Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Madmax789 on November 12, 2022, 08:41:04 PM

Title: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যাত কী?
Post by: Madmax789 on November 12, 2022, 08:41:04 PM



আসুন বাস্তবসম্মত কিছু কথা বলি এবং মেনে নিই যে FOMO এর অস্তিত্ব রয়েছে। তার সাথে এটাও স্বীকার করতে হবে যে, গত এক দশকের মধ্যে বিটকেয়েনের চেয়ে ভালো বিনিয়োগ বিকল্প তৈরি হয়নি। ফলে, যদি আপনি ২০১০ সালে ₹১০,০০০ মূল্যের বিনিময়ে বিটকয়েন কিনে থাকেন, তাহলে মাত্র সাত বছর পরে অর্থাৎ ২০১৭ সালে আপনি ₹৬৬ কোটির মালিক হয়ে গিয়েছেন। অর্থাৎ মাত্র সাত বছরে আপনার বিনিয়োগ ৬৬,০০,০০০% বৃদ্ধি পেয়েছে এবং ২০১৭ সালের জুলাই মাসে ১টি বিটকয়েনের মূল্য ছিল ২৭৭৯ মার্কিন ডলার।

২০১৭ সাল থেকে, বিটকয়েনের দাম অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পয়েছে, এবং বর্তমানে একটি বিটকয়েনের মূল্য ৪৬,০০০ মার্কিন ডলার (₹৩৪.৪৬ লাখ)! যদি আপনি এমন আর একটি অ্যাসেট ক্লাস দেখাতে পারেন যার মূল্য এই রকম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা নিজেদের ভুল মেনে নেব।

আসল কথা হল, বিশ্লেষকরা বলছেন যে বিটকয়েনের মূল্য আরও বৃদ্ধি পাবে এবং ২০২৫ সালের ডিসেম্বরে একটি বিটকয়েনের মূল্য ৩১৮৪১৭ মার্কিন ডলার (₹২.৩৬ কোটি) ছুঁতে পারে! ফলে হাতে সময় রয়েছে, যাঁরা এখনও এই সুযোগ কাজে লাগাননি, তাঁরা অবশ্যই বিটকয়েনের সাথে উন্নতির এই যাত্রায় সামিল হয়ে যান। চলুন, শুরু করা যাক।
যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ক্রিপ্টোকারেন্সি-তে বিনিয়োগ শুরু করবেন, তাহলে আপনার অবশ্যই জেনে রাখা উচিত যে কেন এই অ্যাসেট ক্লাস-কে নির্বাচন করবেন। আসলে, একবার যদি আপনি বুঝে যান যে ক্রিপ্টোই হল ভবিষ্যৎ, তাহলে আপনি অটোমেটিক ভাবে বিনিয়োগের জন্য একেই বেছে নেবেন।
প্রায় সময় দেখা যায় ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক উচ্চ পর্যায়ে চলে যায় আবার নিচে চলে আসে, হঠাৎ  যদি ক্রিপ্টোকারেন্সি বন্ধ হয়ে যায় তখন কী হবে ক্রিপ্টোকারেন্সি ব্যাবহার কারিদের, তাছাড়া এটি একটি ভার্চুয়াল মুদ্রা বাকি টা আমি নিয়িরদের দৃষ্টি আর্কশন করছি।।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যাত কী?
Post by: Madmax789 on November 13, 2022, 09:02:30 AM

প্রায় সময় দেখা যায় ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক উচ্চ পর্যায়ে চলে যায় আবার নিচে চলে আসে, হঠাৎ  যদি ক্রিপ্টোকারেন্সি বন্ধ হয়ে যায় তখন কী হবে ক্রিপ্টোকারেন্সি ব্যাবহার কারিদের, তাছড়া এটি একটি ভার্চুয়াল মুদ্রা বাকি টা আমি সব নিয়রদের দৃষ্টি আর্কশন করছি।।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যাত কী?
Post by: Darkkngit668 on November 14, 2022, 03:54:13 PM
2021 সালের শেষের দিকে বিটকয়েন এবং ইথেরিয়াম তাদের সর্বকালের উচ্চতা থেকে 50% এরও বেশি নিচে নেমে এসেছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ছোটখাটো উত্থান ঘটলেও, সামগ্রিকভাবে ক্রিপ্টো বাজার মূলত স্থবির হয়ে পড়েছে। যদিও কেউ নিশ্চিতভাবে জানে না, কিছু বিশেষজ্ঞরা বলছেন যে কোনও স্থায়ী পুনরুদ্ধারের আগে ক্রিপ্টো দাম আরও কমতে পারে।

বিটকয়েন 2021 সালে একাধিক নতুন সর্বকালের উচ্চ মূল্যে আঘাত করেছে — এর পরে বড় ড্রপ হয়েছে — এবং বড় কোম্পানিগুলি থেকে আরও প্রাতিষ্ঠানিক কেনাকাটা হয়েছে৷ ইথেরিয়াম, দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি, গত বছরের শেষের দিকেও তার নিজস্ব নতুন সর্বকালের উচ্চতা অর্জন করেছে এবং তারপর জুন মাসে $900 এর নিচে বিধ্বস্ত হয়েছে, যা 2021 সালের শুরুর পর থেকে এটির সর্বনিম্ন স্তর। মার্কিন সরকারী কর্মকর্তারা এবং বিডেন প্রশাসন ক্রমবর্ধমান আগ্রহ প্রকাশ করেছে ক্রিপ্টোকারেন্সির জন্য নতুন প্রবিধানে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যাত কী?
Post by: MVL~$ on December 20, 2023, 07:05:43 AM
ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যতে আরো বেশি উন্নত পাত্রায় পৌঁছাবে এবং সম্পূর্ণ দুনিয়া কারেন্সি এই ডিজিটাল মুদ্রার রূপ নেওয়ার সম্ভাবনাই বেশি। কারণ বর্তমানে ডিজিটাল মানি খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষজন এখন ডিজিটাল কারেন্সির মাধ্যমে টাকা লেনদেন বেশি পরিমাণে করে থাকে। সেটা হোক বাসের টিকিট কাটা বা ভর্তির ফরম উঠানো থেকে শুরু করে প্রায় সব কিছুই ডিজিটাল কারেন্সিতে রূপ নিয়েছে। সুতরাং বলা যেতেই পারে ভবিষ্যতে কিপ্টোকারেন্সি টাকার বিকল্প হিসেবেও কাজ করতে পারে। এবং ক্রিপ্টোকারেন্সি সবার কাছে সহজলভ্যতা পাওয়ার সম্ভাবনাই বেশি বলে আমি মনে করি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যাত কী?
Post by: Altcoin1998$ on December 20, 2023, 07:22:13 AM
ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যতে আরো বেশি উন্নত পাত্রায় পৌঁছাবে এবং সম্পূর্ণ দুনিয়া কারেন্সি এই ডিজিটাল মুদ্রার রূপ নেওয়ার সম্ভাবনাই বেশি। কারণ বর্তমানে ডিজিটাল মানি খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষজন এখন ডিজিটাল কারেন্সির মাধ্যমে টাকা লেনদেন বেশি পরিমাণে করে থাকে। সেটা হোক বাসের টিকিট কাটা বা ভর্তির ফরম উঠানো থেকে শুরু করে প্রায় সব কিছুই ডিজিটাল কারেন্সিতে রূপ নিয়েছে। সুতরাং বলা যেতেই পারে ভবিষ্যতে কিপ্টোকারেন্সি টাকার বিকল্প হিসেবেও কাজ করতে পারে। এবং ক্রিপ্টোকারেন্সি সবার কাছে সহজলভ্যতা পাওয়ার সম্ভাবনাই বেশি বলে আমি মনে করি।
ডিজিটাল কারেন্সি পৃথিবীর সর্বত্রই ব্যবহৃত হচ্ছে বিশেষ করে আমরা বাংলাদেশীরা নগদ বিকাশ রকেট ইত্যাদির মাধ্যমে সাধারণত যে টাকা ট্রান্সফার করি সেটা কিন্তু আসলে ডিজিটাল কারেন্সির একটি সনাতন রূপ। ভার্চুয়াল কারেন্সি চোখে দেখা যায় না স্পর্শ করা যায় না মূলত এটি ডিজিট। পৃথিবীর অন্যান্য দেশ বিশেষ করে যে সকল দেশে ভার্চুয়াল কারেন্সি তথা বিটকয়েন লেনদেনের মাধ্যমে হিসেবে স্বীকৃতি পেয়েছে সে সকল দেশে আপামর জনসাধারণ তাদের লেনদেনের মাধ্যমে হিসেবে বিটকয়েন তথা ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করে। আমাদের দেশে ভার্চুয়াল কারেন্সি বৈধতা নেই জন্য আমরা ভার্চুয়াল কারেন্সির সনাতন রূপ ডিজিটাল মুদ্রা যা রকেট নগদ ও বিকাশের মাধ্যমে লেনদেন করে থাকি। এক সময় পৃথিবীব্যাপী সবাই যখন ভার্চুয়াল মুদ্রা ব্যবহার করবে তখন হয়তো পৃথিবীতে বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশ থাকবে না। তখন বাংলাদেশের সরকার ও ভার্চুয়াল কারেন্সির ব্যবহার নিষিদ্ধ করে থাকতে পারবে না বরং অনুমতি দিয়ে দেবে। যাহোক বিটকয়েনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল বরং সম্ভাবনাময় এই কারেন্সি একসময় সারা পৃথিবীর কোটিপতিদের প্রতিযোগিতা নির্ভর করবে। যার কাছে যত বিটকয়েন থাকবে অর্থাৎ ভার্চুয়াল কারেন্সি থাকবে সে তত বেশি বিলোনিয়ার বা মিলুনিয়ার হিসেবে র্যাংকআপ করে থাকবে। সেই হিসাবে আমরা নিজেরাই কতটা পিছিয়ে আছি সেটা আমরা আপনারা অনুমান করে নেই। হয়তো তাদের সাথে আমাদের পার্থক্যটা আজ বুঝতে না পারলেও ভবিষ্যতে ঠিকই বুঝতে পারব।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যাত কী?
Post by: Paragon2 on December 20, 2023, 10:11:23 AM
ক্রিপ্টোকারেন্সি বলতে আমরা সাধারণত বিটকয়েন কে বুঝে থাকি তাই আমাদের বাংলাদেশের জন্য বিটকয়েন হুমকিস্বরূপ যা সরকার এখনো বৈধতা দেয়নি। তাই পৃথিবীর প্রায় সকল দেশেই বিটকয়েনের ব্যবহার রয়েছে মাত্র অল্প কয়েকটি দেশে বিটকয়েন বৈধতা পেয়েছে। যেমন এল সালভাদরে বিটকয়েন বৈধতা পেয়েছে এবং তাদের দেশীয় মুদ্রা হিসেবে বিটকয়েন কে সমর্থন করে। কিন্তু তাদের বিটকয়েন্ট ইনজেকশন টি সম্পূর্ণ ফ্রি সকল লেনদেন করে থাকে।

কিন্তু আমাদের বাংলাদেশ আমরা বিটকয়েন ব্যবহার করি গোপনে কোন রকমের ট্যাক্স প্রদান করতে হয় না। আমাদের বাংলাদেশ বিটকয়েন বৈধতা দেয় তাহলে বাংলাদেশ সরকারকে অবশ্যই ট্যাক্স প্রদান করতে হবে এবং চোরা কারবারি সহ নানান অপরাধ বৃদ্ধি পাবে। যার কারনে আমাদের বাংলাদেশে বিটকয়েন কে বৈধতা দিলে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে।

যার কারণে আমরা সঠিকভাবে গোপনেই বিটকয়েনের ব্যবহার করে যাচ্ছি,  আসলেও আমি মনে করি আমাদের বাংলাদেশ বিটকয়েন অবৈধ থাকাটা সবচেয়ে বেশি দরকারি মনে করি। কারণ সুবিধার চেয়ে অসুবিধার দিকগুলি ফুটে উঠবে বিটকয়েন আমাদের বাংলাদেশে বৈধতা দিলে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যাত কী?
Post by: Web Designer on December 20, 2023, 06:05:15 PM
আশাকরি এই মুদ্রা গুলো কখনও বন্ধ হবে না। এখন দেখেন পৃথিবীতে প্রায় সবকিছুই অনলাইন ভিত্তিক হয়ে থাকে যেমন ধরেন অনলাইনে কেনাকাটা, খারার অর্ডার সহ অনেক কিছুই। পৃথিবী এখন অনেক উন্নত হচ্ছে সাথে সাথে ইন্টারনেট দুনিয়াও। আশাকরি ক্রিপ্টোর ভবিষ্যৎ উজ্জ্বল।