Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Bma on July 06, 2021, 10:44:40 AM
-
সিনিয়র ভাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা সবাই বাংলা ফোরামে একটু সময় দিন যাতে আমরা কিছু জানতে পারি আপনাদের থেকে।
আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি যে কোন একটা প্রশ্ন করলে সিনিয়র ভাইয়েরা আমাদেরকে হেল্প করছে খুব কম কিছু কিছু সিনিয়র ভাই রয়েছে তারা বাংলা ফোরামে অনেক সময় দেয় তাই সিনিয়র ভাইদের কে বলবো যে আমি একটি পোস্ট করেছিলাম গতকালকে তার কোন উত্তর আমি ভালোভাবে পাইনি সিনিয়র ভাইদের কাছে অনুরোধ করবো আমার এই পোস্টটির উত্তর দিতে নিচে লিংক দেওয়া হল :-
https://www.altcoinstalks.com/index.php?topic=221996.0
-
সিনিয়র ভাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা সবাই বাংলা ফোরামে একটু সময় দিন যাতে আমরা কিছু জানতে পারি আপনাদের থেকে।
আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি যে কোন একটা প্রশ্ন করলে সিনিয়র ভাইয়েরা আমাদেরকে হেল্প করছে খুব কম কিছু কিছু সিনিয়র ভাই রয়েছে তারা বাংলা ফোরামে অনেক সময় দেয় তাই সিনিয়র ভাইদের কে বলবো যে আমি একটি পোস্ট করেছিলাম গতকালকে তার কোন উত্তর আমি ভালোভাবে পাইনি সিনিয়র ভাইদের কাছে অনুরোধ করবো আমার এই পোস্টটির উত্তর দিতে নিচে লিংক দেওয়া হল :-
https://www.altcoinstalks.com/index.php?topic=221996.0
সিনিয়র ভাইয়েরা সবসময় আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছে ফোরামে। বাউন্টি ম্যানেজার হতে হলে আপনাকে ফোরামে খেয়াল রাখতে হবে যেখানে বিভিন্ন টিম বাউন্টি ম্যানেজার খোঁজে সেখানে আপনাকে নক করতে হবে। তবে আপনার অভিজ্ঞতা এবং ফোরামে আপনার কাজের ফিরিস্তি দেখেই আপনাকে হয়তো কাজ দিবে।