Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Logitech50 on June 07, 2021, 12:29:55 PM

Title: লাইট কয়েন রিকভার
Post by: Logitech50 on June 07, 2021, 12:29:55 PM
আপনি যদি লাইট কয়েন বেশি দামের সময় হোল্ড করে থাকেন তাহলে অবশ্যই সেটা পুনরায় রিকভার করতে পারবেন। কারণ লাইট কয়েন এর দাম কমছে বৃদ্ধি পাওয়ার জন্য কারণ যদি টোকেন এর দাম না কমে তাহলে কেউ কিনতে পারবে না এবং যদি না পায় তাহলে কেউ বিক্রি করতে পারবে না। তাই কয়েনের দাম ওঠানামা করবে এটা স্বাভাবিক। আপনি অবশ্যই লাইক কয়েন এখান থেকেই রিকভার করতে পারবেন।
Title: Re: লাইট কয়েন রিকভার
Post by: Salman y90 on June 07, 2021, 01:13:35 PM
আপনি যদি লাইট কয়েন বেশি দামের সময় কিনে রাখেন। তাহলে আপনি লাইট কয়েন রিকভার করতে পারবেন।রয়েছে সব গুলো কয়েন  নিচের দিকে ডাম্পিং হচ্ছে। এই সময় যদি আপনি লাইট কয়েন কিনে রিকভার করেআবার নতুন করে কয়েন কিনে হোল্ড করে রাখেন। তাহলে আপনার জন্য অনেক ভালো হবে।
Title: Re: লাইট কয়েন রিকভার
Post by: Tamsialu$$ on June 08, 2021, 04:12:21 PM
বর্তমানে বিটকয়েনের প্রাইস কিভাবে কমে যাচ্ছে আমার কোন কয়েনের প্রাইসি বর্তমানে আর রিকভারি করতে পারবে না। যদি কখনো বিটকয়েন এর প্রাইস বৃদ্ধি পায় এবং পূর্বের অবস্থায় ফিরে যায় তাহলে হয়তো শুধু লাইট কয়েন নয় প্রায় কয়েন গুলোর প্রাইস রিকভারি করবে। বর্তমানে মার্কেটের অবস্থা যেভাবে নিম্ন মুখী হচ্ছে লাইট কয়েন এর প্রাইজ হয়তোবা আর রিকভারি করতে পারবে না।
Title: Re: লাইট কয়েন রিকভার
Post by: Jobayer Hasan Rahi on June 08, 2021, 04:26:23 PM
সাথে থাকছে ডগি কয়েন কি, কিভাবে কাজ করা যাবে, কোনভাবেই রিকভার করতে পারবেন না। ... যেমন বিট কয়েন, লাইট কয়েনে রুপান্তর করা যাবে।
Title: Re: লাইট কয়েন রিকভার
Post by: Jobayer Hasan Rahi on June 08, 2021, 04:28:28 PM
সেটা সম্ভাবনা খুবই কম বিটকয়েন যদি আবার প্রাইস পাম্প করে তখন হয়তো লাইট কয়েন রি কভার করতে পারবে আমি দীর্ঘদিন কিছু হোল্ড করে রাখার পরে বাধ্য হয়ে সেগুলো সেল দিতে হয়েছে
Title: Re: লাইট কয়েন রিকভার
Post by: Review Master on June 08, 2021, 04:58:24 PM
বিটকয়েন যখন আবার বৃদ্ধি পাবে, তখন সকল কয়েন ইউএসডিটিতে বৃদ্ধি পাবে। আর লাইটকয়েন যদি কেউ সাতোশি কিংবা বিটিসি পেয়ারে ক্রয় করতে চান, তাহলে বলবো বড় ধরনের ভুল করবেন। কারণ লাইটকয়েনের বিটিসি পেয়ারে ট্রেডিং চার্ট দেখলে বুঝা যায় যে, এটির অবনতিই হইতেছে গত বুলরানের সর্বোচ্চ মূল্য থেকে, কিন্তু ইউএসডিটিতে মূল্য বৃদ্ধি হয়েছে। তাই কেউ যদি কারেকশন মার্কেটে লাইটকয়েন ক্রয় করতে চান, তাহলে ইউএসিটি পেয়ারে ক্রয় করিয়েন এবং নিজের বিটকয়েন হোল্ডে রাখেন।  8)
Title: Re: লাইট কয়েন রিকভার
Post by: Samu500 on June 08, 2021, 05:18:27 PM
বর্তমানে মার্কেট ডাউন ট্রেন্ড যা মনে হচ্ছে এখন প্রায় সব কয়েনই নিচের দিকে যাবে। যখন দেখবেন BTC প্রাইস স্টেবল তখন কিনবেন তাছাড়া রিকভার করা সম্ভব নয়। আপনি টেকনিক্যাল এনালাইসিস করে কেনার অর্ডার দিয়ে রাখতে পারেন তবে ডাউনট্রেন্ড চলাকালীন রিকভারের চেয়ে লস এ যেতে পারেন।
 
Title: Re: লাইট কয়েন রিকভার
Post by: Terrasin on June 11, 2021, 11:38:49 AM
সাথে থাকছে ডগি কয়েন কি, কিভাবে কাজ করা যাবে, কোনভাবেই রিকভার করতে পারবেন না। ... যেমন বিট কয়েন, লাইট কয়েনে রুপান্তর করা যাবে।

লাইট কয়েন এর দাম 500 ডলার পর্যন্ত হয়েছিল কিন্তু বর্তমানে এখন লাইট কয়েন এর দাম 220 ডলার করে রয়েছে। কিন্তু প্রত্যেক লাইট কয়েন থেকে ব্যাপক ক্ষতি রয়েছে যার কারণে এটা রিকভার করা সম্ভব না কিন্তু ভবিষ্যতে লাইট কয়েন এর দাম অবশ্যই বৃদ্ধি পাবে। যার কারণে পুনরায় আবার রিকভার হতে পারে।
Title: Re: লাইট কয়েন রিকভার
Post by: Rifan Khan on June 13, 2021, 08:42:28 PM
লাইট কয়েন কিভাবে রিকভার করতে হয় এ ব্যাপারে আমি ভালভাবেই জানছিলাম না। আপনি অত্যন্ত সুন্দর মানের পোস্ট করেছেন। আপনার পোস্ট পড়ে আমি কিছুটা বুঝতে পারছি।
Title: Re: লাইট কয়েন রিকভার
Post by: Triedboy on June 14, 2021, 03:12:30 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনোই স্থির অবস্থায় থাকে না। যে কোন সময় যে কোন দিকে যেতে পারে কিন্তু আমরা জানি ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পূর্ণ ডিপেন্ড করে বিটকয়েন প্রাইস এর উপর। আমরা দেখি যখনই বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পায় সে সাথে সাথে প্রায় সমস্ত কয়েন গুলির প্রাইস বৃদ্ধি পেতে থাকে। আবার যখন বিটকয়েনের প্রাইস কমে যায় তখন কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট একদম ডাম্পিং হয়ে যায়। বিটকয়েন প্রাইস যদি আবারো 60k ডলার হয় তাহলে অবশ্যই লাইট কয়েন এর প্রাইস রিকভারি করতে পারবে।
Title: Re: লাইট কয়েন রিকভার
Post by: Triedboy on June 14, 2021, 03:16:52 AM
লাইট কয়েন কিভাবে রিকভার করতে হয় এ ব্যাপারে আমি ভালভাবেই জানছিলাম না। আপনি অত্যন্ত সুন্দর মানের পোস্ট করেছেন। আপনার পোস্ট পড়ে আমি কিছুটা বুঝতে পারছি।
আপনি ফুল মেম্বার হওয়া সত্ত্বেও এই ধরনের পোস্ট করছেন এটা কিন্তু আমি মনে করি আপনি স্পামিং করছেন। আপনি ফুল মেম্বার হয়েছেন কিছুদিন পরে আবার সিনিয়র মেম্বার হবেন এই ধরনের পোস্ট করলে তো সমস্যা। এখন থেকে চেষ্টা করুন ভালো মানের পোস্ট করার জন্য এই ধরনের পোস্ট করলে অবশ্যই আমি মনে করি আপনার আইডির প্রবলেম হবে অতএব স্পামিং করা থেকে বিরত থাকুন। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো ধারণা লাভ করুন তারপরে পোস্ট করুন তাহলে আর কোন পোস্ট করতে প্রবলেম হবেনা।
Title: Re: লাইট কয়েন রিকভার
Post by: Random203 on June 14, 2021, 06:21:06 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে যতো গুলো কয়েন রয়েছে তার সব গুলো কয়েনেরই দাম অনেক কম।  অল্প কিছু দিনের মধ্যেই সব কয়েনের দাম একেবারে ডাউন হয়ে গেছে। ধারণা করা হচ্ছিল যে ক্রিপ্টো মার্কেটে আবারও ২০১৮ সালের মতো ধস  নামতে পারে। তবে এখন মবে হচ্ছে যে ক্রিপ্টো মার্কেট আবার রিকভার করবে আর তার সাথে সাথে লাইটকয়েনও রিকভার করবে। মুলত যদি বিটকয়েন এবং ইথেরিয়ামের দাম পাম্প করে তবে লাইটকয়েনের দাম রিকভার হবে অতি শীগ্রই।                                             
Title: Re: লাইট কয়েন রিকভার
Post by: Jaya60 on June 15, 2021, 01:11:36 AM
বর্তমানে যেহেতু বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাচ্ছে অবশ্যই লাইট কয়েন প্রাইস বৃদ্ধি পাবে। বিটকয়েন প্রাইস কমে যাওয়ার জন্য শুধু লাইট কয়েন প্রাইজের নয় প্রায় সকল কয়েনের দাম কমে গেছে। আবার দেখা যাচ্ছে বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাওয়ার কারণে কিছু কিছু দাম বাড়তে শুরু করেছে।বিটকয়েন প্রাইস যদি 50k ডলার ছাড়িয়ে যায় তাহলে লাইট কয়েন প্রাইস রিকভারি করার সম্ভাবনা রয়েছে। লাইট কয়েন খুবই ভালো মানের কয়েন অবশ্যই বিটকয়েন প্রাইস বৃদ্ধি পেলে অবশ্যই লাইট কয়েন প্রাইস রিকভারি করবে।