Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Spyroo on November 28, 2021, 12:55:47 PM

Title: দেশে আসতে চলেছে ক্রিপ্টোকারেন্সি বিল; জেনে নিন এর ব্যবহার নিয়ে কোন দেশে কী আইন র
Post by: Spyroo on November 28, 2021, 12:55:47 PM
#কলকাতা: ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency) জন্য বিভিন্ন দেশে চালু রয়েছে বিভিন্ন ধরনের নিয়ম। কোনও দেশে ক্রিপ্টোকারেন্সিকে পুরোপুরি ব্যান করা হয়েছে আবার কোনও দেশে ক্রিপ্টোকারেন্সির ওপর কয়েকটি শর্ত এবং নিয়ম চাপিয়ে তা ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। তবে সে ভাবে এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোনও গাইডলাইন না থাকলেও এটি পুরো বিশ্বেই হয়ে উঠেছে প্রবল জনপ্রিয়। পুরো বিশ্বে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি। এক নজরে দেখে নেওয়া যাক ক্রিপ্টোকারেন্সির জন্য কোন দেশে কী আইন রয়েছে।

 source (https://bengali-news18-com.cdn.ampproject.org/v/s/bengali.news18.com/amp/news/business/what-are-the-rules-regarding-cryptocurrencies-in-different-countries-around-the-world-tc-dc-695969.html?amp_js_v=a6&amp_gsa=1&usqp=mq331AQIKAGwASCAAgM%3D#aoh=16380939991142&csi=0&referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s&ampshare=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fbusiness%2Fwhat-are-the-rules-regarding-cryptocurrencies-in-different-countries-around-the-world-tc-dc-695969.html)
Title: Re: দেশে আসতে চলেছে ক্রিপ্টোকারেন্সি বিল; জেনে নিন এর ব্যবহার নিয়ে কোন দেশে কী আইন র
Post by: Fulshai on March 07, 2022, 06:13:13 AM
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন, কোন কোন দেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থা চালু করা হয়েছে। কোন কোন দেশে এ ব্যবস্থা অবৈধ বলে ঘোষণা করেছে। বর্তমানে সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয়তা অনেক  রয়েছে। আর যদি সব দেশেই ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থা চালু করা হয়। তাহলে আরো অনেক জনপ্রিয় হয়ে উঠবে। আশাকরি ভবিষ্যতের ক্রিপ্টোকারেন্সি হবে ডিজিটাল মুদ্রা।