Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Review Master on September 03, 2022, 10:09:29 PM

Title: ENS কিংবা TNS এর মতো নতুন এয়ারড্রপ মাত্র $৫ বিনিয়োগে অংশগ্রহণ করুন
Post by: Review Master on September 03, 2022, 10:09:29 PM
এই বছরের অনেকগুলো এয়ারড্রপ হয়েছিল এবং সেগুলোর মধ্যে একটি ছিল Evmos চেইনের এয়ারড্রপ, যেটি কিনা Cosmos Ecosystem এর একটি চেইন। যাদের Cosmos নিয়ে ধারণা আছে, তারা বিষয়টি বুঝতে পারবেন। আমি এর আগে অবশ্য Evmos এর এয়ারড্রপ নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এবং BitByte Crypto কমিউনিটির সকলকে অবগিত করেছিলাম। যারা এখনো ভিডিওটি দেখেন নাই, তারা ভিডিও না দেখতে পারেন।
Evmos Rektdrop এর ভিডিও:

Evmos Rektdrop এর তথ্য: https://t.me/bitbytecrypto_ann/688

এখন আসা যাক মূল বিষয়ে, ইতিমধ্যে সকলেই বেয়ার মার্কেটের কবলে পইড়া ভালো ইনকাম করতে পারতেছেন নাহ এবং এই সময়ে যদি এয়ারড্রপ পাওয়া যায়, তাহলে কিন্তু খারাপ হয় না। আর আজকে সেটি নিয়েই সংক্ষেপে কথা বলবো। কেননা একটি ভিডিও ইতিমধ্যে সকলের জন্য তৈরি করেছি, যেটি দেখলে সকলেই অংশগ্রহণ করতে পারবেন।


ENS কিংবা TNS এর মতো নতুন এয়ারড্রপ মাত্র $৫ বিনিয়োগে অংশগ্রহণ করুন


যারা Evmos এর এয়ারড্রপ পেয়েছেন কিংবা যারা পান নাই, তারা এই এয়ারড্রপে অংশগ্রহণ করতে পারবেন। শুধুমাত্র $৫ ব্যবহার করে, আপনাদেরকে একটি ডিসেন্ট্রালাইজ ডোমেন ক্রয় করতে হবে। আর আপনারা হয়তো এয়ারড্রপ পেতে পারেন, কেননা টিম এয়ারড্রপের ঘোষণা করেছে। যারা এর আগে ENS (Ethereum Name Server) কিংবা TNS ( Terra Name Server) প্রজেক্টে অংশগ্রহণ করেছিলাম, তারা প্রায় $২০০ থেকে $১০০০ এর মতো এয়ারড্রপ পেয়েছিলেন। আশা করি, এটি থেকেও সেটির মতো হয়তো এয়ারড্রপ পাবেন।

(https://i.ibb.co/5nxBF8P/evmos-domains-upcoming-airdrop-worth-of-200-to-1000-dollar.png)

Evmos Domains এয়ারড্রপের ভিডিও:

Evmos Domains এয়ারড্রপের https://t.me/bitbytecrypto_ann/724

এয়ারড্রপটিতে অংশগ্রহণের জন্য ভিডিওটি দেখুন, সকল পদ্ধতি বলা হয়েছে। আর যদি কারো Evmos নাহ থাকে, তাহলে আপনারা Huobi কিংবা Mexc এক্সচেঞ্জ থেকে ক্রয় করে, নিজেদের ওয়ালেটে নিতে পারবেন। আর যাদের মেটামাস্কে Evmos চেইন যুক্ত করা নেই। তারা Chainlist (https://chainlist.org/) এ নিজেদের মেটামাস্ক ওয়ালেট সংযুক্ত করার পর, Evmos লেখে সার্চ করার পর নেটওয়ার্কটি নিজেদের মেটামাস্কে সংযুক্ত করতে পারবেন।
Title: Re: ENS কিংবা TNS এর মতো নতুন এয়ারড্রপ মাত্র $৫ বিনিয়োগে অংশগ্রহণ করুন
Post by: Power420 on September 12, 2022, 01:33:46 PM
অনেক ইয়ারড্রব আসে যুগে যুগে জীবন পাল্টে দেওয়ার মত। কারণ আমরা আসলেও এয়ার্ডপ গুলো ভালো করে লক্ষ্য করি না যার কারণে কোনটা সাকসেস হবে এবং কোনটা স্কাম হবে তা বুঝতে পারিনা। যদি ভালো করে লক্ষ্য করি তাহলে অনেক ইয়ারড্রপগুলোই সাকসেস হয়। তাই অবশ্যই বিভিন্ন জায়গা খোঁজখবর রাখা উচিত এবং বড় ভাইদের কাছ থেকে ভালো ইয়ারড্রপ এর আশা করি আপনারা অবশ্যই লিংক দিবেন।