Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি => Topic started by: Paragon2 on January 10, 2024, 04:22:11 AM
-
আমাদের বাংলাদেশে রেট অনুযায়ী বর্তমান ডলারের দাম ১২৫ টাকা করে।
২০২১ সালে আমি যখন অনলাইনে প্রবেশ করি তখন ডলারের মূল্য ছিল ৮৪ টাকা করে। ১$= ৮৪ টাকা তখন থেকে আমি ডলার কেন শুরু করি।
কিন্তু এখন ২০২৪ সালে ডলারের মূল্য ১$= ১২৫ টাকা, মাত্র ২-৩ বছরের ব্যবধানে ডলারের রেট অনেক বৃদ্ধি পেয়েছে।
@all User আপনারা কত রেট করে ডলারের মূল্য দেখেছেন।
-
আমাদের বাংলাদেশে রেট অনুযায়ী বর্তমান ডলারের দাম ১২৫ টাকা করে।
২০২১ সালে আমি যখন অনলাইনে প্রবেশ করি তখন ডলারের মূল্য ছিল ৮৪ টাকা করে। ১$= ৮৪ টাকা তখন থেকে আমি ডলার কেন শুরু করি।
কিন্তু এখন ২০২৪ সালে ডলারের মূল্য ১$= ১২৫ টাকা, মাত্র ২-৩ বছরের ব্যবধানে ডলারের রেট অনেক বৃদ্ধি পেয়েছে।
@all User আপনারা কত রেট করে ডলারের মূল্য দেখেছেন।
তাইলে তো ভাই ব্যাংকে টাকা জমা রাখার চেয়ে ডলার মজুদ করা অনেক ভালো ও লাভজনক।আরতো ব্যআংকএ টাকা জমা রাখবো না।
-
@all User আপনারা কত রেট করে ডলারের মূল্য দেখেছেন।
আমি যখন অনলাইনে আসি তখন ১ ডলার =৮৬ টাকা ছিলো। বর্তমানে ডলারের দাম অনেক বেড়েছে। এখানে ডলারের দাম বাড়ে নাই, বরং আমাদের দেশের মুদ্রাস্ফীতি কারনে টাকার মান কমে এসেছে। জানি না আরো আমাদের দেশের টাকার মান কমবে কীনা? তবে আমার মনে হয় অচিরেই টাকার মান আরো কমবে।
-
@all User আপনারা কত রেট করে ডলারের মূল্য দেখেছেন।
আমি যখন অনলাইনে আসি তখন ১ ডলার =৮৬ টাকা ছিলো। বর্তমানে ডলারের দাম অনেক বেড়েছে। এখানে ডলারের দাম বাড়ে নাই, বরং আমাদের দেশের মুদ্রাস্ফীতি কারনে টাকার মান কমে এসেছে। জানি না আরো আমাদের দেশের টাকার মান কমবে কীনা? তবে আমার মনে হয় অচিরেই টাকার মান আরো কমবে।
আপনি ঠিকই বলেছেন বাংলাদেশে আরো টাকার মুল্য কমে যাবে। তবে আপনারা বলেছেন যে ডলার বর্তমানে ১২৫ টাকা এটা ক্রিপ্টো USDT মুল্য কিন্তু আমি নিউজে দেখেছি আমেরিকার USD এর মুল্য ১১০ -১১২ টাকা মনে হয়।
সর্বশেষ বাংলাদেশ সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়, সাংবাদে দেখতে পেলাম চালের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। এতে কি টাকার মান বাড়লো না টাকার মান কমলো। ঠিকই কি জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে এবং টাকার মান কমে আসতেছে।
-
@all User আপনারা কত রেট করে ডলারের মূল্য দেখেছেন।
আমি যখন অনলাইনে আসি তখন ১ ডলার =৮৬ টাকা ছিলো। বর্তমানে ডলারের দাম অনেক বেড়েছে। এখানে ডলারের দাম বাড়ে নাই, বরং আমাদের দেশের মুদ্রাস্ফীতি কারনে টাকার মান কমে এসেছে। জানি না আরো আমাদের দেশের টাকার মান কমবে কীনা? তবে আমার মনে হয় অচিরেই টাকার মান আরো কমবে।
আপনি ঠিকই বলেছেন বাংলাদেশে আরো টাকার মুল্য কমে যাবে। তবে আপনারা বলেছেন যে ডলার বর্তমানে ১২৫ টাকা এটা ক্রিপ্টো USDT মুল্য কিন্তু আমি নিউজে দেখেছি আমেরিকার USD এর মুল্য ১১০ -১১২ টাকা মনে হয়।
সর্বশেষ বাংলাদেশ সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়, সাংবাদে দেখতে পেলাম চালের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। এতে কি টাকার মান বাড়লো না টাকার মান কমলো। ঠিকই কি জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে এবং টাকার মান কমে আসতেছে।
আসলে কিন্তু টাকার মান পৃথিবীর সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত কমছে এক্ষেত্রে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে কি পরিমাণ উন্নত হচ্ছে এর উপর ভিত্তি করে ডলারের মানের সাথে টাকার মান কমে বাড়ে। বাংলাদেশের যে দুর্নীতি লাগামহীন সে ক্ষেত্রে টাকার মান দিন দিন এতটাই কমে গেছে যে মানুষ ব্যাংকে টাকা রাখতে ইচ্ছুক নয় কেননা ব্যাংকে টাকা রাখলে যে পরিমাণ ইন্টারেস্ট দেয় এবং যে পরিমাণ প্রতি বার্ষিক কেটে নেয় তাকে দশ বছরে টাকা কমে গিয়ে লাখে 33000 এ নেমে আসবে। ১০ লক্ষ টাকা রাখলে ৩ লক্ষ ৩০ হাজার টাকার সমমূল্যের হবে। একটা কথা না বললেই নয় আমরা যখন ২০১৮ সালে ডলার কেনাবেচা করতাম তখন টাকার মান ছিল ডলার প্রতি ৭৫ থেকে ৭৮ টাকা বর্তমানে ডলারের দাম ঠিকই রয়েছে কিন্তু টাকার মান কমে 126 টাকা হয়ে গেছে।
-
অনেকদিন পরে আজ বাইনান্সের পি টূ পি তে দেখলাম ডলারের দাম অনেক কম। আমি এতোদিন ১২৩ টাকা ১২৪ টাকা এমন দামে সেল বাই করছি। আজ হটাৎ দেখলাম ১০৪/১০৪ টাকা ১ ডলারের দাম। পরে জানতে পারলাম আজ ডগস কয়েন এর পেমেন্ট করেছে তাই সবাই ডলার সেল দিচ্ছে। অনেক সেল এর প্রভাবে ডলারের দাম পড়ে গেছিলো। এখন আবার আস্তে আস্তে এর দাম স্বাভাবিক হওয়া শুরু করেছে। আর ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাচ্ছে দিন দিন। আমাদের অর্থনৈতিক দূরাবস্থার কারনে। আমাদের সরকার পরিবর্তন হয়েছে আশাকরি আমাদের অর্থনিতী দ্রুত স্বাবাভীক হবে এবং ডলারের বিপরীতে টাকার মূল্য অনেক শক্তিশালী হবে।
-
অনেকদিন পরে আজ বাইনান্সের পি টূ পি তে দেখলাম ডলারের দাম অনেক কম। আমি এতোদিন ১২৩ টাকা ১২৪ টাকা এমন দামে সেল বাই করছি। আজ হটাৎ দেখলাম ১০৪/১০৪ টাকা ১ ডলারের দাম। পরে জানতে পারলাম আজ ডগস কয়েন এর পেমেন্ট করেছে তাই সবাই ডলার সেল দিচ্ছে। অনেক সেল এর প্রভাবে ডলারের দাম পড়ে গেছিলো। এখন আবার আস্তে আস্তে এর দাম স্বাভাবিক হওয়া শুরু করেছে। আর ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাচ্ছে দিন দিন। আমাদের অর্থনৈতিক দূরাবস্থার কারনে। আমাদের সরকার পরিবর্তন হয়েছে আশাকরি আমাদের অর্থনিতী দ্রুত স্বাবাভীক হবে এবং ডলারের বিপরীতে টাকার মূল্য অনেক শক্তিশালী হবে।
আপনার পর্যবেক্ষণ সঠিক। ক্রিপ্টোকারেন্সি বাজারের মত পরিবর্তনশীল বাজারে যেমন ডগকয়েনের পেমেন্টের কারণে কিছু পরিস্থিতিতে ডলার বা অন্য কারেন্সির মূল্য হঠাৎ করে পরিবর্তিত হতে পারে।
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়া প্রকৃতির কারণে মুদ্রা বাজারে প্রভাব ফেলে। সরকারের পরিবর্তন এবং অর্থনৈতিক নীতি পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে এটি সময় সাপেক্ষ এবং বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভরশীল। সরকারের নীতি, আন্তর্জাতিক বাজারের অবস্থা এবং অন্যান্য আর্থিক পরিবর্তনগুলোও এই পরিস্থিতি প্রভাবিত করতে পারে।
তবে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং অর্থনৈতিক পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে কাজ করা গুরুত্বপূর্ণ।
-
২০২৪ সালের শেষের দিকে চলে এসেছি আমরা। ২০২৪ সালের সারা বছর ডলার রেট ১২০ থেকে ১২৫ এর ভেতরেই ছিলো। বছরের শেষ দিকে এসে আজকে বাজারে ডলার রেট ১৩০ থেকে ১৩১ এ উঠানামা হচ্ছে। আমি মনে করি এর পেছনে কারণ হচ্ছে টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষা করার সিদ্ধান্ত। হাসিনা সরকার যখন নিয়ম না মেনে টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষা করার জন্য নেমেছিলো। সেগুলো জানার পর হাসিনা সরকারকে আমি ক্রিটিসাইজ করেছিলাম।
একই কাজ ইউনুস সরকার করার সিদ্ধান্ত গ্রহন করেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে ডলার রেট ১৫০ টাকার ওপরে উঠে যাবে। দ্রব্যমূল্যর অবস্থা ব্যাগতিক হবে। সব চাইতে বেশি কস্টে পড়বে খেটে খাওয়া মানুষ গুলো। ড, ইউনুস ফাইনান্স এর মানুষ হয়েও মানুষ কে এরকম বিপদে ফেলবে, এটা কেউ আশা করেনি।
-
২০২৪ সালের শেষের দিকে চলে এসেছি আমরা। ২০২৪ সালের সারা বছর ডলার রেট ১২০ থেকে ১২৫ এর ভেতরেই ছিলো। বছরের শেষ দিকে এসে আজকে বাজারে ডলার রেট ১৩০ থেকে ১৩১ এ উঠানামা হচ্ছে। আমি মনে করি এর পেছনে কারণ হচ্ছে টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষা করার সিদ্ধান্ত। হাসিনা সরকার যখন নিয়ম না মেনে টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষা করার জন্য নেমেছিলো। সেগুলো জানার পর হাসিনা সরকারকে আমি ক্রিটিসাইজ করেছিলাম।
একই কাজ ইউনুস সরকার করার সিদ্ধান্ত গ্রহন করেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে ডলার রেট ১৫০ টাকার ওপরে উঠে যাবে। দ্রব্যমূল্যর অবস্থা ব্যাগতিক হবে। সব চাইতে বেশি কস্টে পড়বে খেটে খাওয়া মানুষ গুলো। ড, ইউনুস ফাইনান্স এর মানুষ হয়েও মানুষ কে এরকম বিপদে ফেলবে, এটা কেউ আশা করেনি।
ডক্টর ইউনুস স্যার বর্তমানে মাইনকা চিপায় পড়ে গেছে সে কি করবে বুঝে উঠতে পারতেছে না কারণ বিগত দিনের যারা সরকার ছিল তারা দেশকে রসাদলে পাঠিয়েছে। এটা থেকে বাঁচার জন্য ডক্টর নানারকম পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এরকম ব্যবস্থা গ্রহণ করতে হয়তো। এইটার কারণে বিশাল একটা প্রবলেম হবে যা আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন আপনার পোস্টে। এবং আমি একমত যে সবচেয়ে বেশি কষ্ট হবে খেটে খাওয়া মানুষদের। এবং টাকার মান অনেক কমে যাবে।