Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Bma on July 05, 2021, 08:30:43 AM

Title: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: Bma on July 05, 2021, 08:30:43 AM
আসলে আমার খুব ইচ্ছে যে আমি বাউন্টি ম্যানেজার হব এবং বাউন্টি আনব কিন্তু বাউন্টি ম্যানেজার কিভাবে হয় এবং বাউন্টি কিভাবে আনে আমি তা জানিনা তাই সিনিয়র ভাইদের কে বলবো যে আমাকে বলার জন্য।

আমি এর আগেও একটি পোস্ট করেছি বাউন্টি সম্পর্কে যে বাউন্টি কিভাবে আনতে পারব। কিন্তু কোন সিনিয়র ভাই আমাকে একটি ভালো পরামর্শ দেয়নি। তাই সিনিয়র ভাইদের কে বলবো যে আপনারা যদি আমাদেরকে উপরে ওঠার জন্য হেল্প না করেন তাহলে আমরা কখনও উপরে উঠতে পারবোনা তাই সিনিয়র ভাইদের কে বলি আপনারা বাংলা ফোরামে আমাদের হেল্প করুন। আমরা যেন বাংলা ফোরাম থেকে অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি।
Title: Re: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: babu10 on July 06, 2021, 04:05:11 PM
আপনার কাজের অভিজ্ঞতার ভিত্তিতে আপনি ম্যানেজার হতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে প্রজেক্টের টিম আপনাকে সিলেক্ট করতে হবে এবং সবচেয়ে ভালো হয় আপনি ম্যানেজমেন্ট করতেছেন এমন কারো সাথে যোগাযোগ রক্ষা করলে সহজেই হয়তো কাজ পেতে পারেন।
Title: Re: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: sohel8090 on July 09, 2021, 12:47:52 PM
বাউন্টি ম্যানেজার সবাই হতে চায়। বাউন্টি ম্যানেজার হওয়া মুখের কথা না। এর জন্য অনেক কষ্ট করতে হবে। তবে আপনি যদি বাউন্টি ম্যানেজার হতে চান তাহলে আপনি অন্য বাউন্টি ম্যানেজার এর সাথে কথা বলে দেখন হয়তো তিনি আপনাকে সাহায্য করতে পারে। সিনিয়র ভাইদের বলছি আপনারা ভালো পোস্ট দেখেও কারমা দিতে চান না আবার অনেকেই কারমা দিয়ে আবার ফেরত নিয়ে যায়। আসা করি আপনি আপনার পরিবার সবাই ভালো থাকবেন। ইনশায়াল্লাহ
Title: Re: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: Mj joy on July 09, 2021, 08:20:04 PM
আসলে আমার খুব ইচ্ছে যে আমি বাউন্টি ম্যানেজার হব এবং বাউন্টি আনব কিন্তু বাউন্টি ম্যানেজার কিভাবে হয় এবং বাউন্টি কিভাবে আনে আমি তা জানিনা তাই সিনিয়র ভাইদের কে বলবো যে আমাকে বলার জন্য।

আমি এর আগেও একটি পোস্ট করেছি বাউন্টি সম্পর্কে যে বাউন্টি কিভাবে আনতে পারব। কিন্তু কোন সিনিয়র ভাই আমাকে একটি ভালো পরামর্শ দেয়নি। তাই সিনিয়র ভাইদের কে বলবো যে আপনারা যদি আমাদেরকে উপরে ওঠার জন্য হেল্প না করেন তাহলে আমরা কখনও উপরে উঠতে পারবোনা তাই সিনিয়র ভাইদের কে বলি আপনারা বাংলা ফোরামে আমাদের হেল্প করুন। আমরা যেন বাংলা ফোরাম থেকে অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি ফোরামে নিয়মিত কাজ করতে থাকুন ফোরামে নিয়মকানুন মেনে সুন্দরভাবে কাজ করুন তাহলে অবশ্যই ফোরাম সম্পর্কে ধারণা হবে। আর যখন ফোরাম সম্পর্কে আপনার ধারণা হবে তখন আপনি নিজে নিজেই বাহনটি আনতে পারবেন এবং বাহনটি ম্যানেজার হওয়া খুব কঠিন একটা বিষয় নয়। বারান্টি ম্যানেজার হতে হলে আপনাকে ফোরামে শ্রম দিতে হবে এবং ভার্চুয়াল মুদ্রা সম্পর্কে ধারণা থাকতে হবে ভার্চুয়াল জগতে কিভাবে কাজ করা যায় অনলাইন মারকেটিং অনলাইন ট্রেডিং সম্পর্কে ধারণা থাকতে হবে তবেই আপনি পালটি ম্যানেজার হতে পারবেন। আর বাউন্টি ম্যানেজার হতে চাইলে অবশ্যই বিদেশি বায়ারদের সাথে যোগাযোগ থাকতে হবে।
Title: Re: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: Riddi on July 10, 2021, 02:11:32 PM
বাউন্টি ম্যানেজার হওয়া খুব সহজ ব্যাপার নয়। বাউন্টি ম্যানেজার হতে হলে অবশ্যই আপনাকে এই ফোরাম সম্পর্কে অনেক অভিজ্ঞ এবং দক্ষতা অর্জন করতে হবে।এবং নিয়মিত ফোরামে অ্যাক্টিভ থেকে ফোরামের সকল নিয়ম কারণগুলো ভালভাবে জানতে হবে। আপনি যখন ফোরামের সিনিয়র এবং ভালো অভিজ্ঞ একজন মেম্বার হতে পারবেন।ফোরামের সকল নিয়ম কারণ আপনার অর্জন করা হবে।তখন আপনি প্রোজেক্টের টিম দ্বারা যদি ম্যানেজার হিসাবে সিলেক্টেড হতে পারেন। তখন আপনি বাউন্টি ম্যানেজার হতে পারবেন। ম্যানেজার হতে হলে অবশ্যই আপনাকে প্রোজেক্টের টিম দ্বারা সিলেক্টেড হতে হবে।
Title: Re: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: rashedul426 on July 11, 2021, 12:54:46 PM
ভাই বাউন্টি আনাটা ফোরামের সর্বোচ্চ পর্যায়ের কাজ। আপনি বান্টি ম্যানেজার হতে চান এটা ভালো উদ্দেশ্য। তবে আপনি এখন এ বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা না করে ফোরামের ছোটখাটো সকল নিয়ম কানুন গুলো ভালোভাবে জানেন। আপনি যখন অভিজ্ঞ হবেন তখন আপনার গন্তব্যের রাস্তা আপনি খুঁজে পাবেন। তাই এখন আপনি ফোরামে বেশি বেশি সময় দিন তাহলে আপনার অভিজ্ঞতা বাড়বে।
Title: Re: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: HeartBit143 on July 17, 2021, 07:15:57 PM
আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে আপনি যদি বাউন্টি ম্যানেজার হতে  চান তবে তার আগে আপনাকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো  ধারণা গ্রহণ করতে হবে।  আপনাকে আগে বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে বুঝতে হবে।  তার পরেই আপনি বাউন্টি পরিচালনা করতে পারবেন।                       
Title: Re: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: Kolapata on July 18, 2021, 05:41:27 PM
আসলে আমার খুব ইচ্ছে যে আমি বাউন্টি ম্যানেজার হব এবং বাউন্টি আনব কিন্তু বাউন্টি ম্যানেজার কিভাবে হয় এবং বাউন্টি কিভাবে আনে আমি তা জানিনা তাই সিনিয়র ভাইদের কে বলবো যে আমাকে বলার জন্য।

আমি এর আগেও একটি পোস্ট করেছি বাউন্টি সম্পর্কে যে বাউন্টি কিভাবে আনতে পারব। কিন্তু কোন সিনিয়র ভাই আমাকে একটি ভালো পরামর্শ দেয়নি। তাই সিনিয়র ভাইদের কে বলবো যে আপনারা যদি আমাদেরকে উপরে ওঠার জন্য হেল্প না করেন তাহলে আমরা কখনও উপরে উঠতে পারবোনা তাই সিনিয়র ভাইদের কে বলি আপনারা বাংলা ফোরামে আমাদের হেল্প করুন। আমরা যেন বাংলা ফোরাম থেকে অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি।

এ সম্পর্কে কোন ধারনা নেই তবে প্রিয় মডারেটর বাবু ভাই বলেছেন যে যারা ম্যানেজমেন্ট এর সাথে আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে তবে এটা খুব সহজ কাজ নয় বলে আমি মনে করি। তাহলে সবাই ম্যানেজার হয়ে যেত। যোগ্যতা থাকলে আপনি অবশ্যই ম্যানেজার হতে পারবেন। শুধু ম্যানেজার নয় আপনার যোগ্যতায় আপনাকে অনেক ভাল জায়গায় নিয়ে যেতে পারে।
Title: Re: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: Labonno on July 18, 2021, 06:10:06 PM
 বাউন্টি ম্যানেজার হতে হলে আগে আপনাকে বাউন্টি পরিচালনা সম্পর্কে জানতে হবে।  আর তার জন্য আপনাকে ফোরামে প্রচুর পরিমানে সময় দিতে হবে।  ফোরামে সময় দিতে দিতে আপনি যখন অভিজ্ঞ হয়ে উঠবেন তখন আপনি বাউন্টি ম্যানেজার হতে পারবেন।                 
Title: Re: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: Diknel on July 19, 2021, 02:17:52 PM
আমি মনে করি,বাউন্টি ম্যানেজার হতে হলে আপনাকে বাউন্টি সম্পর্কে অনেক ধারণা রাখতে হবে। এবং আপনাকে ফোরামে নিয়ম কারণ গুলো ভালোভাবে জানতে হবে। এবং আপনাকে ফোরামে অনেক সময় দিতে হবে। তারপর আপনার যখন অভিজ্ঞতা বাড়বে তখনই আপনি বাউন্টি ম্যানেজার হতে পারবেন।
Title: Re: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: Casual on October 20, 2021, 10:17:15 AM
বাউন্টি ম্যানেজার হতে হলে ক্রিপ্টোকারেন্সি প্রতি অগাধ জ্ঞান থাকা দরকার। আপনি যখনই বাউন্টি ম্যানেজ করবেন আপনাকে অনেক কিছু শিখে রাখতে হবে এবং সবথেকে বেশি যেটা জরুরী সেটা হচ্ছে ল্যাপটপে সকল ধরনের কাজ জানা থাকতে হবে যেমন ওয়েব ডেভলপিং জানা থাকতে হবে। এবং টেলিগ্রাম গ্রুপ সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে যারাই বাউন্টি ম্যানেজার হিসেবে রয়েছে তাদের কিন্তু ক্রিপ্টোকারেন্সি প্রতি অনেক জ্ঞান রয়েছে। আপনি প্রথমে বাউন্টিতে সময় দিন আস্তে আস্তে বুঝতে শিখুন কি কি করতে হবে অবশ্যই আপনি যদি ইংলিশ এক্সপার্ট থাকেন তাহলে বাউন্টি ম্যানেজার হতে পারবেন ভবিষ্যতে ‌‌।
Title: Re: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: Clearman on October 20, 2021, 11:37:24 AM
আপনি যদি বান্টি ম্যানেজার হতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্যাপক পরিশ্রম করতে হবে। এবং আপনাকে বিভিন্ন ম্যানেজার কাছ থেকে বললে বাউন্টি নিয়ে আসতে হবে। এবং সততার সাথে কাজ করতে হবে আপনার সততা পরবর্তী জীবনে উত্তম কোন কিছু বয়ে আনবে।
Title: Re: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: Power420 on October 20, 2021, 12:08:50 PM
আপনি যদি বাহনটি ম্যানেজার হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে সৎ হতে হবে। কারণ যদি আপনি সৎ না হন তাহলে আপনাকে উপর কোন ভরসা পাওয়া যাবে না। বিভিন্ন ম্যানেজারকে বলে আপনি বাহনটির নিয়ে আসতে পারেন এবং কমিউনিটি মেম্বার গঠন করতে হবে। কমিউনিটি টিম অবশ্যই শক্তিশালী ও সৎ হতে হবে।
Title: Re: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: Maxtel on October 20, 2021, 03:42:39 PM
 প্রথমেই আপনাকে ডেভলপিং গ্রাফিক্স টেলিগ্রাম গ্রুপ ইত্যাদি অনলাইন সম্পর্কিত কাজগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে। এরপর ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বিভিন্ন বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। শুরুতে আপনার বাউন্টি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে অসুবিধা হবে। তাই আপনাকে বিভিন্ন পয়েন্টে ম্যানেজারের সাথে যোগাযোগ করে বাউন্টি ম্যানেজমেন্ট বিষয়ে ধারনা নিতে পারেন।  আপনাকে প্রথমে ফোরামে সময় দিতে হবে এবং বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করেই একজন ভালো বাউন্টি ম্যানেজমেনেজার হতে পারবেন।
Title: Re: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: Criminal on October 25, 2021, 06:43:42 PM
একজন বাউন্টি ম্যানেজারের অনেকগুলো গুণ থাকা প্রয়োজন। সেই গুন গুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি নিজেও একজন বাউন্টি ম্যানেজার হতে পারে। তবে কোন কিছুই প্রশিক্ষণ ছাড়া হয়না। যোগ্য প্রশিক্ষণের জন্য আপনি একজন সৎ এবং জনপ্রিয় বাউন্টি ম্যানেজারের সাথে আলোচনা করতে পারেন তারা হয়তো আপনাকে এ বিষয়ে সাহায্য করবে যে কিভাবে আপনি একজন সফল বাউন্টি ম্যানেজার হতে পারেন।
Title: Re: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: C 98 on October 26, 2021, 05:07:23 PM
বাউন্টি ম্যানেজার হওয়ার জন্য প্রথমত আপনাকে বিভিন্ন ধরনের বাউন্টি ম্যানেজার সাথে আলাপ আলোচনা করতে হবে।
আপনাকে ওয়েব ডেভলপিং এর কাজ শিখতে হবে।
আপনি যদি বিভিন্ন বড় বড় ম্যানেজারের সাথে কন্টাক্ট করতে পারেন তাহলে হয়তোবা বাউন্টি ক্যাম্পেইন পরিচালিত করতে পারবেন।
Title: Re: আমি বাউন্টি ম্যানেজার হতে পারব কি করলে।
Post by: Tepona on October 26, 2021, 05:59:56 PM
বাউন্টি ম্যানেজার হতে হলে আপনাকে হালকা কিছু কোডিং শিখতে হবে। আবার ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, গুগোল ফর্ম তৈরি, স্প্রেডশিট, গ্রাফিক্স ডিজাইন, আরো বাউন্টি চালানোর রুলস গুলো দেখতে হবে। তবে বাউন্টি চালানোর জন্য ইংলিশে অবশ্যই ভালোভাবে দক্ষ হতে হবে। কারণ আপনি যদি ইংলিশে ভালোভাবে দক্ষ না হন তাহলে আপনাকে আলাপচারিতা করার জন্য এসিস্ট্যান্ট রাখতে হবে। কম্মুনিটি নিয়ন্ত্রণের জন্য।