Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: LeoKnight on May 22, 2022, 08:56:25 PM

Title: ক্রিপ্টো ট্রেডিং কয়ভাবে করা যায়?
Post by: LeoKnight on May 22, 2022, 08:56:25 PM
ক্রিপ্টো ট্রেডিং দুইভাবে করা যায়।১.ম্যানুয়ালি বা নিজে নিজে এবং ২.রোবট দিয়ে।
যারা নতুন এবং ট্রেড বুঝেননা কিংবা যাদের কাছে মার্কেটে সময় দেয়ার মতো সময় নেই তাদের জন্য রোবট ট্রেডিংই বেস্ট।আপনি যদি নিজে নিজে ট্রেড করতে চান সেক্ষেত্রে আপনার ট্রেডিংয়ে সর্বোচ্চ জ্ঞান থাকতে হবে,আপনাকে মার্কেটে সময় দিতে হবে,টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এ্যানালাইসিস বুঝতে হবে।এক্ষেত্রে লস হওয়ারও সম্ভাবনা থাকে।
আর আপনি যদি রোবট দিয়ে ট্রেড করেন সেক্ষেত্রে লসের কোনো চান্স নেই।আপনার কাজ রোবট করে দিবে,আপনার ট্রেডিংয়ে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করবেন।আপনাকে জাস্ট BINANCE এ ডলার রাখতে হবে।
Title: Re: ক্রিপ্টো ট্রেডিং কয়ভাবে করা যায়?
Post by: Madmax789 on November 12, 2022, 04:25:58 PM
আসলে আপনার কথাটা রাইট রোবট দিয়ে করাইলে ভল হওয়ার সুবিধা তাছাড়া নিজে কিছু সময় ও বের হয়ে গেল।
Title: Re: ক্রিপ্টো ট্রেডিং কয়ভাবে করা যায়?
Post by: Fulshai on December 15, 2023, 01:50:42 AM
আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন।  ক্রিপ্টো ট্রেডিং কয়ভাবে করা যায় এ সম্পর্কে আমার আগে জানা ছিল না। কিন্তু আপনার গুরুত্বপূর্ণ পোস্টগুলো পড়ে অনেক কিছু শিখতে পারলাম। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ তথ্য বহুল পোস্ট করবেন।