Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Cinno3 on June 30, 2022, 03:39:32 PM

Title: মেইননেট এর কাছাকাছি যেসব প্রকল্প গুলো রয়েছে
Post by: Cinno3 on June 30, 2022, 03:39:32 PM
বেয়ার মার্কেট মেইননেট এর কাছাকাছি প্রজেক্ট এর দল সহ সকলের জন্য জিনিসগুলিকে জটিল এবং কঠোর করে তোলে। এই সিদ্ধান্তটি হালকাভাবে নেওয়া উচিত নয়। এটি সর্বোত্তম স্বার্থে। অবিলম্বে চালু করা মূল্য বা ব্যবহারকারী গ্রহণের উপর কোন প্রভাব ফেলবে না। নতুন কোম্পানীগুলিকে প্রস্তুত করতে এবং অনবোর্ড করার জন্য আরও সময় নেওয়া প্রয়োজন। বিপণন এবং নিজস্ব প্রোডাক্ট এ মনোযোগ দেওয়া প্রয়োজন। যা ভবিষ্যতে উন্মোচিত হবে এবং অনেক বেশি প্রাধান্য পাবে। যা উল্লেখ করার মতো নয় । আপনি লঞ্চের আগে প্রভাবশালী এবং মিডিয়া আউটলেট দ্বারা ব্যাপক বিপণন প্রচারণা বৃদ্ধি করা উচিত। তাই প্রকল্পগুলোর রোডম্যাপ যদি পরিবর্তিত হয় তাহলে হতাশ হবেন না যদি পূর্বে দল প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকে।
Title: Re: মেইননেট এর কাছাকাছি যেসব প্রকল্প গুলো রয়েছে
Post by: Tepona on June 30, 2022, 03:46:19 PM
Mainnet এর কাছাকাছি যেসব প্রকল্প গুলো রয়েছে সেই প্রকল্পগুলোকে আমি মনে করি মার্কেট ভালো হওয়া অব্দি অপেক্ষা করা উচিত। কেননা মার্কেট যখন খারাপ থাকে তখন যদি mainnet ভালো করা হয় তাহলে আমি মনে করি প্রোজেক্টের দামের উপর কোন প্রভাব পড়বে না। নতুন করে বিনিয়োগ বৃদ্ধি পাবে না। কারণ এই সময়ে সকল ব্যবহারকারী তাদের হোল্ডিং এর মুদ্রা গুলো ধরে রাখবে। তাই আমি মনে করি এটি বিলম্বে চালু করা ভালো অর্থাৎ যখন মার্কেট ভালো হয়। এবং প্রকল্প চাইলে যে কোন সিদ্ধান্ত নিতে পারে।
Title: Re: মেইননেট এর কাছাকাছি যেসব প্রকল্প গুলো রয়েছে
Post by: Diknel on July 06, 2022, 05:21:17 PM
বিয়ার মার্কেটে সবগুলো প্রজেক্ট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ একটি প্রজেক্টের মেইননেট হলো সর্বোচ্চ বড় ধাপ। এটি যদি সঠিকভাবে উপস্থাপন করেও প্রজেক্টের কোন পরিবর্তন না হয়, তাহলে আমি মনে করি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই সেই প্রজেক্টে থাকে‌। তাই আমি মনে করি বিয়ার মার্কেটে প্রকল্পগুলো থেকে মেইননেট আশা করা উচিত নয়। যদি প্রকল্পের দল ভালো হয় সেটা পরবর্তী বুলিস মার্কেটে চালু হলে অনেক বেশি সাকসেসফুল হবার সম্ভাবনা থেকে যায়।