Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Markuri33 on November 04, 2021, 01:31:38 AM

Title: বিটকয়েন প্রাইস সম্পর্কে এনালাইসিস
Post by: Markuri33 on November 04, 2021, 01:31:38 AM
বর্তমানে বিটকয়েনের প্রাইস যেভাবে আপ-ডাউন করছে এজন্য বলা যায় খুব তাড়াতাড়ি বিটকয়েন প্রাইস 70 হাজার ডলার হিট করবে। এবং অনেক এনালাইসিস কারীদের এবং সিনিয়র ইউজার যারা রয়েছে তাদের ধারণা বিটকয়েন প্রাইস 2021 সালের মধ্যে 80 হাজার ডলারে হিট করবে। এবং অনেকেই ধারণা করেছে 2022 সালের মধ্যে বিটকয়েন প্রাইস 150k ডলার অতিক্রম করবে।
আপনাদের কি মনে হয় 2022 সালের মধ্যে বিটকয়েন প্রাইস কোন অবস্থায় চলে যাবে??
Title: Re: বিটকয়েন প্রাইস সম্পর্কে এনালাইসিস
Post by: Magepai on November 08, 2021, 12:25:28 AM
বিটকয়েনের প্রাইস এখন যেভাবে বৃদ্ধি পাচ্ছে অবশ্যই বোঝা যাচ্ছে 2022 সালের মধ্যে বিটকয়েন প্রাইস 1 লক্ষ ডলার ছাড়িয়ে যাবে। আবার কেউ কেউ ধারণা করেছে 2012 সালের মধ্যে দেড় লক্ষ ডলার ছাড়িয়ে যাবে। আমি মনে করি বিটকয়েন প্রাইস এই বছরের মধ্যে 80 হাজার ডলার অতিক্রম করবে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এ প্রায় সমস্ত কয়েনগুলি প্রাইস পাম্পিং হতে শুরু করেছে।
Title: Re: বিটকয়েন প্রাইস সম্পর্কে এনালাইসিস
Post by: Meta on November 08, 2021, 03:32:39 AM
বর্তমানে বিটকয়েনের দাম 60 হাজার ডলারের উপরে অবস্থান করছে। এবছর 68 হাজার ডলারে গিয়েছিল তখন অনেকে অনুমান করেছিল বিটকয়েন হয়তো অতি শীঘ্রই 70 হাজার ডলার স্পর্শ করবে।
Title: Re: বিটকয়েন প্রাইস সম্পর্কে এনালাইসিস
Post by: Centus on November 09, 2021, 04:13:05 PM
বিটকয়েনের দাম তাড়াতাড়ি এক থেকে দেড় লক্ষ ডলারে পৌঁছে যাবে। সম্ভবত 2022 এ বিটকয়েনের দাম 3 লক্ষ ডলারে যাবে। এবং এই বছরের শেষের দিকে হয়তো এক লক্ষ ডলারে পৌঁছে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ বিটকয়েন সম্পর্কে শুধু পজিটিভ নিউজগুলো ক্রিপ্টোকারেন্সি বাজারে প্রভাবিত রয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি বিটকয়েনের দাম 3 লক্ষ ডলারে পৌঁছে যাবে। কারণ প্রতিনিয়ত পাম্পিং এর সম্ভাবনা রয়েছে। তাই সবাইকে ধৈর্য ধারণ করে দেখা ও সমস্ত ক্রিপ্টোকারেন্সি হোল্ড করা উচিত।
Title: Re: বিটকয়েন প্রাইস সম্পর্কে এনালাইসিস
Post by: Triedboy on November 09, 2021, 06:30:12 PM
বর্তমানে মার্কেটের অবস্থা যেমন আছে এভাবে যদি এগিয়ে যেতে থাকে তাহলে অবশ্যই 2021 সালের মধ্যেই বিটকয়েন প্রাইস 80 হাজার ডলার থেকে 90 হাজার ডলার এর মধ্যে অবস্থান করবে। 2022 সালের মধ্যে বিটকয়েন প্রাইস 150k ডলার ছাড়িয়ে যাবে।ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যারা এনালাইসিস করে তাদের ধারণা অবশ্যই 2022 সালের মধ্যে বিটকয়েন প্রাইস এরকম পজিশনে চলে যাবে। এজন্য আমি মনে করি যদি সমর্থ থাকে তাহলে অবশ্যই বিনিয়োগ করে রাখতে পারেন।
Title: Re: বিটকয়েন প্রাইস সম্পর্কে এনালাইসিস
Post by: Bony11 on November 14, 2021, 06:32:53 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেকদিন যাবত বিটকয়েনের মূল্য 60 হাজার ডলারের উপরে উঠা নামা করছে। এই বছরে বিটকয়েনের সর্বোচ্চ মূল্য 67000 হয়েছিল।কিন্তু বর্তমানে বিটকয়েনের মূল্য আবারো 64 হাজার ডলার হয়েছে। আশাকরি বিটকয়েনের মূল্য বৃদ্ধি ধারাবাহিকতা বজায় রাখলে। 2021 সালের শেষের দিকে বিট কয়েনের মূল্য 80 হাজার ডলার পর্যন্ত পৌঁছাবে এবং ক্রিপ্টোকারেন্সি এনালাইসিস দের ধারণা মতে বিটকয়েনের মূল্য বৃদ্ধি  ধারাবাহিকতা বজায় রাখলে 2022 সালের বিটকয়েনের মূল্য 1 লক্ষ 50 হাজার ডলার পর্যন্ত পৌঁছাবে।
Title: Re: বিটকয়েন প্রাইস সম্পর্কে এনালাইসিস
Post by: Paglamon on November 17, 2021, 07:09:00 AM
বিটকয়েনের দাম বর্তমানে 59 হাজার 500 তে অবস্থান করতেছে। তবে এটি খুব তাড়াতাড়ি 70 থেকে 80 হাজার ডলারে পৌঁছে যাবে। এবং সর্বনিম্ন সাপোর্ট হচ্ছে 55000। পুষ্পান্ন হাজার সাপোর্ট যদি ভেঙ্গে ফেলে তাহলে বিটকয়েনের দাম 50 থেকে 51 হাজার ডলারে অনেকদিন অবস্থান করবে। আবার 59 হাজার 500 থেকে যদি বাউন্স ব্যাক করে, তাহলে 70 থেকে 80 কে অনায়াসে চলে যাবে। তাই হোল্ড করুন এবং ধৈর্য ধারণ করুন।
Title: Re: বিটকয়েন প্রাইস সম্পর্কে এনালাইসিস
Post by: Tepona on November 20, 2021, 07:45:02 PM
বিটকয়েনের দাম বর্তমানে আবার কমে গিয়েছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি 70 থেকে 80 হাজার ডলারে পৌঁছে যাবে। কারণ বর্তমান থেকে ভবিষ্যতে বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে। তাই বিটকয়েনের দাম ভবিষ্যতে বিশেষজ্ঞরা এক লক্ষ ডলার কল্পনা করেন। তবে এই মুহূর্তে বিটকয়েনের অবস্থা উপরের দিকে বৃদ্ধি পাওয়ার প্রবণতা খুব কম। 52 থেকে 55 হাজারের মধ্যে অবস্থান করবে বলে আশা করা যায়। তাই সবাইকে বিটকয়েন ধরে রাখা উচিত।
Title: Re: বিটকয়েন প্রাইস সম্পর্কে এনালাইসিস
Post by: Spyroo on November 24, 2021, 06:10:06 AM
বিটকয়েন এর বর্তমান দাম 56000 ডলারের কিছু উপরে। এখান থেকে বিটকয়েন 100k স্পর্শ করতে অনেক সময় লাগবে। তবে এখন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু কয়েন গুলোর দাম নিচের দিকে নেমে আসছে। যদি মার্কেট এখান থেকে আবার উর্ধ্বগতি সম্পন্ন হয় তাহলে আশা করা যায় বিটকয়েন রেকর্ড স্পর্শ করতে পারবে।
Title: Re: বিটকয়েন প্রাইস সম্পর্কে এনালাইসিস
Post by: Diknel on February 19, 2022, 01:26:59 PM
বর্তমানে বিটকয়েনের দাম 39 থেকে 40 হাজারের মধ্যে আপ-ডাউন করছে। এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বর্তমান অবস্থা অনেক খারাপ। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যতগুলো কয়েন রয়েছে প্রায় সব কয়েনের দাম অনেক নিম্নগতির দিকে রয়েছে। এবং আমার মনে হয়, এই জনপ্রিয় কয়েন বিটকয়েনের দাম কিছুদিনের মধ্যেই আবার নতুন রেকর্ড করবে। তাই সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।
Title: Re: বিটকয়েন প্রাইস সম্পর্কে এনালাইসিস
Post by: Perfect540 on February 20, 2022, 09:03:59 AM
বিটকয়েনের দাম সম্পর্কে অনেক আগাম সংকেত আছে। সারা পৃথিবীব্যাপী ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীরা বিভিন্ন মন্তব্য করে থাকেন। সর্বোচ্চ বেশি মন্তব্য করেন বিটকয়েন সম্পর্কে। বিটকয়েন আগামী বিশ্বে রাজত্ব করবে। ডিজিটাল লেনদেন গুলোর মধ্যে অন্যতম হবে। সাড়া পৃথিবীব্যাপী অনেক বেশি জনপ্রিয়তা পাবে। এবং বিটকয়েন বিশ্বের নামিদামি প্রতিষ্ঠানগুলোতে লেনদেন হবে। ইন্ডাস্ট্রিতে বিটকয়েন লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে। সুতরাং বিটকয়েনের দাম আগামী 1 বছরের মধ্যে এক লক্ষ ডলারে পৌঁছে যাবে।
Title: Re: বিটকয়েন প্রাইস সম্পর্কে এনালাইসিস
Post by: Perfect540 on February 22, 2022, 06:26:46 AM
বিটকয়েন নিম্নগামী আন্দোলন চালিয়ে যাচ্ছে। হয়তো আরও 2 -৩ মাস পালিয়ে যাবে। এবং এখন নিম্নগামী এরিয়ার সমর্থনের কাছাকাছি ট্রেড চলছে। বিটিসিকে এখানে কিছু শক্তি দেখাতে হবে, কারণ রাশিয়ার পজেটিভ নিউজ রয়েছে। অন্যথায় বাজার খুব খারাপ হয়ে যাবে। ৩৫k এর নিচে একটি বিরতি বিয়ারিশ এবং আমরা 30 হাজার এলাকার প্রধান সমর্থনের দিকে একটি ডাম্প দেখতে প্রস্তুত হতে পারি। কিছু ইতিবাচক পদক্ষেপ পেতে বিটকয়েনকে 40 হাজার এলাকা পুনরুদ্ধার করতে হবে। সমস্ত ট্রেডে স্টপ লস ব্যবহার করা উচিত। মার্কেট কন্ডিশন খুব একটা ভালো না। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে।
Title: Re: বিটকয়েন প্রাইস সম্পর্কে এনালাইসিস
Post by: Bitrab on February 23, 2022, 08:57:27 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বাজারের জন্য খারাপ সময় এসেছে। কারণ বিটকয়েনের দাম প্রতিনিয়ত কমে যাচ্ছে। বিভিন্ন ধরনের পজিটিভ নিউজ থাকার কারণেও বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েনের দাম বর্তমানে 38 হাজার ডলারে অবস্থান করতেছে। গতকালকেও বিটকয়েনের দাম 36000 ডলার ছিল। এই দামের মধ্যে গত কয়েকদিন যাবত ওঠানামা করতেছে। তবে চলতি সপ্তাহে বিভিন্ন পজেটিভ নিউজ থাকার পরেও দাম বাড়েনি। তাই বিভিন্ন প্রতিবেদকরা মনে করেন যে আগামী চার বছরের মধ্যে বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে না। তবে দেখা যাক কি হয়।
Title: Re: বিটকয়েন প্রাইস সম্পর্কে এনালাইসিস
Post by: GoldenView on February 23, 2022, 10:18:47 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বাজারের জন্য খারাপ সময় এসেছে। কারণ বিটকয়েনের দাম প্রতিনিয়ত কমে যাচ্ছে। বিভিন্ন ধরনের পজিটিভ নিউজ থাকার কারণেও বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েনের দাম বর্তমানে 38 হাজার ডলারে অবস্থান করতেছে। গতকালকেও বিটকয়েনের দাম 36000 ডলার ছিল। এই দামের মধ্যে গত কয়েকদিন যাবত ওঠানামা করতেছে। তবে চলতি সপ্তাহে বিভিন্ন পজেটিভ নিউজ থাকার পরেও দাম বাড়েনি। তাই বিভিন্ন প্রতিবেদকরা মনে করেন যে আগামী চার বছরের মধ্যে বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে না। তবে দেখা যাক কি হয়।

বিটকয়েনের মার্কেট অনেক ডাউনে চলে গেছে। হঠাত বিটকয়েনের দাম কমার কারণে সবাই একটু চিন্তিত, তবে মার্কেট ঠিক হবে বলে আশা করা যায়।
বিটকয়েনের গত ১ সপ্তাহের চার্ট দেখলেই বোঝা যাচ্ছে কতটা দাম কমে গেছে।

(https://i.ibb.co/4jZfdCj/BTC.png) (https://ibb.co/MRDh6KR)

Source: https://coinmarketcap.com/currencies/bitcoin/historical-data/
Title: Re: বিটকয়েন প্রাইস সম্পর্কে এনালাইসিস
Post by: Fulshai on February 26, 2022, 10:00:15 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম  নিম্নগামী। কিন্তু 2021 সালে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছিল। কারণ বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা। যার দাম কখনো ডাম্পিং করে , আবার কখনো পাম্পিং করে। কিন্তু আবার বর্তমানে সারা বিশ্বের মানুষ বিটকয়েনের মাধ্যমে লেনদেন করতে শিখছে। হয়তো আবারও বিটকয়েনের দাম বেড়ে রাতারাতি 2021 সাল এর চেয়ে ঊর্ধ্বগামী হতে পারে। তাই আমাদের অনেক ধৈর্য্য ধারণ করে থাকতে হবে। আর ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ করতে হবে।
Title: Re: বিটকয়েন প্রাইস সম্পর্কে এনালাইসিস
Post by: Cinno3 on February 27, 2022, 01:31:15 AM
বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা। বর্তমানে এই মুদ্রার অনেক জনপ্রিয়তা রয়েছে ‌‌। এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেট কন্ডিশন খুব একটা ভালো না ‌। পুরো মার্কেট ডাম্পিং করেছে। বর্তমান বাজারে বিটকয়েনের দাম 35 হাজার ডলারে থেকে 40 হাজার ডলারের মধ্যে ওঠানামা করছে। আমার মনে হয় বিটকয়েনের দাম এই মুহূর্তে বৃদ্ধি পাওয়া প্রবণতা কম। হয়তো কিছুদিনের মধ্যেই বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে পারে।