Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: LeoKnight on May 22, 2022, 07:25:59 PM
-
১. কোথা থেকে ডলার কিনবেন বা বিক্রি করবেন:
স্ক্যাম থেকে বাঁচার জন্য আপনাকে ছোট একটা কাজ করতে হবে। Binance, Kucoin বা এই জাতীয় মার্কেটে একটা একাউন্ট খুলতে হবে। খোলার পর আপনার একাউন্ট টা ভেরিফাইড করে নিবেন। এ সম্পর্কিত অনেক ভিডিও আপনি ইউটিউব এ পাবেন।
একাউন্ট করে ডলার গুলো Binance, kucoin এ ডিপোজিট করে নিবেন। এইগুলো খুব সাধারণ ব্যাপার।
এই বার মেইন সাবজেক্ট। আপনাকে binance দিয়ে ই উদাহরণ দেই। এখানে আপনি p2p বলে একটা সুবিধা পাবেন। এখানে আসলে আপনি অনেক লোককেই দেখবেন ডলার কিনছে বা বিক্রি করছে।
পছন্দ মত রেটে যে কোনো সেলারের কাছে আপনার ডলার যে কোনো পেমেন্ট মেথডে উইথড্র নিয়ে নিন বা ক্রয় করুন।
২. কাদের কাছে সেল করবেন:
নতুনদের ক্ষেত্রে যাদের বাই সেল ১০০ টার মতো সম্পন্ন হয়েছে তাদের সাথে ডিল করা বেটার।
যে সেলারের সাথে ডিল করবেন তার নামের উপর টাচ করলেই আপনাকে তার প্রোফাইলে নিয়ে যাবে। ওইখানে আপনি তার রিভিউ দেখতে পাবেন।
তাই কোন ওয়েবসাইটে, ইনবক্স পার্টিদের , কোনো গ্রুপ , পেজে বা অন্য কোন মাধ্যমে বাই সেল না করে P2P তে আসুন এবং সুরক্ষিত থাকুন।