Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: roksana.hee on January 02, 2024, 08:24:51 AM

Title: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: roksana.hee on January 02, 2024, 08:24:51 AM
এই ফোরামে এটাই আমার প্রথম পোষ্ট। তবে ফোরামে আরো অনেকদিন আগে থেকেই এসেছি। অনেক পোষ্ট পরেছি। বাংলায় পোষ্ট করার জন্য আলাদা আলাদা সেকশন থাকায় সত্যি খুব ভালো লাগছে।  বাংলাদেশীরাও এরকম একটা প্ল্যাটফর্মে তার মতামত শেয়ার করার সুযোগ পাচ্ছে। এই ফোরামের নাম বন্ধুদের কাছ থেকে জেনেছি। এখান থেকে নাকি লেখালেখি করেও ইনকাম করা যায়। আমার প্রথম টার্গেট হচ্ছে, আমি শিখতে চাই।

বিটকয়েনের নাম আরো কয়েক বছর আগে জানতে পারি। তবে এটা বাংরাদেশে অবৈধ জেনে আর বিস্তারিত জানার আগ্রহ দেখাইনি। তবে এটা সত্য যে, সকল অবৈধ জিনিসের প্রতি মানুষের বেশি আগ্রহ থাকে। শেখার জন্য মুখিয়ে আছি।

কোথা থেকে শুরু করবো? এখানে অবশ্যই এক্রপার্ট লোকেরা থেকে থাকবেন। আপনাদের ইন্সট্রাকশন আমার শেখার পথে দারুণ ভুমিকা পালন করবে।
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: LDL on January 02, 2024, 12:19:56 PM
এই ফোরামে এটাই আমার প্রথম পোষ্ট। তবে ফোরামে আরো অনেকদিন আগে থেকেই এসেছি। অনেক পোষ্ট পরেছি। বাংলায় পোষ্ট করার জন্য আলাদা আলাদা সেকশন থাকায় সত্যি খুব ভালো লাগছে।  বাংলাদেশীরাও এরকম একটা প্ল্যাটফর্মে তার মতামত শেয়ার করার সুযোগ পাচ্ছে। এই ফোরামের নাম বন্ধুদের কাছ থেকে জেনেছি। এখান থেকে নাকি লেখালেখি করেও ইনকাম করা যায়। আমার প্রথম টার্গেট হচ্ছে, আমি শিখতে চাই।

বিটকয়েনের নাম আরো কয়েক বছর আগে জানতে পারি। তবে এটা বাংরাদেশে অবৈধ জেনে আর বিস্তারিত জানার আগ্রহ দেখাইনি। তবে এটা সত্য যে, সকল অবৈধ জিনিসের প্রতি মানুষের বেশি আগ্রহ থাকে। শেখার জন্য মুখিয়ে আছি।

কোথা থেকে শুরু করবো? এখানে অবশ্যই এক্রপার্ট লোকেরা থেকে থাকবেন। আপনাদের ইন্সট্রাকশন আমার শেখার পথে দারুণ ভুমিকা পালন করবে।
পোস্ট বাস্তবিক অর্থে অনেক গুরুত্বপূর্ণ এবং ভিতরে অনেক অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে যেটা বিশ্লেষণ করার মত হয়তো ভাষা আমার জানা নেই।
একটা জিনিস ভালো লাগলো যে আপনি আপনার ইচ্ছাটাকে এখন পর্যন্ত শেখার পর্যায়ে রেখেছেন। এই সমাজে অনেকেই আছে যারা সামান্য জ্ঞান লাভ করে জাহির করে আমি অনেক কিছু শিখেছি কিন্তু বাস্তবে ওই সমস্ত মানুষের মধ্যে কোন জ্ঞানের ছিটাপেটা পর্যন্ত নেই। আমাদের প্রত্যেকের উচিত আমরা যতই জ্ঞান লাভ করি না কেন আমাদের একটা শেখার পর্যায়ে থাকতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের চেয়ে অন্যরা বেশি জানে এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
এটাও ঠিক যে অবৈধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি থাকে কেননা অবৈধ জিনিসের প্রতি মানুষের একটা কৌতুহল থাকে যা এটা মানুষের রক্তের সাথে আদিম যুগ থেকে মিশে আছে। যখন আল্লাহ পাক বারবার না করা সত্ত্বেও আদম আলাইহি ওয়াসাল্লাম গন্ধব ফল ভক্ষণ করেছিলেন এবং বেহেস্ত থেকে বিতাড়িত হয়েছিলেন। আল্লাহ বারবার নিষিদ্ধ করা সত্ত্বেও আদম আলাই সাল্লাম কিন্তু ওই নিষিদ্ধ জিনিসের প্রতি এক প্রকার কৌতূহলের জন্য কিন্তু ভুল করে বসে ছিলেন এবং শেষমেষ আল্লাহ তায়ালা ভুলের মাসুল হিসেবে বেহেশ্ত থেকে দুজনকে আলাদা করে দুনিয়ায় প্রেরণ করেছিলে। তাহলে বুঝতে হবে আমাদের রক্তে আদিম যুগ থেকেই নিষিদ্ধ জিনিসের প্রতি কৌতূহল সৃষ্টি করাই রয়েছে।
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: Web Designer on January 02, 2024, 07:49:42 PM
শিখার কোন শেষ নেই। আপনি যদি বাংলা কমিউনিটির প্রায় সব পোস্ট পড়েন তাহলে হয়তো অনেকটাই ধারণা পেয়ে যাবার কথা। আর আপনার আইডির এমটিভি দেখে বুঝা যাচ্ছে আপনি একেবারে নতুন না কিছু হলেও জানেন। যাইহোক আপনি ইনকাম করতে পারেন বাউন্টি পোগ্রাম থেকে। সেখান থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা বা এই ফোরাম এর মাধ্যমে সিগনেচার কেম্পেইন করে ইনকাম করার সুযোগ রয়েছে।
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: Learn Bitcoin on January 03, 2024, 05:21:32 PM
যেহেতু আপনার একাউন্ট এ টেলিপোরট এর ট্যাগ দেখা যাচ্ছে, তার মানে বিটকয়েনটকের একাউন্ট এবং এই একাউন্ট এর মালিক দুইজন একই। শেখার কথা বলবে বলবো, বিটকয়েন টকে আপনি মোটামোটি যথেষ্ট টাইম ব্যয় করেছেন, এবং এই অব্দি আসার জন্য অনেক পরিশ্রম করেছেন। কিছু ভুল ত্রুটিও করেছেন যেটা আসলে সবাই ই করে থাকে। বিটকয়েনটক ফোরাম আর এই ফোরামের মাঝে তেমন খুব একটা তফাৎ নেই। নিয়ম কানুনে কিছুটা তফাৎ আছে আর কিছু সেকশন কম বেশি। বাকি জেনারেল যেসব ব্যাপার আছে সব একই। যেহেতু আমরাও বেশিরভাগ মেম্বার ড়া টেলিপোরট করে এসেছি, আমরাও এখানে খুব বেশি সময় ব্যাইয় করিনি। এখান থেকে খুব যে নতুন কিছু শেখা যাবে ব্যাপারটা তেমন নয়। বরং, বিটকয়েন্টকের চাইতে এখানে রিসোর্স আরো অনেক কম। শেখার উদ্দেশ্য থাকবে বিটকয়েন্টকে বেশি সময় দিতে পারেন।
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: Altcoin1998$ on January 04, 2024, 06:28:55 AM
যেহেতু আপনার একাউন্ট এ টেলিপোরট এর ট্যাগ দেখা যাচ্ছে, তার মানে বিটকয়েনটকের একাউন্ট এবং এই একাউন্ট এর মালিক দুইজন একই। শেখার কথা বলবে বলবো, বিটকয়েন টকে আপনি মোটামোটি যথেষ্ট টাইম ব্যয় করেছেন, এবং এই অব্দি আসার জন্য অনেক পরিশ্রম করেছেন। কিছু ভুল ত্রুটিও করেছেন যেটা আসলে সবাই ই করে থাকে। বিটকয়েনটক ফোরাম আর এই ফোরামের মাঝে তেমন খুব একটা তফাৎ নেই। নিয়ম কানুনে কিছুটা তফাৎ আছে আর কিছু সেকশন কম বেশি। বাকি জেনারেল যেসব ব্যাপার আছে সব একই। যেহেতু আমরাও বেশিরভাগ মেম্বার ড়া টেলিপোরট করে এসেছি, আমরাও এখানে খুব বেশি সময় ব্যাইয় করিনি। এখান থেকে খুব যে নতুন কিছু শেখা যাবে ব্যাপারটা তেমন নয়। বরং, বিটকয়েন্টকের চাইতে এখানে রিসোর্স আরো অনেক কম। শেখার উদ্দেশ্য থাকবে বিটকয়েন্টকে বেশি সময় দিতে পারেন।
মিক্সার ক্যামপেইনগুলো এখানে আসতে শুরু করেছে এর মানে এই ফোরাম খুব সম্ভবত বিটকয়েনটকের মতোও কিছু ওয়ারনিং আসতে পারে।তাই আপাতত আমরা যারা অনলাইনে কাজ করছি তারা আপাতত কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের অপরিচিত লোকের সাথে ক্রিপ্টো কারেন্সি বিষয় নিয়ে আলোচনা করা উচিত হবে না। অনলাইনে ডলার কেনা বেচা করার জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত।
কেউ যদি আপনাকে আমাকে কোন কিছু শেখার জন্য অফার করে এবং আপনার পরিচয় জানতে চায় তাহলে বিষয়টি এড়িয়ে যাবেন এবং আপাতত ছদ্মবেশে থাকার চেষ্টা করবেন।
রাশিয়াতে এক বিটকয়েন মাইনারকে অনলাইনের তথ্য ধরে বাড়ির ঠিকানায় পৌঁছে সরাসরি কিডন্যাপ করে মুক্তিপণ দাবি করেছেন প্রায় 160000 ডলার।তাই আপাতত আমাদের দেশে নিষিদ্ধ বিটকয়েনের চর্চা করাটাও খুব রিস্কি।
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: Learn Bitcoin on January 04, 2024, 10:37:52 AM
মিক্সার ক্যামপেইনগুলো এখানে আসতে শুরু করেছে এর মানে এই ফোরাম খুব সম্ভবত বিটকয়েনটকের মতোও কিছু ওয়ারনিং আসতে পারে।তাই আপাতত আমরা যারা অনলাইনে কাজ করছি তারা আপাতত কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের অপরিচিত লোকের সাথে ক্রিপ্টো কারেন্সি বিষয় নিয়ে আলোচনা করা উচিত হবে না। অনলাইনে ডলার কেনা বেচা করার জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত।
কেউ যদি আপনাকে আমাকে কোন কিছু শেখার জন্য অফার করে এবং আপনার পরিচয় জানতে চায় তাহলে বিষয়টি এড়িয়ে যাবেন এবং আপাতত ছদ্মবেশে থাকার চেষ্টা করবেন।
রাশিয়াতে এক বিটকয়েন মাইনারকে অনলাইনের তথ্য ধরে বাড়ির ঠিকানায় পৌঁছে সরাসরি কিডন্যাপ করে মুক্তিপণ দাবি করেছেন প্রায় 160000 ডলার।তাই আপাতত আমাদের দেশে নিষিদ্ধ বিটকয়েনের চর্চা করাটাও খুব রিস্কি।

কিসের মাঝে কি ঢুকিয়ে দিলেন ভাই? আমার পোস্ট তো এই ব্যাপারে ছিলো না। একই পোস্ট এ একাধিক ব্যাপারে আলাপ করা অফ টপিক হিসেবে ধরা হয়ে থাকে। একই পোস্ট যদি আপনি ওপি কে কোট করে পোস্ট করতেন, তাহলে সেটা অফ টপিক হতো না। কারণ ওপি তার নিজের পোস্ট এ উল্লেখ করেছে যে তিনি এখানে নতুন এবং কোথায় থেকে শুরু করবেন সেই ব্যাপারে পরামর্শ চেয়েছেন। যদিও ওপি এই ফোরামে নতুন হলেও ফোরাম জগতে তিনি নতুন কোনো মুখ নয়। তিনি বিটকয়েনটকে অলরেডি ফুল মেম্বার এবং যথেষ্ট টাইম ব্যয় করেছেন।

প্রাইভেসির ব্যাপারে আপনি যা পোস্ট করেছেন, এই ব্যাপারে আপনার সাথে কেউ দ্বিমত হবে বলে আমার মনে হয় না। সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে নিজের ব্যাক্তিগত তথ্য প্রকাশ করা খুবই রিস্কি। সবারই উচিৎ নিজেদের ব্যাক্তিগত তথ্য গোপন রাখা। অন্যথায় উল্লেখিত সিচুয়েশনে আমরা যে কেউ পরে যেতে পারি।
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: Dorimon45 on January 04, 2024, 05:13:37 PM
ভাইয়া আপনি এই ফরামে প্রথম পোস্ট করছেন ঠিক আছে। তবে আপনার জানা খুবই দরকার যে আমাদের এই বাংলা ফোরাম অনেক দিন ধরে এসেছে। তো আমরা যদি ২০২৪ সালে এসে এই ফোরাম সম্পর্কে না জেনে অযথা পোস্ট করি। যেমন আপনি বলতেছেন এখানে আপনি শিখতে এসেছেন। আপনি শিখতে এসেছেন ভালো কথা এখানে আমাদের অনেক সিনিয়র মেম্বাররা আছে তারা কিভাবে পোস্ট করে? আপনি যদি তাদেরকে ফলো করেন এবং তাদের পোস্টগুলো সুন্দরভাবে পড়ে বোঝার চেষ্টা করেন। তাহলে অবশ্যই আপনি ভালো কিছু শিখতে পারবেন। তো এখন ভাইয়া এটা আপনার নিজের উপর নির্ভরশীল। আপনি যদি এখানে ভালো কিছু করতে চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন তবে ভালো কিছু করতে পারবেন।
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: Learn Bitcoin on January 05, 2024, 10:03:26 AM
ভাইয়া আপনি এই ফরামে প্রথম পোস্ট করছেন ঠিক আছে। তবে আপনার জানা খুবই দরকার যে আমাদের এই বাংলা ফোরাম অনেক দিন ধরে এসেছে। তো আমরা যদি ২০২৪ সালে এসে এই ফোরাম সম্পর্কে না জেনে অযথা পোস্ট করি। যেমন আপনি বলতেছেন এখানে আপনি শিখতে এসেছেন। আপনি শিখতে এসেছেন ভালো কথা এখানে আমাদের অনেক সিনিয়র মেম্বাররা আছে তারা কিভাবে পোস্ট করে? আপনি যদি তাদেরকে ফলো করেন এবং তাদের পোস্টগুলো সুন্দরভাবে পড়ে বোঝার চেষ্টা করেন। তাহলে অবশ্যই আপনি ভালো কিছু শিখতে পারবেন। তো এখন ভাইয়া এটা আপনার নিজের উপর নির্ভরশীল। আপনি যদি এখানে ভালো কিছু করতে চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন তবে ভালো কিছু করতে পারবেন।

বিটকয়েনটকে একটা থ্রেড কিছুদিন আগেই আমার চোখে পরেছিলো, থ্রেড টার টাইটেল ছিলো মনে হয় নিউবি, ডোন্ট টিচ আদারস হোয়েন ইউ নিড টু লারন। আমার কাছে এখানে আপনার উপদেশ দেখে এমনইটাই মনে হচ্ছে আমার। উনি কি এখানে ভুল কিছু পোস্ট করেছে নাকি? কিভাবে পোস্ট করতে হবে সেটা উনি খুব ভালো করেই জানে। কারণ তিনি অন্য একটা ফোরামে অনেকদিন থেকেই আছেন। অন্য ফোরামে একটিভ থাকার কারনে ওনার অন্তত আপনার থেকে ভালো এক্সপেরিয়েন্স আছে বলে আমি মনে করি।

তবে আপনার আইডি দেখে মনে হচ্ছে আপনি ফোরামে একেবারেই নতুন। যদিও আপনার আরো একাউন্ট থাকতে পারে। তবে, যখন আপনার নিজেরই শেখা শেষ হয়নি, যেটা নিজেই করতে পারছেন না, সেই উপদেশ আসলে অন্যদেরকেও দেয়া ঠিক না।
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: MVL~$ on January 08, 2024, 08:07:58 PM
মানুষ আসলে জ্ঞান অর্জন করার পরেই কোন কিছু সৃষ্টি করতে পারে। যদি কোন স্থানের জ্ঞান নাই থাকে তাহলে সে কোনদিনও কোন কিছু সৃষ্টি করতে পারবেনা। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সৃষ্টি জগতে আমরাই সেরা। আপনি বিটকয়েনে এসেছেন তার জন্য আপনাকে স্বাগতম জানাই। আমি এখন পর্যন্ত যতগুলো পোস্ট করেছি তার অধিকাংশই ছিল নিজের র‍্যাঙ্ক বাড়ানোর বিষয়ে। তবে এই প্রথম আপনার পোস্টটি দেখে আমি চলতে গেলাম যে আপনি প্রথমে এই বিষয় থেকে জ্ঞান অর্জন করতে চেয়েছেন। আসলে যারা জ্ঞানী হয় এবং সেই জ্ঞানটা সবার মাঝে ছড়িয়ে দেয় তাদের র‍্যাঙ্ক এমনিতেই বেড়ে যায়। আসলে মানুষের শেখার আগ্রহী মানুষকে অনেক উপরে নিয়ে যায়। আপনি এখান থেকে শিখতে থাকেন এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ একদিন আয় খুজে পাবেন।
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: Altcoin1998$ on January 09, 2024, 05:07:49 AM
মানুষ আসলে জ্ঞান অর্জন করার পরেই কোন কিছু সৃষ্টি করতে পারে। যদি কোন স্থানের জ্ঞান নাই থাকে তাহলে সে কোনদিনও কোন কিছু সৃষ্টি করতে পারবেনা। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সৃষ্টি জগতে আমরাই সেরা। আপনি বিটকয়েনে এসেছেন তার জন্য আপনাকে স্বাগতম জানাই। আমি এখন পর্যন্ত যতগুলো পোস্ট করেছি তার অধিকাংশই ছিল নিজের র‍্যাঙ্ক বাড়ানোর বিষয়ে। তবে এই প্রথম আপনার পোস্টটি দেখে আমি চলতে গেলাম যে আপনি প্রথমে এই বিষয় থেকে জ্ঞান অর্জন করতে চেয়েছেন। আসলে যারা জ্ঞানী হয় এবং সেই জ্ঞানটা সবার মাঝে ছড়িয়ে দেয় তাদের র‍্যাঙ্ক এমনিতেই বেড়ে যায়। আসলে মানুষের শেখার আগ্রহী মানুষকে অনেক উপরে নিয়ে যায়। আপনি এখান থেকে শিখতে থাকেন এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ একদিন আয় খুজে পাবেন।
জ্ঞান বাড়ানো এবং এক্টিভিটি বাড়ানোর জন্য আপনার জ্ঞানকে কাজে লাগানো দুটোই খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার অর্জিত মূল্যবান জ্ঞান কে এই ফোরামের সার্ভিস দেওয়ার জন্য ব্যবহার করুন আপনার একটিভিটি সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে। এক সময় ফোরামে সাত আট জন একটিভ ছিলাম তখন হয়তো জ্ঞানগর্ভ মূলক পোস্ট কম পাওয়া যেত এখন হয়তো সেই সময়টা আর নেই বরং এখন ফোরাম জমজমাট। এই জমজমাট পরিস্থিতিতে আপনারা দয়া করে কেউ শুধুমাত্র এক্টিভিটি বাড়ানোর জন্য ছোট ছোট বিরক্তি কর পোস্ট গুলো করবেন না। এতে আমাদের বাংলা কমিউনিটির বদনাম হবে। আমাদের এই বাংলা কমিউনিটি আপাতত এই ফোরামে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে তাই আপনারা এই ফোরামের ভাবমূর্তি আপাতত বাংলায় থেকে নষ্ট করবেন না। আপনাদের পোস্ট ছোট যদি হয় তাহলে আপনারা ওই ছোট পোষ্টের মধ্যে আপনার জ্ঞানের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: Learn Bitcoin on January 09, 2024, 02:00:41 PM
আপনাদের পোস্ট ছোট যদি হয় তাহলে আপনারা ওই ছোট পোষ্টের মধ্যে আপনার জ্ঞানের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।

আসলে ছোট পোস্ট এ কোনো সমস্যা নেই যদি সেই পোস্ট তথ্যবহুল হয়। কিন্তু শুধুমাত্র একটিভিটি বাড়ানোর জন্য যখন কেউ আবল তাবল লেখতে শুরু করে, সেগুলো শুধু স্প্যাম না, বরং বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। আসলে লো কোয়ালিটি পোস্ট রিপোর্ট করার পর সেই রিপোর্ট হ্যান্ডেল করার জন্য লোকাল মোডারেটরের দরকার। আমাদের লোকাল বোর্ড এর যে দুইজন মোডারেটর আছেন, তারা দুইজনেই আসলে ইন একটিভ। সুতরাং, লোকাল বোর্ড এর পোস্ট রিপোর্ট করলেও তেমন কোনো কাজ হবে বলে মনে হয় না। এজন্য আমাদের উচিৎ সকলেই নিজেদের মতো করে এসব আবর্জনা পোস্ট না করা। তবে এটাও ঠিক যে ১০ টা ভালো পোস্ট এর মাঝে ২-১ টা লো কোয়ালিটির পোস্ট হবেই।
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: Salauddin on January 10, 2024, 02:35:35 AM
আপনাদের পোস্ট ছোট যদি হয় তাহলে আপনারা ওই ছোট পোষ্টের মধ্যে আপনার জ্ঞানের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।

আসলে ছোট পোস্ট এ কোনো সমস্যা নেই যদি সেই পোস্ট তথ্যবহুল হয়। কিন্তু শুধুমাত্র একটিভিটি বাড়ানোর জন্য যখন কেউ আবল তাবল লেখতে শুরু করে, সেগুলো শুধু স্প্যাম না, বরং বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। আসলে লো কোয়ালিটি পোস্ট রিপোর্ট করার পর সেই রিপোর্ট হ্যান্ডেল করার জন্য লোকাল মোডারেটরের দরকার। আমাদের লোকাল বোর্ড এর যে দুইজন মোডারেটর আছেন, তারা দুইজনেই আসলে ইন একটিভ। সুতরাং, লোকাল বোর্ড এর পোস্ট রিপোর্ট করলেও তেমন কোনো কাজ হবে বলে মনে হয় না। এজন্য আমাদের উচিৎ সকলেই নিজেদের মতো করে এসব আবর্জনা পোস্ট না করা। তবে এটাও ঠিক যে ১০ টা ভালো পোস্ট এর মাঝে ২-১ টা লো কোয়ালিটির পোস্ট হবেই।

কোনো পোস্টের যদি অর্থ সঠিক থাকে এবং পরিপুর্ন অর্থ প্রকাশ হয় টপিক বা প্রস্ন অনুজায়ী তাহলে সেটা স্প্যাম পোস্ট হবেনা, এখানে বিষয় হচ্ছে উত্তর গুলো প্রাশঙ্গিক হতে হবে, মনে করেন কেউ জানতে চাইছে গরুর বিষয়ে, আর কুমিরের রচনা লিখে গেলে সেটা অবসশই খারাপ এবং স্প্যাক।  এক কথাই পস্ট ছোটো হোক কিন্তু সেখানে তথ্য এবং যে বিষয়ে জানতে চাওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে হবে।
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: Altcoin1998$ on January 10, 2024, 02:43:41 AM
আপনাদের পোস্ট ছোট যদি হয় তাহলে আপনারা ওই ছোট পোষ্টের মধ্যে আপনার জ্ঞানের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।

আসলে ছোট পোস্ট এ কোনো সমস্যা নেই যদি সেই পোস্ট তথ্যবহুল হয়। কিন্তু শুধুমাত্র একটিভিটি বাড়ানোর জন্য যখন কেউ আবল তাবল লেখতে শুরু করে, সেগুলো শুধু স্প্যাম না, বরং বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। আসলে লো কোয়ালিটি পোস্ট রিপোর্ট করার পর সেই রিপোর্ট হ্যান্ডেল করার জন্য লোকাল মোডারেটরের দরকার। আমাদের লোকাল বোর্ড এর যে দুইজন মোডারেটর আছেন, তারা দুইজনেই আসলে ইন একটিভ। সুতরাং, লোকাল বোর্ড এর পোস্ট রিপোর্ট করলেও তেমন কোনো কাজ হবে বলে মনে হয় না। এজন্য আমাদের উচিৎ সকলেই নিজেদের মতো করে এসব আবর্জনা পোস্ট না করা। তবে এটাও ঠিক যে ১০ টা ভালো পোস্ট এর মাঝে ২-১ টা লো কোয়ালিটির পোস্ট হবেই।
ভাই সময়টা কিন্তু এখনই সেরা যদি এখানে বিটকয়েন টকের মত আপডেট চলে আসে তাহলে কিন্তু অ্যাক্টিভিটি বৃদ্ধি পেতে অপেক্ষা করতে হবে কিন্তু এখন এক্টিভিটি বৃদ্ধি পাওয়ার জন্য কোন অপেক্ষা করতে হয় না বরং পোস্ট করলেই অ্যাক্টিভিটি বৃদ্ধি পেয়ে যায় এই সুযোগটা কেউ হাতছাড়া করতে চাইবে না। তাই এখানে দু চারজন বাদে বাকি ছোট ছোট একাউন্টগুলো কিন্তু স্পামিং করতে শুরু করেছে। পোস্ট করুক সমস্যা নেই কিন্তু আপাতত পোস্টগুলো করার একটু দূরত্ব রাখতে হবে এবং সময় গ্যাপ করতে হবে দেখেন যারা পোস্ট করে তারা সিরিয়ালী পোস্ট করে এবং প্রত্যেক পোষ্টের দূরত্ব হয় তিন থেকে চার মিনিট। তাছাড়া এখানে নতুন নতুন টপিক তৈরি করে পোস্ট করলে সমস্যা নেই কিন্তু সেই ২০১৮ সালের সনাতন টপিকগুলোতেই নতুন করে ধুয়ে মুছে পোস্ট শুরু করে দেয়। ২০১৮ সালের মার্কেট সম্বন্ধীয় বিষয়গুলা এবং বর্তমানে মার্কেট সম্বন্ধীয় বিষয়গুলো কিন্তু এক নয়। তাই পোস্ট করার আগে অবশ্যই দুই চারটা নতুন টপিক তৈরি করে পোস্ট করলে অবশ্যই খারাপ কিছু হবে না। আমরা যারা নতুন এবং পুরাতন এখানে রয়েছি তাদের উচিত কিছু নতুন টপিক তৈরি করে দেওয়া যা নতুন নতুন সদস্যরা এখানে এসে ওই বিষয় নিয়ে আলোচনা করতে পারে তাহলেই কেবল স্পামিং কিছুটা হলেও কমে আসতে পারে।
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: Negotiation on January 10, 2024, 03:11:08 AM
আপনাদের পোস্ট ছোট যদি হয় তাহলে আপনারা ওই ছোট পোষ্টের মধ্যে আপনার জ্ঞানের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।

আসলে ছোট পোস্ট এ কোনো সমস্যা নেই যদি সেই পোস্ট তথ্যবহুল হয়। কিন্তু শুধুমাত্র একটিভিটি বাড়ানোর জন্য যখন কেউ আবল তাবল লেখতে শুরু করে, সেগুলো শুধু স্প্যাম না, বরং বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। আসলে লো কোয়ালিটি পোস্ট রিপোর্ট করার পর সেই রিপোর্ট হ্যান্ডেল করার জন্য লোকাল মোডারেটরের দরকার। আমাদের লোকাল বোর্ড এর যে দুইজন মোডারেটর আছেন, তারা দুইজনেই আসলে ইন একটিভ। সুতরাং, লোকাল বোর্ড এর পোস্ট রিপোর্ট করলেও তেমন কোনো কাজ হবে বলে মনে হয় না। এজন্য আমাদের উচিৎ সকলেই নিজেদের মতো করে এসব আবর্জনা পোস্ট না করা। তবে এটাও ঠিক যে ১০ টা ভালো পোস্ট এর মাঝে ২-১ টা লো কোয়ালিটির পোস্ট হবেই।
ভাই সময়টা কিন্তু এখনই সেরা যদি এখানে বিটকয়েন টকের মত আপডেট চলে আসে তাহলে কিন্তু অ্যাক্টিভিটি বৃদ্ধি পেতে অপেক্ষা করতে হবে কিন্তু এখন এক্টিভিটি বৃদ্ধি পাওয়ার জন্য কোন অপেক্ষা করতে হয় না বরং পোস্ট করলেই অ্যাক্টিভিটি বৃদ্ধি পেয়ে যায় এই সুযোগটা কেউ হাতছাড়া করতে চাইবে না। তাই এখানে দু চারজন বাদে বাকি ছোট ছোট একাউন্টগুলো কিন্তু স্পামিং করতে শুরু করেছে। পোস্ট করুক সমস্যা নেই কিন্তু আপাতত পোস্টগুলো করার একটু দূরত্ব রাখতে হবে এবং সময় গ্যাপ করতে হবে দেখেন যারা পোস্ট করে তারা সিরিয়ালী পোস্ট করে এবং প্রত্যেক পোষ্টের দূরত্ব হয় তিন থেকে চার মিনিট। তাছাড়া এখানে নতুন নতুন টপিক তৈরি করে পোস্ট করলে সমস্যা নেই কিন্তু সেই ২০১৮ সালের সনাতন টপিকগুলোতেই নতুন করে ধুয়ে মুছে পোস্ট শুরু করে দেয়। ২০১৮ সালের মার্কেট সম্বন্ধীয় বিষয়গুলা এবং বর্তমানে মার্কেট সম্বন্ধীয় বিষয়গুলো কিন্তু এক নয়। তাই পোস্ট করার আগে অবশ্যই দুই চারটা নতুন টপিক তৈরি করে পোস্ট করলে অবশ্যই খারাপ কিছু হবে না। আমরা যারা নতুন এবং পুরাতন এখানে রয়েছি তাদের উচিত কিছু নতুন টপিক তৈরি করে দেওয়া যা নতুন নতুন সদস্যরা এখানে এসে ওই বিষয় নিয়ে আলোচনা করতে পারে তাহলেই কেবল স্পামিং কিছুটা হলেও কমে আসতে পারে।

এই ফোরাম টা কয়েক বছর ধরে থাকলেও এখানে মানুষ পোস্ট করতোনা কারন  এখানে তেমন কোনো ক্যাম্পেইন ছিলোনা,  এখন যখন ক্যাম্পেইন আসা শুরু হয়েছে তখন সবাই এখানে ঝোকে পরেছে, এখন অনেকেই চেস্টা করছে দ্রুত র‍্যংক বাড়াতে এটা করতে জেয়েই স্প্যাম করতেছে, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে টেলিপোর্টেড করার সুযোগ টা আসলেও বিটকয়েনটক মেম্বারদের জন্যে ভালো একটা অপশন। কোনো পোস্ট না করেই একই র‍্যংক পাওয়ার ব্যাপার তা অনেকের কাছেই অনেক মজার ।
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: Paragon2 on January 10, 2024, 03:21:56 AM
এই ফোরামে এটাই আমার প্রথম পোষ্ট। তবে ফোরামে আরো অনেকদিন আগে থেকেই এসেছি। অনেক পোষ্ট পরেছি। বাংলায় পোষ্ট করার জন্য আলাদা আলাদা সেকশন থাকায় সত্যি খুব ভালো লাগছে।  বাংলাদেশীরাও এরকম একটা প্ল্যাটফর্মে তার মতামত শেয়ার করার সুযোগ পাচ্ছে। এই ফোরামের নাম বন্ধুদের কাছ থেকে জেনেছি। এখান থেকে নাকি লেখালেখি করেও ইনকাম করা যায়। আমার প্রথম টার্গেট হচ্ছে, আমি শিখতে চাই।

বিটকয়েনের নাম আরো কয়েক বছর আগে জানতে পারি। তবে এটা বাংরাদেশে অবৈধ জেনে আর বিস্তারিত জানার আগ্রহ দেখাইনি। তবে এটা সত্য যে, সকল অবৈধ জিনিসের প্রতি মানুষের বেশি আগ্রহ থাকে। শেখার জন্য মুখিয়ে আছি।

কোথা থেকে শুরু করবো? এখানে অবশ্যই এক্রপার্ট লোকেরা থেকে থাকবেন। আপনাদের ইন্সট্রাকশন আমার শেখার পথে দারুণ ভুমিকা পালন করবে।

আমি আপনাকে শুরুতেই অভিনন্দন জানাই এই Altcoin ফোরামে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আমি দীর্ঘদিন যাবত এরপর আমি রয়েছি কিন্তু আমি বেশি পোস্ট করিনি।

বিটকয়েন সম্পর্কে কথা বলতে গেলে বাংলাদেশে এটা অবৈধ যার কারণে আইনের ঝামেলা হতে পারে। এই কারণে লোকালয়ে কোনরকম বিটকয়েন সম্পর্কে কোন তথ্য প্রকাশ করি না। তবে বিটকয়েন সম্পর্কে জ্ঞান অর্জন করা অবশ্যই জরুরী, জ্ঞান অর্জন করলে কোন ক্ষতি নেই।
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: MVL~$ on January 10, 2024, 04:18:33 PM
শেখার আসলে শেষ নেই। যে যত জানে তার কাছে মনে হয় সে আসলে অনেক কমই জেনেছে। আপনার অ্যাকাউন্টটি যেহেতু টেলিপোর্ট করে এখানে এসেছেন সেহেতু বলাই যায় ইতোমধ্যে আপনি বিটকয়েন বা ক্রিপ্ত কারেন্সি সম্পর্কে ইতোমধ্যেই অনেক কিছু জেনে গিয়েছেন। আমার জানামতে বিটকয়েন টক এবং অলটা কয়েন টকে খুব একটা বেশি পার্থক্য নেই। তবে বিটকয়েনটক এর চেয়ে অল্টাকয়েন টক এ সেকশন কিছুটা কম রয়েছে এরপরেও এখানে এমন অনেক বিষয় রয়েছে যার মাধ্যমে আপনি অনেক নতুন কিছু শিখতে পারবেন। আমি আপনাকে বলব আপনি শেখার পাশাপাশি প্রতিনিয়ত পোস্ট করে যান এবং আপনার র‍্যাঙ্ক বৃদ্ধি করতে থাকুন। এবং পোষ্টের গুণগতমানের দিকে লক্ষ্য রাখবেন। এবং আপনার যদি কোন নতুন গবেষণামূলক বিষয় থাকে তাহলে সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: Mr.Corol on January 11, 2024, 06:26:11 AM
এই ফোরামে এটাই আমার প্রথম পোষ্ট। তবে ফোরামে আরো অনেকদিন আগে থেকেই এসেছি। অনেক পোষ্ট পরেছি। বাংলায় পোষ্ট করার জন্য আলাদা আলাদা সেকশন থাকায় সত্যি খুব ভালো লাগছে।  বাংলাদেশীরাও এরকম একটা প্ল্যাটফর্মে তার মতামত শেয়ার করার সুযোগ পাচ্ছে। এই ফোরামের নাম বন্ধুদের কাছ থেকে জেনেছি। এখান থেকে নাকি লেখালেখি করেও ইনকাম করা যায়। আমার প্রথম টার্গেট হচ্ছে, আমি শিখতে চাই।
আমারো খুবই ভালো লেগেছে এই অল্টকয়েনটকে বাংলা লোকাল বোর্ডে পোস্ট করতে পেরে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এখানে লেখালেখি করে ইনকাম করা যায় সেটা হলো সিগনেচার ক্যম্পেইনে কাজ করে ইনকাম করা। আপনি কোন ক্যম্পেইনে কাজ করার সুযোগ পেলে সেই ক্যম্পেইনের avatar/singnature আপনার প্রোফাইলে পরিধান করে পোস্ট করলে সাপ্তাহিক ভিত্তিতে ডলার ইনকাম করতে পারবেন। এই ফরামে ধৈর্য ধরে সময় দিন আশা করি সাকসেস হতে  পারবেন।
Title: Re: মুখে সৃষ্টি, শেখায় সমৃদ্ধি: শিক্ষা প্রস্তুতির অদৃষ্টি
Post by: Home200 on January 12, 2024, 06:22:35 AM
আমার সত্যি অনেক ভালো লাগলো। কারণ আমি লোকাল ফোরাম এ বাংলা তে পোস্ট করতে পারছি।  এই ফোরামে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু আপনাকে এই ফোরামে বেশি বেশি সময় দিতে হবে। আপনাকে আইডির র‍্যাঙ্ক বাড়াতে হবে। আপনি এই ফোরাম এ লেখালেখি এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। আপনাকে প্রচুর ধয্য ধরতে হবে।