Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Cinno3 on June 30, 2022, 03:13:01 PM

Title: BNB কয়েনে বিনিয়োগ কি অতি উত্তম হবে?
Post by: Cinno3 on June 30, 2022, 03:13:01 PM
মার্কেটের অবস্থার জন্য বর্তমানে বিনান্স এর নির্বাহী কর্মকর্তাকে দায়ী করা হয়। আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম তারা একই ধরনের মন্তব্য করেছে। কারণ সবচেয়ে বড় এক্সচেঞ্জ যদি উত্তোলন ও ডিপোজিট বন্ধ করে দিত তাহলে মার্কেটের অবস্থা তো খারাপ হতো না। অর্থাৎ Luna এর পরিপেক্ষি বিবেচনা করে বলছি। তাই অনেকে ধারণা করেন BNB এর দাম বড় ধরনের ডাউনে যাবে। তবে মার্কেটে যখন সবগুলো কয়েন অ্যাভেলেবল রয়েছে। তাই সে দিক থেকে বিবেচনা করলে বিনিয়োগকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই আমি মনে করি BNB এর দাম বৃদ্ধি পাবে।
Title: Re: BNB কয়েনে বিনিয়োগ কি অতি উত্তম হবে?
Post by: Tepona on July 06, 2022, 04:54:47 PM
Binance coin এ বিনিয়োগ অতি উত্তম হবে বলে আমি মনে করি। মার্কেটের অবস্থা যদি অনেক ভালো হয় বা বিটকয়েনের দাম অনেক বেশি বৃদ্ধি পায় তাহলে বিন্যান্স কয়েনের দাম অনেক বেশি বৃদ্ধি পাবে। ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এবং ঝুঁকিপূর্ণ নয়। এখানে বিনিয়োগ অনেক সুবিধাজনক। বিটকয়েন এর দাম যদি ১ লক্ষ ডলারে পৌঁছে যায় তাহলে বি এন বি এর ভবিষ্যত উজ্জ্বল হবে বলে আমি ধারণা করি। তাই আপনি বিনিয়োগ করতে পিছপা হবেন না।
Title: Re: BNB কয়েনে বিনিয়োগ কি অতি উত্তম হবে?
Post by: Piku on July 07, 2022, 08:46:42 AM
আমি মনে করি, BNB কয়েনে বিনিয়োগ করলে অনেক ভালো হবে। কারণ মার্কেটের অবস্থা সব সময় খারাপ অবস্থানে থাকবে না। যেকোনো সময় মার্কেট পুনরায় পাম্প করতে পারে। BNB তে বিনিয়োগ করার পর মার্কেটের অবস্থা যদি ভালো হয় তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম ‌‌‌‌‌। তখন এখান থেকে ভালো প্রফিট অর্জন করা সক্ষম হবে। তাই আমি মনে করি ভবিষ্যতে BNB কয়েনের দাম ব্যাপক বৃদ্ধি পাবে।
Title: Re: BNB কয়েনে বিনিয়োগ কি অতি উত্তম হবে?
Post by: Jamalkm74 on July 11, 2022, 09:31:02 PM
BNB লুনার মতো কখনোই হবে না বরং এটি আরো বাড়বে, আমি মনে করি BNB তে ইনভেস্ট করলে ভবিষ্যতে অনেক ভালো Profit হবে
Title: Re: BNB কয়েনে বিনিয়োগ কি অতি উত্তম হবে?
Post by: Tepona on July 12, 2022, 04:42:17 PM
বিএনবি কয়েনে বিনিয়োগ করলে কখনোই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জারগুলির মধ্যে একটি হল মুদ্রা। তাই ভবিষ্যতে আরও দাম এবং জনপ্রিয়তা বাড়বে। তাই যারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সম্পর্কে বোঝেন না তাদের এখানে বিনিয়োগ করা উচিত। কারণ এর জনপ্রিয়তা ও দাম প্রতিনিয়ত বাড়ছে। যদিও প্রতি বছর উন্নয়নের জন্য এই মুদ্রার দাম বাড়ানো হয়। তবে XMR এর অবস্থা এখন একটু ভালো। তবে ভবিষ্যতে পরিস্থিতির অনেক উন্নতি হবে বলে আশা করছি। ক্রিপ্টোকারেন্সি বাজারে প্রতিটি ক্রিপ্টোকারেন্সি পতনের দিকে ছিল। আবার বেশির ভাগ কয়েনের দাম বাড়তে শুরু করেছে। তাই আমি মনে করি এটি দুর্দান্ত। ভবিষ্যতে প্রতিটি ক্রিপ্টোকারেন্সির উন্নতি হোক এবং বাজারের প্রতিটি ব্যবসা উপকৃত হোক।
Title: Re: BNB কয়েনে বিনিয়োগ কি অতি উত্তম হবে?
Post by: Madmax789 on November 12, 2022, 04:30:58 PM
আমি ফর্মে নতুন তবে আমার জানা মতে  ক্রিপ্টোকারেন্সি ধর্ম হলো উঠা নামা করা   তবে   BNB তে বিনিয়োগ করার পর মার্কেটের অবস্থা যদি ভালো হয় তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম ‌‌‌‌‌।