Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: MD Shakib Islam Joy on August 28, 2021, 05:46:31 PM

Title: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: MD Shakib Islam Joy on August 28, 2021, 05:46:31 PM
আসো আমরা সবাই আলোচনা করি।
কোন টোকেন হোল্ড করলে আপনি বা আমি লাভবান হতে পারব।
বেশি দামের টোকেন কিনলে বেশি ভালো হবে নাকি কম দামে কিনলে বেশি ভালো হবে একটু আলোচনা করি।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Review Master on August 28, 2021, 07:10:31 PM
বেশি দামের টোকেন কিনলে বেশি ভালো হবে নাকি কম দামে কিনলে বেশি ভালো হবে একটু আলোচনা করি।

এটি টোকেনের মূল্যের উপর নির্ভর করে নাহ, বরং নির্ভর করে টোকেনের প্রজেক্টটি কি ভালো কোনোকিছু ব্লকচেইন ও ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে করবে, নাকি শুধুমাত্র নিজেদের লাভের জন্য প্রজেক্টের সদস্যরা পাম্প-ডাম্প করবে। বিটকয়েন, ইথিরিয়াম সবসময় ভালো লম্বা সময়ের বিনিয়োগের জন্য। এর পাশাপাশি আরো কিছু ভালো প্রজেক্ট রয়েছে, তবে আমাদের বেয়ার মার্কেটের জন্য অপেক্ষা করা উচিত। কারণ এখন মার্কেট কিছুটা অনুমানের বাহিরে।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: MD Shakib Islam Joy on August 29, 2021, 02:56:30 PM
বেশি দামের টোকেন কিনলে বেশি ভালো হবে নাকি কম দামে কিনলে বেশি ভালো হবে একটু আলোচনা করি।

এটি টোকেনের মূল্যের উপর নির্ভর করে নাহ, বরং নির্ভর করে টোকেনের প্রজেক্টটি কি ভালো কোনোকিছু ব্লকচেইন ও ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে করবে, নাকি শুধুমাত্র নিজেদের লাভের জন্য প্রজেক্টের সদস্যরা পাম্প-ডাম্প করবে। বিটকয়েন, ইথিরিয়াম সবসময় ভালো লম্বা সময়ের বিনিয়োগের জন্য। এর পাশাপাশি আরো কিছু ভালো প্রজেক্ট রয়েছে, তবে আমাদের বেয়ার মার্কেটের জন্য অপেক্ষা করা উচিত। কারণ এখন মার্কেট কিছুটা অনুমানের বাহিরে।



হ্যাঁ তোমার কথাটা ঠিক আছে।তারপরও হয়তো তোমার অনেক টাকা থাকতে পারে আবার নাও হতে পারে আমার অত টাকা নাই তারপরও কম দামের মধ্যে অনেকগুলা টোকেন কিনে রাখতে চাই তুমি   রাকলে কেমন হবে ভাল ভাল দেখে টোকেন।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Dark Knight on September 28, 2021, 11:41:27 AM
আসো আমরা সবাই আলোচনা করি।
কোন টোকেন হোল্ড করলে আপনি বা আমি লাভবান হতে পারব।
বেশি দামের টোকেন কিনলে বেশি ভালো হবে নাকি কম দামে কিনলে বেশি ভালো হবে একটু আলোচনা করি।

আপনি যদি ট্রেডিং করতে চান তাহলে অবশ্যই ট্রেডিং সম্পর্কে আগে ভালোভাবে জেনে নিবেন। তা না হলে দেখা যাবে অনেক সময় নিজের অজান্তেই ক্ষতির সম্মুখীন হয়েছেন। কোন কয়েন কখন কিনলে ভালো হবে সেটা আগে জানতে হবে তারপর ক্রয় করতে হবে। দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করার জন্য বিটকয়েন ইথেরিয়াম এবং বিনান্স স্মার্টচেইন ক্রয় করলে ভাল হবে আপনার পর্যাপ্ত পরিমাণ অ্যামাউন্ট থাকে।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Magepai on October 12, 2021, 05:37:28 PM
এখন দেখা যাচ্ছে বিটকয়েনের প্রাইস যেভাবে বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেভাবে অ্যালার্ট কয়েন টোকেন প্রাইস সে ভাবে বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু দেখা যাবে কিছুদিনের মধ্যেই প্রায় সমস্ত কয়েন গুলির প্রাইস বৃদ্ধি পাবে। আমি মনে করি বর্তমান সময়ে যদি ETH, TRX, doge coin, BNB হোল্ড করে রাখা যায় তাহলে অবশ্যই ডাবল প্রফিট পাওয়া যাবে ইনশাল্লাহ। বিটকয়েন প্রাইস যেভাবে বৃদ্ধি পাচ্ছে অবশ্যই 100k ডলারে পৌঁছাবে 2021 সালের মধ্যে। তখন এই সমস্ত কয়েনগুলি প্রাইস ডাবল থেকে তিনগুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Diknel on October 12, 2021, 06:29:37 PM
বর্তমানে এমন একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে যে যেকোনো কয়েন এর উপর বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। বাজারে মিমি কয়েন গুলোর দাম রাতারাতি ভাবে বৃদ্ধি পাচ্ছে। এবং প্রকৃতপক্ষে যে কয়েন গুলো বাজারে সবচেয়ে বেশি সম্ভাবনাময় সেগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে না। একচুয়ালি বাজারে বিভিন্ন ধরনের কয়েন গুলো হাইপে চলে। তবে আমি মনে করি বেশিরভাগ কয়েন তাদের ডেভলপমেন্ট দেখে বিনিয়োগ করা উচিত।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Riddi on October 13, 2021, 03:49:40 AM
আপনি কোন টোকেন হোল্ড করতে চাইলে সেটা আপনি টোকেনের মূল্যের উপর নির্ভর করে না। আমি মনে করি আপনি যে টোকেনটি হোল্ড করবেন সেই টোকেনের প্রজেক্টর উপর নির্ভরশীল করুন। টোকেনটির প্রজেক্ট যদি ভাল হয় এবং ভবিষ্যতে প্রজেক্টের সকল কার্যক্রম এবং ব্লকচেইন ভুক্ত হয় তাহলে আশা করি সেই টোকেন থেকে আপনি হোল্ড করুন যাতে করে ভবিষ্যতে টোকেনটির মূল্য বৃদ্ধি পেতে থাকে। এছাড়াও আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে বর্তমানে মার্কেটে আপনি যদি দীর্ঘমেয়াদি কোন টোকেন হোল্ড করতে চান অথবা ট্রেনিং করতে চান। তাহলে আমি বলব যে আমার কাছে সবচেয়ে ভালো ইথেরিয়াম এবং বিএনবি এই দুটি কয়েন সবচেয়ে ভালো মনে হয়।এই দুটি তে আপনি হোল্ড বা বিনিয়োগ করতে পারেন।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Sumi on October 14, 2021, 05:13:32 AM
আসো আমরা সবাই আলোচনা করি।
কোন টোকেন হোল্ড করলে আপনি বা আমি লাভবান হতে পারব।
বেশি দামের টোকেন কিনলে বেশি ভালো হবে নাকি কম দামে কিনলে বেশি ভালো হবে একটু আলোচনা করি।
এটি টোকেনের মূল্যের উপর নির্ভর করে নাহ, বরং নির্ভর করে টোকেনের প্রজেক্টটি কি ভালো কোনোকিছু ব্লকচেইন ও ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে করবে, নাকি শুধুমাত্র নিজেদের লাভের জন্য প্রজেক্টের সদস্যরা পাম্প-ডাম্প করবে। বিটকয়েন, ইথিরিয়াম সবসময় ভালো লম্বা সময়ের বিনিয়োগের জন্য। এর পাশাপাশি আরো কিছু ভালো প্রজেক্ট রয়েছে, তবে আমাদের বেয়ার মার্কেটের জন্য অপেক্ষা করা উচিত। কারণ এখন মার্কেট কিছুটা অনুমানের বাহিরে।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Casual on October 20, 2021, 10:21:07 AM
আপনি যদি হোল্ড করতে চান কোন টোকেন তাহলে আপনাকে অবশ্যই ভালো মানের টোকেন গুলি হোল্ড করে রাখতে হবে হোক সেগুলো দামি বা কম দামি। বর্তমান সময়ে আপনি যদি TRX, doge coin, BNB এইগুলো কিনে রেখে হল্ড করতে পারেন অবশ্যই আপনি প্রফিট পাবেন। এই কয়েন গুলোর জনপ্রিয়তা রয়েছে অনেক বিটকয়েনের প্রাইস যেহেতু ঊর্ধ্বমুখী রয়েছে অবশ্যই হঠাৎ করে দেখা যাবে কয়েনগুলো প্রাইস রাতারাতি বৃদ্ধি পেয়েছে।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Clearman on October 20, 2021, 11:35:29 AM
আপনি যদি বর্তমানে Goma Shiba কয়েন হোল্ড করে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে অনেক লাভবান হতে পারে। কারণ Goma Shiba দাম তিনটি জিরো কমে এসেছে। যার কারণে বর্তমানে সবচেয়ে বেশি পাম্পিং হচ্ছে Goma Shiba কোয়েন। তাই অবশ্যই আপনি যদি হেল্প করতে পারেন এখান থেকে মোটা অংকের বেনিফিট পাবেন।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Maxtel on October 20, 2021, 04:12:08 PM
বর্তমানে মার্কেটের যে অবস্থা তা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই মার্কেটে নতুন একটি bullish রানিং দেখতে পাবো। ইথেরিয়াম বিটকয়েন বিনান্স কয়েন গুলো তাদের স্বমহিমায় ফিরে এসেছে প্রতিনিয়ত এদের দাম বৃদ্ধি পাচ্ছে। যেকোনো সময় এদের পাশাপাশি অন্যান্য  অলটকয়েন গুলোর দাম বৃদ্ধি পেতে শুরু করবে। তাই কয়েন মার্কেট ক্যাপের উপরের সালের কয়েন গুলো ক্রয় করে রেখে দিতে পারেন। তাহলে আপনি ডাবল প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Kangaro45 on October 20, 2021, 05:41:46 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রায় কয়েক হাজার কয়েন রয়েছে। এদের মধ্যে অনেক কয়েন রয়েছে যেগুলো সম্পর্কে আমার তেমন ধারনা নেই। খুব সামান্য কয়েন সম্পর্কে আমরা ধারণা রাখি। যে সকল কয়েন মার্কেটে বেশি জনপ্রিয় এবং টপ 100 তে রয়েছে এসকল কয়েন সম্পর্কে আমাদের জানার আগ্রহটা একটু বেশি থাকে। বর্তমানে মার্কেট খুব ঊর্ধ্বমুখী মার্কেটে বিভিন্ন ভালো ভালো কয়েন রয়েছে এসকল কয়েন হোল্ড করলে তা থেকে আপনি ভালো ভবিষ্যৎ গোর্তে  সক্ষম হবেন।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: AlviNess on October 25, 2021, 06:07:20 PM
আপনার যদি কোন টোকেন সম্পর্কে ধারণা বা জানার থাকে তাহলে আপনি সেই তকেন সম্পর্কে এখানে নির্দিষ্টভাবে কিছু বল। কারণ এখানে ক্রিপ্টোকারেন্সি সকল কয়েন নিয়ে আলোচনা করা সম্ভব নয়। আপনি কোন কয়েন সম্পর্কে পরবর্তীতে জানতে চান সেটা উল্লেখ করুন। আশা করছি আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। কারণ এই ফোরামের সকল সদস্যরা সবসময় পরস্পর পরস্পরকে।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Criminal on October 25, 2021, 06:38:08 PM
এখন যদি আমাকে কোন কয়েন নিয়ে কথা বলতে বলা হয় তাহলে আমি অবশ্যই ডগি কয়েন এবং বিটকয়েন নিয়ে কথা বলবো। বিট কয়েনের মূল্য কিন্তু ইতোমধ্যেই বৃদ্ধির মধ্যে আছে কিন্তু ডগি কয়েন এর মূল্য বর্তমান সময়ে বৃদ্ধির মধ্যে না থাকলেও ভবিষ্যতে এর মূল্য বড় ধরনের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি প্রত্যেকটি বলবো আপনারা আপনাদের নিজ নিজ সামর্থ্য থাকে ডগি কয়েন কিনে রাখুন আশা করছি ভবিষ্যতে আপনার এখান থেকে দ্বিগুন প্রফিট পাবেন।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Power420 on October 26, 2021, 04:31:31 AM
হ্যাঁ ভাই আপনি যদি টোকেন ক্রয় করে হোল্ড করতে চান অবশ্যই আপনি দাম কমবেশি দেখে হল্ড করে কোন লাভ হবে না। কারণ আপনাকে দেখতে হবে ওই টোকেন এর ভবিষ্যৎ এর রোড ম্যাপ এবং ওয়েবসাইট দেখতে হবে যা দেখে আপনি অবশ্যই নির্ণয় করতে পারবেন যে টোকেন ভবিষ্যতে পাম্প করবে কিনা ডাম্পিং করবে।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: ExtraPoint on October 26, 2021, 04:10:28 PM
ট্রেডিং করার জন্য অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে এনালাইসিস করা উচিত। কারণ আপনি সঠিক সময়ে সঠিক কয়েন ক্রয় করতে না পারলে ট্রেডিং করার সময় অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাছাড়া আপনি যদি দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করতে চান বা কোন কয়েন কিনে হোল্ড করতে চান তাহলে অবশ্যই সেই কয়েন সম্পর্কে যাচাই-বাছাই করে তারপর ক্রয় করবেন।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Tepona on October 26, 2021, 06:41:18 PM
প্রথমত ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে ও বুঝতে হবে। তারপর উপার্জনের মাধ্যম গুলো খুজে বের করতে হবে। বিনিয়োগের জন্য আপনি তো আপনার বাবার টাকা এখানে বিনিয়োগ করবেন না। অথবা আমিও আমার বাবার টাকা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিনিয়োগ করব না। তাই প্রথমত আমাদেরকে উপার্জন করতে হবে। তারপর উপার্জনের ডলারগুলো দিয়ে বিভিন্ন টোকেন এর উপর স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ট্রেডিং করতে হবে।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Triedboy on October 27, 2021, 01:45:38 AM
ক্রিপ্টোকারেন্সি তে দেখা যায় এভাবে বলা যায়না সঠিক করে বলা যায় না যে এই টোকেন গুলো হোল্ড করলে অল্পদিনের মধ্যেই লাভবান হওয়া সম্ভব। কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সি তো অনেক ভালমানের কয়েন দেখতে পাই যে গুলো হঠাৎ করেই অনেক পাম্পিং করে এজন্য সবাইকেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দিকে নজর রাখতে হবে। অনেক সময় আমরা দেখতে পাই অনেক অল্প প্রাইস এর টোকন গুলি হিউজ পরিমান পাম্পিং করে।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Triedboy on October 27, 2021, 01:48:06 AM
প্রথমত ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে ও বুঝতে হবে। তারপর উপার্জনের মাধ্যম গুলো খুজে বের করতে হবে। বিনিয়োগের জন্য আপনি তো আপনার বাবার টাকা এখানে বিনিয়োগ করবেন না। অথবা আমিও আমার বাবার টাকা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিনিয়োগ করব না। তাই প্রথমত আমাদেরকে উপার্জন করতে হবে। তারপর উপার্জনের ডলারগুলো দিয়ে বিভিন্ন টোকেন এর উপর স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ট্রেডিং করতে হবে।
ট্রেডিং করা বা হোল্ড করা দুটোই অনেক লাভবান কিন্তু যার ক্রিপ্টোকারেন্সি মধ্যে অত্যাধিক জ্ঞান রয়েছে তারাই লাভবান হতে পারে ট্রেডিং করে বা হোল্ড করে। কিন্তু আমি অনুরোধ করব সবাইকে যে কেউ যেন বাউন্টি করে ডলার ইনকাম করে সেগুলো দিয়ে ফিউচার ট্রেড না করে। এতে করে আপনার কষ্ট করা ইনকাম এর ডলার গুলি হারিয়ে যাবে যদিও আপনি প্রথমত কিছুটা লাভ করেন কিন্তু তারপরে দেখবেন তার থেকে বেশি আপনার ক্ষতি হয়েছে। এজন্য আমি সবাইকে বলব আপনারা সবাই হোল্ড করুন এতে করে অনেক লাভবান হওয়া সম্ভব।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Cinno3 on March 20, 2022, 11:27:04 AM
কয়েন হোল্ড করতে গেলে বেশি দাম কিংবা কম দাম এই মূল্যের উপর নির্ভর করে না। আপনাকে দেখতে হবে বর্তমান সময়ে কোন কয়েন ভালো অবস্থানে রয়েছে। আপনি যদি টোকেন হোল্ড করে রাখতে চান তাহলে আপনাকে আগে দেখতে হবে সেই টোকেন এর  প্রজেক্ট এর অবস্থা । তার জন্য ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক জ্ঞানের প্রয়োজন। তাই আপনি যদি কোনো কয়েন এর উপর ধারণা নিয়ে হোল্ড করতে পারেন তাহলে ভবিষ্যতে অনেক লাভবান হতে পারবেন।
Title: Re: আসো টোকেন সম্পর্কে কিছু কথাবার্তা বলি।
Post by: Madmax789 on May 22, 2022, 04:07:50 PM
বর্তমানে  আপনি যদি Aeterna টোকেন হোল্ড করতে পারেন তাহলে ভবিষ্যাতে অনেক লাভবান হবেন। বর্তমান Aeterna টোকেন ২ ডলার করে আছে ভবিষ্যাতে আরো দাম বাড়ার সম্ভবনা আছে, এখন যদি বেশি করে কিনে রাখা যায় তাহলে ভবিষ্যাতে মোটা অংকের টাকা পাওয়া যাবে।