Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: RSRS on July 12, 2021, 06:37:13 AM

Title: পাকাপাকি নিষিদ্ধ হতে চলেছে Bitcoin, তৈরি হবে ভারতীয় ক্রিপ্টোকারেন্সি
Post by: RSRS on July 12, 2021, 06:37:13 AM
নিজস্ব প্রতিবেদন: Bitcoin- ভারতে নিষিদ্ধ আছে। কিন্তু তার জন্য কোনও আইন ছিল না। এবার আইনের জালে বাঁধা হবে বিটকয়েনকে। বিটকয়েন মারফত যদি লেনদেন হয় তাহলে ফৌজিদারি  মামলায় গণ্য হবে অপরাধ।

মঙ্গলবার, মুখ থুবড়ে পড়ে বিটকয়েনের দাম। যার পিছনে অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে আইন করে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার খবর।

শনিবার ক্রিপ্টোকারেন্সির দাম উঠেছিল ৬১,৭৮১.৮৩ ডলারে। কিন্তু সেখান থেকে ৫.৩ শতাংশ পড়ে যায় বিটকয়েনের দাম।

 এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনৈতিক দেশে পাকাপাকি ভাবে ক্রিপ্টোকারেন্সি বন্ধ করতে বিল আনতে চলেছে কেন্দ্র।

২০১৯ সালে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, ভারতে নিজস্ব ক্রিপ্টোকারেন্সি তৈরি করতে পারে। গত ফেব্রুয়ারি মাসে বছরে প্রায় ৪০ শতাংশ বেড়েছে বিটকয়েনের দাম।

আইন পাশ হলে ভারতে বিটকয়েন মারফত কেনাবেচার করলেই প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

 Sourch (https://zeenews.india.com/bengali/photos/bitcoin-falls-after-weekend-record-high-as-india-reportedly-considers-ban-373023/-373026)