Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Maxtel on October 13, 2021, 07:32:49 PM

Title: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Maxtel on October 13, 2021, 07:32:49 PM
Doge কয়েন coinmarketcape শীর্ষ দশে রয়েছে। কিছুদিন ধরে ডগি কয়েন এর দাম শুধু ডাম্পিং হচ্ছে। এ কারণে অনেক ইনভেস্টমেন্টেররা এখানে প্রচুর বিনিয়োগ করছে। coinmarketcape লক্ষ্য করলে দেখবেন কয়েকদিনের মধ্যে ডগি কয়েন ব্যাপক ভ্যালু তৈরি হয়েছে। এটি খুব শীঘ্রই ভালো রিটার্ন দেবে কারণ গত একমাসে এ কয়েনের দাম কোন অ্যাপ হয়নি কিছু কিছু করে ডাউন হয়েছে। তাই এ কয়েনের দাম বৃদ্ধি পাওয়া সময়ের ব্যাপার মাত্র। এখানে যারা ইনভেস্ট করেছে তারা খুব শীঘ্রই ভাল প্রফিট পাবে ।তাই যাদের কাছে পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে তারা আর দেরি না করে ডগি কয়েনে ইনভেস্ট করতে পারেন।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Diknel on October 14, 2021, 12:57:25 PM
ডগি কয়েন এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। কারণ দীর্ঘ কয়েক মাস যাবত ডগি কয়েন এর দাম বৃদ্ধি পাচ্ছে না। আশা করা যায় খুব তাড়াতাড়ি ডগি কয়েন এর দাম বৃদ্ধি পাবে। এবং সারা পৃথিবীব্যাপী আরো বেশি জনপ্রিয়তা পাবে। তাই সব মিলিয়ে ডগি কয়েন এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। বাংলাদেশের পশুর ডগি কয়েন হোল্ডার রয়েছে। কারণ ভবিষ্যতে এই কয়েন নিয়ে অনেক পজিটিভ টুইট বা বার্তা থাকতে পারে। তাই এই কয়েনের ভবিষ্যৎ সম্ভাবনা অনেক উজ্জ্বল।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: AlviNess on October 14, 2021, 02:40:07 PM
আসলে ডগি কয়েন এর ভবিষ্যত আমি খুব একটা উজ্জ্বল দেখতেছি না। কারণ শুধুমাত্র একজন ব্যক্তির উপর নির্ভর করেই এই কয়েন এতদুর পর্যন্ত অগ্রসর হয়েছে। আমরা জানি ইলন মাস্ক হলেন বিশ্ব বিখ্যাত কার নির্মাতা কোম্পানির মালিক। তিনি অনেক দিন যাবত এই প্রজেক্ট সাপোর্ট করেছেন। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তিনি এই প্রযুক্তির প্রতি খুব একটা গুরুত্ব আরোপ করছেন না তাই হয়তো এই প্রজেক্ট আর ডেভলপ হচ্ছে না। যেহেতু এই কয়েন সম্পন্ন একজন ব্যক্তির উপর ভর করে আছে তাই আমি এই কয়েন থেকে ভালো একটা কিছু আশা করতে পারছিনা।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Kangaro45 on October 14, 2021, 03:59:25 PM
আসলে ডগি কয়েন এর ভবিষ্যত আমি খুব একটা উজ্জ্বল দেখতেছি না। কারণ শুধুমাত্র একজন ব্যক্তির উপর নির্ভর করেই এই কয়েন এতদুর পর্যন্ত অগ্রসর হয়েছে। আমরা জানি ইলন মাস্ক হলেন বিশ্ব বিখ্যাত কার নির্মাতা কোম্পানির মালিক। তিনি অনেক দিন যাবত এই প্রজেক্ট সাপোর্ট করেছেন। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তিনি এই প্রযুক্তির প্রতি খুব একটা গুরুত্ব আরোপ করছেন না তাই হয়তো এই প্রজেক্ট আর ডেভলপ হচ্ছে না। যেহেতু এই কয়েন সম্পন্ন একজন ব্যক্তির উপর ভর করে আছে তাই আমি এই কয়েন থেকে ভালো একটা কিছু আশা করতে পারছিনা।


আপনি ঠিকই বলেছেন doge coin একজন মাত্র ব্যক্তির ওপর নির্ভর করেই পরিচালিত হচ্ছে।doge coin কে এগিয়ে নিতে ইলন মাস্ক প্রথমদিকে অনেক পরিশ্রম করেছেন বর্তমানে খুব একটা কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। তবে এটা মানতেই হবে ইলন মাস্ক এ কয়েন কে অল্প কিছু দিনে অনেক দূর এগিয়ে নিয়েছিল।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Rakin343 on October 14, 2021, 04:15:06 PM
মানুষ এখন Doge কয়েন নিয়ে এখন কোন উজ্জ্বল ভবিষ্যৎ দেখছে না। একটা সময় Doge কয়েন সকলের অনেক জনপ্রিয় হয়ে গিয়েছিল এবং মানুষ অনেক ইনভেস্ট করেছিল। মানুষ অনেক উজ্জ্বল ভবিষ্যৎ দেখলেও এখন আর সেটা দেখছে না।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Riddi on October 14, 2021, 04:53:47 PM
আমি মনে করি ডগি কয়েনের ভবিষ্যত উজ্জ্বল।গত কয়েকদিন যাবত ধরে কয়েনের মূল্য ধীরে ধীরে কমতে থাকে। ফলে অনেক বিনিয়োগকারীরা ডগি কয়েন বিনিয়োগে শুরু করেছে। আশা করি খুব শীঘ্রই বাজা ডগি কয়েনের মূল্য বৃদ্ধি পেতে শুরু করবে। যারা বিনিয়োগ করেছেন তারা ভবিষ্যতে ডগি কয়েন থেকে ভালো একটি প্রফিট পাবে।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Casual on October 14, 2021, 05:04:18 PM
Doge কয়েনের প্রাইস হঠাৎ করে বৃদ্ধি পেয়েছিল অনেক। কিন্তু তারপরে প্রাইস কিছুটা কমে আসে কিন্তু আমি মনে করি অবশ্যই ডগি কয়েন প্রাইস ভবিষ্যতে অনেক বৃদ্ধি পাবে। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ডগি কয়েন প্রাইস অনেক কম রয়েছে তাই ইনভেস্ট যদি কেউ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন অনেক প্রফিট পাওয়া যাবে। আমার বিশ্বাস অল্প সময়ের মধ্যেই ডগি কয়েন প্রাইস 1 ডলার হতে পারে।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Power420 on October 14, 2021, 05:07:11 PM
ডগি কয়েন ক্রিপ্টোকারেন্সি খুবই সুপরিচিত ভালো কয়েন হিসেবে জায়গা করে নিয়েছে। একমাত্র ডগি কয়েন নিম্ন স্তর থেকে দাম বৃদ্ধি পেয়ে একদম উপরের স্তর পর্যন্ত পৌঁছেছে। ক্রিপ্টোকারেন্সি তে এত দ্রুত দাম আর কোন কয়েনের দাম বৃদ্ধি পায়নি এটাই প্রথম ডগি কয়েন এর দাম সবচেয়ে বেশি পাম্প করেছেন।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Casual on October 14, 2021, 05:08:18 PM
Doge কয়েন coinmarketcape শীর্ষ দশে রয়েছে। কিছুদিন ধরে ডগি কয়েন এর দাম শুধু ডাম্পিং হচ্ছে। এ কারণে অনেক ইনভেস্টমেন্টেররা এখানে প্রচুর বিনিয়োগ করছে। coinmarketcape লক্ষ্য করলে দেখবেন কয়েকদিনের মধ্যে ডগি কয়েন ব্যাপক ভ্যালু তৈরি হয়েছে। এটি খুব শীঘ্রই ভালো রিটার্ন দেবে কারণ গত একমাসে এ কয়েনের দাম কোন অ্যাপ হয়নি কিছু কিছু করে ডাউন হয়েছে। তাই এ কয়েনের দাম বৃদ্ধি পাওয়া সময়ের ব্যাপার মাত্র। এখানে যারা ইনভেস্ট করেছে তারা খুব শীঘ্রই ভাল প্রফিট পাবে ।তাই যাদের কাছে পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে তারা আর দেরি না করে ডগি কয়েনে ইনভেস্ট করতে পারেন।
হ্যাঁ আপনার ধারনা ঠিক আছে অবশ্যই বর্তমানে কেউ যদি ডগি কয়েন কিনে হোল্ড করতে পারে বেশ কিছুদিন অবশ্যই অনেক প্রফিট আসবে। দি ডগি কয়েন খুবই ভালো মানের কয়েন বর্তমানে দেখা যাচ্ছে অনেক এঞ্জেল ইনভেস্টর তারা সবাই ডগি কয়েন এর মধ্যে ইনভেস্ট করছে এতে বোঝা যায় অবশ্যই এই কয়েনটি প্রাইস অনেক বৃদ্ধি পাবে। এজন্য আমি ডগি কয়েন এর মধ্যে ইনভেস্ট করেছি আমার বিশ্বাস এখান থেকে অনেক প্রফিট পাব। ইচ্ছে থাকে ইনভেস্ট করার জন্য কিন্তু কোন কয়েন এর মধ্যে করবেন সেটা খুঁজে পাচ্ছেন না আমি বলবো আপনারা ডগি কয়েন এর মধ্যে ইনভেস্ট করুন অবশ্যই ভবিষ্যতে অনেক লাভবান হতে পারবেন।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Rubel007 on October 14, 2021, 06:31:17 PM
ডগি কয়েন হল একটি মিমি কয়েন। এর তেমন কোন বিশেষ্যত নেই। আছে শুধু ইলন মাস্কের ফোর্স আর হাইপ। ডগি কয়েনের দাম বিগত কয়েক বছর আগেও ছিল খুবিই সামান্য কিন্তু ইলন মাস্ক ফোর্স দেওয়ার পর থেকেই এমন ভাবে চলছে যে এটি এখন অনেক উপরের কয়েনের সাথে প্রতিযোগীতা করতে চায়। এভাবে যদি চলতে থাকে তবে এর দাম আরও ভাল হবে এটাই স্বাভাবিক।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Meta on October 14, 2021, 06:35:37 PM
ডগি কয়েন এর দাম ইলন মাস্কের ট্যুইটের পর সবচেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু বর্তমানে ডগি কয়েন এর দাম সেইরকম আর নেই অনেক কমে গিয়েছে। 2021 এর শেষে ডগকয়েনের দাম 42 সেন্ট রাখে, ডগকয়েন 2025 সালের মধ্যে 1.21 ডলার এবং 2030 সালের মধ্যে 3.60 ডলারে পৌঁছাবে সেটা আমরা সবাই আশা করতে পারি। কারণ এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সকল কয়েনের দাম আস্তে আস্তে হলেও বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Sumaiya2 on October 14, 2021, 07:24:21 PM
ইলন মাস্ক ইনভেস্ট করার কারণে ডগি কয়েন আজ এ পর্যন্ত পৌঁছেছে। তবে ভবিষ্যতে ডাকে কয়েনের দাম আরও উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা বেশি যার কারণে বলা যায় যে ডগি কয়েন শুধু ইনভেস্ট করে নি অনেক ইনভেস্তর রয়েছে যাদের নাম গোপনে রয়েছে। তবে সাধারণত ইরণ মাক্স এর নামটা বেশি ফুটে উঠেছে।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Btceth01 on October 14, 2021, 11:06:59 PM
Doge কয়েনে এর একসময় অনেক জনপ্রিয়তা ছিল। এখনও আছে কিন্তু আগের চেয়ে অনেক কম। ভবিষ্যতে এটি কোন পর্যায়ে চলে যাবে তাও এরকম ভাবতে পারছিনা। এখন বর্তমান অবস্থা আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারতেছিনা। তবে আগের মত যদি অবস্থা থাকত অবশ্যই এটি আরও উজ্জ্বল ভবিষ্যতে পরিনত হতে।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Bony11 on October 16, 2021, 05:27:05 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ডগি কয়েন খুব ভালো অবস্থানে ছিল। কিন্তু বর্তমানে ডগি কয়েনের অবস্থা কোন দিকে যাচ্ছে তা সঠিকভাবে বলতে পারছিনা। ইলন মাস্কের ট্যুইটের পর ডগি কয়েন মূল্য অনেক বৃদ্ধি পেয়েছিল। কিন্তু বর্তমানে ডগি কয়েনের মূল্য অনেক কমে গেছে। তবে অনেকে আশা করছেন ভবিষ্যতে ডগি কয়েনের মূল্য আবারো বৃদ্ধি পাবে।এবং এতে যারা বিনিয়োগ করবে তারা ভবিষ্যতে ভাল প্রফিট পাবে।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Criminal on October 17, 2021, 03:09:57 PM
আমি বুঝতে পারলাম না আপনি কিভাবে ডগি কয়েন নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ স্বপ্ন দেখছেন। আমার মনে হয় আপনি বর্তমানে ডগি কয়েন এর মার্কেট পর্যবেক্ষণ করছেন না। এখন থেকে অতীতে কিছুদিন ডগি কয়েন এর স্বর্ণযুগ ছিল। তবে এখন ডগি কয়েন নিয়ে ক্রিপ্টোকারেন্সি যে খুব একটা আলোড়ন আমরা দেখতে পারছি না। আমার মনে হয় না যে এই কয়েন ভবিষ্যতে সাইন করতে পারবে। কারণ এই কয়েন সম্পূর্ণভাবে একজনের উপর নিয়ন্ত্রিত ছিল।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Mayajal on October 19, 2021, 04:36:25 AM
ডগি কয়েন ক্রিপ্টোকারেন্সি ব্যাপক জায়গা দখল করে রয়েছে। কারণ ডগি কয়েন এখন অনেক দাম নিয়ে ক্রিপ্টোকারেন্সি তে রয়েছে। একদম কম ছিল সেখান থেকে খুব দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে অনন্য কয়েন গুলোর চেয়ে বেশি। শীর্ষ স্থানে অবস্থান করছে
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Tamsialu$$ on October 20, 2021, 02:17:21 AM
ডগি কয়েন প্রাইস একসময় অনেক কম ছিল কিন্তু যখনই ইলন মাস্ক ডগি কয়েন নিয়ে তার নিজস্ব টুইটার পেজে ডগি কয়েন সম্পর্কে পোস্ট করেছে তখনই কিন্তু এই কয়েনটি প্রাইস বৃদ্ধি পেয়েছে এতটা। আমার বিশ্বাস ভবিষ্যতে এই কয়েনটি প্রাইস আরো বৃদ্ধি পাবে তাই যারা ই হোল্ড করতে পারবে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে বলে আমি মনে করি। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর অবস্থা অনেক ভালো অবশ্যই এই কয়েনটি প্রাইস পাম্পিং করবে।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Damrai5$ on October 20, 2021, 07:35:28 AM
Doge coin প্রাইস যেভাবে বৃদ্ধি পেয়েছে কিন্তু বর্তমানে সেরকম ভাবে বৃদ্ধি পায়নি বিটকয়েনের প্রাইস এতটা পাম্পিং হওয়া সত্ত্বেও। কিন্তু যারা এই কয়েনটি মধ্যে ইনভেস্ট করতে চান তাহলে দীর্ঘসময় রেখে দিতে হবে তাহলে অবশ্যই উজ্জ্বল ভবিষ্যৎ। কারণ ভবিষ্যতে এই কয়েনটি প্রাইস অনেক বৃদ্ধি পাবে এজন্য যারা ইনভেস্ট করবে তাদেরকে দীর্ঘসময় রেখে দিতে হবে। আমার বিশ্বাস ডগি কয়েন প্রাইস ভবিষ্যতে 1 ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Kangaro45 on October 20, 2021, 05:15:42 PM
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য doge coin পারফেক্ট কয়েন। অন্যান্য কয়েনের তুলনায় এ কয়েন এর দাম সেরকম ভাবে বৃদ্ধি পায়নি। প্রথমদিকে doge coin মার্কেটে যেভাবে এগোচ্ছেলো তাতে সবাই ধারণা করেছিল খুব শীঘ্রই এ কয়েন সেরা পাশে অবস্থান করবে। কিন্তু কিছুদিন চলার পর গতিপথ যেন থমকে গেছে। মার্কেটে এ কয়েনের দাম তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না। বর্তমানে বিভিন্ন কয়েনের দাম নতুন করে বৃত্তি পেতে শুরু করেছে তাই আমরা আশা করতে পারি অন্যান্য অলট কয়েনের মত doge coin এর দাম ও খুব শীঘ্রই বৃদ্ধি পাবে।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Magepai on October 21, 2021, 01:52:41 AM
ডগি কয়েন এর বর্তমান প্রাইস 0.20$ ছাড়িয়ে গেছে আমি মনে করি অবশ্যই ভবিষ্যতে ডগি কয়েন প্রাইস 1 ডলার ছাড়িয়ে যাবে। আমি সবথেকে বেশি ইনভেস্টর লক্ষ করেছি ডগি কয়েন এর মধ্যে অনেক এঞ্জেল ইনভেস্টর রয়েছে। তারপরও যদি আমরা একটা বিষয় লক্ষ করি দেখবো বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুবই ভালো অবস্থানে রয়েছে অবশ্যই অল্প কিছুদিনের মধ্যেই ভালো একটা পর্যায়ে পৌঁছাবে ডগি কয়েন।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Triple333 on October 21, 2021, 03:51:57 PM
Doge coin জনপ্রিয় একটি ক্রিপ্টোকারেন্সি এর জনপ্রিয়তা ক্রিপ্টোকারেন্সি মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। এর নিজস্ব কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য কয়েন থেকে এ কয়েনকে বিশেষ মর্যাদা রয়েছে মার্কেটে। এখন এর টাইম খুবই পরিশ্রমি। তাই মনে করে এ কয়েন এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জল এবং এটি অবশ্যই ভবিষ্যতে ইনভেস্টরদের ভাল প্রফিট দেবে।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Triedboy on October 21, 2021, 03:59:41 PM
ক্রিপ্টোকারেন্সি তে অনেক ভালমানের কয়েন রয়েছে তার মধ্যে ডগি কয়েন একটি। ডগি কয়েন এর মধ্যে দেখা যায় অনেক এঞ্জেল ইনভেস্টর রয়েছে ভবিষ্যতে এই কয়েনটি প্রাইস অনেক বৃদ্ধি পাবে। তাই কারো যদি ইনভেস্ট করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ডগি কয়েন এর মধ্যে ইনভেস্ট করতে পারেন। আমার বিশ্বাস অবশ্যই 2021 সালের মধ্যে ডগি কয়েন প্রাইস 1 ডলার ছাড়িয়ে যাবে। বর্তমানে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুবই ভালো অবশ্যই ডগি কয়েন প্রাইস বৃদ্ধি পাবে।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Lorix on November 04, 2021, 02:32:01 PM
ক্রিপ্টোকারেন্সি বাজার বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে । কিপটোর  জনপ্রিয়তার সাথে সাথে অনেক কয়েন রয়েছে যেগুলো ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয় জায়গা দখল করে নিয়েছে । আরে দিক থেকে লক্ষ করলে দেখা যায় যে ডগি কয়েন একটি জনপ্রিয় করেন যা বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি ব্যাপকভাবে সাড়া ফেলেছে । তাই আপনি চাইলে ডগি কয়েন এর উপর ইনভেস্ট করতে পারেন । ভবিষ্যতে এই কয়েনের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Kangaro45 on November 04, 2021, 02:41:14 PM
ডগি কয়েন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রথম সারির একটি কয়েন । এ কয়েন এর জনপ্রিয়তা যেভাবে বৃদ্ধি পেয়েছিল সেই দারাটা পরবর্তীতে ধরে রাখতে পারেনি। অন্যান্য কয়েনের মতো এক কয়েনের দাম ততটা বৃদ্ধি পায়নি অনেক পেছনের কয়েনও মার্কেটে বর্তমানে অনেক এগিয়ে গেছে। যদি টিম পুনরায় এ কয়েনকে  এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে কাজ করে তাহলে হয়তোবা কয়েন এর জনপ্রিয়তা পুনরায় ফিরে পাবে।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Azharul on January 02, 2022, 04:54:34 PM
আমরা জানি ক্রিপ্টো কারেন্সী জগতে Doge coin খুবই জনপ্রিয় একটি ডিজিটাল কারেন্সী। যা ক্রিপ্টো জগতে খুবই ভালো অবস্থানে রয়েছে। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি এটি আরো অনেক ভালো অবস্থানে চলে আসবে। আমরা আরও জানি যে ক্রিপ্টো কারেন্সী মার্কেট সব সময় ওঠা নামার উপর নির্ভর করে থাকে। তাই Doge coin এর দাম কমে গেলেও চিন্তা করার কারণ নেই, কেনোনা মাঝে মাঝে এর দাম কমে গেলেও আবার এটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সর্বোপরি বলতে পারি যে খুব তাড়াতাড়ি এটি স্বাভাবিক অবস্থা অতিক্রম করতে পারবে।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: bmw1 on January 03, 2022, 07:04:36 AM
Doge কয়েনের ভবিষ্যৎ উজ্জ্বল কারণ বর্তমান সময়ে নিজে কয়েন মার্কেট সেগুলো অনেক উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। তার কারণ হলো যদি 10 থেকে 15 দিন এর মার্কেট  লক্ষ করা যায় সে ক্ষেত্রে মার্কেট অনেক ডাউন ছিল। এবং ইলন মাস্ক পৃথিবীর ধনী ব্যক্তি এর মধ্যে একজন সে বিটকয়েন নিয়ে একটা পোস্ট পাবলিস্ট করেছিল সে কারণে পুনরায় বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়েছে। আর বিটকয়েন এর দাম বৃদ্ধি পেলে ধরতে গেলে সব কয়েনের দাম বৃদ্ধি পায়। তাই বলা যেতে পারে doge কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।  doge কোয়েল এর বর্তমান প্রাইস $0.172797. ভবিষ্যতে আরও দাম বৃদ্ধি পাবে।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Papusha20 on February 02, 2022, 04:05:23 AM
শুধু ডগি কয়েন নয় ক্রিপ্টোকারেন্সি তে যে সকল কয়েন রয়েছে সকল কয়েনের ভবিষ্যৎ অনেকটা ভালো। ডগি কয়েন এ বড় ধরনের ইনভেস্টর রা ইনভেস্ট করেছে বিদায় এর দাম একদম নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছেছে। তবে ভবিষ্যতে আরো দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Tepona on February 17, 2022, 04:43:03 PM
শুধু ডগি কয়েনি নয় বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যতগুলো কয়েন রয়েছে সব কয়েনের ভবিষ্যৎ অনেক উন্নতির দিকে অগ্রসর হবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ডগি কয়েন খুবই ভালো অবস্থানে রয়েছে। আমরা জানি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বাজার প্রতিনিয়ত ওঠানামা করে। তাই আমি মনে করি, ভবিষ্যতে ডগি কয়েন এর দাম অনেক বৃদ্ধি পাবে
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Bitrab on February 19, 2022, 01:46:28 PM
অবশ্যই ডগি কয়েন এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমি যখন ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কিছুটা ধারনা রাখি, তখন থেকেই ডগি কয়েন এর দাম প্রতিনিয়ত তো কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে। ফাইভ সেন্ট থেকে 71 থেকে 73 সেন্টে উঠেছিল। ক্রিপ্টোকারেন্সি বাজারে ডগি কয়েন এর হাইপ আমরা দেখেছি। ভবিষ্যতে ইলন মাক্স তার কোম্পানির স্পেস এক্স ও টেসলা এর পণ্যগুলো যখন ডগি কয়েন এর মাধ্যমে বিক্রি করবে এবং সম্পূর্ণ লেনদেন শুরু করবে তখন আশা করা যায় ডগি কয়েন এর দাম বর্তমান দামের থেকে অনেকাংশে বেড়ে যাবে।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Cinno3 on February 19, 2022, 04:12:19 PM
ক্রিপ্টো মার্কেট খারাপ হওয়ার কারণে প্রায় সব কয়েন এর অবস্থা অনেকটাই খারাপের দিকে রয়েছে ‌। এবং আমি মনে করি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যতগুলো কয়েন রয়েছে সব কয়েনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল সম্ভাবনা হবে। এবং এর সাথে সাথে ডগি কয়েন এর অবস্থাও অনেক ভালো হবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা ভালো হওয়ার সাথে সাথে ডগি কয়েন এর অবস্থা অনেক ভালো হবে। এবং এই কয়েনের দাম অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Centus on February 20, 2022, 03:55:54 PM
ভবিষ্যতে ডগি কয়েন অনেক দূর এগিয়ে যাবে বলে ক্রিপ্টোকারেন্সি ইউজাররা বিশ্বাস করে। কারণ বর্তমানে এর নিয়ন্ত্রণ ইলন মাস্ক এর হাতে। গাড়ী বিক্রেতা প্রতিষ্ঠান টেসলা যখন ডগি কয়েন এর মাধ্যমে পেমেন্ট গ্রহন করবে এবং ডগি কয়েন এর মাধ্যমে গাড়িটা বিক্রি করবে তখন ডগি কয়েন অনেক দূর এগিয়ে যাবে বলে সবাই বিশ্বাস করেন। বর্তমানে ডগি কয়েন এর হোল্ডার সংখ্যা অনেক বেশি। পর্যায়ক্রমে হোল্ডার সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ডগি কয়েন এর ভবিষ্যৎ ভালো।
Title: Re: Doge কয়েনে উজ্জ্বল সম্ভাবনা
Post by: Madmax789 on June 02, 2022, 07:05:15 PM
আমি ফর্মে নতুন তবে আমার জানা মতে ডগি কয়েন ক্রিপ্টোকারেন্সি খুবই সুপরিচিত ভালো কয়েন হিসেবে জায়গা করে নিয়েছে। একমাত্র ডগি কয়েন নিম্ন স্তর থেকে দাম বৃদ্ধি পেয়ে একদম উপরের স্তর পর্যন্ত পৌঁছেছে। দেখা যাক এর ভবিষ্যাতে প্রভাব কেমন।