Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Rifan Khan on June 19, 2021, 08:28:32 PM

Title: ফরামে কার কেমন আচরণ?
Post by: Rifan Khan on June 19, 2021, 08:28:32 PM
আমাদের বাংলা ফরামে কার কেমন আচরণ সেই সম্পর্কে আপনার কিছু বলেন।কারণ আমাদের বাংলা ফোরাম এখন বর্তমানে যে পর্যায়ে রয়েছে সেটি বেশি ভালো পর্যায় না।আমি মনে করি যে আমাদের বাংলা ফোরাম কে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। তাই আমি মনে করি সবার আচরণ বোধহয় অনেক ভালো হবে। এ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলেন।
Title: Re: ফরামে কার কেমন আচরণ?
Post by: Malam90 on June 20, 2021, 10:29:14 AM
ভাই আপনি এসব অদ্ভুত পোস্ট করা বন্ধ করুন। গত দুদিনে আপনি এ নিয়ে অন্তত ৫ টি পোস্ট করেছেন। কে বলেছে আপনাকে যে বর্তমানে বাংলা ফোরাম বাজে অবস্থানে রয়েছে? নতুন আসলেন দুদিন আর দুদিনেই সব ‍বুঝে গেছেন? আমরা কি ঘোড়ার ঘাস কাটতেছি? বাংলা ফোরামের নাড়ি নক্ষত্র আমার জানা আছে। বেশি পাকনামি করবেন না। নিজের কাজ নিজে করুন। ভুলভাল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আর আপনি বাংলা ফোরামে কার আচরণ কেমন তা জানার কি দরকার? বাংলা ফোরামের মডারেটর ও সিনিয়ররা অনেক হেল্পফুল। বিপদে তো পড়েননি তাই বুঝেননি কে কতটা হেল্পফুল। এই ফোরামে কে কি করেন, কোথায় কোন রিপোর্ট আসে সব আমার কাছেই আসে কারণ আমি গ্লোবাল মডারেটররা সব খবর পায়। আমি কঠোর হলে নতুনরা টিকতে পারতেন না। আমি অনেক ছাড় দেই, ধরিয়ে দেই ভুল হলে। গ্লোবাল সেকশনে বিপদ দেখলে সেটা সামাল দেওয়ার চেষ্টা করি যাতে বাঙালিরা বিপদমুক্ত হয়ে কাজ করতে পারে তবে যারা বেশি পাকনামি করে তারাই বিপদে পড়ে। ফোরামে সুন্দর করে কাজ করুন।
Title: Re: ফরামে কার কেমন আচরণ?
Post by: Rifan Khan on June 20, 2021, 09:14:49 PM
আমির ফোরামে এরকম পোস্ট আর করব না। আমি ফোরামে ভালো মানের পোস্ট করার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া
Title: Re: ফরামে কার কেমন আচরণ?
Post by: Brithyislam on June 21, 2021, 11:26:21 AM
এই ফোরামের আমি নতুন সদস্য এখানে কেমন আচরণ করে সবাই এই বিষয়ে আমার কোন ধারণা নেই। আর আমি কাউকে সঠিকভাবে চিনিও না। অপরজনকে না চিনে তাহার প্রতি আমি কোনো মন্তব্য পেশ করতে পারছিনা। আমি এটা বিশ্বাস করি এই ফোরামের সবাই ভালো ‌
Title: Re: ফরামে কার কেমন আচরণ?
Post by: Fighter on June 22, 2021, 03:24:21 PM
আমাদের বাংলা ফরামে কার কেমন আচরণ সেই সম্পর্কে আপনার কিছু বলেন।কারণ আমাদের বাংলা ফোরাম এখন বর্তমানে যে পর্যায়ে রয়েছে সেটি বেশি ভালো পর্যায় না।আমি মনে করি যে আমাদের বাংলা ফোরাম কে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। তাই আমি মনে করি সবার আচরণ বোধহয় অনেক ভালো হবে। এ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলেন।
ভাই এটা কোন কথা হলো। ফোরামে আবার কার আচরণ কেমন হবে। তবে ফোরামের সিনিয়র জুনিয়র আছে। আমি মনে করি ফোরামের যারা সিনিয়র বড় ভাই আছে তাদেরকে অবশ্যই সম্মান করা উচিত। কারণ জুনিয়ররা সিনিয়রদের কাজের মাধ্যমেই অর্থাৎ সিনিয়রদের পোস্ট পড়ে অভিজ্ঞতা অর্জন করতে পারে।
Title: Re: ফরামে কার কেমন আচরণ?
Post by: Farhana on June 28, 2021, 06:50:44 PM
ফোরামে সবার আচরন ভাল শুধু আপনি যেভাবে নিবেন সেভাবে পাবেন। মনে করেন একই পোস্ট একজন বারবার করে যাচ্ছে সিনিয়ররা বা প্রিয় মডারেটর রা নিষেধ করছে তারপরেও করছে তখন তো অবশ্যই একটু কঠিন হওয়া উচিত। এই কঠোর হলেই মনে করবেন সে খারাপ বা তার আচরন খারাপ। আপনি যেমন একটা কথা লিখেছেন ফোরামের অবস্থা ভালনা এটা সত্যিই দুঃখজনক। ফোরামের অবস্থা ভাল না হলেও ভাল করার দ্বায়িত্ব আপনার আমার সবার।
Title: Re: ফরামে কার কেমন আচরণ?
Post by: RSRS on June 30, 2021, 03:39:39 PM
আমাদের বাংলা ফোরামের সকল ইউজারদের ব্যবহার অনেক নমনীয়। সিনিয়র ভাইরা এবং মডারেটর ভাইরা অনেক বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে তাদের মাধ্যমে ফোরাম সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছি। তাই আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলা ফোরামের সবার ব্যবহারই অনেক সুন্দর ছিল আছে এবং থাকবে।
Title: Re: ফরামে কার কেমন আচরণ?
Post by: Maxtel on July 01, 2021, 04:25:09 AM
কোরআন সম্পর্কে আপনার তেমন ধারণা হয়নি ।তাই বাংলা ফোরাম বাজাবো স্থায়ী আছে মন্তব্য করেছেন। আপনি ফোরামে দীর্ঘ সময় পার করেন। এবং নিয়মিত সময় দিন সিনিয়রদের পোস্টগুলো এবং মডারেটরের পরামর্শগুলো ভালো ভাবে মেনে চলেন তাহলে বুঝতে পারবেন বর্তমানে বাংলা ফোরাম  অনেক এগিয়ে গেছে।