Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Bma on June 09, 2021, 09:28:22 PM
-
বিটকয়েন এর জনক কে বিটকয়েন কে তৈরি করেছে এবং কারা তৈরি করেছে যদি সিনিয়র ভাই আমাকে বলে দিতেন তাহলে আমি জানতে পারতাম এবং কিছু শিখতে পারতাম। তাই আমি সিনিয়র ভাইদের কাছে অনুরোধ করবো আমাকে জানানোর জন্য।
-
কোন বিষয়ে প্রশ্ন করার আগে গুগলে সার্চ করবেন। গুগলে তো সবই পাওয়া যায়। একটু কষ্ট করে সার্চ করুন। স্মাট হউন। আর বাংলা ফোরামে এরকম অনেক পোস্ট আছে। সেগুলো খুঁজে পড়ার চেষ্টা করুন।
গুগলে গিয়ে সার্চ করুন বিটকয়েনের জনক কে? (https://bn.wikipedia.org/wiki/বিটকয়েন) তাহলে অনেক লিংক পাবেন।
-
আপনাকে অনেক ধন্যবাদ আসলে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে গুগলে যে সব পাওয়া যায় আমি তা জানতাম না। এরপর থেকে গুগল থেকে কিছু জানার চেষ্টা করব।
-
বিটকয়েনের জনক অনেকের ধারণা করেছেন অন্য কেউ। কিন্তু আমি সিনিয়র ভাইদের পোস্টগুলো ভাল করে লক্ষ্য করে দেখেছি যে বিটকয়েনের জনক হলো সাতোশি নাকামোতো। তিনি হলেন বিটকয়েনের আসল জনক।
-
বিটকয়েনের জনক হলো আমরা জানি সাতোশি নাকামোতো এবং তার এক টিম। যদিও কেউ দেখেনি যে বিটকয়েন এর জনক কে। কিন্তু ফোরামে আমরা অনেকেই আছি আমার চেয়েও অনেক সিনিয়র ভাই আসেন তারা পোস্ট করেছিলেন সেখান থেকে প্রথমত আমি পোস্ট গুলা পড়ে এবং বুঝে জানতে পারছি।
-
বিটকয়েনের জনক অনেকের ধারণা করেছেন অন্য কেউ। কিন্তু আমি সিনিয়র ভাইদের পোস্টগুলো ভাল করে লক্ষ্য করে দেখেছি যে বিটকয়েনের জনক হলো সাতোশি নাকামোতো। তিনি হলেন বিটকয়েনের আসল জনক।
বিটকয়েনের জনক কে তা আমি জানতাম না, আপনার কমেন্টের মাধ্যমে জানতে পারলাম। এই ফোরামে আমি নতুন, আশা করি সবার সহযোগিতা পাবো। ধন্যবাদ।
-
বিটকয়েন এর আবিষ্কারক সাতোশি নাকামোতো। কিন্তু আজ পর্যন্ত সে জনসম্মুখে আসেনি। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও দামি ইলেকট্রিক মুদ্রা।
-
ভাই এই বিষয়ে ফোরামে আরো অনেকবার প্রশ্ন করা হয়েছে এবং সেখানে অনেক উত্তর দেয়া হয়েছে। আপনি ফোরামের মূল্যবান পোষ্ট গুলো ভালোভাবে পড়ুন তাহলে অনেক কিছু জানতে পারবেন। তবে বিটকয়েন তৈরি করেছেন সাতোশি নাকামোতো নামের কোন এক অজানা ব্যক্তি। তিনি আছো সবার কাছে অপরিচিত। আপনি গুগলে সার্চ করলে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন।
-
আমরা অনেকেই জানি যে বিটকয়েন সৃষ্টি করেছিলেন সাতোশি নাকামোতো এক অজানা ব্যক্তি। যার খোঁজ আজও পর্যন্ত মেলেনি। তবে এই বিষয়ে গুগোল এ সার্চ করলে অনেক কিছু জানতে পারবেন।
নিচে দেওয়া লিঙ্ক দুটি থেকে বিটকয়েন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন।
1. link (http://cryptonewsbd.blogspot.com/2018/04/blog-post_91.html?m=1)
2. source (https://netkotha.com/bitcoin/)
-
বিটকয়েন এর জনক কে আপনি যদি সেটা জানতে চান আমার মনে হয় আপনি গুগলে গিয়ে সার্চ করলে সেটা পেয়ে যাবেন। আপনার ইচ্ছামত আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। তাহলে অবশ্যই আপনি বিটকয়েন এর জনক কে জানতে পারবেন।
-
সাতোশি নাকামোতো হলো বিটকয়েনের জনক । সাতোশি নাকামোতো সব প্রথম বিটকয়েন আবিস্কার করেন । কিন্তু সাতোশি নাকামোতো কে এই সম্পর্কে কারো কোন ধারণা নেই । তার পরিচয় কেউ জানে না।
-
সাতোশি নাকামোতো হলো বিটকয়েনের জনক । সাতোশি নাকামোতো সব প্রথম বিটকয়েন আবিস্কার করেন । কিন্তু সাতোশি নাকামোতো কে এই সম্পর্কে কারো কোন ধারণা নেই । তার পরিচয় কেউ জানে না।
আপনাকে অনেক ধন্যবাদ সিনিয়র ভাই।
-
কোন বিষয়ে প্রশ্ন করার আগে গুগলে সার্চ করবেন। গুগলে তো সবই পাওয়া যায়। একটু কষ্ট করে সার্চ করুন। স্মাট হউন। আর বাংলা ফোরামে এরকম অনেক পোস্ট আছে। সেগুলো খুঁজে পড়ার চেষ্টা করুন।
গুগলে গিয়ে সার্চ করুন বিটকয়েনের জনক কে? (https://bn.wikipedia.org/wiki/বিটকয়েন) তাহলে অনেক লিংক পাবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ক্রিপ্টোকারেন্সি তে যদি কোন কথা না বুঝি তাহলে গুগলে গিয়ে সার্চ করলে যে সব সম্পর্কে জানতে পারবো তা আগে আমি কখনো জানতাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরপর থেকে আমি কোন কিছু না জানতে পারলে গুগল থেকে সার্চ করে নেব।
-
কোন বিষয়ে প্রশ্ন করার আগে গুগলে সার্চ করবেন। গুগলে তো সবই পাওয়া যায়। একটু কষ্ট করে সার্চ করুন। স্মাট হউন। আর বাংলা ফোরামে এরকম অনেক পোস্ট আছে। সেগুলো খুঁজে পড়ার চেষ্টা করুন।
গুগলে গিয়ে সার্চ করুন বিটকয়েনের জনক কে? (https://bn.wikipedia.org/wiki/বিটকয়েন) তাহলে অনেক লিংক পাবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ক্রিপ্টোকারেন্সি তে যদি কোন কথা না বুঝি তাহলে গুগলে গিয়ে সার্চ করলে যে সব সম্পর্কে জানতে পারবো তা আগে আমি কখনো জানতাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরপর থেকে আমি কোন কিছু না জানতে পারলে গুগল থেকে সার্চ করে নেব।
বিটকয়েন এর জনক কে এবং বিটকয়েন কি এ সম্পর্কে জানতে ক্লিক টু লিংক :-
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://bn.m.wikipedia.org/wiki/%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%259F%25E0%25A6%2595%25E0%25A6%25AF%25E0%25A6%25BC%25E0%25A7%2587%25E0%25A6%25A8&ved=2ahUKEwjoqPfjjc7xAhVxzzgGHckaB7QQFjABegQIBBAF&usg=AOvVaw2nA7qF8h1eCyrjNsNop9hT
-
বিটকয়েন এর জনক বলতে আমরা অনেকেই জানি সাতোশি নাকামতো এক অজানা ব্যক্তি। তিনি আজও সবার কাছে অপরিচিত। তার পরিচয় কেউ জানে না। এবং সাতোশি নাকামোতো সর্বপ্রথম বিটকয়েন লেনদেন ঘটেছিল হাল ফিনি নামক এক ব্যক্তির সাথে। এবং আপনি যদি গুগলে সার্চ করে নেন তাহলে বিটকয়েন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।
-
বিটকয়েন হচ্ছে একটি জনপ্রিয় কয়েন। এই কয়েনটি আবিষ্কার করেছে সাতোশি নাকামোতো নামের জনৈক ব্যক্তি। যার ফলে আজকে মানুষ অনেক সহজেই অনলাইনে অর্থ লেনদেন করতে পারছে। এজন্য তাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
-
আমি এই ফোরামে নতুন তাই আমি সঠিক যানি না।তাই আমি বড় সিনিয়র ভাই দের কাছে জানতে চাই। এই বিটকয়েনের জনক কে?
-
বিটকয়েনের জনক হচ্ছেসাতোশি নাকামোতো। কিন্তু তার বিষয়ে কেউ এরকম ভালোভাবে যানে না। কিন্তু সর্বপ্রথম তিনি বিটকয়েন আবিষ্কার করেছেন।