Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Ramesh Mondal on June 26, 2021, 03:00:00 PM
-
আমরা জানি cryptocurrency রিলেটেড সকল সাইডগুলো প্রথম অবস্থায় নতুনদের জন্য খুবই কঠিন।সিনিয়র পার্সন যারা আছেন তারা আমাদের জন্য সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছেন সহজে কাজ শেখার কৌশল।অনেক অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি।এত সহজ করে বুজানোর পরও আমি একটু হোচট খাচ্ছি।যদি সিনিয়র বড় ভাইয়েরা বলতেন,যে নতুন অবস্থায় কোন সাইডে জয়েন করবো,জয়েন করতে হলে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে,জয়েন হওয়ার পর কিভাবে কাজ করবো ইনকাম কিভাবে আসবে।ইতোমধ্যে আমি প্রাথমিক কাজ অর্থাৎ স্যোসাল মিডিয়া ও প্রয়োজনীয় ওয়ালেট ক্রিয়েট করেছি।এখন আমি জয়েনিং কাজ কিভাবে করবো।ধন্যবাদ
-
প্রথমত আপনাকে ফোরামের পক্ষ থেকে স্বাগতম। আপনার জানার আগ্রহকে সাধুবাদ জানাই। আপনি যেকোন সাইডে বলতে বাউন্টিতে জয়েন করার কথা বলছেন হয়তো। আমি বলব আপনি যেকোন সময় যেকোন বাউন্টিতে জয়েন করতে পারবেন না কারন হাতে গোনা দুইএকটা বাউন্টি ছাড়া সকল বাউন্টিতে লিমিট থাকে তার বেশি জয়েন করা যায়না। জয়েন করতে হলে আপনাকে ফোরামের বাউন্টি সেকশনে চোখ রাখতে হবে। নতুন বাউন্টি আসলেই তাতে জয়েন করতে হবে যেহেতু আপনি ইতি মধ্যেই স্যোশাল মিডিয়াগুলোতে একাউন্ট করে ফেলেছেন। প্রথমত আপনি এগুলো করতে পারেন তবে আপনার র্যাংক বাড়লে আপনি সিগ্নেচার ক্যাম্পেইন করতে পারবেন। আর্টিকেল করতে পারবেন এছাড়াও ইউটিউবে একাউন্ট করে ভিডিও ক্যাম্পেইন করতে পারবেন।
-
আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন করেছেন তবে সবগুলো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ নতুনদের জন্য। আমি আপনাকে প্রথমাবস্থায় এয়ার্ড্রপ করার উপদেশ দিব। আমাদের এই ফোরামে অনেক ধরনের কাজ রয়েছে। আপনি যদি এয়ার্ড্রপ গুলো ভালোভাবে শিখেন তাহলে পরবর্তী কাজগুলো খুব সহজেই করতে পারবেন।
-
প্রথমত কোন বাউন্টিতে জয়েন হতে হলে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে কখন নতুন বাউন্টি আসে। বেশিরভাগ বাউন্টিতে নির্দিষ্ট পার্টিসিপেন্ট থাকে তাই নির্দিষ্ট সময়ের মধ্যে জয়েন না হতে পারলে হবে না। আর যে সমস্ত বাউন্টি আনলিমিটেড পার্টিসিপেন্ট থাকে সেসব বাউন্টিতে জয়েন হতে পারবেন। আবার আপনি চাইলে এয়ার্ড্রপ করতে পারবেন।
-
আমরা জানি cryptocurrency রিলেটেড সকল সাইডগুলো প্রথম অবস্থায় নতুনদের জন্য খুবই কঠিন।সিনিয়র পার্সন যারা আছেন তারা আমাদের জন্য সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছেন সহজে কাজ শেখার কৌশল।অনেক অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি।এত সহজ করে বুজানোর পরও আমি একটু হোচট খাচ্ছি।যদি সিনিয়র বড় ভাইয়েরা বলতেন,যে নতুন অবস্থায় কোন সাইডে জয়েন করবো,জয়েন করতে হলে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে,জয়েন হওয়ার পর কিভাবে কাজ করবো ইনকাম কিভাবে আসবে।ইতোমধ্যে আমি প্রাথমিক কাজ অর্থাৎ স্যোসাল মিডিয়া ও প্রয়োজনীয় ওয়ালেট ক্রিয়েট করেছি।এখন আমি জয়েনিং কাজ কিভাবে করবো।ধন্যবাদ
আপনি সর্বপ্রথম সিনিয়র ভাইদের পোস্ট গুলো ভালোভাবে পড়বেন তারপর তারা কি বলবে এবং কোন ধরনের প্রশ্ন করে সেগুলো পাশাপাশি আপনি অন্যরা যে পোস্ট করেছে সেগুলো পরে বিস্তারিত জানুন। তারপর আপনি সর্বপ্রথম এয়ারড্রপ করা শিখুন এবং বাউন্টি সেকশনে যে ইমেইল এড্রেস দিয়ে একজাস্ট করে নিন তাহলে আপনি সহজেই নতুন বাউন্টি লিংক আপনার ইমেইলে আসবে। আপনার আর তাহলে কষ্ট করে বাউন্টি থেকে খুঁজতে হবে না। তারপর আপনি সোশ্যাল মিডিয়া গুলো করতে থাকুন তারপর আপনি অন্য অন্য ক্যমপিয়ানগুলো করতে পারবেন।
-
আমরা জানি cryptocurrency রিলেটেড সকল সাইডগুলো প্রথম অবস্থায় নতুনদের জন্য খুবই কঠিন।সিনিয়র পার্সন যারা আছেন তারা আমাদের জন্য সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছেন সহজে কাজ শেখার কৌশল।অনেক অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি।এত সহজ করে বুজানোর পরও আমি একটু হোচট খাচ্ছি।যদি সিনিয়র বড় ভাইয়েরা বলতেন,যে নতুন অবস্থায় কোন সাইডে জয়েন করবো,জয়েন করতে হলে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে,জয়েন হওয়ার পর কিভাবে কাজ করবো ইনকাম কিভাবে আসবে।ইতোমধ্যে আমি প্রাথমিক কাজ অর্থাৎ স্যোসাল মিডিয়া ও প্রয়োজনীয় ওয়ালেট ক্রিয়েট করেছি।এখন আমি জয়েনিং কাজ কিভাবে করবো।ধন্যবাদ
আপনি ঠিকই বলেছেন নতুন অবস্থায় ফোরামে কাজ করা সবার জন্যই খুব কঠিন সিনিয়র ভাইদের সুন্দর সুন্দর টপিক ফলো করার পরেও অনেক ক্ষেত্রে ভুল করে ফেলেছি। তাই এখন ফোরামে অনেক টপিক খুব মনোযোগ দিয়ে পড়ে নিয়মগুলো মানার চেষ্টা করছি।
-
সিনিয়র ভাইদের অনেক অনেক ধন্যবাদ জানাই সহজ করে বুজাইয়া বলার জন্য।ক্রিপ্টোকারেন্সি রিলেটেড সহজ কাজের কৌশল আমাদের নতুনদের জন্য পথচলা সহজ করে দিলেন কয়েকজন বড় ভাই, আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা।খুব উপকৃত হলাম
-
আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যা সকলের অর্দের জানা খুবই গুরুত্বপূর্ণ। ফোরামে আপনি প্রথমদিকে কিছু কিছু এয়ারড্রপ করতে পারেন। অতঃপর আপনার যদি টুইটার অ্যাকাউন্ট অ্যাক্টিভ ফেসবুক একাউন্ট একটি লিনকদিলিন একাউন্ট থাকে তবে আপনি বাউন্টিতে কাজ করতে পারেন।
-
আপনি ক্রিপ্টোকারেন্সিতে এয়ারড্রপ বা বাউন্টি দুটোই করতে পারবেন । তবে বাউন্টি করার জন্য আপনাকে বেশির ভাগ সময়ই ফোরামে এক্টিভ থাকতে হবে। কারণ ফোরামে এখন প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। বাউন্টি আসার কয়েক মিনিটের মধ্যেই পার্টিসিপেন্টস্ ফুল হয়ে যায়। তাই এক্টিভ থেকে বাউন্টি এবং এয়ারড্রপ করুন।
-
আমরা জানি cryptocurrency রিলেটেড সকল সাইডগুলো প্রথম অবস্থায় নতুনদের জন্য খুবই কঠিন।সিনিয়র পার্সন যারা আছেন তারা আমাদের জন্য সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছেন সহজে কাজ শেখার কৌশল।অনেক অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি।এত সহজ করে বুজানোর পরও আমি একটু হোচট খাচ্ছি।যদি সিনিয়র বড় ভাইয়েরা বলতেন,যে নতুন অবস্থায় কোন সাইডে জয়েন করবো,জয়েন করতে হলে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে,জয়েন হওয়ার পর কিভাবে কাজ করবো ইনকাম কিভাবে আসবে।ইতোমধ্যে আমি প্রাথমিক কাজ অর্থাৎ স্যোসাল মিডিয়া ও প্রয়োজনীয় ওয়ালেট ক্রিয়েট করেছি।এখন আমি জয়েনিং কাজ কিভাবে করবো।ধন্যবাদ
আপনি সর্বপ্রথম সিনিয়র ভাইদের পোস্ট গুলো ভালোভাবে পড়বেন তারপর তারা কি বলবে এবং কোন ধরনের প্রশ্ন করে সেগুলো পাশাপাশি আপনি অন্যরা যে পোস্ট করেছে সেগুলো পরে বিস্তারিত জানুন। তারপর আপনি সর্বপ্রথম এয়ারড্রপ করা শিখুন এবং বাউন্টি সেকশনে যে ইমেইল এড্রেস দিয়ে একজাস্ট করে নিন তাহলে আপনি সহজেই নতুন বাউন্টি লিংক আপনার ইমেইলে আসবে। আপনার আর তাহলে কষ্ট করে বাউন্টি থেকে খুঁজতে হবে না। তারপর আপনি সোশ্যাল মিডিয়া গুলো করতে থাকুন তারপর আপনি অন্য অন্য ক্যমপিয়ানগুলো করতে পারবেন।
ধন্যবাদ ভাই আপনাকে কারণ আপনি নতুনদের সহজ কাজের জন্য কয়েকটি কথা বলেছেন। সেজন্য আমার পক্ষ থেকে আপনাক অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে একমত পোষন করলাম।
-
নতুনদের জন্য সহজ কাজ কোনটি এই বিষয়ে আমার কোনো মতামত নেই। কারণ এই বিষয়ে আমার কোন ধারণা নেই নতুনদের জন্য কোন কাজটি সবচাইতে সহজ। আমি একজন নতুন তাই আমিও জানিনা কোন কাজটি সবচাইতে সহজ।
-
আমি ফোরামে ঘাটাঘাটি করে যতটুকু জানতে পারলাম, আমাদের সবচেরে বেশি প্রয়োজন হল সময় বেশি দিতে হবে এবং বেশি বেশি পড়তে হবে। তাহলে আমরা আমাদের করনিয় সম্পর্কে জানতে পারব। তাহলে ফোরামে আমাদের চলার পত সহজ হবে।
-
ক্রিপ্টোকারেন্সি থেকে বিভিন্ন ভাবে ইনকাম করার সুযোগ রয়েছে। যেমন আপনি এয়ারড্রপ করে, বাউন্টি করে, ট্রেডিং করে, বিনিয়োগ করে ইত্যাদি ভাবে ইনকাম করতে পারবেন। তবে যারা ক্রিপ্টোকারেন্সিতে নতুন এসেছে তাদের জন্য বাউন্টি এবং এয়ারড্রপ-ই বেটার অপশন। কারণ এখান থেকে কোন প্রকার বিনিয়োগ ছাড়াই ইনকাম করা সম্ভব হয়।
-
নতুন হিসেবে যারা ফোরামে আসে তাদের জন্য খুবই সহজ কাজ হলো বাউন্টি এবং এয়ারড্রপ। বাউন্টি এবং এয়ারড্রপ করতে কোন বিনিয়োগ করার প্রয়োজন হয় না। বিনা বিনিয়োগে এখান থেকে নতুন ইউজারেরা ইনকাম করে নিতে পারবে।
-
প্রথমত আপনাকে ফোরামের পক্ষ থেকে স্বাগতম। আপনার জানার আগ্রহকে সাধুবাদ জানাই। আপনি যেকোন সাইডে বলতে বাউন্টিতে জয়েন করার কথা বলছেন হয়তো। আমি বলব আপনি যেকোন সময় যেকোন বাউন্টিতে জয়েন করতে পারবেন না কারন হাতে গোনা দুইএকটা বাউন্টি ছাড়া সকল বাউন্টিতে লিমিট থাকে তার বেশি জয়েন করা যায়না। জয়েন করতে হলে আপনাকে ফোরামের বাউন্টি সেকশনে চোখ রাখতে হবে। নতুন বাউন্টি আসলেই তাতে জয়েন করতে হবে যেহেতু আপনি ইতি মধ্যেই স্যোশাল মিডিয়াগুলোতে একাউন্ট করে ফেলেছেন। প্রথমত আপনি এগুলো করতে পারেন তবে আপনার র্যাংক বাড়লে আপনি সিগ্নেচার ক্যাম্পেইন করতে পারবেন। আর্টিকেল করতে পারবেন এছাড়াও ইউটিউবে একাউন্ট করে ভিডিও ক্যাম্পেইন করতে পারবেন।
সিনিয়র ভাই নতুনদের জন্য আপনি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নতুন অবস্থা কোন সাইডে কাজ করলে বিনিয়োগ ছাড়া ইনকাম করা যাবে। ধন্যবাদ সিনিয়র ভাই আপনাকে এমন গুরুত্বপূর্ণ কথা নতুনদের জন্য পরামর্শ দেওয়ার জন্য।
-
নতুন দের জন্য সহজ কাজ কি এই বিষয়ে আমার কোন ধারণা নেই । এই ফোরামে হাজার হাজার কাজ আছে্েরে মধ্যে কোন কাজ সব চাইতে সহজ তা আমার কোন প্রকার জানা নেই। আমি এই ফোরামে নতুন আমি শুধু বাউন্টির কাজ করতে পারি তাছাড়া আমি অন্য কাজ সম্পকে আমার যেমন ধারণা নাই । তেমনি আমি কোন কাজের নাম বলতেও পারবো না । এই ফোরামে যারা সিনিয়ার ভাই আছে তারা যেন এই বিষয়ে জানতে আমাকে সাহায্য করে। আমাদের সবার উচিত আমার মত যারা ছোট তাদের সাহায্য করা আপদের দায়িত্ব।
-
নতুনদের জন্য সহজ কাজ বলতে নতুনদের জন্য অনেক কঠিন | তবে এটি একবার শিখতে পারলে তার জন্য অনেক সহজ হয়ে যাবে | এ কাজ এতটাও কঠিন না | পারলে সহজ না পারলেই কঠিন | এটি নতুনদের আগ্রহ করে শিখতে হবে | অনেকেই ভাবে এ কাজ খুব কঠিন | তবে সিনিয়র যারা আছেন তাদের নতুনদের সাহায্য করে উচিত | ধন্যবাদ
-
আপনি যদি Bounty থেকে আয় করতে চান তবে এর জন্য কিছু ওয়েবসাইটে আপনার একাউন্ট থাকা দরকার হবে। যেই সব সাইটে একাউন্ট থাকা প্রয়োজন তা হচ্ছেঃ-
১। বিটকয়েনটক (Bitcointalk) (ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, বিশেষত বিটকয়েন নিয়ে আলোচনা করার ফোরাম সাইট)
২। টুইটার (Twitter)
৩। ফেসবুক (Facebook)
৪। লিংকেডইন (LinkedIn)
৫। রেডিট (Reddit)
6। ইনস্ট্রাগ্রাম (Instragram)
7। এবং একটি টেলিগ্রাম (Telegram)
উপরুক্ত সব গুলোই একটি একটি করে খুলে নিবেন। সবগুলো একসাথে প্রয়োজন না হলেও কোন না কোন সময় প্রয়োজন হবেই।
-
আমার দৃষ্টিকোণ থেকে নতুনদের জন্য সবচেয়ে সহজ কাজ হল এয়ারড্রপ করা। আমরা সবাই কম বেশি একটিভ করে থাকি ওয়ারড্রব করতে খুব কম সময় লাগে। কিন্তু এটি সম্পূর্ণ হওয়ার পর খুব অল্প পরিমাণ অর্থ পেমেন্ট করে থাকে। এছাড়া বড় ধরনের ঝামেলা হল একদম খুব কম পরিমাণে সাকসেশ্বর। অপরদিকে যদি নতুন সদস্যরা বাউন্টি করতে চায় তাহলে এটি খুবই দর্জির বিষয় এখানে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। বাউন্টি দীর্ঘসময়ের প্রজেক্ট সম্পন্ন হওয়ার পর পেমেন্ট করে থাকে। তাই আমি নতুনদের জন্য শুধু একটি কথাই বলবো যত কঠিন কাজই করো না কেন পেটটিস বেশি বেশি করলে সব কাজ সহজ হয়ে যায়। কঠিন কাজ বলতে কিছুই নেই যখন কোন কাজ প্রতিদিনই করা হয়।
-
ভাই আপনি কি সুন্দর কথা বলেছেন আপনার এই পোষ্ট সম্পর্কে আমারও কোন ধারনা নেই আপনার এই পোস্টটি আমিও করতে চেয়েছি কিন্তু ইতিমধ্যেই দেখতে পেয়েছিলে আপনি এই পোস্ট করেছেন তাই আমি আর পোস্ট করলাম না। সিনিয়র ভাইদের কে বলবো যে আপনারা এখানে আমাদেরকে এই পোষ্টের মাধ্যমে সহযোগিতা করুন।
-
প্রথমত কোন বাউন্টিতে জয়েন হতে হলে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে কখন নতুন বাউন্টি আসে। বেশিরভাগ বাউন্টিতে নির্দিষ্ট পার্টিসিপেন্ট থাকে তাই নির্দিষ্ট সময়ের মধ্যে জয়েন না হতে পারলে হবে না। আর যে সমস্ত বাউন্টি আনলিমিটেড পার্টিসিপেন্ট থাকে সেসব বাউন্টিতে জয়েন হতে পারবেন। আবার আপনি চাইলে এয়ার্ড্রপ করতে পারবেন।
আপনি কি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি বাউন্টিতে জয়েন হতে পারতাম না। কিন্তু আপনি এই পোস্টে অনেক ভালো একটা জিনিস আমাদের নতুনদের জন্য বুঝিয়েছেন। সেজন্য আমি এখন আপনার টপিক পরে অনেকটাই বুঝতে পারছি।
-
প্রথমত আপনাকে নতুন মেম্বার হিসাবে এই ফোরামের পক্ষ থেকে জানাই স্বাগতম। আপনি নতুন মেম্বার হিসেবে প্রথমত আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বাঊন্টি গুলোতে জয়েন হতে পারেন। তবে বাঊন্টি গুলোতে জয়েন হতে হলে আপনাকে অবশ্যই নতুন বাউন্টি আসার জন্য অপেক্ষা করতে হবে।কারণ বর্তমানে প্রায় সকল বাউন্টি গুলোতে পার্টিসিপেট সংখ্যা লিমিট করে দেয়া থাকে।যে সকল বাউন্টিতে পার্টিসিপেট সংখ্যা লিমিট করে দেয়া থাকে। সেগুলোতে পার্টিসিপেট সংখ্যা ফুল হলে আপনি সেগুলোতে জয়েন করতে পারবেন না। আর যেগুলোতে পার্টিসিপেট সংখ্যা ফুল হয়নি অর্থাৎ পার্টিসিপেট সংখ্যা খালি আছে সেগুলোতে আপনি জয়েন হয়ে বাউন্টিতে কাজ করতে পারেন।অন্যথায় আপনি নতুন বাউন্টি আসার জন্য অপেক্ষা করুন। ফোরামে নিয়মিত একটিভ থেকে নতুন বাউন্টি আসার জন্য অপেক্ষা করুন এছাড়াও আপনি চাইলে প্রথমত অবস্থায় বিভিন্ন এয়ার্ড্রপ গুলোতে অংশগ্রহণ করতে পারেন।
-
ক্রিপ্টোকারেন্সিতে নতুন হিসেবে যারা আসে তারা প্রথমত বুঝে উঠতে পারে না যে ক্রিপ্টোতে তারা খুব সহজে কিভাবে ইনকাম করবেন। যারা এখানে নতুন হিসেবে এসেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রথমত বাউন্টি এবং এয়ারড্রপ করতে থাকুন। এতে কোন প্রকার বিনিয়োগ করতে হয় না। কোন প্রকার টাকা পয়সা ইনভেস্ট ছাড়াই বাউন্টি এবং এয়ারড্রপ করে এখান থেকে খুব সহজেই ইনকাম করা সম্ভব।
-
ক্রিপ্টোকারেন্সি জগতে নতুনদের জন্য সহজ বলতে কোন কাজ নেই।ক্রিপ্টোকারেন্সি রিলেটেড সকল কাজই নতুনদের জন্য কঠিন। এখানে বেশি বেশি সময় দিতে হবে এবং বড় ভাইদের তথ্যবহুল পোস্ট গুলো ভালোভাবে পড়তে হবে। আমি নতুন হিসাবে মনে করি, আমার মতে যারা নতুন প্রথমাবস্থায় তাদের বাউন্টি করাই বেটার। সেক্ষেত্রে বাউন্টিতে যোগ হতে হলে বেশি বেশি একটিভ থাকতে হবে কারণ পার্টিসিপেটের সংখ্যা অনেক বেশি আর অধিকাংশ বাউন্টিতে পার্টিসিপেটের লিমিট থাকে। এছাড়া কেউ চাইলে এয়ারড্রপ করতে পারে। ধন্যবাদ সবাইকে
-
নতুন্দের জন্য নতুন কোন কাজ আছে বলে আমি মনে করিনা। সব কাজ ই তো নতুন থেকে শুরু করতে হয়। টুইটার, ফেসবুক, লিংকডিন এ ফলোয়ার বাড়ানো কাজ তো শুরু থেকেই করতে হয়। এটা বেশি না হলে বাউন্টি করে তো লাভ নেই যত বেশি ফলোয়ার ততবেশি ইনকাম। আর ফোরামে পোস্ট করে র্যাংক বাড়ানো কাজ তো করতেই হবে মিনিমাম ফুল মেম্বর বা সিনিয়র মেম্বর হতে হবে। তাহলে সিগনেচার করতে পারবেন।
-
আমি মনে করি, ক্রিপ্টোকারেন্সি তে নতুনদের জন্য সহজ সহজ কাজ আছে। যেমন বাউন্টি বা এয়ারর্ড্রপ করতে পারেন। তবে আমি মনে করি আপনি যদি বাউন্টি করতে চান তাহলে আপনাকে ফোরামে বেশিরভাগ সময় এক্টিভ থাকতে হবে। কেননা বাউন্টি আসার সাথে সাথে পার্টিসিপেন্টস ফুল হয়ে যায়।
-
প্রথমত যারা নতুন তাদের জন্য সহজ কাজ হচ্ছে। তারা বাউন্টি ক্যাম্পেইনে জয়েন হবে। জয়েন হয়ে বাউন্টি রুলস গুলো ভালোভাবে পড়তে হবে। এবং নিয়মিত বাউন্টি ফোরামে একটিভ থাকতে হবে। তাহলে নতুনদের জন্য অনেকটাই সহজ হবে।
-
আমি ফর্মে নতুন তবে অনেক ধরে খোঁজাখুঁজির পর আস্তে আস্কে জানত পারলাম বুঝতে পারলাম বিভিন্ন রকমের গ্রুপ আছে এবং নিয়ম-কানুন ও আছে অনেক আর যারা ফর্মে নতুন আমি তাদের দৃষ্টি আর্কশন করবো যে বিভিন্ন গ্রুপের রুলস গুলো পড়লে সে আরো অনেক উপকৃত হবে।।
-
আপনি যদি ফরম থেকে ইনকাম করতে চান তাহলে আপনি বাউন্টিতে জয়েন হতে পারেন। আর আপনি চাইলে এয়ারড্রপেও কাজ করতে পারেন যদি সঠিক নিয়ম অনুযায়ী কাজ করেন আর ভাগ্যে যদি থাকে তাহলে অনেক প্রফিট করতে পারবেন।
-
আপনি যদি এই ফোরামে ইনকাম করতে চান তাহলে আপনাকে বাউন্টি করতে হবে। প্রথমত আপনাদের কাজ করা অনেক কঠিন হয়ে পড়বে। কিন্তু আপনাদের ভেঙ্গে পড়লে চলবে না। এখানে প্রচুর পরিমাণে সময় দিতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে। আপনি যদি এখানে পরিশ্রম করেন তাহলে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন। আপনার নিজের উপর সব নির্ভরশীল হবে।
-
আপনি যদি এই ফোরামে কাজ করতে চান তাহলে আপনাকে বাউন্টি করতে হবে।প্রথমত আপনাদের কাজ করা অনেক কষ্ট হয়ে যাবে।কিন্তু আপনাদের কষ্ট মনে করা যাবে না তারপড়েও আপনাকে এখানে অনেক সময় দিতে হবে।আপনি যত বেশি পরিশ্রম করবেন ততো বেশি আপনার কাছে কাজটি তত সহজ মনে হবে।
-
নতুন হোক বা পুরাতন হোক সেটা বিষয় না। আপনি যদি ভালো জ্ঞানী হয়ে থাকেন। আপনি যদি crypto currency সম্পর্কে ধারণা এবং ভালোভাবে বুঝেন। আমি মনে করব আপনি খুব সহজে কাজ করতে পারবেন । আর নতুন অবস্থায় রুলস গুলো ভালোভাবে পড়বেন আপনি যদি রুলস গুলো সঠিকভাবে না বুঝেন তাহলে আপনি এই ফোরামে কাজ করতে পারবেন না। তাই আপনাকে আগে ফরমের রুলস সম্পর্কে ভালো ধারণা নিতে হবে।