Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Bma on July 07, 2021, 01:21:42 PM

Title: আসছে বিটকয়েনের দিন।
Post by: Bma on July 07, 2021, 01:21:42 PM
একটি বিলাসবহুল বাড়ি কেনার জন্য দীর্ঘদিনের স্বপ্ন ছিল নরওয়ের নাগরিক ক্রিস্টোফার কোচের। অদ্ভুত এক উপায়ে তাঁর স্বপ্ন সফল হয়েছে। মাত্র ২৪ মার্কিন ডলার বিনিয়োগে স্বপ্ন সফল হয়েছে কোচের। ২৯ বছর বয়সী প্রকৌশলী ক্রিস্টোফার কোচ চার বছর আগে কিনেছিলেন ২৪ ডলার মূল্যের পাঁচ হাজার বিটকয়েন৷ সেই ১৪ ডলার মূল্যের বিটকয়েনের দাম গত চার বছরে বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ নব্বই হাজার ডলারে। কিন্তু কী এই বিটকয়েন? স্বাধীন গ্রাহক থেকে গ্রাহকের মধ্যে অনলাইন লেনদেনের ডিজিটাল মাধ্যম এটি। ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রটোকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রার নাম বিটকয়েন। এ ভারচুয়াল মুদ্রা লেনদেনের জন্য কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে না।
ভাগ্যবান ক্রিস্টোফার কোচ জানিয়েছেন, ২০০৯ সালে নেহাত শখের বশেই তিনি ২৪ মার্কিন ডলার খরচ করে কিনেছিলেন বিটকয়েন। এরপর তিনি এর কথা ভুলেই গিয়েছিলেন। কিছুদিন আগে হঠাত্ বিটকয়েনের দাম বেড়েছে শুনে পুরোনো এ সম্পত্তির কথা মনে আসে তাঁর। কিন্তু চার বছর আগের পুরোনো পাসওয়ার্ড ভুলে গিয়েছিলেন তিনি। পুরো এক দিন চেষ্টার পর যখন তিনি পাসওয়ার্ড মনে করেন, তখন তিনি যেন আঙুল ফুলে কলাগাছ।

আরো জানতে লিংকে ক্লিক করুন:-

সূত্রঃ  প্রথম আলো
 (https://www.prothomalo.com/education/science-tech/%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8)
( Edited by Malam90 for link added)
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Labonno on July 08, 2021, 12:40:59 PM
বিটকয়েন হলো এক ধরনের ভারচুয়াল মুদ্রা যা আমাদের সকলের ধরা ছোয়ার বাইরে।  আমাদের সকলেরই শুধু এই বিটকয়েনের নামই শুনতে হয়, বাস্তবে আমাদের হাতে পাবার মতো সাধ্য নেই।  এটি অনলাইন ভিত্তিক একটি কারেন্সি।  ভবিষ্যতে বিশ্বের প্রতিটি দেশেই এই বিটকয়েনের প্রচলন হবে বলে আমি মনে করি।  ধিরে ধিরে কাগজের টাকাকে ছাড়িয়ে যাবে এই বিটকয়েন, এটা আমার বিশ্বাস।                               
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Mosarof on July 14, 2021, 04:58:07 PM
একটি বিলাসবহুল বাড়ি কেনার জন্য দীর্ঘদিনের স্বপ্ন ছিল নরওয়ের নাগরিক ক্রিস্টোফার কোচের। অদ্ভুত এক উপায়ে তাঁর স্বপ্ন সফল হয়েছে। মাত্র ২৪ মার্কিন ডলার বিনিয়োগে স্বপ্ন সফল হয়েছে কোচের। ২৯ বছর বয়সী প্রকৌশলী ক্রিস্টোফার কোচ চার বছর আগে কিনেছিলেন ২৪ ডলার মূল্যের পাঁচ হাজার বিটকয়েন৷ সেই ১৪ ডলার মূল্যের বিটকয়েনের দাম গত চার বছরে বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ নব্বই হাজার ডলারে। কিন্তু কী এই বিটকয়েন? স্বাধীন গ্রাহক থেকে গ্রাহকের মধ্যে অনলাইন লেনদেনের ডিজিটাল মাধ্যম এটি। ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রটোকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রার নাম বিটকয়েন। এ ভারচুয়াল মুদ্রা লেনদেনের জন্য কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে না।
ভাগ্যবান ক্রিস্টোফার কোচ জানিয়েছেন, ২০০৯ সালে নেহাত শখের বশেই তিনি ২৪ মার্কিন ডলার খরচ করে কিনেছিলেন বিটকয়েন। এরপর তিনি এর কথা ভুলেই গিয়েছিলেন। কিছুদিন আগে হঠাত্ বিটকয়েনের দাম বেড়েছে শুনে পুরোনো এ সম্পত্তির কথা মনে আসে তাঁর। কিন্তু চার বছর আগের পুরোনো পাসওয়ার্ড ভুলে গিয়েছিলেন তিনি। পুরো এক দিন চেষ্টার পর যখন তিনি পাসওয়ার্ড মনে করেন, তখন তিনি যেন আঙুল ফুলে কলাগাছ।

আরো জানতে লিংকে ক্লিক করুন:-

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.prothomalo.com/amp/story/education/science-tech/%25E0%25A6%2586%25E0%25A6%25B8%25E0%25A6%259B%25E0%25A7%2587-%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%259F%25E0%25A6%2595%25E0%25A7%259F%25E0%25A7%2587%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25A6%25E0%25A6%25BF%25E0%25A6%25A8&ved=2ahUKEwiYp7fk6tDxAhWT3jgGHS0PCd0QFjAEegQIJBAC&usg=AOvVaw1IUJsvmSMcdx7XFo0a5eve&ampcf=1
বিটকয়েন এর বর্তমান মূল্য খুবইখারাপ পজিশন তবে একটু কারেন্সিতে মার্কেট আপডাউন করবে এটাই স্বাভাবিক।বর্তমান বিট কয়েনের মূল্য 37 হাজার ডলারের কাছাকাছি কিছুদিন আগে তার চেয়ে কিন্তু অনেক কম ছিল। বিটকয়েন যেভাবে রয়েছে এক সময় এভাবে থাকবে না অনেক ভালো একটা পজিশনে যাবে।
Title: Re: আসছে বিটকয়েনের দিন।
Post by: Malam90 on July 17, 2021, 05:57:49 PM
এটা অনেক পুরাতন টপিক। কোন ক্রিপ্টোকারেন্সি বিষয়ক খবর নিয়ে পোস্ট করার আগে অবশ্যই দেখবেন সেটা কতদিন আগের। সাম্প্রতিক ছাড়া কোন পোস্ট করবেন না।
এই টপিক আগেও করা হয়েছে। এটি লক করে দিলাম।