Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Ricky on June 22, 2021, 09:23:25 AM

Title: ইলনমাস্ক ক্রিপ্টোকারেন্সি কে প্রমোট করছেন.?
Post by: Ricky on June 22, 2021, 09:23:25 AM
 মার্কেটের এই করুন পরিস্থিতির জন্য আমি ইলনমাস্ক কেই দায়ী করছি। কারন আমরা লক্ষ করেছি, ক্রিপ্টো মার্কেট এর নিয়ন্ত্রণ অনেকটাই ইলনমাস্ক এর হাতে চলে গিয়েছে।  
মার্কেট এর করুন পরিস্থিতি দেখে আমরা অলরেডি অনুমান করে নিয়েছি যে ইলনমাস্ক ক্রিপ্টোকে দিন দিন আরো প্রমোট করার একটা চেষ্টা চালাচ্ছেন যার ইতিবাচক প্রভাবে মার্কেটের এই করুন পরিস্থিতি।
ইলনমাস্ক চাইলে অনেক কিছুই করতে পারেন, তবে উনি যে ক্রিপ্টোকারেন্সিকে প্রোমোট করার একটা চেষ্টা চালাচ্ছেন, এটা স্পষ্টই বুঝতে পারছি কিন্তু আমার কথা হলো -
 তিনি ক্রিপ্টোকে প্রোমোট করছেন যার ইতিবাচক প্রভাব নিয়মিত মার্কেটে ধ্বস নামিয়ে দিয়েছে। আসুলে উনার উদ্দ্যেশ্য কি, ক্রিপ্টো কে প্রমোট করতে করতে তো উনি মার্কেটকে একেবারে ধ্বংস করে দিলেন।

 এটার শেষ কোথায়.?
তার এই মার্কেটকে প্রমোট করার পেছনে আসল উদ্দেশ্য কি হতে পারে.?
Title: Re: ইলনমাস্ক ক্রিপ্টোকারেন্সি কে প্রমোট করছেন.?
Post by: Mosarof on June 22, 2021, 12:33:53 PM
মার্কেটের এই করুন পরিস্থিতির জন্য আমি ইলনমাস্ক কেই দায়ী করছি। কারন আমরা লক্ষ করেছি, ক্রিপ্টো মার্কেট এর নিয়ন্ত্রণ অনেকটাই ইলনমাস্ক এর হাতে চলে গিয়েছে।  
মার্কেট এর করুন পরিস্থিতি দেখে আমরা অলরেডি অনুমান করে নিয়েছি যে ইলনমাস্ক ক্রিপ্টোকে দিন দিন আরো প্রমোট করার একটা চেষ্টা চালাচ্ছেন যার ইতিবাচক প্রভাবে মার্কেটের এই করুন পরিস্থিতি।
ইলনমাস্ক চাইলে অনেক কিছুই করতে পারেন, তবে উনি যে ক্রিপ্টোকারেন্সিকে প্রোমোট করার একটা চেষ্টা চালাচ্ছেন, এটা স্পষ্টই বুঝতে পারছি কিন্তু আমার কথা হলো -
 তিনি ক্রিপ্টোকে প্রোমোট করছেন যার ইতিবাচক প্রভাব নিয়মিত মার্কেটে ধ্বস নামিয়ে দিয়েছে। আসুলে উনার উদ্দ্যেশ্য কি, ক্রিপ্টো কে প্রমোট করতে করতে তো উনি মার্কেটকে একেবারে ধ্বংস করে দিলেন।

 এটার শেষ কোথায়.?
তার এই মার্কেটকে প্রমোট করার পেছনে আসল উদ্দেশ্য কি হতে পারে.?
আপনি ঠিকই বলছেন ভাই ইলন মাস্ক যে কি একটা দাবার চাল  চালাতাছে সে নিজেই জানে।গত কিছুদিন ধরে মাকেট এতো নিচে নামলো । তবে আমার মনে হয় সামনে মার্কেটের অবস্থা ভালো একটা পজিশনে দাঁড়াবে। তাই কয়েন মার্কেট হোল্ড করে রাখার উত্তম সময় এখন।
Title: Re: ইলনমাস্ক ক্রিপ্টোকারেন্সি কে প্রমোট করছেন.?
Post by: Fighter on June 22, 2021, 02:47:40 PM
হ্যাঁ এখন ইলন মাস্ক এর কথায় ক্রিপ্টোকারেন্সি চলছে এটাই বলা চলে। ইলন মাস্ক একজন বড় বিনিয়োগকারী সেই সাথে তিনি প্রসিদ্ধ ধনী ব্যক্তি ও। তারা ক্রিপ্টোকারেন্সি তে বিটকয়েনের বিনিয়োগ করা নিয়ে টুইট করা বিটকয়েনের দাম অনেক বেড়ে গিয়েছিল। সেই সাথে তিনি বলেছিলেন যে তারা টেসলা কোম্পানি গাড়িগুলো বিট কয়েন দিয়ে কেনা যাবে কিন্তু এখন তিনি  বিটকয়েন পরিত্যাগ করেছেন। যার ফলস্বরূপ বিটকয়েনের দাম আজকে ৩১ হাজার ডলার এবং ইথিরিয়াম হাজার ১৮০০ নেমে এসেছে।
Title: Re: ইলনমাস্ক ক্রিপ্টোকারেন্সি কে প্রমোট করছেন.?
Post by: RSRS on June 23, 2021, 10:44:06 AM
ক্রিপ্টোকারেন্সিতে ইলন মাস্ক এর ভূমিকা অনেক বেশি পরিমাণে রয়েছে। কেননা তার একটা টুইটে মার্কেটের অবস্থা অনেকটাই পরিবর্তন হয়ে যায়। তিনি যে কখন কি করতেছে তা সত্যি বোঝা দায়। এখন মার্কেটের অবস্থা অনেক খারাপ তার মনে আসলে কি আছে বা কি করতে চাইতেছেন তিনি সেটাই বোঝা যাচ্ছে না।
Title: Re: ইলনমাস্ক ক্রিপ্টোকারেন্সি কে প্রমোট করছেন.?
Post by: Rifan Khan on June 23, 2021, 12:50:40 PM
এখন বর্তমান সময়ে আমরা কিপ্ট কারেন্সি মার্কেটে যে রকম অবস্থা দেখছি তাতে আমার মনে হয় এটি শুধু ইলন মাস্কের কারণেই হচ্ছে। কারণ তিনি যদি চান মার্কেট এখন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট পাম্পিং হবে তাহলে  তাহলে ঠিক তার কথায় পাম্পিং হচ্ছে। আবার তিনি যদি বলেন এখন বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডাম্পিং হবে তাহলে কিন্তু মার্কেট ডাম্পিং হয়ে যাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখন কোন অবস্থানে রয়েছেন তার কিছুই ভাল ভাবে বলা যাচ্ছে না।
Title: Re: ইলনমাস্ক ক্রিপ্টোকারেন্সি কে প্রমোট করছেন.?
Post by: AIam333 on June 25, 2021, 05:49:08 PM
মার্কেটের এই করুন পরিস্থিতির জন্য আমি ইলনমাস্ক কেই দায়ী করছি। কারন আমরা লক্ষ করেছি, ক্রিপ্টো মার্কেট এর নিয়ন্ত্রণ অনেকটাই ইলনমাস্ক এর হাতে চলে গিয়েছে।  
মার্কেট এর করুন পরিস্থিতি দেখে আমরা অলরেডি অনুমান করে নিয়েছি যে ইলনমাস্ক ক্রিপ্টোকে দিন দিন আরো প্রমোট করার একটা চেষ্টা চালাচ্ছেন যার ইতিবাচক প্রভাবে মার্কেটের এই করুন পরিস্থিতি।
ইলনমাস্ক চাইলে অনেক কিছুই করতে পারেন, তবে উনি যে ক্রিপ্টোকারেন্সিকে প্রোমোট করার একটা চেষ্টা চালাচ্ছেন, এটা স্পষ্টই বুঝতে পারছি কিন্তু আমার কথা হলো -
 তিনি ক্রিপ্টোকে প্রোমোট করছেন যার ইতিবাচক প্রভাব নিয়মিত মার্কেটে ধ্বস নামিয়ে দিয়েছে। আসুলে উনার উদ্দ্যেশ্য কি, ক্রিপ্টো কে প্রমোট করতে করতে তো উনি মার্কেটকে একেবারে ধ্বংস করে দিলেন।

 এটার শেষ কোথায়.?
তার এই মার্কেটকে প্রমোট করার পেছনে আসল উদ্দেশ্য কি হতে পারে.?

ভাইয়া আমি ফোরামের নতুন। সে জন্য আমি অতটা ভালো জানি না যে কিপ্ট  কারেন্সি মার্কেটের অবস্থানের কারণ ইলন মার্কসের হাত রয়েছে কিনা । আপনি কি এটা সম্পর্কে সত্যিই সিওর রয়েছেন যে মার্কেটের এই রকম অবস্থার কারণে ইলন মাস্কের হাত রয়েছে।
Title: Re: ইলনমাস্ক ক্রিপ্টোকারেন্সি কে প্রমোট করছেন.?
Post by: Mental on June 26, 2021, 06:56:02 AM
আমার মনে হয় ইলন মাস্ক ইচ্ছে করেই মার্কেট ডাম্পিং করছে। তার কারণ আমরা দেখতে পাই ইলন মাস্ক যদি পাম্পিং সম্পর্কে কোন টুইট করে তাহলে ওই কয়েন একদম চাঁদে চলে যায় আর যদি ডাম্পিং সম্পর্কে কোন টুইট করে তাহলে মার্কেট একদম ধ্বংসের দিকে চলে যায়। আমার মনে হয় এখানে ইলন মাস্ক এটা বোঝাতে চাচ্ছে যে সবাই এখন কয়েন বিক্রি করে দিই তাহলে তাদের লাভটা থাকবে একটু বেশি কারণ যখন মার্কেট এর দাম পাম্পিং অবস্থায় ছিল তখন তারা হোল্ড করে রেখেছে এখন মার্কেটের অবস্থা দেখে তারা ভয় বিক্রি করে দেয় যেন। আমার মনে হয় এখন মার্কেটের অবস্থা খুবই খারাপ তাই আমি বলি আপনারা কেউ যদি হোল্ড করে রাখতে চান তাহলে এখনি রাখতে পারেন ভবিষ্যতে এর দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
Title: Re: ইলনমাস্ক ক্রিপ্টোকারেন্সি কে প্রমোট করছেন.?
Post by: Diknel on August 05, 2021, 11:10:34 AM
ইলন মাস্ক হলো বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি। এবং ক্রিপ্টো মার্কেটে সবচেয়ে বড় বিনিয়োগকারী। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের নিয়ন্ত্রণ অনেকটাই ইলন মাস্কের হাতে। তার একটা টুইটে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই পরিবর্তন হয়ে যায়। ক্রিপ্টো মার্কেটে ইলন মাস্ক এর ভূমিকা অনেক বেশি। বর্তমানে মার্কেটের অবস্থা খুবই খারাপ। তাই আমি মনে করি, যারা কোনো কয়েন হোল্ড করে রাখতে চান তাহলে রাখতে পারেন ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কয়েন গুলোর দাম অনেক বৃদ্ধি পাবে
Title: Re: ইলনমাস্ক ক্রিপ্টোকারেন্সি কে প্রমোট করছেন.?
Post by: Magepai on October 27, 2021, 04:56:41 PM
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছে ছিল। কিন্তু হঠাৎ করে এভাবে ডাম্পিং করবে একদিনের মধ্যে তা সত্যিই কল্পনার বাহিরে সবার। মনে হচ্ছিল বিটকয়েন প্রাইস আবারো 50 হাজার ডলারের। কিন্তু ইলন মাস্কের একটি কথার কারণেই কিন্তু আর সেভাবে কমে যাচ্ছে না। ক্রিপ্টোকারেন্সি তে ইলন মাস্কের ভূমিকা রয়েছে ব্যাপক। তিনি শুধু বলেছেন তার কোম্পানিগুলো যে বিটকয়েন লেনদেন বাদ দিয়ে দিয়েছিল তা আবারও গ্রহণ করবে এই কথাটুকু বলার কারণেই কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট বর্তমানে ডাম্পিং হচ্ছে না।
Title: Re: ইলনমাস্ক ক্রিপ্টোকারেন্সি কে প্রমোট করছেন.?
Post by: Churphans on October 27, 2021, 05:00:58 PM
ক্রিপ্টোকারেন্সি তে ইলন মাস্ক এর ভূমিকা অস্বীকার করার মতো নয়। ক্রিপ্টোকারেন্সি তার অবদান অনস্বীকার্য। তিনি বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী লোক হওয়া সত্বেও ক্রিপ্টোকারেন্সি তে যে নিরন্তর প্রচেষ্টা সেটা বলা বাহুল্য রাখেনা। তিনি আজ পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি তো বড় ধরনের একটি বিনিয়োগকারী। শুধু তিনি নয় তার প্রতিষ্ঠানগুলো ক্রিপ্টোকারেন্সি গ্রহণযোগ্যতার বিষয়ে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। এজন্যই টেন মার্কস কে
Title: Re: ইলনমাস্ক ক্রিপ্টোকারেন্সি কে প্রমোট করছেন.?
Post by: Kangaro45 on October 27, 2021, 05:07:44 PM
ক্রিপ্টোকারেন্সি তে ইলন মাস্কের ভূমিকা অনস্বীকার্য। শুধু ইলন মাস্ক নয় তার প্রতিষ্ঠান ক্রিপ্টোকারেন্সি বড় একটি ইনভেস্টর। ক্রিপ্টোকারেন্সিতে ইলন মাস্কের পদার্পণের পর থেকেই বিটকয়েন শুধু ঊর্ধ্বমুখী হচ্ছে। তার হাত ধরেই ক্রিপ্তমারকেট সবচেয়ে বেশি প্রসারিত হয়েছে।
Title: Re: ইলনমাস্ক ক্রিপ্টোকারেন্সি কে প্রমোট করছেন.?
Post by: Jaya60 on October 27, 2021, 06:43:05 PM
ক্রিপ্টোকারেন্সি তে ইলন মাস্কের ভূমিকা অনস্বীকার্য। শুধু ইলন মাস্ক নয় তার প্রতিষ্ঠান ক্রিপ্টোকারেন্সি বড় একটি ইনভেস্টর। ক্রিপ্টোকারেন্সিতে ইলন মাস্কের পদার্পণের পর থেকেই বিটকয়েন শুধু ঊর্ধ্বমুখী হচ্ছে। তার হাত ধরেই ক্রিপ্তমারকেট সবচেয়ে বেশি প্রসারিত হয়েছে।
আপনি যে বলেছেন ক্রিপ্টোকারেন্সি তে শুধুমাত্র তার কারণেই বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পেয়েছে আমি মনে করি এটা কখনোই না। ক্রিপ্টোকারেন্সি তে তিনি একজন ইনভেস্টর ঠিক আছে কিন্তু তার হাত ধরে যে প্রসারিত হয়েছে এটা সঠিক নয়। যদি তাই হত তাহলে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কোন কথা বললে সেটা বিপরীতটা হয় কেন। ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনোই একজন মানুষের কথামতো চলে না।
Title: Re: ইলনমাস্ক ক্রিপ্টোকারেন্সি কে প্রমোট করছেন.?
Post by: Casual on October 28, 2021, 01:12:03 AM
ক্রিপ্টোকারেন্সি তে ইলন মাস্কের ভূমিকা অনস্বীকার্য। শুধু ইলন মাস্ক নয় তার প্রতিষ্ঠান ক্রিপ্টোকারেন্সি বড় একটি ইনভেস্টর। ক্রিপ্টোকারেন্সিতে ইলন মাস্কের পদার্পণের পর থেকেই বিটকয়েন শুধু ঊর্ধ্বমুখী হচ্ছে। তার হাত ধরেই ক্রিপ্তমারকেট সবচেয়ে বেশি প্রসারিত হয়েছে।
আমরা সকলেই জানি ইলন মাস্ক একজন ক্রিপ্টো ইনভেস্টর। এবং কি আমি আরো একটা বিষয়ে দেখেছি যে এই সমস্ত বড় ইনভেস্টর যারা রয়েছে তারা সব সময় নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেনা। কারণ যখন তারা কোন কয়েন এর মধ্যে ইনভেস্ট করে তখন সেই কয়েনটি নিয়েই সব সময় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এতে করে যেন এই কয়েনটি দাম আরো বৃদ্ধি পায়। কিন্তু অন্য সকল কয়েন গুলোর কোন খবর থাকে না। কখনোই ইলন মাস্কের হাত ধরে ক্রিপ্টোকারেন্সি আগায়নি বরংচ ক্রিপ্টোকারেন্সি তার নিজস্ব গতিতে চলে বা বিনিয়োগকারীদের উপর। কিন্তু কখনো একজনের উপর নির্ভর করে ক্রিপ্টোকারেন্সি আগায় না।