Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on July 19, 2021, 03:59:08 PM

Title: “বুলরান” কি বা “বুলরান” বলতে কি বুঝায়?
Post by: Malam90 on July 19, 2021, 03:59:08 PM
“বুলরান” মূলত একটি অর্থনৈতিক শব্দ বা আর্থিক পরিভাষা। যখন কোন সম্পদ বা বাজার পরিস্থিতি ঊর্ধ্বগতির দিকে ধাবিত হয় তখন সেটাকে বুলরান বলে।
ক্রিপ্টোতে তেমনি বুলরান হচ্ছে যখন ক্রিপ্টোকারেন্সি মার্কেট পরিস্থিতি ক্রমাগত ঊর্ধ্বগতির দিকে যায় তখন আমরা সেটাকে বুলরান বলি। বুল মানে ষাঁড়। যখন মার্কেট ষাঁড়ের মত শক্তিনিয়ে সামনে  এগিয়ে যায় তখন সেটা বুলরান। কোভিড-১৯ এর ছড়িয়ে পড়ার পরে ক্রিপ্টোমার্কেটে অনেক উত্থান হয়। মার্কেট ক্যাপ ৪০০ বিলিয়ন থেকে বাড়তে বাড়তে ২.২৫ ট্রিলিয়ন হয়ে যায়। এটাকে বুলরান বলে থাকি।

পক্ষান্তরে যখন কোন সম্পদ বা বাজার পরিস্থিতি নিচের দিকে বা খারাপ পরিস্থিতির দিকে ধাবিত হয় তখন তাকে “বিয়ারিশ ট্রেন্ড" বলি। বিয়ার মানে ভাল্লুক। ভাল্লুকের সাথে তুলনা করার কারণ হচ্ছে- ভাল্লুকের প্রায় সময় গায়ে জ্বর থাকে। যার কারণে সে শুয়ে থাকে, কাতরাতে থাকে জ্বরে। মার্কেট যখন নিচের দিকে নামতে থাকে তখন একটা প্যানিক কাজ করে সবার মধ্যে। সবাই সেল মারতে থাকে। মার্কেট ক্রমাগত নিচের দিকে নামতে থাকে বা পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে। প্রচলিত কথায়- মার্কেট শুয়ে পড়েছে। যেটাকে ভাল্লুকের জ্বরের কারণে তার পরিস্থিতির সাথে মার্কেটের শুয়ে পড়া পরিস্থিতিকে তুলনা করতে বিয়ারিশ ট্রেন্ড বলে থাকে। মার্কেট ২.২৫ ট্রিলিয়ন থেকে ক্রমাগত কমতে কমতে বর্তমানে ১.২৪ ট্রিলিয়নে নেমে গেছে।

আমাদের দেশের শেয়ার বাজারে একটা কথা প্রচলিত আছে- ষাঁড়ের লড়াই ভাল্লুকের জ্বর।

[তথ্যটি আমার নিজের অন্য ফোরাম থেকে নেওয়া ]