Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Pagla on November 21, 2021, 01:27:45 PM

Title: বাউন্টি এবং এয়ার্ড্রপ এর মধ্যে পার্থক্য কি?
Post by: Pagla on November 21, 2021, 01:27:45 PM
বাউন্টি নাকি এয়ারড্রপ থেকে বেশি ইনকাম করা যায় এবং এই দুইয়ের মধ্যে পার্থক্য কি কাজ ভিন্ন ভিন্নভাবে করতে হয় নাকি বাউন্টি এর মত করেই কাজ করতে হয় বাউন্টি ফোরামে থেকে করা যায় কিন্তু এয়ার্ড্রপ কোথা থেকে করতে হয়? এ ব্যাপারে সিনিয়র ভাইরা যদি একটু সাহায্য করতেন তাহলে উপকৃত হতাম।
Title: Re: বাউন্টি এবং এয়ার্ড্রপ এর মধ্যে পার্থক্য কি?
Post by: Diknel on February 19, 2022, 02:33:52 PM
বাউন্টি এবং এয়ার্ড্রপ এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এয়ার্ড্রপ এর চেয়ে বাউন্টি করে ইনকাম করা যায় বেশি। কিন্তু  এয়ার্ড্রপ করে তেমন বেশি ইনকাম করা যায় না। আর বেশিরভাগ বাউন্টি প্রজেক্ট সাকসেস হয়। এবং সাকসেস হলেই পেমেন্ট দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এয়ার্ড্রপ প্রজেক্ট বেশিরভাগই সাকসেস হয় না। এবং বাউন্টি এবং এয়ার্ড্রপ ভিন্ন ভিন্ন ভাবে কাজ করতে হয়।।
Title: Re: বাউন্টি এবং এয়ার্ড্রপ এর মধ্যে পার্থক্য কি?
Post by: Fulshai on February 27, 2022, 02:35:54 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বাউন্টি এবং এয়ার্ড্রপ হচ্ছে জনপ্রিয়। বাউন্টি এবং এয়ার্ড্রপ এর মধ্যে পার্থক্য রয়েছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বাউন্টি হচ্ছে এয়ার্ড্রপ এর চেয়ে উত্তম। কারণ বাউন্টি করে মানুষ বেশি ইনকাম করতে পারে। আর এয়ার্ড্রপ করে তেমনি ইনকাম করা যায় না। এয়ার্ড্রপ এর চেয়ে বাউন্টি বেশি সাকসেসফুল হয়। আর বাউন্টিতে বেশি পেমেন্ট পাওয়া যায়। এক্ষেত্রে বাউন্টি এবং এয়ার্ড্রপ এরমধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়।