Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: RSRS on July 02, 2021, 09:29:08 AM

Title: বিটকয়েন প্রশ্নে আইএমএফ-এল সালভাদর সিদ্ধান্ত চান মার্কিন কূটনীতিক
Post by: RSRS on July 02, 2021, 09:29:08 AM
বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে গ্রহন করার প্রশ্নে এল সালভাদর এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) একটি সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন এক জ্যেষ্ঠ্য মার্কিন কূটনীতিক।

দেশটি সম্প্রতি বিটকয়েনকে দেশটির বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দিয়ে আইন পাশ করেছে।

এল সালভাদরের কংগ্রেস প্রেসিডেন্ট নাইব বুকেলের ক্রিপ্টোকারেন্সি গ্রহণের প্রস্তাব অনুমোদন করার ফলে ৭ সেপ্টেম্বর থেকে বিটকয়েন বৈধ মুদ্রা হিসেবে চালু হবে।

ক্রিপ্টোকারেন্সিকে আইনী বৈধতা দেওয়া প্রথম দেশ এল সালভাদর।


আইএমএফ গত সপ্তাহেই বলেছে তাদের সঙ্গে এল সালভাদরের আলোচনা এখনও চলছে। তবে সংস্থাটি ফের উল্লেখ করেছে যে দেশটির এই সিদ্ধান্তে তারা উদ্বিগ্ন।

মার্কিন আন্ডারসেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড এই অঞ্চলে তার সফরের অংশ হিসেবে বুধবার প্রেসিডেন্ট বুকেলের সঙ্গে বৈঠক করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

এল সালভাদরে পাশ করা নতুন আইন অনুসারে মার্কিন ডলারের পাশাপাশি বিটকয়েনও সমানভাবে চলবে। দেশটি দুই দশক আগে মার্কিন ডলারকে মুদ্রা হিসেবে গ্রহন করে।

মধ্য আমেরিকার দেশটি প্রায় ১ বিলিয়ন ডলার অর্থ সহায়তার জন্য আইএমএফের সঙ্গে আলোচনা করছে।

 Sourch (https://m.bdnews24.com/bn/detail/tech/1908972)