Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Ramesh Mondal on June 18, 2021, 11:33:56 AM

Title: ক্রিপ্টোকারেন্সির ইতিহাস
Post by: Ramesh Mondal on June 18, 2021, 11:33:56 AM
ক্রিপ্টোকারেন্সি   
১৯৮৩ সালে আমেরিকান ক্রিপ্টোগ্রাফার ডেভিড চৌম ক্রিপ্টোগ্রাফিক পদ্ধতিতে ডিজিটাল উপায়ে টাকা আদান প্রদানের বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। যার নাম দেন ই-ক্যাশ। ১৯৯৫ সালে, তিনি ডিজিক্যাশের মাধ্যমে এটি একটি ক্রিপ্টোগ্রাফিক ইলেকট্রনিক পেমেন্টের প্রাথমিক ফর্ম বাস্তবায়নের দিকে এগুতে থাকেন। পরবর্তীতে সফটওয়ারে নির্দিষ্ট এনক্রিপটেড কীগুলি ইনপুটের পর প্রাপক প্রেরণকারীর অর্থ পান। তবে এই অর্থ কোন রাষ্ট্রে পরিচালিত মুদ্রা (টাকা, ডলার, পাউন্ড, দিনার) এর মত নয়। সম্পূর্ণ অস্থিত্বহীন পয়েন্ট। তবে সাতশি নাকামোতো (কোন ব্যক্তি বা গ্রুপ) সফলভাবে কেন্দ্রীয় সত্তা বিহীন ডিজিটাল ক্যাশ পেমেন্ট চালু করেন। যা বিটকয়েন নামে পরিচিত
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ইতিহাস
Post by: Logitech50 on June 18, 2021, 02:41:37 PM
ক্রিপ্টোকারেন্সি   
১৯৮৩ সালে আমেরিকান ক্রিপ্টোগ্রাফার ডেভিড চৌম ক্রিপ্টোগ্রাফিক পদ্ধতিতে ডিজিটাল উপায়ে টাকা আদান প্রদানের বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। যার নাম দেন ই-ক্যাশ। ১৯৯৫ সালে, তিনি ডিজিক্যাশের মাধ্যমে এটি একটি ক্রিপ্টোগ্রাফিক ইলেকট্রনিক পেমেন্টের প্রাথমিক ফর্ম বাস্তবায়নের দিকে এগুতে থাকেন। পরবর্তীতে সফটওয়ারে নির্দিষ্ট এনক্রিপটেড কীগুলি ইনপুটের পর প্রাপক প্রেরণকারীর অর্থ পান। তবে এই অর্থ কোন রাষ্ট্রে পরিচালিত মুদ্রা (টাকা, ডলার, পাউন্ড, দিনার) এর মত নয়। সম্পূর্ণ অস্থিত্বহীন পয়েন্ট। তবে সাতশি নাকামোতো (কোন ব্যক্তি বা গ্রুপ) সফলভাবে কেন্দ্রীয় সত্তা বিহীন ডিজিটাল ক্যাশ পেমেন্ট চালু করেন। যা বিটকয়েন নামে পরিচিত

হ্যাঁ ভাই আপনার পোস্ট টি আমার খুব ভালো লেগেছে কারণ এত সুন্দর করে কেউ পোস্ট করে নি। ক্রিপ্টোকারেন্সি জন্ম থেকে আজ পর্যন্ত আপনি কি ভাবে আদান প্রদান এবং সব তথ্য সম্পর্কে আপনি তুলে ধরেছেন। তাই আপনাকে অনেক ধন্যবাদ।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ইতিহাস
Post by: Ramesh Mondal on June 18, 2021, 03:07:00 PM
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় সিনিয়র ভাই। আমি এই ফোরামে নতুন, আমি চেস্টা করছি ক্রিপ্টকারেন্সি,altcointalk,bitcoin বিষয়ে বিস্তারিত জানার,যতটুকু শিখবো আপনাদের মাঝে শেয়ার করে আরও বেশি শিখতে পারবো।ধন্যবাদ সবাইকে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ইতিহাস
Post by: Malam90 on June 18, 2021, 04:58:03 PM
https://bn.wikipedia.org/wiki/ক্রিপ্টোকারেন্সি#:~:text=১১%20তথ্যসূত্র-,বিবরণ,ধরনের%20পিয়ার%20টু%20পিয়ার%20ব্যবস্থা।

আপনি কপি পেস্ট করার অপরাধে সাব্যস্ত হয়েছেন। নিজের লেখা না লিখে আপনি অন্যের লেখা চুরি করেছেন। যেটা ফোরামে মারাত্নক অপরাধ।