Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Mental on July 05, 2021, 11:11:29 AM

Title: ফোরামে শিক্ষনীয় কিছু কথা।
Post by: Mental on July 05, 2021, 11:11:29 AM
ফোরামে আমরা অনেকেই আছি যারা বাংলায় অনেক পোস্ট করি তারা একটু ভালো করে দেখে পোস্ট করবেন। দেখা যায় বাংলায় অনেক ভুল হয় একটা প্রশ্ন করবেন তাও যদি ভুল হয় তাহলে সিনিয়ররা প্রশ্নের উত্তর দিবে কি করে। যদিও আমাদের অনেক খুশির বিষয় যে ফোরামে একটি বাংলা ফোরাম রয়েছে তারপরেও আমরা বাঙালি যদি ভুল করি তাহলে ‌‌ সিনিয়রদের আর কিছু করার নেই। তার পরেও রিকোয়েস্ট করছি রে আপনারা সবাই ভালোভাবে পড়ে তারপর পোষ্টের উত্তর দেন।
Title: Re: ফোরামে শিক্ষনীয় কিছু কথা।
Post by: Mistroy on July 05, 2021, 01:11:01 PM
ভাই আপনি কথাগুলো ঠিক বলেছেন। বাংলা ফোরামে কাজ করাটা এটা একটা সৌভাগ্যের ব্যাপার। তাই বাংলা ফোরামে আমরা যারা নতুন আছি  যে পোস্ট করিনা কেন বা ফোরাম রিলেটেড যা কিছু জানার থাকে তা সুন্দরভাবে এবং শুদ্ধভাবে লিখলে সিনিয়র ভাইদের বুঝতে অনেক সুবিধা হবে। তাই আমরা নতুনরা এসব লক্ষ্য করে পোস্ট করার চেষ্টা করব।
Title: Re: ফোরামে শিক্ষনীয় কিছু কথা।
Post by: Salman y90 on July 05, 2021, 01:11:33 PM
ফোরামে আমরা অনেকেই আছি যারা বাংলায় অনেক পোস্ট করি তারা একটু ভালো করে দেখে পোস্ট করবেন। দেখা যায় বাংলায় অনেক ভুল হয় একটা প্রশ্ন করবেন তাও যদি ভুল হয় তাহলে সিনিয়ররা প্রশ্নের উত্তর দিবে কি করে। যদিও আমাদের অনেক খুশির বিষয় যে ফোরামে একটি বাংলা ফোরাম রয়েছে তারপরেও আমরা বাঙালি যদি ভুল করি তাহলে ‌‌ সিনিয়রদের আর কিছু করার নেই। তার পরেও রিকোয়েস্ট করছি রে আপনারা সবাই ভালোভাবে পড়ে তারপর পোষ্টের উত্তর দেন।


হ্যাঁ আপনার কথা ঠিক রয়েছে। কারণ আমাদের বাংলা ফোরামে অনেকেই তাড়াতাড়ি পোস্ট করতে গিয়ে কিছুটা ভুল করে নেয়। তারা সেটা ভালোভাবে খেয়াল না করে পোস্ট করে দেয়। তাই আমি মনে করি যে আপনি ফোরামের শিখনীয় কিছু কথা তুলে ধরেছেন। সেজন্য আমার পক্ষ থেকে আপনাকে ভেরি ভেরি থ্যাংকস।
Title: Re: ফোরামে শিক্ষনীয় কিছু কথা।
Post by: RSRS on July 05, 2021, 08:10:45 PM
অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। আমরা বাংলা ফোরামে নিজের মাতৃভাষায় পোস্ট করার সুযোগ পেয়েছি । একটি শব্দ ব্যাতিক্রম এর জন্য ভাষার পরিবর্তন হয়ে যায়। যদি পোস্ট দেয়ার পূর্বে পোস্টটি ভাল ভাবে একবার দেখে পোষ্ট করলে এমন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাই সবাই চেষ্টা করব যাতে ভাষার ত্রুটি না হয়।
Title: Re: ফোরামে শিক্ষনীয় কিছু কথা।
Post by: Doyle on July 06, 2021, 08:39:07 AM
আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই কথাটি আমার কাছে অনেক শিক্ষানীয় একটি কথা। যদিও আমি এই ফোরামে একজন নতুন ইউজার সঠিকভাবে লেখার চেষ্টা করব।
Title: Re: ফোরামে শিক্ষনীয় কিছু কথা।
Post by: Bma on July 06, 2021, 10:36:17 AM
আপনি ঠিক বলেছেন ভাই আমিও বেশ কিছুদিন ধরে ফলো করছি যে আমাদের বাংলা ফোরামে অনেক ভুল শব্দ ব্যবহার হচ্ছে। আমরা অনেকেই লিখি কিন্তু লেখার পরে ভালো করে রিভিশন দেইনা যে লেখাগুলো শুদ্ধ হয়েছে কিনা। তাই আমাদের বাংলা ফোরামে সবার উচিত ভালোভাবে লিখে ভালো করে রিভিশন দিয়ে পোস্ট করা যাতে কোনো ভুল না হয়।
Title: Re: ফোরামে শিক্ষনীয় কিছু কথা।
Post by: Ramesh Mondal on July 06, 2021, 06:02:00 PM
ধন্যবাদ সিনিয়র ভাইদের, আপনার পোস্ট ও সিনিয়র ভাইদের দিকনির্দেশনায় শিক্ষনীয় বিষয় গুলো অসাধারণ ভাবে বুজিয়ে বলেছেন।এখন আমি অনেক শিক্ষনীয় বিষয় সম্পর্কে শিখতে ও বুজতে পেরেছি, আরও বেশি শিখতে চাই।
Title: Re: ফোরামে শিক্ষনীয় কিছু কথা।
Post by: Milon626 on July 06, 2021, 06:16:05 PM
আমাদের বাংলা লোকাল বোর্ডে বেশ কিছু ইউজার আছে যারা পোস্ট করার পূর্বে ভালো করে খেয়ালই করে না যে তারা তাদের পোস্টের মধ্যে কি লিখেছেন, তাদের পোস্টে কোন ভুল-ভ্রান্তি আছে কিনা।  এতে করে তাদের পোস্টে যদি বানান ভুল বা অন্যান্য কোন সমস্যা থেকে থাকে তবে সেটা আর কারেকশন হয় না।  ফলে তারা ভুল পোস্ট করে থাকে।  তাই সবার প্রতি আমার একান্ত আবেদন থাকবে যে, যা কিছু আপনারা পোস্ট করবেন সেটা আগে একবার ভালো করে মনযোগ দিয়ে দেখে নেবেন, ভুল থাকলে সংশোধন করে নেবেন।
ধন্যবাদ।                                           
Title: Re: ফোরামে শিক্ষনীয় কিছু কথা।
Post by: Labonno on July 08, 2021, 12:45:21 PM
আমাদের সকলেরই উচিৎ যে কোন বিষয়ে পোস্ট করার আগে সেটা খুব ভালো করে চেক করে নেওয়া যে সেখানে টাইপিং এ কোন ভুল আছে কিনা।  আমরা বাংলাদেশের মানুষ হয়ে, বাংলা ভাষী হয়ে যদি বাংলা বানানেই ভুল করে নেই তাহলে সেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক।  তাই পোস্ট করার আগে আমাদের দেখে শুনে পোস্ট করা উচিৎ।                 
Title: Re: ফোরামে শিক্ষনীয় কিছু কথা।
Post by: Yash426 on July 10, 2021, 03:22:38 PM
ভাই আপনি খুব সুন্দর কথা বলেছেন বাংলা ফোরামে অনেকেই পোস্ট করার সময় তাড়াহুড়া করে অনেক ভুল করে এবং বানান ভুল করে এর ফলে তাদের পোস্টে কোন অর্থই বোঝা যায় না। এবং কোন প্রশ্ন করলেও বানান ভুল থাকলে তার সঠিক উত্তর দেয়া কঠিন হয়। তাই সকলের উচিত পোস্ট করার আগে ভালোভাবে তা দেখে নেয়া উচিত।
Title: Re: ফোরামে শিক্ষনীয় কিছু কথা।
Post by: rashedul426 on July 11, 2021, 12:40:42 PM
বাংলা ফোরামে অনেক পোস্ট এবং টপিকের টাইটেল বানান ভুল করে পোস্ট করেন। অন্যান্য সেকশনে ভুল করাটা স্বাভাবিক। বাংলা আমাদের মাতৃভাষা আর আমরা যদি বাংলা সেকশনে বাংলা লিখতে ভুল করি তাহলে বিষয়টা একটু বেশি খারাপ দেখায়। তাছাড়া ভুল বানানের টপিকের কোন প্রশ্ন জিজ্ঞেস করলে তার উত্তর দেয়াটা কঠিন হয় কারণ প্রশ্ন না বুঝলে উত্তর দেয়াটা একটু কষ্ট হয় স্বাভাবিক। তাই আমাদের পোস্ট করার সময় একটু সচেতন হওয়া উচিত।
Title: Re: ফোরামে শিক্ষনীয় কিছু কথা।
Post by: Mosarof on July 13, 2021, 06:32:01 PM
ফোরামে আমরা অনেকেই আছি যারা বাংলায় অনেক পোস্ট করি তারা একটু ভালো করে দেখে পোস্ট করবেন। দেখা যায় বাংলায় অনেক ভুল হয় একটা প্রশ্ন করবেন তাও যদি ভুল হয় তাহলে সিনিয়ররা প্রশ্নের উত্তর দিবে কি করে। যদিও আমাদের অনেক খুশির বিষয় যে ফোরামে একটি বাংলা ফোরাম রয়েছে তারপরেও আমরা বাঙালি যদি ভুল করি তাহলে ‌‌ সিনিয়রদের আর কিছু করার নেই। তার পরেও রিকোয়েস্ট করছি রে আপনারা সবাই ভালোভাবে পড়ে তারপর পোষ্টের উত্তর দেন।
ভাই আপনি সুন্দর একটি পোস্ট করেছেন আসলেই আমরা বাংলা ফোরামে পোস্ট করতে গিয়ে তাড়াহুড়া করে ভুল করে ফেলি। আমাদের সবার উচিত পোস্ট করার পরে পোস্ট গুলো ভালোভাবে পড়ে পোস্ট করতে হবে কারণ আমরা অনেক সময় পোস্টগুলো পুনরায় রিভিশন না দিয়ে সরাসরি পোস্ট করে ফেলি আর তার কারণে দেখা যায় অনেক ভুল হয়ে যায়। তাই আমরা সঠিকভাবে পোস্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ।
Title: Re: ফোরামে শিক্ষনীয় কিছু কথা।
Post by: sohel8090 on July 16, 2021, 01:54:08 PM
ফোরামে কিছু শিক্ষনীয় কথা যেটা আমার আপনার এবং সবারি প্রয়োজন। আমরা সবাই ফোরামের রুলস পরে তার পর পোস্ট করবো এটা আমাদের করনীয়। আপনার পোস্ট যদি রুলস অনুযায়ী না হয় তবে আপনি নেগেটিভ কারমা পেতে পারেন। আমিও ভুল করেছিলাম তাই নেগেটিভ কারমা পেয়েছি মানুষ একবার ভুল করে বারবার না তাই আমরা সবাই রুলস মেনে পোস্ট করবো সবাই ভালো থাকবেন আর আমার পোস্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে প্রজেটিভ কারমা দিবেন। ধন্যবাদ
Title: Re: ফোরামে শিক্ষনীয় কিছু কথা।
Post by: Malam90 on July 16, 2021, 03:55:02 PM
ফোরামে কিছু শিক্ষনীয় কথা যেটা আমার আপনার এবং সবারি প্রয়োজন। আমরা সবাই ফোরামের রুলস পরে তার পর পোস্ট করবো এটা আমাদের করনীয়। আপনার পোস্ট যদি রুলস অনুযায়ী না হয় তবে আপনি নেগেটিভ কারমা পেতে পারেন। আমিও ভুল করেছিলাম তাই নেগেটিভ কারমা পেয়েছি মানুষ একবার ভুল করে বারবার না তাই আমরা সবাই রুলস মেনে পোস্ট করবো সবাই ভালো থাকবেন আর আমার পোস্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে প্রজেটিভ কারমা দিবেন। ধন্যবাদ


ফোরামের রুলস না মেনে আপনি নিজেই অন্যের লেখা কপি পেস্ট করে ইতিমধ্যেই প্লাগরিজম স্ট্রাইক ও ওয়ার্নিং খেয়েছেন।
ফোরামে নতুন এসে আগে রুলস পড়ে বুঝে কমেন্ট করতেন। এসেই ফোরামের রুলস ভেঙ্গেছেন তাও কপিপেস্টের মতই বড় ধরণের অপরাধ।
অন্যদের জন্যও এটা সতর্কতা।
Title: Re: ফোরামে শিক্ষনীয় কিছু কথা।
Post by: Diknel on July 20, 2021, 03:20:44 AM
আমাদের বাংলা ফোরামে আমরা অনেকেই আছি যারা পোস্ট করার আগে ভালভাবে দেখে করি না। আমাদের উচিৎ কোন বিষয়ে পোস্ট করার আগে ভালো করে চেক করে নেওয়া। সেখানে কোন টাইপিং এ ভুল আছে কিনা। তাই আমাদের পোস্ট করার আগে ভালভাবে দেখে নেওয়া উচিৎ।