Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Tepona on June 20, 2022, 01:39:53 PM

Title: মার্কেট ক্রাশ হওয়ার কারণ পোস্টে বর্ণিত
Post by: Tepona on June 20, 2022, 01:39:53 PM
লুনা এর কারণে মার্কেট অনেক কার ডাউনে আছে। বাউন্স ব্যাক করার আগেই ইথেরিয়াম ডাউনে।  USDD এর অ্যালগরিদম সম্পূর্ণ লুনা এর সাথে মিলে যায়। সুতরাং টিয়ারএক্স কিনে হোল্ড করা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। মার্কেট আবারো ডাউন এ যাওয়ার সম্ভাবনা আছে। তবে বাউন্স ব্যাক করে সেই আগের পজিশনে যেতে অনেক বেশি সময় লাগবে। বিটকয়েন সহ সকল কয়েনের দাম এভাবেই ডাউনে আছে। তাই যে কোনো কয়েন এ এন্টি নেওয়ার আগে অবশ্যই ইন্ডিকেটরগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে।
Title: Re: মার্কেট ক্রাশ হওয়ার কারণ পোস্টে বর্ণিত
Post by: Centus on June 21, 2022, 03:57:48 PM
হ্যাঁ আমি আপনার সাথে একমত পোষণ। মার্কেটের অবস্থা অনেক খারাপ। আপ হওয়ার পিছনে এই প্রজেক্টগুলো দায়ী। আমরা যদি মার্কেটের সার্বিক দিক বিবেচনা করি তাহলে বুঝতে পারা সম্ভব যে ছয় মাসের মধ্যে মার্কেটের অবস্থা আরও উন্নত হবে। সকল কয়েনের দাম বৃদ্ধি পাবে। বিটকয়েন ও ইথেরিয়াম এর দাম কমে যাচ্ছে। তবে আমরা আশা রাখতে পারি যে 2023 সালের শুরুতে মার্কেট আবার পুনরায় বিপণন হবে। অর্থাৎ বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং মার্কেটের অবস্থা ভালো হবে।
Title: Re: মার্কেট ক্রাশ হওয়ার কারণ পোস্টে বর্ণিত
Post by: Diknel on June 22, 2022, 07:25:26 AM
বিটকয়েনের পরবর্তী হালভিং 2024 সালে সংঘটিত হবে, আমার মনে হয় বাজার বর্তমান অবস্থা থেকে 5-6 হাজার ডলার নিচে নামতে পারে। এটা বলার উদ্দেশ্য হলো গত কয়েকবছর যাবৎ আমরা এরকমই দেখে আসতেছি। আমরা তিনবার বিটকয়েনের হালভিং দেখেছি। এবং সেখানে চার বছর পর পর হালভিং সংঘটিত হয়েছে। এই অনুযায়ী এনালাইসিস করলে 2024 সালে সংঘটিত হবে। এবং 2023 সালের শেষ নাগাদ পর্যন্ত বাজারের অবস্থা এভাবেই ওঠানামা করবে, 2024 এ যারে রমরমা অবস্থা বিরাজ করবে।
Title: Re: মার্কেট ক্রাশ হওয়ার কারণ পোস্টে বর্ণিত
Post by: Cinno3 on June 22, 2022, 03:43:09 PM
ইদানিং মার্কেটের অবস্থা অনেকটা পরিবর্তনীয়। মার্কেট ক্রাশ হওয়ার পেছনে মূলত কয়েকটি ক্রিপ্টোকারেন্সি দায়ী। বাজারের অবস্থা পরিবর্তন হতে অনেকটা সময়ের প্রয়োজন। আমরা 2024 এবং 25 সালে মার্কেটের অবস্থা ভাল দেখতে সক্ষম হব। কারণ ইদানিং মার্কেটে ক্রাশ খাওয়ার একটা প্রবণতা কাজ করতেছে। ক্রাশ আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে বলে বিভিন্ন বিশেষজ্ঞরা ধারণা করেন। এই মুহূর্তে সবাইকে সচেতনতা অবলম্বন করে নিজস্ব কাজ গুলো চালিয়ে যেতে হবে।