Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: LeoKnight on May 22, 2022, 08:49:33 PM
-
একটা কয়েন নির্বাচিনের আগে বেশকিছু ব্যাপার মাথায় রাখা দরকার।সেসব হলোঃ
১. এটার রিয়েল লাইফ কোনো ব্যাবহার আছে কিনা নাকি শুধু ট্রানসাকশান এর কাজ করে ?
২. টোটাল মার্কেট ক্যাপ কত মানে হলো যেপরিমানে কয়েন আছে তার টোটাল ভ্যালু কত আছে।
৩. মার্কেট এ সাপ্লাই কত আছে ? যেমন doge কয়েন এর ভ্যালু বাড়লেও প্রতিবছর ৫ বিলিয়ন নতুন কয়েন ব্লক এ জমা হচ্ছে এবং দাম পড়ে যাবে তখন। মানে হলো এই কয়েন এর সাপ্লাই আনলিমিটেড। তাই এটা কখনোই খুব ভালো অবস্থানে যাবে না।
৪. মার্কেট এ কত কয়েন সাপ্লাই আছে আর কত আসবে সেটা হলো সার্কুলেশন এবং মাইনিং। Coinmarketcap এ সব তথ্য আছে সুতরাং কোনো কয়েন এর ভ্যালু কম দেখে কিনবেন না বা ভ্যালু বেশি দেখে সেথা থেকে দূরে থাকা ঠিক হবে না।
কয়েন সম্পর্কে জানা হলো পুরা রিসার্চ।সুতরাং কোনো কয়েন কেনার আগে রিসার্চ করা উত্তম।