Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Bma on June 18, 2021, 09:13:38 AM
-
বাউন্টি এবং এয়ার্ড্রপ এই দুইটার মধ্যে কিভাবে কাজ করে বাউন্টিতে কি করে আর এয়ার্ড্রপ এ কি করে। আসলে বাউন্টি এবং এয়ার্ড্রপ সম্পর্কে আমার কোন ধারণা নেই তাই সিনিয়র ভাইদের কাছে অনুরোধ করছি যে বাউন্টি এবং এয়ার্ড্রপ সম্পর্কে তথ্য দিতে।
-
বাউন্টি হচ্ছে আপনার একটি মার্কেটিং কাজ। বিভিন্ন বাউন্টি আসবে সেখানে অনেকগুলো কাজের ওয়েবসাইট থাকবে যেমন টুইটার, টেলিগ্রাম, রিড ডিট, ইনস্টাগ্রাম, আর্টিকেল, সিগনেচার ইত্যাদি। এগুলা দিয়ে আপনাকে কাজ করতে হবে। আর আমি মনে করি আপনার ইয়ার ড্রপ করার চেয়ে বাউন্টি করা অনেক ভালো তার কারণ এয়ার্ড্রপ করে টাকা ইনকাম করা যায় না তেমন কিন্তু আপনি যদি বাউন্টি করেন তাহলে বেশি টাকা ইনকাম করতে পারবেন।
-
বাউন্টি হচ্ছে দীর্ঘমেয়াদী প্রকল্প বাউন্টি এক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত চলতে পারে। বেশির ভাগ বাউন্টি প্রজেক্ট থেকে পেমেন্ট পাওয়া যায়। অপরদিকে এয়ার্ড্রপ হচ্ছে স্বল্পমেয়াদী প্রকল্প এটি কয়েক ঘন্টা থেকে কয়েকদিন চলতে পারে। বেশিরভাগ এয়ার্ড্রপ স্কাম হয়ে থাকে এবং এখান থেকে তেমন পেমেন্ট পাওয়া যায় না। তাই এয়ার্ড্রপ এর কথা চিন্তা না করে আপনাকে ধীরে ধীরে বাউন্টি করতে হবে।
-
বাউন্টি এবং এয়ার্ড্রপ এই দুইটার মধ্যে কিভাবে কাজ করে বাউন্টিতে কি করে আর এয়ার্ড্রপ এ কি করে। আসলে বাউন্টি এবং এয়ার্ড্রপ সম্পর্কে আমার কোন ধারণা নেই তাই সিনিয়র ভাইদের কাছে অনুরোধ করছি যে বাউন্টি এবং এয়ার্ড্রপ সম্পর্কে তথ্য দিতে।
ভাই বাউন্টি এবং এয়ার্ড্রপ এই দুটি নিয়ে আমাদের ফোরামে এর আগে অনেক পোস্ট করা হয়েছে। আপনি সেগুলো দেখতে পারেন। বাউন্টি এবং এয়ার্ড্রপ এর মধ্যে পার্থক্য হল বাউন্টি দীর্ঘমেয়াদী প্রকল্প কিন্তু এয়ার্ড্রপ স্বল্পমেয়াদী।
-
বাউন্টি হচ্ছে আপনার একটি মার্কেটিং কাজ। বিভিন্ন বাউন্টি আসবে সেখানে অনেকগুলো কাজের ওয়েবসাইট থাকবে যেমন টুইটার, টেলিগ্রাম, রিড ডিট, ইনস্টাগ্রাম, আর্টিকেল, সিগনেচার ইত্যাদি। এগুলা দিয়ে আপনাকে কাজ করতে হবে। আর আমি মনে করি আপনার ইয়ার ড্রপ করার চেয়ে বাউন্টি করা অনেক ভালো তার কারণ এয়ার্ড্রপ করে টাকা ইনকাম করা যায় না তেমন কিন্তু আপনি যদি বাউন্টি করেন তাহলে বেশি টাকা ইনকাম করতে পারবেন।
আপনি অনেক সুন্দর একটি পোষ্ট তৌরি করেছেন। সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি চাইবো আপনারা যেন এভাবেই এত সুন্দর সুন্দর পোস্ট তৈরী করতে পারেন। তার সাথে সাথে যেন আমরাও এরকম ভাবে পোস্ট তৈরী করতে পারি। ধন্যবাদ ভাই আপনাকে।
-
বাউন্টি এবং এয়ার্ড্রপ এই দুইটার মধ্যে কিভাবে কাজ করে বাউন্টিতে কি করে আর এয়ার্ড্রপ এ কি করে। আসলে বাউন্টি এবং এয়ার্ড্রপ সম্পর্কে আমার কোন ধারণা নেই তাই সিনিয়র ভাইদের কাছে অনুরোধ করছি যে বাউন্টি এবং এয়ার্ড্রপ সম্পর্কে তথ্য দিতে।
আপনি যে কথাটি তুলে ধরেছেন তা অনেক মূল্যবান তবে বাউন্টি করতে হলে আপনাকে অবশ্যই বাউন্টি রুলস গুলো ফলো করতে হবে। এবং বাউন্টি করতে হলে সোশ্যাল মিডিয়া লাগবে আপনার টুইটার ফেসবুক আইডি ব্লক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হয়। মোটকথা আপনি যে ক্যাম্পেইনে জয়েন হবেন সেই ক্যাম্পেইনের রুলস গুলো ভালোভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন কিভাবে কাজ করতে হয়। আর আমি যতটুকু জানি এয়ার্ড্রপ টেলিগ্রাম দিয়ে বেশির ভাগ করতে হয়। এডোবি আপনি টেলিগ্রামে জয়েন হওয়ার পর যে যে কোশ্চেন করবে যা যা চাবে ওয়ালেট ইউজারনেম টুইটার নেম যখন যেটা চাবে সেটাই দেবেন দিয়ে জয়েন হবেন এবং তাদের নির্দিষ্ট টাইম থেকে সেই টাইমে আপনাকে টোকেন দেয়া হবে এবং টোকেন উইথড্র একটা লিমিট থাকবে সেই সময় আপনাকে উইথড্র করতে হবে তা না হলে আপনি যতো টোকেনি পান সেগুলো লিমিট ক্রস করলে উইথড্র করতে পারবেন না।
-
এই ফোরামে বাউন্টি এবং এয়ারড্রপ দুটিই খুব গুরুত্বের সাথে সবাই করে থাকে তবে বাউন্টি দির্ঘমেয়াদি এবং বাউন্টি করলে বেশি ইনকাম করা যায়। আর এয়ারড্রপ হল অল্প সময়ের জন্য অল্প ইনকাম করার জন্য। বাউন্টি তে বিভিন্ন ভাবে ইঙ্কাম করা যায় যেমন বিভিন্ন স্যোশাল মিডিয়ার মাধ্যমে ইনকাম করা যায়। সিগনেচার করা যায়।
-
একটি বাউন্টিতে অনেকগুলো ক্যাম্পেইন থাকে যেমন টুইটার, টেলিগ্রাম, ফেসবুক, আর্টিকেল, সিগনেচার ইত্যাদি। এসব ক্যাম্পেইনে জয়েন হয়ে তাদের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। এয়ার্ড্রপ বাউন্টির চাইতে ব্যতিক্রম এক্ষেত্রে শুধু জয়েন হওয়া এবং কিছু কিছু এয়ার্ড্রপ কেওয়াইসি করতে হয়। এভাবেই কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।
-
বাউন্টি এবং এয়ার্ড্রপ এ দুটির মধ্যে বাউন্টি বেশির ভাগ মানুষের পছন্দ। কেননা বেশিরভাগ এয়ার্ড্রপ স্কাম হয়ে থাকে এখান থেকে তেমন পেমেন্ট পাওয়া যায় না। অপরদিকে বাউন্টি বেশিরভাগ সাকসেস হয় এবং এখান থেকে পেমেন্ট পাওয়া যায় এবং ভাগ্যের পরিবর্তন করা যায়। তাই এয়ারড্রপ থেকে বাউন্টি পারফেক্ট।
-
বাউন্টি হচ্ছে একটি প্রচার এর মাধ্যম। বাউন্টি করে টাকা ইনকাম করা যায় এটি দীর্ঘমেয়াদি একটি প্রকল্প। বাউন্টি বিভিন্ন সোসাইল মিডিয়া থেকে কাজ করতে হয় যেমন: ফেসবুক, রেডিট, ইনস্টাগ্রাম, লিংকদিলেন ইত্যাদি সাইটে কাজ করতে হয়। অন্যদিকে এয়ারড্রপ হচ্ছে অল্প মেহেদী প্রকল্প। এটি কয়েক ঘণ্টা থেকে কয়েকদিন থাকতে পারে।
-
বাউন্টি এবং এয়ার্ড্রপ এর মধ্যে আমি সব চাইতে বাউন্টিকে বেশি প্রাধান্য দিয়ে থাকবো । কারন বাউন্টি অধিকাংশ সফল হয় অন্য দিকে অ্যাডোব খুব কম পরিমাণ সফল হয়ে থাকে ।
-
বাউন্টি হচ্ছে আপনার একটি মার্কেটিং কাজ। বিভিন্ন বাউন্টি আসবে সেখানে অনেকগুলো কাজের ওয়েবসাইট থাকবে যেমন টুইটার, টেলিগ্রাম, রিড ডিট, ইনস্টাগ্রাম, আর্টিকেল, সিগনেচার ইত্যাদি। এগুলা দিয়ে আপনাকে কাজ করতে হবে। আর আমি মনে করি আপনার ইয়ার ড্রপ করার চেয়ে বাউন্টি করা অনেক ভালো তার কারণ এয়ার্ড্রপ করে টাকা ইনকাম করা যায় না তেমন কিন্তু আপনি যদি বাউন্টি করেন তাহলে বেশি টাকা ইনকাম করতে পারবেন।
আপনাকে অনেক ধন্যবাদ সিনিয়র ভাই আপনি অত্যন্ত ভাল একটি কথা বলেছেন এই কথাটি আমার কাছে অত্যান্ত শিক্ষনীয় একটি কথা।
-
বাউন্টি হচ্ছে দীর্ঘমেয়াদী প্রকল্প বাউন্টি এক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত চলতে পারে। বেশির ভাগ বাউন্টি প্রজেক্ট থেকে পেমেন্ট পাওয়া যায়। অপরদিকে এয়ার্ড্রপ হচ্ছে স্বল্পমেয়াদী প্রকল্প এটি কয়েক ঘন্টা থেকে কয়েকদিন চলতে পারে। বেশিরভাগ এয়ার্ড্রপ স্কাম হয়ে থাকে এবং এখান থেকে তেমন পেমেন্ট পাওয়া যায় না। তাই এয়ার্ড্রপ এর কথা চিন্তা না করে আপনাকে ধীরে ধীরে বাউন্টি করতে হবে।
আপনাকে অনেক ধন্যবাদ সিনিয়র ভাই আমাকে একটি সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আপনার এই পোষ্টের মাধ্যমে আমি এয়ার্ড্রপ সম্পর্কে খুব ভালো করে জানতে পারলাম ধন্যবাদ।
-
বাউন্টি এবং এয়ার্ড্রপ দুটোই অনেক ভালো। আপনি যদি বাউন্টিতে জয়েন হতে চান তাহলে আপনাকে বাউন্টি থ্রিয়ট থেকে জয়েন হতে হবে। আর যদি এয়ার্ড্রপ এ জয়েন হতে চান তাহলে আপনি দেখবেন যে অনেক টেলিগ্রাম গ্রুপ এ এয়ার্ড্রপ থাকে আপনি ওখান থেকে এয়ার্ড্রপ এ জয়েন হতে পারেন।
-
বাউন্টি হচ্ছে আপনার একটি মার্কেটিং কাজ। বিভিন্ন বাউন্টি আসবে সেখানে অনেকগুলো কাজের ওয়েবসাইট থাকবে যেমন টুইটার, টেলিগ্রাম, রিড ডিট, ইনস্টাগ্রাম, আর্টিকেল, সিগনেচার ইত্যাদি। এগুলা দিয়ে আপনাকে কাজ করতে হবে। আর আমি মনে করি আপনার ইয়ার ড্রপ করার চেয়ে বাউন্টি করা অনেক ভালো তার কারণ এয়ার্ড্রপ করে টাকা ইনকাম করা যায় না তেমন কিন্তু আপনি যদি বাউন্টি করেন তাহলে বেশি টাকা ইনকাম করতে পারবেন।
আমি এই ফোরামে নতুন আপনার পোস্টটি থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এধরনের পোষ্ট করার জন্য।
-
আমি মনে করি, আপনার এয়ার্ড্রপ করার থেকে বাউন্টি করাই উত্তম। কেননা এয়ারড্রপ করে তেমন টাকা ইনকাম করতে পারবেন না। কিন্তু আপনি যদি বাউন্টি করেন তাহলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। বাউন্টিতে অনেক রকমের কাজ আছে। যেমন আর্টিকেল, সিগনেচার, টুইটার, টেলিগ্রাম, ইত্যাদি আরো অন্যান্য কাজ রয়েছে। আপনি যদি এইসব কাজে জয়েন হতে চান তবে আপনাকে তাদের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে।
-
বাউন্টি হচ্ছে আপনার একটি মার্কেটিং কাজ। বিভিন্ন বাউন্টি আসবে সেখানে অনেকগুলো কাজের ওয়েবসাইট থাকবে যেমন টুইটার, টেলিগ্রাম, রিড ডিট, ইনস্টাগ্রাম, আর্টিকেল, সিগনেচার ইত্যাদি। এগুলা দিয়ে আপনাকে কাজ করতে হবে। আর আমি মনে করি আপনার ইয়ার ড্রপ করার চেয়ে বাউন্টি করা অনেক ভালো তার কারণ এয়ার্ড্রপ করে টাকা ইনকাম করা যায় না তেমন কিন্তু আপনি যদি বাউন্টি করেন তাহলে বেশি টাকা ইনকাম করতে পারবেন।
সিনিয়র ভাই আপনি আপনার পোস্টের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন বাউন্টি এবং এয়ার্ড্রপ সম্পর্কে। আপনার কথাগুলি নতুনদের অনেক কাজে লাগবে।
-
বাউন্টিতে অনেক ধরনের কাজ শুরু হয়েছে আপনি চাইলে সেগুলো করতে পারেন। বাউন্টি হলো একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট। বাউন্টি করে ভালো মানের টাকা ইনকাম করা যায়। কিন্তু এয়ার্ড্রপ করে তেমন বেশি টাকা ইনকাম করা যায় না। তাই এয়ার্ড্রপ এর থেকে বাউন্টি করাই উত্তম।
-
বাউন্টি এবং এয়ার্ড্রপ এর মধ্যে আমি সবথেকে বাউন্টি কে প্রধান্য দেই বেশি। কেননা বাউন্টিতে কাজ করলে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এবং বেশিরভাগ কাজ সাকসেসফুল হয়। অন্যদিকে এয়ারড্রপ করে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে না বেশি। বেশিরভাগ এয়ার্ড্রপ সাকসেসফুল হয় না।
-
বাউন্টি এবং এয়ার্ড্রপ দুটি আলাদা জিনিস বাউন্টি করতে বেশি সময় ব্যয় করতে হয় কিন্তু এয়ার্ড্রপ করতে 2 থেকে 5 মিনিট সময় লাগে যা খুবই সময় সাপেক্ষ। তারপরে বাউন্টি করে হয়তো বেশি পেমেন্ট পাওয়া যায় এয়ার্ড্রপ এর তুলনায়।
-
বাউন্টি এবং এয়ার্ড্রপ এই দুইটার মধ্যে কিভাবে কাজ করে বাউন্টিতে কি করে আর এয়ার্ড্রপ এ কি করে। আসলে বাউন্টি এবং এয়ার্ড্রপ সম্পর্কে আমার কোন ধারণা নেই তাই সিনিয়র ভাইদের কাছে অনুরোধ করছি যে বাউন্টি এবং এয়ার্ড্রপ সম্পর্কে তথ্য দিতে।
বাউন্টি এবং এয়ার্ড্রপ এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বাউন্টি হল দীর্ঘমেয়াদী প্রজেক্ট। এবং এয়ার্ড্রপ হলো অল্প মেয়াদী প্রজেক্ট। বাউন্টিতে যদি কাজ করেন তাহলে বাউন্টির বেশিরভাগ প্রজেক্ট সাকসেসফুল হয়। এবং এয়ার্ড্রপ এর প্রজেক্ট গুলা বেশিরভাগ সাকসেসফুল হয় না।
-
বাউন্টি এবং এয়ার্ড্রপ এর মধ্যে বাউন্টি হলো সবচেয়ে বেশি ভালো। ক্রিপ্টোকারেন্সি তে কোন কয়েন এর জন্ম হলে প্রথমে এয়ার্ড্রপ দ্বারা পরিচিত করানো হয়। এবং পরবর্তীতে জনপ্রিয়তা অর্জন করলে বাউন্টি প্রজেক্ট নিয়ে এসে সোসিয়াল মিডিয়া গুলো তে সবচেয়ে বেশি প্রচার হয়ে থাকে।
এবং বাউন্টি করলে সবচেয়ে বেশি পেমেন্ট পাওয়া যায় বাউন্টি সাকসেস হয় সবচেয়ে বেশি।
-
বর্তমানে বাউন্টি করে অনেক উপার্জন করা যায়। যারা প্রতিনিয়ত বাউন্টি ক্যাম্পেইন করে তারা অনেক টাকা উপার্জন করে। তাই আপনারা যদি কষ্ট করে প্রতিনিয়ত অনেকগুলো বাউন্টি করতে পারেন তাহলে একসময় ভালো রকম প্রকৃত পাবেন বলে আশা করা যাচ্ছে।
-
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এতটা ভালো হওয়ার কারণেই কিন্তু দেখা যাচ্ছে প্রায় বাউন্টি সাকসেস হচ্ছে। এখন যদি আপনি একটু কষ্ট করে প্রত্যেকটি তে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি পেমেন্ট পাবেন। এখন বলা যায় এই সময়টাই হচ্ছে বাউন্টি করার চেষ্টা সময় তাই কেউ কোনো বাউন্টি মিস করবেন না সবাই কম-বেশি কাজ করার চেষ্টা করবেন। এবং বাউন্টি করার পাশাপাশি কিছু কিছু এয়ার্ড্রপ করে রাখবেন তাহলে দেখা যাবে এক সময় ভালো প্রেমেন্ট পাবেন।
-
আপনি যদি এয়ার্ড্রপ কাজ করেন অবশ্যই করতে পারেন। কারণ এয়ার্ড্রপ কাজ হল টোকেন জন্ম অবস্থায় এয়ার্ড্রপ দ্বারা পরিচিত করানো হয় এবং স্বল্প মেয়াদী প্রজেক্ট হল এয়ার্ড্রপ।
বাউন্টি হল দীর্ঘমেয়াদী প্রজেক্ট যখন এয়ার্ড্রপ সাকসেশন তার পরবর্তী কাজ হল বাউন্টি প্রজেক্ট ধারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করা। বাউন্টি ও এয়ার্ড্রপ যারা এই কাজগুলো করা হয়।
-
আচ্ছা আমাকে কোন এক সিনিয়র বড় ভাই যদি বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো একসাথে কয়টা সিগনেচার করা যায় এক অ্যাকাউন্ট দিয়ে এটা আমার জানা নেই যদি কারো জানা থাকে তাহলে আমাকে একটু বলবেন দয়া করে খুবই উপকার হবে
আর সিগনেচার করার জন্য সর্বনিম্ন কি মেম্বার লাগে সে বিষয়ে একটু জানাবেন
-
বাউন্টি হলো একটি বেশি মেয়াদী প্রজেক্ট, আর এয়ার্ড্রপ হলো অল্প মেয়াদী প্রজেক্ট। এবং বর্তমানে বেশিরভাগ বাউন্টি প্রজেক্ট সাকসেস হয়। অন্যদিকে এয়ারড্রপ বেশিরভাগ প্রজেক্ট সাকসেস হয় না। বাউন্টিতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে । সেগুলো যদি আপনি ফোরামের রুলস গুলো মেনে কাজ করতে পারেন তাহলে আপনি ভালো রকমের পেমেন্ট পেতে পারেন। কেননা বেশিরভাগ বাউন্টি সাকসেস হয়।
-
বাউন্টি এবং এয়ার্ড্রপ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ফোরামের কাজ। বাউন্টি হচ্ছে একটি দীর্ঘমেয়াদি কাজ। আর এয়ার্ড্রপ হচ্ছে একটি স্বল্পমেয়াদী কাজ। বাউন্টি করে মানুষ বেশি টাকা ইনকাম করতে পারে। এয়ার্ড্রপ করে মানুষ বেশি টাকা ইনকাম করতে পারেনা। বাউন্টি প্রজেক্ট বেশিরভাগই সাকসেসফুল হয়। আর এয়ার্ড্রপ সাকসেসফুল খুব কম হয়। ক্রিপ্টোকারেন্সি ফোরামে বাউন্টি প্রজেক্টের অনেক জনপ্রিয়তা রয়েছে। আর এয়ার্ড্রপ এর জনপ্রিয়তা খুব কম। তাই প্রত্যেককেই বাউন্টিতে জয়েন হবেন। বাউন্টি প্রজেক্টের রুলস গুলো ভালোভাবে পড়বেন। আর বাউন্টি প্রজেক্টে কাজ করবেন। আশা করি ভালো পেমেন্ট পাবেন