতীয়। কিছুদিন আগে ইথারিয়াম এর গ্যাস ফ্রি বেড়ে যাওয়ার কারণে ইথারিয়াম এর প্রতি অনেকের আগ্রহ কমে যেতে লাগলো। কিন্তু আবার বর্তমানে ইথারিয়াম এর গ্যাস ফ্রি কম হওয়ার কারণে এর জনপ্রিয়তা আরও বেড়ে চলেছে। তাই নিঃসন্দেহে বলা যায় ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল। তাই বিটকয়েনের মতই ইথারিয়াম জনপ্রিয়তা লাভ করবে।