Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Rifan Khan on June 23, 2021, 11:44:40 AM
-
আমি টোকেন কিনে হোল্ড করে রাখতে চাই। কোন টোকেন কিনলে আমার অনেক ভালো হবে। সে সম্পর্কে আপনারা কিছু বলেন। আমি কোন টোকেন কিনে রাখবো। ধন্যবাদ আশা করি সবাই আমাকে সাহায্য করবেন।
-
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে যতগুলো টোকন বা কয়েন আছে তার সবগুলোই দাম কমে গেছে। তাই টোকেন কিনে হোল্ড করে রাখার উত্তম সময় এখন। আপনি চাইলে বিভিন্ন ধরনের টোকেন কিনতে পারেন। ডগি কয়েন, অথবা Tron কিনে আপনি হোল্ড করে রাখতে পারেন। কারণ ডগি কয়েন এবংTron এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এগুলো হোল্ড করে রাখলে আপনি ভালো মানের প্রফিট পেতে পারেন।
-
টোকেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই
-
ক্রিপ্টোকারেন্সি তে বিভিন্ন কয়েন হোল্ড করে রাখলে বা ট্রেড করলে ভবিষ্যতে লাভবান হওয়া যায়। আপনি মার্কেট ঘুরে যে কয়েনটি ভালো লাগে এবং ভবিষ্যৎ ভালো মনে হয় সেসকল কয়েন হোল্ড করতে পারেন।
-
বর্তমান সময়ে কেউ কোন দরদী টোকেন হোল্ড করে রাখছেন না। কারণ বর্তমান সময়ে টোকেন ফুল করা অনেকটা বিপদজনক বলাই চলে। আমাদের কিছু বড় ভাই বর্তমানে সময়ে টকিং ফর করতে নিষেধ করেছে। এইতো হোল্ড নিষেধ করতে বলার কারণ কি এই সম্পর্কে আমি তেমন কিছু জানি না। আশা করি আপনারা সবাই যদি এই বিষয়ে জানেন তাহলে আমাকে জানানোর চেষ্টা করবেন কারন আমরা এই ফোরামের সবাই একে অন্যকে সাহায্য করে কাজ করি।
-
আমি টোকেন কিনে হোল্ড করে রাখতে চাই। কোন টোকেন কিনলে আমার অনেক ভালো হবে। সে সম্পর্কে আপনারা কিছু বলেন। আমি কোন টোকেন কিনে রাখবো। ধন্যবাদ আশা করি সবাই আমাকে সাহায্য করবেন।
আপনি যদি টোকেন কিনে হোল্ড করে রাখতে চান তাহলে আমি বলব যে আপনি ইথেরিয়াম ক্লাসিক টোকেনটি কিনে হোল্ড করে রাখতে পারেন। কারণ এই টোকেন বিটকয়েনের দাম যখন 63 হাজার হয়েছিল তখন ইথেরিয়াম ক্লাসিক টোকেন এর দাম হয়েছিল প্রায় 700 ডলার। এখন মার্কেটের একটু খারাপ পরিস্থিতির কারণে এই টোকেন এর দাম কমে গিয়েছে। তবে কেনার জন্য এখনই সঠিক সময় কারণ এই কয়েনের দাম এখন 60 ডলার মাত্র।
-
কোন টোকেন হোল্ড করবে তা কখন সরাসরি বলা তাই না টোকেন হোল্ড করতে চাইলে টোকেন নিয়ে আগে রিচার্জ করতে হবে । তারপর টোকেন হোল্ড করতে হবে। রিচার্জ করার সময় একটু দেখে রিচার্জ করবে ভুল টোকেন কিনলে আপনার জন্য রিকস হয়ে যাবে।
-
ভাই কোন টোকেন বেশি ভালো হবে আর কোনটা খারাপ হবে সেটা কেউ বলতে পারে না। তাই আপনাকে ভালোভাবে দেখতে হবে যে ভবিষ্যতে কোন টোকেন টির চাহিদা বেশি হবে। আপনি ভালোভাবে ভেবে ওই কয়েনটি হোল্ড করে রাখতে পারেন।
-
ফোরামে টোকেন কেনা যায় এবং বিক্রি করা যায় কিন্তু হোল্ড করে রেখে আমাদের কি কাজে আসে। আসলে টোকেন সম্পর্কে আমার কোন ধারনা নেই তাই সিনিয়র ভাইয়েরা যদি টোকন সম্পর্কে জেনে থাকেন তাহলে আমাদেরকে বলবেন।
-
ক্রিপ্টোকারেন্সিতে যতগুলো কয়েন বা টোকেন আছে সব গুলোর দাম অনেকটা কম। এখনি আপনার টোকেন হোল্ড করার সময়। আপনি চাইলে ডগি কয়েন,ট্রোন কয়েন,ইথারিয়াম কয়েন। এই কয়েন গুলা হোল্ড করে রাখতে পারেন, এই কয়েন গুলো হোল্ড করে রাখলে ভবিষ্যতে অনেকটাই লাভবান হবেন বলে আমি আশা করি।
-
ফোরামের সকল সিনিয়র বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমি কিছু Sokuswap টোকেন হোল্ড করেছি কিন্তু আমি এতটা টোকন সম্পর্কে ভালো বুঝিনা তাই সবার কাছে থেকে জানা জন্য আগ্রহী সবাই আমাকে একটু Sokuswap সম্পর্কে ধারণা দিয়ে যাবেন এটার ভবিষ্যৎ কেমন এটি হোল্ড করে রাখলে লাভবান হওয়া যাবে নাকি দাম বাড়বে না সবার কাছ থেকে আশা করছি এটা সম্পর্কে ধারণা দিয়ে যাবেন
-
ফোরামের সকল সিনিয়র বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমি কিছু Sokuswap টোকেন হোল্ড করেছি কিন্তু আমি এতটা টোকন সম্পর্কে ভালো বুঝিনা তাই সবার কাছে থেকে জানা জন্য আগ্রহী সবাই আমাকে একটু Sokuswap সম্পর্কে ধারণা দিয়ে যাবেন এটার ভবিষ্যৎ কেমন এটি হোল্ড করে রাখলে লাভবান হওয়া যাবে নাকি দাম বাড়বে না সবার কাছ থেকে আশা করছি এটা সম্পর্কে ধারণা দিয়ে যাবেন
সকু কয়েকদিন আগেই কয়েনগেকো ও কয়েনমার্কেটক্যাপে লিস্ট হয়েছে। নতুন প্রজেক্ট, নতুন ডেক্স। কিছুদিন হোল্ড রাখেন, সামনে একটা পাম্প আসবে। চাইলে ফার্মিং করতে পারেন। ফার্মিং এ তারা ভালই এপিআর দিচ্ছে। অনেকেই ফার্মিং করতেছেন।
-
আপনি যদি বাউন্টি প্রচারণায় অংশ নিয়ে থাকেন। তাহলে যে টোকেন গুলো কমপক্ষে একটি এক্সচেঞ্জে লিস্ট করা হয়। সেগুলোর উপর বিনিয়োগ করতে পারেন। কারণ আমরা যদি ঘুমা শিবা এর দাম লক্ষ করি তাহলে দেখতে পাবেন যে অনেক গুণ কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। তাই আমাদের বাউন্টি প্রজেক্ট গুলোতে বিনিয়োগ করা উচিত। তবে অনেক প্রজেক্ট কিন্তু জালিয়াতি করে, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
-
এখন বর্তমান যদি আপনিও হোল্ড করতে চান তাহলে অবশ্যই আপনি BNB ক্রয় করে হোল্ড করে রাখেন কারণ অবশ্যই এখান থেকে আপনি মোটা অংকের বেনিফিট পাবেন। কারণ বর্তমান বিএনপি ব্যাপক দাম আপ-ডাউন করছে। তাই যখন দাম কম হয় তখন আপনি ক্রয় করে রাখবেন এবং বেশি দাম হলে তা বিক্রি করে দিবেন এভাবে আপনি বেনিফিট অর্জন করতে পারবেন অথবা হোল্ড করে রাখতে পারেন।
-
আপনি যদি টেকেন কিনা হোল্ড করে রাখতে তাহলে সবচেয়ে জনপ্রিয় যে সমস্ত কয়েন গুলো রয়েছে ঐ সমস্ত কয়েন গুলো কিনে হোল্ড করে রাখবে। কেননা সবচেয়ে জনপ্রিয় কয়েন গুলার মধ্যে হল
Bitcoin
Ethereum
Solana
BNB
ADA
DOT
Ltc
আপনি নিশ্চিন্তে এর সমস্ত কয়েন কিনে হোল্ড করতে পারেন। ভবিষ্যতে দেখবেন এখান থেকে আপনার অনেক প্রফিট এসেছে।
-
আপনি যদি কোন কয়েন হোল্ড করে লাভবান হওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য সেরা কয়েন হবে ডগি কয়েন। কারণ আমরা ইতোমধ্যেই ডগি কয়েন এর আপনার যদি সামর্থ্য থাকে আপনি ডগি কয়েন এর সাথে শিব কয়েন কিনে দীর্ঘ টাইম হোল্ড করে রাখতে পারেন আশা করছি আপনি ভবিষ্যতে ভালো রকমের প্রফিট পাবেন।
-
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই ডাম্পিং করেছে। তাই এখনই সময় আপনার কয়েন হোল্ড করে রাখার। বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে অনেক ভালো ভালো কয়েন রয়েছে। তাই আমি মনে করি, আপনি বর্তমানে ডগি কয়েন, ট্রোন কয়েন, এবং ইথিরিয়াম কয়েন, এই কয়েন গুলো হোল্ড করে রাখতে পারেন। বর্তমানে এই কয়েন গুলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেক ভালো অবস্থানে রয়েছে। যদি এই কয়েন গুলো কিনে হোল্ড করে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে অনেকটাই লাভবান হতে পারেন।
-
আপনার কাছে যদি ডলার/টাকা বেশি থাকে তাহলে আপনি কিছু BNB কিনে রাখতে পারেন। আর যদি কম ইনভেস্ট করতে চান তাহলে আমি আপনাকে বলব এই কয়েকগুলো হোল্ডে রাখেন। লং টার্ম হোল্ড করলে প্রফিট ভাল পাবেন।
১. MATIC
২. DOGE
৩. 1INCH
-
আপনি যদি কোন টোকেন হোল্ড করে রাখতে চান। তাহলে এখন টোকেন হোল্ড করার অত্যান্ত গুরুত্বপূর্ণ সময়। কারণ বর্তমান সময়ে প্রায় সব টোকেনের মূল্য ডাম্পিং করেছে। তাই আপনি চাইলে এখন টোকেন হোল্ড করে রাখতে পারেন। আপনি নিচে দেওয়া টোকেন গুলো হোল্ড করে রাখতে পারেন। যেমন: (১) ইথেরিয়াম (২) বিটকয়েন (৩) ডগি (৪) মেট্রিক (৫) বি এন বি। এসব টোকেন গুলো হোল্ড করে রাখতে পারেন। কারণ ভবিষ্যতে এই টোকেন গুলো পাম্পিং করতে পারে।
-
ক্রিপ্টোকারেন্সিতে অনেক ভালো ভালো কয়েন রয়েছে সেগুলো কিনে হোল্ড করে রাখতে পারলে ভবিষ্যতে অনেক লাভবান হওয়া যাবে। যেমন বর্তমানের যদি ইথেরিয়াম, বি এন বি, ডগি কয়েন এই কয়েন গুলো কিনে হোল্ড করে রাখতে পারলে ভবিষ্যতে অনেক লাভবান হওয়া যাবে। কারণ এই কয়েন গুলোর ভবিষ্যৎ অনেক ভালো বলে আমি মনে করি। তাই কেউ যদি লং টাইম এর জন্য হোল্ড করতে চান তাহলে এই কয়েন গুলো হোল্ড করতে পারেন।
-
আমি ফর্মে নতুন তবে আমার জানা মতে ক্রিপ্টোকারেন্সি তে যতগুলো টোকন বা কয়েন আছে তার সবগুলোই দাম কমে গেছে। তাই টোকেন কিনে হোল্ড করে রাখার উত্তম সময় এখন, বিভিন্ন ধরণের কয়েন রয়েছে যেমন Auto,Btc,Sol,Ada.. আরো অনেক কিছু যে কয়েন গুলোর ১ ডলার এর কম এই গুলা কিনে যদি হোল্ড করতে পারেন তাহলে হয়তো ভবিষ্যাতে অনেক লাভোবান হবেন আশা করি।
-
এখনকার যুগে ক্রিপ্টোকারেন্সি অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। টোকেন বা কয়েনের দাম আগের তুলনায় অনেক বেড়ে গেছে। আমার পার্সোনালি মনেহয় যে (বিটকয়েন, সোল, ইতিরিয়াম, মেটিক, টি আর এক্স) এই কয়েনগুলো ভবিষ্যতে আকাশছোঁয়া দাম হবে আপনি চাইলে এগুলো কিনে হোল্ড করতে পারেন। বাই দ্যা ওয়ে DYOR
-
আপনি টোকেন কিনে হোল্ড করে রাখতে চাইলে রাখতে পারেন। কিন্তু আপনি যে টোকেন কিনে হোল্ড করে রাখবেন সেই টোকেন সম্পর্কে আপনাকে প্রচুর ধারনা এবং ঘাটাঘাটি করতে হবে। তবে এখন বর্তমান বাজার একটু খারাপ হলেও আপনি চাইলে অনেক ভালো ভালো টোকেন রয়েছে যেগুলো আপনি কিনে রাখতে পারেন। বিটকয়েন, সোল, ইতিরিয়াম, মেটিক, টি আর এক্স ইত্যাদি এই টোকেন গুলো আপনি এখন রাখি ভবিষ্যতে ভালো প্রফিট পাবেন।
-
আপনি যদি টোকেন কিনে হোল্ড করে রাখতে চান তাহলে আমি বলব যে আপনি ইথেরিয়াম ক্লাসিক টোকেনটি কিনে হোল্ড করে রাখতে পারেন। কারণ এই টোকেন হটাৎ করে দাম বাড়তে পারে তার কারণে এই টোকেন কিনে হোল্ড করে রাখতে হবে। যেমন বিটকয়েন, সোল, ইতিরিয়াম, মেটিক, টি আর এক্স ইত্যাদিএই টোকেন গুলো আপনি এখন রাখি ভবিষ্যতে ভালো প্রফিট পাবেন।
-
আপনি যদি টোকেন কিনে হোল্ড করে রাখতে চান তাহলে আমি বলব যে আপনি ইথেরিয়াম ক্লাসিক টোকেনটি কিনে হোল্ড করে রাখতে পারেন। কারণ এই টোকেন হটাৎ করে দাম বাড়তে পারে তার কারণে এই টোকেন কিনে হোল্ড করে রাখতে হবে। যেমন বিটকয়েন, সোল, ইতিরিয়াম, মেটিক, টি আর এক্স ইত্যাদিএই টোকেন গুলো আপনি এখন রাখি ভবিষ্যতে ভালো প্রফিট পাবেন।
এইসব আজাইরা কথা কোথায় থেকে পান? কাউকে কোনো ফাইন্যানসিয়াল উপদেশ দেয়ার আগে নিজে সেটা নিয়ে ভালোভাবে গবেষণা করে দেখবেন। চোঁখের আন্দাজে বলে দিলেন নাকি ইথেরিয়াম ক্লাসিক হোল্ড করলে লাভ হবে? হঠাত দাম বেড়ে যাবে মানে? এটা কি মগের মুল্লুক? যেমন দাম বাড়বে তেমন ডাম্পও খাবে, এটা শুধুমাত্র ইথারিয়াম ক্লাসিকের বেলার না। আর দামের বিষয় অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন মার্কেট সেন্টিমেন্ট, টোটাল সাপ্লাই, মার্কেটক্যাপ, ইউটিলি সহ আরো অনেক ফ্যাক্টর।
ধরুন আমি নিউবি, কিছুই বুঝিনা! এবার আমাকে বুৃঝান কেনো আমি আপনার কথা শুনবো! এক্সাক রিজন বলেন কোনো আমি এটা কিনবো!
-
আমি টোকেন কিনে হোল্ড করে রাখতে চাই। কোন টোকেন কিনলে আমার অনেক ভালো হবে। সে সম্পর্কে আপনারা কিছু বলেন। আমি কোন টোকেন কিনে রাখবো। ধন্যবাদ আশা করি সবাই আমাকে সাহায্য করবেন।
ভাই ক্রিপ্টো কারেন্সি খুবই আনপ্রেডিক্টেবল একটা যায়গা। এখানে আপনি অন্যের কথা শুনে কোন সিদ্ধান্ত নিলে পরে আপনাকে পস্তাতে হবে। কারন এখানে কখন কি হবে বলা যায় না। তাই আমি বলবো আপনি এগুলো নিয়ে একটু স্টাডি করেন। বিভিন্ন নিউজ সাইট আছে সে গুলো ফলো করতে পারেন।
তবে মূল কথা হলো আপনাকে বেশি বেশি স্টাডি করতে হবে হবং মার্কেট এনালাইসিস করতে হবে তা না হলে আপনি আন্দাজে বিনিয়োগ করলে ক্ষতির সম্মুখীন হবেন এতে কোন সন্দেহ নাই।
তবে আমি এনালাইসিস এর পাশাপাশি কয়েনমারকেটক্যাপ এর টপ ১০/১২ টা কয়েন কিছু কিছু কিনে হোল্ড করছি। চাইলে আপনি ও এমনটা করতে পারেন। তবে মুল সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
-
আপনি যদি টোকেন কিনে হোল্ড করে রাখতে চান তাহলে আমি বলব যে আপনি ইথেরিয়াম ক্লাসিক টোকেনটি কিনে হোল্ড করে রাখতে পারেন। কারণ এই টোকেন হটাৎ করে দাম বাড়তে পারে তার কারণে এই টোকেন কিনে হোল্ড করে রাখতে হবে। যেমন বিটকয়েন, সোল, ইতিরিয়াম, মেটিক, টি আর এক্স ইত্যাদিএই টোকেন গুলো আপনি এখন রাখি ভবিষ্যতে ভালো প্রফিট পাবেন।
এইসব আজাইরা কথা কোথায় থেকে পান? কাউকে কোনো ফাইন্যানসিয়াল উপদেশ দেয়ার আগে নিজে সেটা নিয়ে ভালোভাবে গবেষণা করে দেখবেন। চোঁখের আন্দাজে বলে দিলেন নাকি ইথেরিয়াম ক্লাসিক হোল্ড করলে লাভ হবে? হঠাত দাম বেড়ে যাবে মানে? এটা কি মগের মুল্লুক? যেমন দাম বাড়বে তেমন ডাম্পও খাবে, এটা শুধুমাত্র ইথারিয়াম ক্লাসিকের বেলার না। আর দামের বিষয় অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন মার্কেট সেন্টিমেন্ট, টোটাল সাপ্লাই, মার্কেটক্যাপ, ইউটিলি সহ আরো অনেক ফ্যাক্টর।
ধরুন আমি নিউবি, কিছুই বুঝিনা! এবার আমাকে বুৃঝান কেনো আমি আপনার কথা শুনবো! এক্সাক রিজন বলেন কোনো আমি এটা কিনবো!
সে ক্রিপ্টো জগতে নতুন মনে হচ্ছে। আর ফোরামেও নতুন। আমি তার অনেকগুলো পোস্ট দেখেছি যে সে শুধুমাত্র অনেক পুরাতন টপিকগুলোকে পাম্প করতেছে বিভিন্ন রকম অপ্রাসঙ্গিক পোস্টের মাধ্যমে। যদিও আমি তাকে কয়েকবার ওয়ার্নিং দিয়েছি কিন্তু সে কেয়ার করতেছে না। ইতিমধ্যে আমি তার কয়েকটি পোস্ট ডিলিট করে দিয়েছি।
কেউ কখনোই কাউকে ফাইনান্সিয়াল এডভাইস দিতে পারেনা। বিশেষ করে ক্রিপ্টো এর ক্ষেত্রে কেউ কখনোই ফাইন্যান্সিয়াল এডভাইস দিতে পারে না কারণ এখানে গ্যারান্টি দিয়ে কোন কিছু প্রেডিকশন করা যায় না। তবে যারা নতুন নতুন ক্রিপটোতে আছে তারা কিছু না জেনেও নিজেদের পন্ডিত মনে করে। এর মধ্যে এরকমই এক্টিভিটি দেখা যাচ্ছে
-
আমি ক্রিপ্টোকারেন্সি ফোরামে নতুন। তাই আমার ততটা ধারণা এখনো হয়নি আপনি টোকেন হোল্ড করে রাখলে কতটা লাভবান হতে পারবেন । সিনিয়র ভাইয়েরা এখানে গুরুত্বপূর্ণ পোস্ট করেছে। যেটা দেখে আপনার অনেকটাই কাজে দিবে । আশা করব সিনিয়র ভাইয়াদের ফলো করুন এবং তাদের পোস্ট গুলো ভালোভাবে করে বোঝার চেষ্টা করুন । ধন্যবাদ
-
আমি ক্রিপ্টোকারেন্সি ফোরামে নতুন। তাই আমার ততটা ধারণা এখনো হয়নি আপনি টোকেন হোল্ড করে রাখলে কতটা লাভবান হতে পারবেন । সিনিয়র ভাইয়েরা এখানে গুরুত্বপূর্ণ পোস্ট করেছে। যেটা দেখে আপনার অনেকটাই কাজে দিবে । আশা করব সিনিয়র ভাইয়াদের ফলো করুন এবং তাদের পোস্ট গুলো ভালোভাবে করে বোঝার চেষ্টা করুন । ধন্যবাদ
আপনাকে কেউই ঐভাবে স্পেসিফিক সাজেশন দিতে পারবে না, আর যদি দিয়ে থাকে তাহলে নিঃসন্দেহ সে কিছু একটা খাইছে। আপনি একেবারে নতুন পরিচয় হইছেন ক্রিপ্টোর সাথে, আর এখনই ইনভেস্টমেন্টের চিন্তা করতেছেন, আইসব আইডিয়া আসে কোথা থেকে আপনাদের? আমার এডভাইস থাকবে আগে এই সেক্টরটা নিয়ে স্টাডি করেন, তারপর ইনভেস্টমেন্টের কথা ভাইবেন।
আমি আপনার ভালোর জন্যই বলতেছি। কারণ যারা বড় বড় ট্রেডার ইনভেস্টর তারাও মারা খায়/খাচ্ছে। বাট তাদের এসবে এক্সপেরিয়েন্স থাকায় সহজে এসব ওভারকাম করে আসতে পারতেছে। কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্ট করে মারা খান তাহলে কপালে হাত দিয়ে বসে থাকতে হবে।
মনে রাখবেন ক্রিপ্টো মার্কেট অনেক ভলাটাইল হয়, মানে উঠানামা করে। সো কেউই সিউর হয়ে কোনো কয়েন রেফার করতে পারেনা। আমরা যারা ইনভেস্টমেন্ট করি, তারা অনেক জিনিস চেক করি আগে, যেমন টোটাল সাপ্লাই কেমন, মার্কেট ক্যাপ কেমন, প্রজেক্টের ইউটিলি আছে কিনা, মার্কেট সেন্টিমেন্ট কেমন, বিশ্বের পরিস্থিতি ইত্যাদি। এতো কিছু দেখার পরেও গ্যারান্টি নাই। আমরা যা দেই তা হলো পূর্ববর্তী বছরগুলো প্যাটার্ন ফলো করে একটা অনুমান মাত্র। অনেকটা আবহাওয়াবিদরা যেমন, আর্দ্রতা, বাতাসের বেগ, তাপমাত্রা দেখে বৃষ্টি হবে কিনা তার এতটা সম্ভাব্য ফরকাস্ট দেয়, অনেকটা ওমন।
সেইফজোনে থাকতে চাইলে বিটকয়েনের দিকে যান। তবে আমি মনে করি এখন ইনভেস্টমেন্ট না করাই বেটার। সবকিছুই একটা টাইমিং আছে। আর বিটিসি ইনভেস্টমেস্ট মানে লং টাইম হোল্ড করতে হবে, যা করার ধৈর্য সবার নাই।
শেষে একটা কথা বলবো, সবসময় মনে রাখবেন, "Don't put all the eggs in the same basket", মানে এক ঝুঁড়িতে সব ডিম রাখবেন না। মানে বোঝানো হইছে, সবসময় চেষ্টা করবেন ইনভেস্টমেন্ট গুলো যেনো ছড়ায়ছিটিয়ে থাকে। কখনো একটা প্রজেক্টের উপর সব ইনভেস্টমেন্ট রাখবেন না।