Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Review Master on June 27, 2021, 06:37:37 PM
-
গতবছরে বিটকয়েনের হালভিং হওয়ার পর থেকেই বিটকয়েনসহ পুরো মার্কেট বুলরানে কিংবা উর্ধ্বগতিতে চলতেছিল। কিংবা এপ্রিল মাসের পর থেকে মার্কেটে অবস্থা খারাপ এবং সম্প্রতি ডেথ ক্রস তৈরি হওয়ার পর থেকেই মার্কেটের অবস্থা আরো খারাপ হওয়ার দিকে কিংবা বেয়ার মার্কেটের দিকে ধাবিত হচ্ছে। অনেকে হয়তো বলবে যে, এখনো বেয়ার মার্কেট চালু হবে না। আমিও তাদের সাথে একমত, কারণ ডেথ ক্রস তৈরির পর একটি পাম্প হয়েছিল গত বুল মার্কেটগুলোতে এবং সেটি হয়তো হবে। আর সেটির পর থেকেই আমরা বেয়ার মার্কেটে প্রবেশ করবো, যদি বিটকয়েন পাম্প না হয়ে, আবার ডাম্প করা শুরু করে। তাই সকলে প্রস্তুত হয়ে নেন, যেন সামনের পাম্পে কয়েন/টোকেন বিক্রি করে দিয়ে বেয়ার মার্কেটের জন্য তৈরি হতে পারেন।
বাকি আপনাদের কি মনে হয় বেয়ার মার্কেট সম্পর্কে এবং কবে নাগাত এটি চালু হতে পারে? ::)
-
ক্রিপ্টোকারেন্সির বেয়ার মার্কেট কিংবা খারাপ মার্কেটের জ্ন্য আমাদের সব সময় ভালো কাজ করতে হবে। আমি কিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে আমার কোন ধারণা নেই । কারন আমি এই ফোরামের নতুন সদস্য ।
-
বিষয়টি কিছুদিন ধরে আমিও লক্ষ্য করছি। এই কিছুদিন আগে যেখানে মিডিয়াগুলো ঢালাও ভাবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে নেগেটিভ নিউজ প্রচার করত। কিন্তু বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন পজিটিভ দিক গুলো মিডিয়ায় প্রচার হচ্ছে। এটি অবশ্যই ক্রিপ্টোকারেন্সি এর বিজয়।
-
আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। যেহেতু মার্কেট বড় একটি বুল রানের পর ডাম্পিং এ রয়েছে। বিভিন্ন কয়েনের দাম অনেকটাই ডাম্পিং তাই যারা বিনিয়োগ করেছিল বা কয়েন হোল্ড করেছে তারা অনেক বড় লসে রয়েছে। তার মার্কেটে কিছুটা পাম্পিং দেখা দিলে অবশ্যই কয়েন গুলো বিক্রি করে দিয়ে ক্যাশ করাই ভালো হবে।
-
সিনিয়র বড় ভাইদের কাছে আমি জানতে চাই, ডেথ ক্রস,পাম্প,ডাম্প এবং বেয়ার মার্কেট সম্পর্কে। গুগলে সার্চ করে দেখেছি ভালো কিছু পাচ্ছিনা,আপনাদের সর্বাত্বক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ