Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: God Of Thunder on December 14, 2023, 12:17:08 PM
-
আমরা এটা মোটামোটি সবাই জানি যে ফোরামে কপি পেষ্ট এলাউ করা হয় না। এবার ধরেন আমি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ফোরামে আগে একটা পোষ্ট লিখেছিলাম। হতে পারে সেটা ২ বা ৩ মাস আগে। এখন যদি আমি সেই এখন পোষ্ট কপি করে এই ফোরামে লিখি, এতে করে কোনো সমস্যা হতে পারে কি? আমার ধারনা হচ্ছে, যেহেতু সেটার লেখক আমি নিজেই, সেটার জন্য আমার প্রোফাইলে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয়। বাংলাদেশ বোর্ড এর মোডারেটরগন একটু সাহায্য করবেন।
ধন্যবাদ
-
আমরা এটা মোটামোটি সবাই জানি যে ফোরামে কপি পেষ্ট এলাউ করা হয় না। এবার ধরেন আমি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ফোরামে আগে একটা পোষ্ট লিখেছিলাম। হতে পারে সেটা ২ বা ৩ মাস আগে। এখন যদি আমি সেই এখন পোষ্ট কপি করে এই ফোরামে লিখি, এতে করে কোনো সমস্যা হতে পারে কি? আমার ধারনা হচ্ছে, যেহেতু সেটার লেখক আমি নিজেই, সেটার জন্য আমার প্রোফাইলে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয়। বাংলাদেশ বোর্ড এর মোডারেটরগন একটু সাহায্য করবেন।
ধন্যবাদ
হ্যাঁ, এই বিষয়ে আমিও কিছুটা মতামত জানতে আগ্রহী হয়েছিলাম। কিন্তু এই লোকাল মডারেটর দীর্ধদিন ধরেই দেখি অললাইনে আসেন নাই। আমারো মনে হয় যেহেতু আমি যদি নিজে অন্য কোথাও পোস্ট লিখি সেই পোস্ট যদি এখানেও পোস্ট করি তাহলে মনে হয় অসুবিধা হওয়ার কথা নয়। এই ফরামের নিয়ম কানুন সঠিকভাবে জানি না। যেহেতু এই ফরাম আবার এক্টিব হয়েছে তাই আশা করা যায় মডারেটর আবার অনলাইনে শিগ্রই আসবে। তারা কি বলে সেই অপেক্ষায়।
-
আমরা এটা মোটামোটি সবাই জানি যে ফোরামে কপি পেষ্ট এলাউ করা হয় না। এবার ধরেন আমি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ফোরামে আগে একটা পোষ্ট লিখেছিলাম। হতে পারে সেটা ২ বা ৩ মাস আগে। এখন যদি আমি সেই এখন পোষ্ট কপি করে এই ফোরামে লিখি, এতে করে কোনো সমস্যা হতে পারে কি? আমার ধারনা হচ্ছে, যেহেতু সেটার লেখক আমি নিজেই, সেটার জন্য আমার প্রোফাইলে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয়। বাংলাদেশ বোর্ড এর মোডারেটরগন একটু সাহায্য করবেন।
ধন্যবাদ
আমি যদিও এই ফোরামে নতুন এবং এই ফোরামের নিয়ম সম্পর্কে জানি না। কিন্তু আপনার কথা অনুযায়ী যতটুকু বুঝতে পারলাম তা থেকে বলা যায় আপনি যদি অন্য কোথাও বা সোশ্যাল মিডিয়া থেকে কপি করেন তাহলে সেটা কোথায় থেকে নেওয়া হয়েছে তা উল্লেখ করা উচিত তানাহলে প্লাগরিজম হবে। আর যদি আপনার নিজের পোস্ট হয় তা যদি অন্য ফোরামের হয় তাহলে সমস্যা হওয়ার কথা না। সাধারণ স্পাম, প্লাগরিজম এই সব কিছু থেকে বিরত থাকলে আর কোনো সমস্যা হবে না।
আমি এই ফোরামের বিভিন্ন বোর্ডের পোস্ট গুলো পড়তে পড়তে একটি পোস্ট আমার নজরে আসে যা আপনার পোস্ট এর সাথে অনেকটা মিল। রিপোর্ট করা পোস্ট গুলো হচ্ছে Bitcointalk ফোরাম থেকে altcoinstalks ফোরামে পোস্ট করা। নিচে পোস্টটি দেওয়া হলো ঃ-
If the user is copy pasting from other posts on our forum, post his profile below and the post copied + original post , change the color to red. (https://www.altcoinstalks.com/index.php?topic=62494.0)
-
আমি এই ফোরামের বিভিন্ন বোর্ডের পোস্ট গুলো পড়তে পড়তে একটি পোস্ট আমার নজরে আসে যা আপনার পোস্ট এর সাথে অনেকটা মিল। রিপোর্ট করা পোস্ট গুলো হচ্ছে Bitcointalk ফোরাম থেকে altcoinstalks ফোরামে পোস্ট করা। নিচে পোস্টটি দেওয়া হলো ঃ-
আপনি যে থ্রেড শেয়ার করেছেন সেই থ্রেড টি ক্রিয়েট করা হয়েছে রিপোর্ট করার জন্য। যেমন অনকেই আছেন যার কপি পোস্ট করেন, সেই সকল ব্যক্তিদের নামে রিপোর্ট করার একটা থ্রেড। আপনি যদি বুঝতে পারেন যে পোস্টটা কপি করেছে, তার নামে নিয়ম অনুযায়ী রিপোর্ট করে দিবেন। রিপোর্ট করে দিলে যদি প্রমাণিত হয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে।
-
আমি এই ফোরামের বিভিন্ন বোর্ডের পোস্ট গুলো পড়তে পড়তে একটি পোস্ট আমার নজরে আসে যা আপনার পোস্ট এর সাথে অনেকটা মিল। রিপোর্ট করা পোস্ট গুলো হচ্ছে Bitcointalk ফোরাম থেকে altcoinstalks ফোরামে পোস্ট করা। নিচে পোস্টটি দেওয়া হলো ঃ-
আপনি যে থ্রেড শেয়ার করেছেন সেই থ্রেড টি ক্রিয়েট করা হয়েছে রিপোর্ট করার জন্য। যেমন অনকেই আছেন যার কপি পোস্ট করেন, সেই সকল ব্যক্তিদের নামে রিপোর্ট করার একটা থ্রেড। আপনি যদি বুঝতে পারেন যে পোস্টটা কপি করেছে, তার নামে নিয়ম অনুযায়ী রিপোর্ট করে দিবেন। রিপোর্ট করে দিলে যদি প্রমাণিত হয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে।
অতীতে এখানে কপি পেস্ট পোষ্টের সংখ্যায় বেশি হতো। এখানে এক সময় বড়জোর দৈনিক সাত আট জন মেম্বার একটিভ থাকতো এবং তারা খুব একটা বেশি লেখালেখি করত না। যে যেভাবে পারতো বিভিন্ন সোর্স থেকে নিউজ কপি করে এনে এখানে পোস্ট করতো। যদিও একাধিকবার এ সকল বিষয় নিয়ে লেখালেখি করা হতো তবুও ফোরামে কোন নির্ধারিত শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ না করায় কপি পোস্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। কিন্তু এক সময় কপি পোস্টের উপর কঠোর নিষেধাজ্ঞ হাওয়ায় কপি পেস্ট করা পোস্টের সংখ্যা কমে যায়। তবে নিত্যান্ত যদি কপি পেস্ট করতেই হয় তবে নিচে সোর্স লিঃ যুক্ত করে দিলে কোন সমস্যা হওয়ার কথা না। তবে যদি সম্ভব হয় কপি পেস্ট না করায় বুদ্ধিমানের কাজ এবং ফোরামের জন্য অবশ্যই একটি ভালো বিষয় হবে।
-
অতীতে এখানে কপি পেস্ট পোষ্টের সংখ্যায় বেশি হতো। এখানে এক সময় বড়জোর দৈনিক সাত আট জন মেম্বার একটিভ থাকতো এবং তারা খুব একটা বেশি লেখালেখি করত না। যে যেভাবে পারতো বিভিন্ন সোর্স থেকে নিউজ কপি করে এনে এখানে পোস্ট করতো। যদিও একাধিকবার এ সকল বিষয় নিয়ে লেখালেখি করা হতো তবুও ফোরামে কোন নির্ধারিত শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ না করায় কপি পোস্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। কিন্তু এক সময় কপি পোস্টের উপর কঠোর নিষেধাজ্ঞ হাওয়ায় কপি পেস্ট করা পোস্টের সংখ্যা কমে যায়। তবে নিত্যান্ত যদি কপি পেস্ট করতেই হয় তবে নিচে সোর্স লিঃ যুক্ত করে দিলে কোন সমস্যা হওয়ার কথা না। তবে যদি সম্ভব হয় কপি পেস্ট না করায় বুদ্ধিমানের কাজ এবং ফোরামের জন্য অবশ্যই একটি ভালো বিষয় হবে।
একটা ইংলিশ বোর্ড এ একই ব্যাপারে ডিসকাশন হয়েছে। আর সেখান থেকে যতটুকু বুঝতে পারলাম যে, আপনি যদি নিজেই লেখক হোন, সেই ক্ষেত্রে আপনার পোস্ট আপনি এখানে কপি করে দিলে কোনো প্রকার সমস্যা হবে না। তবে অনেকেই সেটাকে কপি পেস্ট মনে করে রিপোর্ট করতে পারে। তাই কনফিউশান এড়ানোর জন্য যদি সেতা আপনার নিজের লেখা হয়েও থাকে, পোস্ট এর নিচে আগে কোথায় সেটা শেয়ার করেছেন, সেটা উল্লেখ করে দিতে পারেন। এতে করে অন্য কেউ চেক করতে পারবে যে এই লেখার অরিজিনাল মালিক আপনি নিজেই। যেহেতু উত্তর পেয়েছি, এই টপিক টা ওপেন রাখবো নাকি ক্লোজ করে দিবো সে ব্যাপারে পরামর্শ চাচ্ছি। চাইলে ভবিষ্যতে কেউ এখানে রিপ্লাই করতে পারবে।
-
একটা ইংলিশ বোর্ড এ একই ব্যাপারে ডিসকাশন হয়েছে। আর সেখান থেকে যতটুকু বুঝতে পারলাম যে, আপনি যদি নিজেই লেখক হোন, সেই ক্ষেত্রে আপনার পোস্ট আপনি এখানে কপি করে দিলে কোনো প্রকার সমস্যা হবে না। তবে অনেকেই সেটাকে কপি পেস্ট মনে করে রিপোর্ট করতে পারে। তাই কনফিউশান এড়ানোর জন্য যদি সেতা আপনার নিজের লেখা হয়েও থাকে, পোস্ট এর নিচে আগে কোথায় সেটা শেয়ার করেছেন, সেটা উল্লেখ করে দিতে পারেন। এতে করে অন্য কেউ চেক করতে পারবে যে এই লেখার অরিজিনাল মালিক আপনি নিজেই। যেহেতু উত্তর পেয়েছি, এই টপিক টা ওপেন রাখবো নাকি ক্লোজ করে দিবো সে ব্যাপারে পরামর্শ চাচ্ছি। চাইলে ভবিষ্যতে কেউ এখানে রিপ্লাই করতে পারবে।
ধন্যবাদ আপনাকে আপনি বিষয়টি ক্লিয়ার করে দিয়েছেন। যেহেতু সমাধান পেয়েছি আরও অনেকেই এই বিষয়ে কনফিউশনে থাকতে পারে। তাই আমি মনে করি এই টপিক টা আপাতত লক না করাই ভালো। দেখেন আরও অনেকে আছেন তারা এই বিষয়ে কি বলে?
-
অতীতে এখানে কপি পেস্ট পোষ্টের সংখ্যায় বেশি হতো। এখানে এক সময় বড়জোর দৈনিক সাত আট জন মেম্বার একটিভ থাকতো এবং তারা খুব একটা বেশি লেখালেখি করত না। যে যেভাবে পারতো বিভিন্ন সোর্স থেকে নিউজ কপি করে এনে এখানে পোস্ট করতো। যদিও একাধিকবার এ সকল বিষয় নিয়ে লেখালেখি করা হতো তবুও ফোরামে কোন নির্ধারিত শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ না করায় কপি পোস্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। কিন্তু এক সময় কপি পোস্টের উপর কঠোর নিষেধাজ্ঞ হাওয়ায় কপি পেস্ট করা পোস্টের সংখ্যা কমে যায়। তবে নিত্যান্ত যদি কপি পেস্ট করতেই হয় তবে নিচে সোর্স লিঃ যুক্ত করে দিলে কোন সমস্যা হওয়ার কথা না। তবে যদি সম্ভব হয় কপি পেস্ট না করায় বুদ্ধিমানের কাজ এবং ফোরামের জন্য অবশ্যই একটি ভালো বিষয় হবে।
একটা ইংলিশ বোর্ড এ একই ব্যাপারে ডিসকাশন হয়েছে। আর সেখান থেকে যতটুকু বুঝতে পারলাম যে, আপনি যদি নিজেই লেখক হোন, সেই ক্ষেত্রে আপনার পোস্ট আপনি এখানে কপি করে দিলে কোনো প্রকার সমস্যা হবে না। তবে অনেকেই সেটাকে কপি পেস্ট মনে করে রিপোর্ট করতে পারে। তাই কনফিউশান এড়ানোর জন্য যদি সেতা আপনার নিজের লেখা হয়েও থাকে, পোস্ট এর নিচে আগে কোথায় সেটা শেয়ার করেছেন, সেটা উল্লেখ করে দিতে পারেন। এতে করে অন্য কেউ চেক করতে পারবে যে এই লেখার অরিজিনাল মালিক আপনি নিজেই। যেহেতু উত্তর পেয়েছি, এই টপিক টা ওপেন রাখবো নাকি ক্লোজ করে দিবো সে ব্যাপারে পরামর্শ চাচ্ছি। চাইলে ভবিষ্যতে কেউ এখানে রিপ্লাই করতে পারবে।
আপনি চাইলে ক্লোজ করে দিতে পারেন সমস্যা নেই। কেননা আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি আপনি ইতিমধ্যে জেনেছেন বা বুঝতে পেরেছেন।
কপি পেস্ট করা অন্যায় এটা আল্টকয়েন ফোরামে হোক কিংবা বিটকয়েন ফোরাম হোক সবখানে।
-
আপনি চাইলে ক্লোজ করে দিতে পারেন সমস্যা নেই। কেননা আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি আপনি ইতিমধ্যে জেনেছেন বা বুঝতে পেরেছেন। কপি পেস্ট করা অন্যায় এটা আল্টকয়েন ফোরামে হোক কিংবা বিটকয়েন ফোরাম হোক সবখানে।
কপি পেষ্ট করা যে অন্যায়, সেটা ফোরামে যারা আছেন আগে থেকে, আশা করি সবাই এই ব্যাপারে অবগত। আমি জানি যে কপি পেষ্ট করা অন্যায়। আমি বিটকয়েনটকে ১ বছরের বেশি সময় ধরে লিখছি এবং ১৭০০ এর বেশি পোষ্ট সেখানে করেছি। আমি অন্য কারো পোষ্ট কপি করার ব্যাপারে এখানে জানতে চাইনি। আমি জানতে চেয়েছিলাম আমার নিজের লেখা আমি নিজেই কপি পেষ্ট করতে পারবো কি না। কারন আমার সেই লেখা গুলো অন্য ফোরামে আছে।
এখন আমি নিজের লেখা নিজেই কপি পেষ্ট করার পর সেটা অন্য কেউ না বুঝে রিপোর্ট করে ফেলতে পারে। যে কারনে সাজেশন থাকবে যে যদি কেউ নিজের পোষ্ট কপি পেষ্ট করে, তবুও যেনো সে সেখানে সোর্স লিংক এড করে দেয়।
-
আপনি যদি অনেকদিন আগে একটি পোস্ট করে থাকেন, তাহলে দুই মাস পর আপনি কিভাবে একই পোস্ট আবার লিখতে পারেন। সবারই একটা লেখার নিজস্ব ধারন রয়েছে সে অনুযায়ী সে লিখে থাকে বা মতামত দিয়ে থাকে। আপনার এটা কখনো উচিত হবে না যে আপনি একই পোস্ট আবার দিবেন।
-
আপনি যদি অনেকদিন আগে একটি পোস্ট করে থাকেন, তাহলে দুই মাস পর আপনি কিভাবে একই পোস্ট আবার লিখতে পারেন। সবারই একটা লেখার নিজস্ব ধারন রয়েছে সে অনুযায়ী সে লিখে থাকে বা মতামত দিয়ে থাকে। আপনার এটা কখনো উচিত হবে না যে আপনি একই পোস্ট আবার দিবেন।
যেহেতু এখানে op তার নিজস্ব পোস্ট ব্যবহার করছে তাই কোন সমস্যা হওয়ার কথা না। যদি অন্য কোন ইউজার এর পোস্টকপি করে তাহলে সমস্যা হবে।
@Learn Bitcoin
যদি প্রয়োজন হয় তাহলে Op আপনি লিঙ্ক ব্যবহার করতে পারেন
-
আপনি যদি অনেকদিন আগে একটি পোস্ট করে থাকেন, তাহলে দুই মাস পর আপনি কিভাবে একই পোস্ট আবার লিখতে পারেন। সবারই একটা লেখার নিজস্ব ধারন রয়েছে সে অনুযায়ী সে লিখে থাকে বা মতামত দিয়ে থাকে। আপনার এটা কখনো উচিত হবে না যে আপনি একই পোস্ট আবার দিবেন।
আমি কি লিখেছি, সেটা কি আপনি পড়েছেন ভালো করে? নাকি হুদাই আসলেন আর একটা পোষ্ট করে চলে গেলেন? আমি এই ফোরামে আগে কখনোই লেখি নাই। কিন্তু আমি অন্য ফোরামে প্রায় ১৭৫০ টি পোষ্ট করেছি। যে কারনে আমি জানতে চেয়েছিলাম যে একই পোষ্ট গুলো আমি আবার এই ফোরামে করতে পারবো কি না। ইন্টারন্যাশনাল বোর্ড এ আলাপ করে যা বুঝলাম, কনফিউশান এড়ানোর জন্য, নিজের পোষ্ট হলেও সেটার নিচে পোষ্ট এর লিংক দিয়ে দেয়া উচিৎ। এতে করে কোনো কনফিউশান তৈরী হবে না। তবে আপনার প্রশ্ন শুনে খুবই হতাশ হলাম। অন্যকে সাজেশন দেয়ার আগে কি পড়ছেন আর কি লিখছেন, সে ব্যাপারে নজর দেয়া জরুরী।
আন নেসেসারী পোষ্ট থেকে বাচার জন্য থ্রেড টি লক করে দিচ্ছি। বেশিরভাগ মানুষ হুদাই পোষ্ট কাউন্ট বাড়ানোর জন্য পোষ্ট করবে এখানে।