Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Rifan Khan on June 19, 2021, 08:19:29 PM

Title: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Rifan Khan on June 19, 2021, 08:19:29 PM
এখন বর্তমান সময়ে আমাদের বাংলা ফোরাম কোন দিকে চলে যাচ্ছে। আমি আজ দু তিনদিন ধরে কোন সিনিয়র ভাইদের দেখা পাচ্ছি না। কেন তারা বাংলা ফোরামে আসেনা। কি কারনে আসে না। তারা যদি আমাদের এই বাংলা ফোরামে না আসে তাহলে আমাদের ফোরাম টা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। তাই আমার অনুরোধ সিনিয়র ভাইরা যেন বাংলা ফোরামে আসেন।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Malam90 on June 20, 2021, 02:29:46 AM
আপনি দুতিনদিন ধরে কি গবেষণা করলেন আর কি রেজাল্ট পেলেন? :)
কে আসবে আর না আসবে সেটা  একান্তই তাদের ব্যক্তিগত ব্যপার। কে আসলো আর কে না আসলো এতে ফোরামের কিছু আসে যায়না। ফোরাম তার গতিতে এগিয়ে যাবে। ফোরামের প্রায় শুরু থেকে দেখে আসতেছি। আর প্রয়োজন ছাড়া কেউ বেশি পোস্ট করেনা বিশেষ করে নতুনরা ছাড়া। অধিকাংশই একটিভ আছেন। পোস্ট কমেন্ট না করা মানেই ইনএকটিভ তা নয়।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: kulkhan on June 20, 2021, 03:09:56 AM
আমি মনেকরি বাংলা বোর্ড সঠিক গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলা বোর্ড এখন অনেক বেশি প্রানবন্ত আগের যেকোনো সময়ের থেকে। আমাদের বাংলা বোর্ডের মডারেটরস গন অনেক বেশি একটিভ। তারা প্রতিনিয়ত আমাদের সঠিক নির্দেশনা দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করছেন। এছাড়া অনেক সিনিয়র মেম্বর আছে যারা অনেক সময় পোস্ট কমেন্টস না করলেও  বোর্ডের নজর রাখেন। তাই আমি বলব আপনি যথাযথ ভাবে একটিভ থাকুন তাহলে ভালো ভাবে সবকিছু বুঝতে পারবেন।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: saprakib on June 20, 2021, 04:21:24 AM
বাংলা বোর্ড আমাদের প্রানের বোর্ড । তাই এখানে ফিরে আসতেই হবে। যাই হোক আমি মুলত গ্লোবালে একটু বেশি এক্টিব ছিলাম। বাংলা বোর্ড সবমসময় সচল থাকবে। আশা করি আমরা সবাই একসাথে এগিয়ে যাব।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Gentle on June 20, 2021, 06:03:20 AM
আমি মনে করি বাংলা বোর্ড আগের মতই প্রানবন্ত রয়েছে।  আর আপনি সিনিয়রদের কথা বলছেন তারা বাংলা বটে অ্যাক্টিভ নয় কিন্তু সিনিয়ররা বাংলা বোর্ডে তাদের প্রয়োজন মত পোস্ট করে। আপনি বাংলা বোর্ডের বিভিন্ন সেকশনে গিয়ে দেখবেন অনেক সিনিয়র এখানে কাজ করছে।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: rashedul426 on June 20, 2021, 09:44:21 AM
বাংলা ফোরামের অবস্থা আগের তুলনায় অনেক উন্নত। প্রথম অবস্থায় বাংলা ফোরামে সকলেই এলোমেলো পোস্ট করতো এবং কোন নিয়ম ফলো করতো না। কিন্তু বর্তমানে বাংলা ফোরামের মডারেটর এবং সিনিয়র ভাইদের পরামর্শে সকলে নিয়ম মেনে পোস্ট করে যাচ্ছেন । ফোরামের অবস্থা আগের তুলনায় অনেক সাজানো-গোছানো। ফোরামে আগের চাইতে পোস্ট অনেক কম হয়।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Terrasin on June 20, 2021, 10:09:45 AM
আপনি এলোটকয়েন ফোরামের ফুল মেম্বার। আপনি যদি এরকম একদম নরমাল কোয়ালিটির পোস্ট করেন তাহলে কিভাবে বাংলা ফোরাম উন্নতির দিকে যাবে। কারণ আপনারা শুধু পোস্ট করে একাউন্ট এর রেংক বৃদ্ধি করার চেষ্টা করেন।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Mosarof on June 21, 2021, 06:51:10 PM
এখন বর্তমান সময়ে আমাদের বাংলা ফোরাম কোন দিকে চলে যাচ্ছে। আমি আজ দু তিনদিন ধরে কোন সিনিয়র ভাইদের দেখা পাচ্ছি না। কেন তারা বাংলা ফোরামে আসেনা। কি কারনে আসে না। তারা যদি আমাদের এই বাংলা ফোরামে না আসে তাহলে আমাদের ফোরাম টা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। তাই আমার অনুরোধ সিনিয়র ভাইরা যেন বাংলা ফোরামে আসেন।
আমাদের বাংলা আগের চেয়ে অনেক বেশি উন্নত কারন বাংলা ফোরাম এ মোডারেটর ভাইয়েরা আমাদের অনেক সাহায্য করে যাচ্ছে। তাদের সহযোগী তায় আমরা জুনিয়ার ইউজাররা অনেক কিছু জানতে পেরেছি এবং এবং শিখতে পারছি। তাই মডোরেটর ভাইয়েদের অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তাদের কারনে আমরা আমাদের মাতৃভাষা ভাষায় পোস্ট করতে পারি।আমরা সকলেই মটোরেটর ভাই দের ধন্যবাদ জানাচ্ছি।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Fighter on June 21, 2021, 06:58:44 PM
আমাদের বাংলা ফোরাম আগের থেকে অনেক উন্নত হয়েছে। এখন যেরকম টপিক এবং পোস্ট হয় আগে এর থেকে কম হতো। এখন প্রতিনিয়ত নতুন নতুন টপিক তৈরি হচ্ছে এবং তাতে করে প্রচুর পরিমাণে কমেন্ট হচ্ছে। সবকিছু মিলিয়ে আমাদের বাংলা ফোরাম এখন সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে। আবার অনেকে আছে যারা শুধু প্রয়োজন এর স্বার্থে বাংলা বোর্ড ব্যবহার করে। আইডির রেঙ্ক যখন ছোট থাকে তখন তারা ঠিকই বাংলায় পোস্ট করে কিন্তু যখন আইডি বড় রেংকে যায় তখন তারা আর বাংলায় ফিরে আসতে চায় না।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Farhana on June 21, 2021, 09:19:33 PM
এমন টপিক দেখলে যেকোন মানুষের কাছে কিন্তু একটা ধারনা চলে আসে যে সত্যিই কি বাংলা বোর্ডে কিছু হচ্ছে। আসলে আপনি যেটা ভাবছেন সেটা ঠিক না তাই আপনি কোন টপিক তৈরি করার আগে অবশ্যই চিন্তা করবেন টপিকটা কতটা যুক্তিযুক্ত। সবকিছুই প্রানবন্ত আছে এবং বোর্ডের সুযোগ্য মডারেটরবৃন্দ যারা আছেন আমি মনে করি ঘুম বাদ দিয়ে বাকি সবটুকু সময় ফোরামের উপর নজর রাখেন। আপনি খেয়াল করবেন সঠিক সময় সঠিক জায়গায় আপনি তাদের পাবেন। আপনার সকল সমস্যায় তারা আপনার পাশে আছে। সামনে এগিয়ে যান শুভ কামনা রইলো। 
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Malam90 on June 22, 2021, 05:32:29 AM
আমাদের বাংলা ফোরাম আগের থেকে অনেক উন্নত হয়েছে। এখন যেরকম টপিক এবং পোস্ট হয় আগে এর থেকে কম হতো। এখন প্রতিনিয়ত নতুন নতুন টপিক তৈরি হচ্ছে এবং তাতে করে প্রচুর পরিমাণে কমেন্ট হচ্ছে। সবকিছু মিলিয়ে আমাদের বাংলা ফোরাম এখন সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে। আবার অনেকে আছে যারা শুধু প্রয়োজন এর স্বার্থে বাংলা বোর্ড ব্যবহার করে। আইডির রেঙ্ক যখন ছোট থাকে তখন তারা ঠিকই বাংলায় পোস্ট করে কিন্তু যখন আইডি বড় রেংকে যায় তখন তারা আর বাংলায় ফিরে আসতে চায় না।

একদম ঠিক কথা।
র‌্যাংক বাড়ানোর পরেই তাদের আর খুঁজে পাওয়া যায়না। নতুন অবস্থায় বাংলা বোর্ডে ঝড়ের গতিতে পোস্ট করে র‌্যাংক বাড়ায় কিন্তু র‌্যাংক যেই আপ হয় সেই তারা আর বাংলা বোর্ডে তেমন আসেনা প্রয়োজন ছাড়া।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Ramesh Mondal on June 24, 2021, 08:28:47 AM
আমি এই ফোরামে ঢোকার পরে এখনো পর্যন্ত সিনিয়র পার্সনদের কোন অভাব পায়নি,সকলে প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুনদের সহযোগিতা করছেন,তাদের ব্যাবহার অতি চমৎকার। বিশেষ করে শ্রদ্ধেয় মালাম ভাই আমাদের নতুনদের অনেক বেশি সহযোগিতা করছেন। সেজন্য সকল সিনিয়র ভাইদের অনেক অনেক ধন্যবাদ জানাই।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Mj joy on June 25, 2021, 01:58:35 PM
এখন বর্তমান সময়ে আমাদের বাংলা ফোরাম কোন দিকে চলে যাচ্ছে। আমি আজ দু তিনদিন ধরে কোন সিনিয়র ভাইদের দেখা পাচ্ছি না। কেন তারা বাংলা ফোরামে আসেনা। কি কারনে আসে না। তারা যদি আমাদের এই বাংলা ফোরামে না আসে তাহলে আমাদের ফোরাম টা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। তাই আমার অনুরোধ সিনিয়র ভাইরা যেন বাংলা ফোরামে আসেন।
কথাটা তুলে ধরেছেন ভাই বর্তমান কিছুদিন ধরে সিনিয়র ভাইদের কে ফোরামে দেখতে পাইতেছি না। যেমন মালাম বাই বাবু ১০ ভাই সকল সিনিয়র ভাইরা ফোরামে সময় দিচ্ছেন না কিন্তু কী কারণে দিচ্ছে না সেটা বুঝতে পারছি না হয়তোবা কোন রকমের কোন ব্যস্ততা আছে উনাদের। আমার তো মনে হয় ভাই ওনারা ফোরামে বিশাল আকারের দায়িত্ব পালন করতে ওনারা যদি আমাদের এই বাংলা পড়াবে না থাকেন তাহলে আমাদের বাংলা প্রাণের অস্তিত্ব একেবারেই নষ্ট হয়ে যাবে আমি মনে করি আপনাদের মত মায়েদেরকে আমাদেরকে অবশ্যই অবশ্যই দরকার।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Acifix on June 25, 2021, 04:29:06 PM
এখন বর্তমান সময়ে আমাদের বাংলা ফোরাম কোন দিকে চলে যাচ্ছে। আমি আজ দু তিনদিন ধরে কোন সিনিয়র ভাইদের দেখা পাচ্ছি না। কেন তারা বাংলা ফোরামে আসেনা। কি কারনে আসে না। তারা যদি আমাদের এই বাংলা ফোরামে না আসে তাহলে আমাদের ফোরাম টা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। তাই আমার অনুরোধ সিনিয়র ভাইরা যেন বাংলা ফোরামে আসেন।


আপনি বলছেন যে আজ দুদিন ধরে কোনো সিনিয়র ভাইরা বাংলা ফোরামে একটিভ থাকেন না। কিন্তু তারা অন্যান্য সেকশনে ঠিকই অ্যাক্টিভ রয়েছেন ‌। তাদের যে সময় ফোরামের প্রয়োজন হয় তখন তারা অ্যাক্টিভ এ চলে আসে। তাই আমি মনে করি যে ফোরাম যে স্থানে রয়েছেন সেই স্থানে রয়েছে এটি ধীরে ধীরে কোন নিম্ন দিকে চলে যাচ্ছে না। বরং এটি উপর দিকে চলে যাচ্ছে। ধন্যবাদ
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Herry on June 25, 2021, 04:34:20 PM
এখন বর্তমান সময়ে আমাদের বাংলা ফোরাম কোন দিকে চলে যাচ্ছে। আমি আজ দু তিনদিন ধরে কোন সিনিয়র ভাইদের দেখা পাচ্ছি না। কেন তারা বাংলা ফোরামে আসেনা। কি কারনে আসে না। তারা যদি আমাদের এই বাংলা ফোরামে না আসে তাহলে আমাদের ফোরাম টা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। তাই আমার অনুরোধ সিনিয়র ভাইরা যেন বাংলা ফোরামে আসেন।
অধিকাংশ ইউজার বাংলা বোর্ড টাকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যবহার করে থাকে। নতুন ইউজার রা অল টাইম একটিভ থাকে এবং নিয়মিত পোস্ট করে যখন তাদের রেংক বেড়ে যায় তারা বাংলা বোর্ড টাকে ছেড়ে দেয়। আমার মনে হয় লোকাল বোর্ডটা কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের বেশি বেশি একটিভ থাকতে হবে। এবং নিয়মিত নতুন টপিক তৈরি করতে হবে যাতে পোষ্টের সংখ্যা বৃদ্ধি পায় লোকাল লোকাল বোর্ডে। আসুন আমরা সকলে মিলে একসাথে কাজ করি ইনশাআল্লাহ আমাদের লোকাল বোর্ডের উন্নতি হবে।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Mental on June 26, 2021, 07:29:57 AM
হ্যাঁ দিন দিন বাংলা ফোরামের সদস্য একদম কমে যাচ্ছে। আসলে এর কারণ কি আমরা কেউই জানিনা। তবে এখানে কিছু সিনিয়র রয়েছে যারা ফোরামে প্রায় 20 ঘন্টা একটিভ থাকে বাংলা ফোরামে। আর আমরা প্রত্যেকে যদি ফোরামে 20 ঘণ্টা করে সময় দেই তাহলে আমাদের এই বাংলা ফোরাম অনেক এগিয়ে যাবে।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: AIam333 on June 29, 2021, 10:34:30 AM
আমাদের বাংলা ফোরাম আগের থেকে অনেক উন্নত হয়েছে। এখন যেরকম টপিক এবং পোস্ট হয় আগে এর থেকে কম হতো। এখন প্রতিনিয়ত নতুন নতুন টপিক তৈরি হচ্ছে এবং তাতে করে প্রচুর পরিমাণে কমেন্ট হচ্ছে। সবকিছু মিলিয়ে আমাদের বাংলা ফোরাম এখন সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে। আবার অনেকে আছে যারা শুধু প্রয়োজন এর স্বার্থে বাংলা বোর্ড ব্যবহার করে। আইডির রেঙ্ক যখন ছোট থাকে তখন তারা ঠিকই বাংলায় পোস্ট করে কিন্তু যখন আইডি বড় রেংকে যায় তখন তারা আর বাংলায় ফিরে আসতে চায় না।


আমাদের বাংলা ফোরাম ঠিক আগে জাগাই রয়েছে। এটি নিচের দিকে চলে যায়নি বরং এটি উন্নতির দিকে চলে যাচ্ছে। মানুষ যতই বাংলা ফোরামে না এসে গ্লোবাল সেকশনে একটু বেশি একটিভ থাকে তাদের কিন্তু বাংলা ফোরামে ঠিকি আসতে হয়। তাই আমি মনে করি যে বাংলা ফোরাম ধীরে ধীরে নিম্ন দিকে না গিয়ে ও উন্নতির দিকে যাচ্ছে। ধন্যবাদ
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: monmoynatt on June 29, 2021, 01:31:11 PM
আমি মনেকরি বাংলা বোর্ড সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। এখন এর গতি অনেক ভালো। আমাদের সম্মানিত মডারেটর গন অক্লান্ত পরিশ্রম করে আমাদের বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যাচ্ছে।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Brithyislam on June 29, 2021, 04:22:12 PM
আমাদের বাংলা ফোরাম আগের থেকে অনেক উন্নত হয়েছে। এখন যেরকম টপিক এবং পোস্ট হয় আগে এর থেকে কম হতো। এখন প্রতিনিয়ত নতুন নতুন টপিক তৈরি হচ্ছে এবং তাতে করে প্রচুর পরিমাণে কমেন্ট হচ্ছে। সবকিছু মিলিয়ে আমাদের বাংলা ফোরাম এখন সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে। আবার অনেকে আছে যারা শুধু প্রয়োজন এর স্বার্থে বাংলা বোর্ড ব্যবহার করে। আইডির রেঙ্ক যখন ছোট থাকে তখন তারা ঠিকই বাংলায় পোস্ট করে কিন্তু যখন আইডি বড় রেংকে যায় তখন তারা আর বাংলায় ফিরে আসতে চায় না।


আমাদের বাংলা ফোরাম ঠিক আগে জাগাই রয়েছে। এটি নিচের দিকে চলে যায়নি বরং এটি উন্নতির দিকে চলে যাচ্ছে। মানুষ যতই বাংলা ফোরামে না এসে গ্লোবাল সেকশনে একটু বেশি একটিভ থাকে তাদের কিন্তু বাংলা ফোরামে ঠিকি আসতে হয়। তাই আমি মনে করি যে বাংলা ফোরাম ধীরে ধীরে নিম্ন দিকে না গিয়ে ও উন্নতির দিকে যাচ্ছে। ধন্যবাদ
আমাদের বাংলা ফোরাম সঠিক গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা আমাদের বাংলাপ্রম কে অনেকটা ওপরে দেখতে পারবো।। বাংলা ফোরামে যারা সবচেয়ে বেশি অবদান রাখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Labonno on June 29, 2021, 05:29:33 PM
আমি ব্যাক্তিগত ভাবে মনে করি যে আমাদের বাংলা লোকাল বোর্ড ধিরে ধিরে উন্নতির দিকেই অগ্রসর হচ্ছে।  আমাদের ফোরামে আগে ইউজার সংখ্যা অনেক কম ছিল কিন্তু এখন অনেক বৃদ্ধি পেয়েছে।  তাছাড়া আগে বাংলা লোকাল বোর্ডে এক্টিভিটিও অনেক কম ছিলো।  কিন্তু এখন সবাই এক্টিভ থাকার কারনে ফোরামের এক্টিভিটিও অনেক বেড়েছে।                               
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Random203 on June 30, 2021, 05:29:30 PM
আমাদের বাংলা লোকাল বোর্ড দিন দিন সামনের দিকেই এগিয়ে যাচ্ছে।  আমাদের ফোরামের যে সকল মডারেটর ভাইয়েরা রয়েছে তারা খুব দক্ষ হাতে আমাদের ফোরাম পরিচালনা করতে সক্ষম হয়েছে।  তাদের জন্য আজ আমাদের ফোরাম অনেক এগিয়ে গিয়েছে।                 
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Maxtel on June 30, 2021, 06:11:48 PM
অবশ্যই আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে আরও উন্নতি লাভ করেছে। এখানে অনেক সিনিয়র ইউজার রয়েছে যারা নিয়মিত এখানে রান করে থাকে। আগের থেকে বর্তমানে অনেক নতুন মেধাবী ইউজার বের হচ্ছে। এ কারণে বাংলা ফোরাম একসময় ক্রিপ্টোকারেন্সিতে আরো জনপ্রিয় হয়ে উঠবে
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Milon626 on July 02, 2021, 05:30:38 AM
আমার কাছে ব্যাক্তিগত ভাবে মনে হয় যে আমাদের বাংলাদেশের লোকাল বোর্ড ধিরে ধিরে উন্নতির দিকেই এগিয়ে যাচ্ছে।  আগে আমাদের লোকাল বোর্ডে ইউজার অনেক কম ছিল এবং তাদের এক্টিভিটিও অনেক কম ছিলো।  কিন্তু সম্প্রতি আমাদের লোকাল বোর্ডে  এক্টিভ ইউজারের সংখ্যাও অনেক, তাদের এক্টিভিটিও অনেক।                               
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Meta on July 02, 2021, 07:20:47 AM
আমাদের বাংলা ফোরাম আগের তুলনায় অনেক বেশি এগিয়ে গেছে। এখন দেখা যাচ্ছে মানুষ একটিভ থাকছে বেশি যার জন্য পোষ্ট এবং কমেন্ট দুটোই বেশি বেশি হচ্ছে আগের তুলনায়। এরকম ভাবে চললে বাংলা ফোরাম ভবিষ্যতে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Salman y90 on July 02, 2021, 10:04:24 AM
এখন বর্তমান সময়ে আমাদের বাংলা ফোরাম কোন দিকে চলে যাচ্ছে। আমি আজ দু তিনদিন ধরে কোন সিনিয়র ভাইদের দেখা পাচ্ছি না। কেন তারা বাংলা ফোরামে আসেনা। কি কারনে আসে না। তারা যদি আমাদের এই বাংলা ফোরামে না আসে তাহলে আমাদের ফোরাম টা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। তাই আমার অনুরোধ সিনিয়র ভাইরা যেন বাংলা ফোরামে আসেন।
অধিকাংশ ইউজার বাংলা বোর্ড টাকে রেঙ্ক বাড়ানোর কাজে ব্যবহার করে থাকে। নতুন ইউজার রা অল টাইম একটিভ থাকে এবং নিয়মিত পোস্ট করে যখন তাদের রেংক বেড়ে যায় তারা বাংলা বোর্ড টাকে ছেড়ে দেয়। আমার মনে হয় লোকাল বোর্ডটা কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের বেশি বেশি একটিভ থাকতে হবে। এবং নিয়মিত নতুন টপিক তৈরি করতে হবে যাতে পোষ্টের সংখ্যা বৃদ্ধি পায় লোকাল লোকাল বোর্ডে। আসুন আমরা সকলে মিলে একসাথে কাজ করি ইনশাআল্লাহ আমাদের লোকাল বোর্ডের উন্নতি হবে।


আপনি অত্যান্ত সুন্দর মানের একটি পোস্ট করেছেন। আপনার পোস্ট অনেক ভালো হয়েছে। আপনার পোস্ট পড়ে আমি যা বুঝলাম সেটা হলো এখন বর্তমান সময়ে আমাদের বাংলা ফোরাম আরও উন্নতির দিকে যাচ্ছে। আমি মনে করি যে এ ভাবে জানো আমাদের বাংলা ফোরাম আরো এগিয়ে যায়।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Ramesh Mondal on July 02, 2021, 01:09:40 PM
আমি বাংলা ফোরামে জয়েনিং করার পর থেকে সিনিয়রদের কোন কমতি এখনো পাইনি।যখন যে প্রশ্ন করছি সিনিয়র ভাইয়েরা খুবই যত্নসহকারে বুজিয়ে দিচ্ছেন।এডমিন, মোডারেটররাও সর্বাত্বকভাবে আমাদের নতুনদের সহযোগিতা করছেন। বাংলা ফোরাম খুবই ভালো, দ্রুতগতিতে এগিয়ে চলছে।ধন্যবাদ সবাইকে
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: HeartBit143 on July 02, 2021, 07:51:41 PM
আমার মনে হয় আমাদের বাংলা লোকাল বোর্ড ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। কেননা আগে আমাদের ফোরামে সিনিয়র ভাইদের দেখা পাওয়া খুবই কষ্টকর ছিল।  কিন্তু এখন আমাদের বাংলা বোর্ডে অনেক গুলো সিনিয়র ভাই সব সময় এক্টিভ থাকেন এবং আমাদের নানা রকম দিক নির্দেশনা দিয়ে থাকেন।  এতে করে আমাদের বিপথগামী হওয়ার কোন সম্ভাবনা থাকে না।                                   
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Phython on July 02, 2021, 10:47:26 PM
আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে সামনের দিকে চলে যাচ্ছে । আমরা সবাই কম বেশি বাংলা ফোরামে কাজ করে আসছি এখানে তাহলে আমাদের বার বাংলা ফোরামে দিকে এটা দায়িত্ব আছে । আমাদের বাংলা ভাষার ফোরামকে এগিয়ে নিয়ে যেতে হবে । আমাদের বাংলা ফোরামকে এগিয়ে নিতে চাইলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে । তাহলেই আমরা আমাদের ফোরামকে সামনের দিকে নিয়ে যেতে পারবো।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: sohel8090 on July 03, 2021, 04:37:56 AM
বাংলা ফোরাম | আমার মনে হয় বাংলা ফোরাম দিরে দিরে এগিয়ে যাচ্ছে | বাংলা ফোরাম এগিয়ে গেলে আমাদের অনেক সুবিধা হবে | শুধু আমার একার সুবিধা হবে আমরা যে সকল মানুষ বাংলা ফোরাম এ কাজ করি তাদের সবার সুবিধা হবে | তবে আমাদের বাংলা ফোরাম কে এগিয়ে নেওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হবে | আমরা সবাই মিলে বাংলা ফোরামকে এগিয়ে নিয়ে যাব | ইনশাআল্লা |
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Diknel on August 01, 2021, 07:55:07 AM
আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে আগের থেকে অনেক উন্নতির দিকে যাচ্ছে। আমাদের ফোরামের মডারেটর ভাই অনেক সুন্দর করে ফোরাম টাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আমাদের সবার বাংলা ফোরাম কে এগিয়ে নেয়ার জন্য পরিশ্রম করতে হবে। ভবিষ্যতে যেন আরো অনেকদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি।
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Red bake on August 02, 2021, 03:33:28 PM
অনেক সময় দেখা যায় বাংলা ফোরামে সবাই এলোমেলোভাবে পোস্ট করেছে, কিন্তু ফোরামের সিনিয়র ভাইয়েদের পোস্ট পড়ে অনেক কিছু শেখা যায়,,এখন সবাই গুছিয়ে পোস্ট করে!
এর কারনে দেখা যাচ্ছে বাংলা ফোরাম উন্নতির দিকে যাচ্ছে।
কৃতজ্ঞতা প্রকাশ করি সিনিয়র ভাইদের উপর
Title: Re: আমাদের বাংলা ফোরাম ধীরে ধীরে কোন দিকে চলে যাচ্ছে?
Post by: Hall on August 03, 2021, 03:23:11 AM
ফোরাম সম্পর্কে আমার তেমন ধারণা নেই। এই ফোরামে আমি নতুন। কোন ভুল করলে ক্ষ মা করবেননা। বাংলা ফোরাম ধীরে ধীরে ভালো দিকে চলে যাচ্ছে। বাংলা ফোরামে আমরা  সবাই ভালো কাজ করে থাকি। আমরা এই ফোরামকে সবার উপরে দেখতে চাই । এই ফোরামে কাজ করে আমরা ধীরে ধীরে সবার চোখে ভালো করতে চাই।